করোনাভাইরাসের প্রকৃত রহস্য
[করোনাভাইরাস : কোত্থেকে ছড়ালো? সত্যিই কি ছোঁয়াচে? সত্যিই কি কোনো ‘ভাইরাস’? মহামারী প্রতিরোধে করণীয়]
চীন থেকে করোনাভাইরাস অন্য দেশে ছড়ায়নি বলে আমরা জানলাম, এটাও জানলাম, চীন ছাড়া অন্য অনেক দেশে 'অসংখ্য মানুষ' করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে পরীক্ষাপদ্ধতির ত্রুটির কারণে। এই 'অসংখ্য মানুষ' ছাড়া বাকিরা কোত্থেকে করোনায় আক্রান্ত হলো, শুধু আক্রান্তই হয়নি, হাজারে হাজারে লক্ষে লক্ষে মারাও গেলো? আজ ১৬ মে করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩,১৩,২৬৩ জন; আক্রান্ত ৪৭,২১,৮৯০ জন।
এই প্রশ্নের উত্তর দেয়ার আগে আমরা একটু দেখি করোভাইরাস কতগুলো দেশে ছড়িয়েছে, করোনাভাইরাসে কোন দেশগুলো বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে, কোন দেশগুলো কম ক্ষতিগ্রস্থ হয়েছে?
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ১৬ মে পর্যন্ত মোট ২১৫ টি দেশে করোনাভাইরাস ছড়িয়েছে। ১৫০টির মতো দেশে মৃতের সংখ্যা ১০০ এর চেয়ে কম। মৃতের সংখ্যা ৪০০০ এর উপরে, এমন দেশ আছে ১৪টি। বাকি ৫১টি দেশে মৃতের সংখ্যা ১০০ এর চেয়ে বেশি, ৪০০০ এর চেয়ে কম। মৃতের সংখ্যা ৪০০০ এর চেয়ে বেশি, এমন দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, স্পেন, যুক্তরাজ্য, ব্রাজিল, ইতালী, ফ্রান্স, জার্মানী, তুর্কী, ইরান, চীন, কানাডা, বেলজিয়াম, মেক্সিকো এবং নেদারল্যান্ডস।
এই দেশগুলোর মধ্যে কিছু দেশ সম্পর্কে কিছু প্রতিবেদন দেখা যাক:
ফ্রান্স
'ফ্রান্সে বাড়ছে করোনাভাইরাসে মৃত-আক্রান্তের সংখ্যা' শিরোনামে সময় নিউজের ওয়েবসাইটে ১১ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে (তৈরি করেছেন লুৎফুর রহমান বাবু) বলা হয়, 'ফ্রান্সে করোনাভাইরাসের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। ফলে পরিস্থিতি দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। সংস্কৃতি মন্ত্রী সহ পাঁচ জন সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। আর প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
সবচেয়ে বেশি আক্রান্ত ওয়াই শহরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বেশি মানুষের সমাগম হতে নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে সবাইকে আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।' [https://www.somoynews.tv/pages/details/202170]
'Sweden probably had Covid-19 cases in NOVEMBER, country's virus chief claims, after French man is found to have been infected in December' শিরোনামে যুক্তরাজ্যের ডেইলী মেইলে ৫ মে ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে (By TIM STICKINGS and ALICE CACHIA) বলা হয়, 'Sweden likely had coronavirus cases as early as November last year, the country's virus chief has revealed.
State epidemiologist Anders Tegnell claimed individual cases would have been detected among travellers from Wuhan.
He said: 'There wasn't any spread [of infection] outside Wuhan until we saw it in Europe later.
'But I think that you could find individual cases among Wuhan travellers who were there in November to December last year. That doesn't sound at all strange, but rather very natural.'
The country's first official coronavirus case was a woman in Jönköping who tested positive on January 31st after a trip to China. The woman has since recovered from the illness.
Around 100 people from the Swedish Armed Forces attended the 2019 Summer Military World Games in Wuhan in late October and stayed in the city for two weeks.
Several competitors fell ill and were screened for the virus, although none were reported to have tested positive.
Sweden - one of the only countries in Europe to resist a lockdown - has no plans to implement large-scale sample testing of patients who received care for respiratory symptoms or flu last year to see if they had coronavirus.
'It's not something that's being discussed in a structured way,' said Tegnell.
'At the moment it feels like we don't want to burden the healthcare sector with this type of investigation. They have a lot of other things to do, and this would not lead to any measure.'
He added: 'Instead, what could be interesting to find out is how the virus spread in China and how it behaved in the early stages of its spread. If it was an individual spread from an animal to a person or if it spread to a group of people over a longer period of time.'
'There aren't many instances where we have been able to track a contagion of a completely new virus from animals to humans. We don't have much knowledge of how this happens in reality,' he explained.
'It would be valuable to see how people could protect themselves against this type of development in the future.'
While Sweden has avoided introducing a lockdown, it has banned visitors from care homes in one of its few restrictive measures.
Swedish prime minister Stefan Lofven has previously said that 'it is not the number of hours of sunshine or temperature that decides whether to listen to the advice of the authorities or not.'
The government advises people to wash their hands and practise social distancing, but most measures are not enforced.
There have so far been close to 23,000 cases of coronavirus in Sweden and nearly 2,800 deaths recorded.
Tegnell's revelations follows new report than a man in France was infected with coronavirus in December.
Amirouche Hammar, 43, revealed himself as France's potential 'patient zero' who was infected with coronavirus last December.
He came forward after a hospital near Paris revealed it had re-tested old flu samples and found a positive test for coronavirus on December 27.
The Algerian-born fish market worker had not travelled to China, and the result suggests the virus was spreading in France well before January 24 when the country confirmed its first case.
Speaking to BFMTV, Hammar said he had suffered 'very serious' chest pains but said doctors had been mystified by his illness before eventually diagnosing a lung infection.
Although experts have urged caution about the findings, the WHO said today it was 'not surprising' that a case had occurred in December and said that more such discoveries were possible.
'It's also possible there are more early cases to be found,' WHO spokesman Christian Lindmeier told a UN briefing in Geneva.
He encouraged other countries to check records for cases in late 2019, saying this would give the world a 'new and clearer picture' of the outbreak.
It is not clear how Hammar caught the virus, because he has no direct links to China where the outbreak began late last year.
Hammar's wife works at a supermarket near Charles de Gaulle Airport in Paris where passengers are known to go shopping after they land.
The doctor who revealed the case said the patient's wife had worked at a fish market with colleagues of Chinese origin.
'We're wondering whether she was asymptomatic,' said Dr Yves Cohen of the Avicenne hospital where Hammar was treated.
Hammar, who lives in Bobigny, said Dr Cohen had contacted him in recent days and informed him he was '100 per cent positive' for the virus.
At the time, he had symptoms including a fever, cough and breathing problems which are now known to be symptoms of Covid-19.
He initially suspected flu, but was puzzled by the symptoms and went to hospital where he was given a breathing mask.
'At 5am I decided to take my car and I went straight to the hospital,' he said.
'I said we must call the doctor right away, something is wrong, I have chest pain,' he said, saying it was affecting his breathing.
Medics struggled to identify what was wrong with the 43-year-old, but told him it may be a lung infection and warned that his illness was 'very serious'.
After several days in hospital he returned home and eventually recovered, not realising he had been infected with the new virus.
China reported the new virus to the World Health Organisation on December 31, but there were no confirmed cases abroad until January 13 and France did not officially record its first until January 24.
Dr Cohen said scientists at two hospitals had re-tested samples from 24 patients, of which one came back positive.
The results, published in the International Journal of Antimicrobial Agents, showed that Hammar was infected 'one month before the first reported cases in our country'.
The samples had all been collected to detect flu using PCR tests, the same screening process that can also be used to detect the presence of coronavirus.
Each sample was re-tested several times to ensure there were no errors, he added.
Dr Cohen said it was too early to say for sure whether Hammar was France's 'patient zero'.
'He may be the 'patient zero', but perhaps there are others in other regions,' he said.
'All the negative PCRs for pneumonia must be tested again. The virus was probably circulating.'
'He was amazed, he didn't understand how he had been infected. We put the puzzle together and he had not made any trips. The only contact that he had was with his wife,' he said.
Olivier Bouchaud, head of the hospital's infectious diseases department said the virus could have spread 'quietly in the population, without anyone detecting its presence'.
Evidence of earlier infections would confirm what many scientists had already suspected, he said.
Stephen Griffin, an expert at the University of Leeds' Institute of Medical Research, said it was 'a potentially important finding' and added: 'We must be cautious when interpreting these findings.'
Jonathan Ball, a professor of molecular virology at the University of Nottingham, said it was 'not impossible that it was an early introduction, but the evidence isn't conclusive by any means'.' [https://www.dailymail.co.uk/news/article-8288599/Sweden-probably-Covid-19-cases-NOVEMBER-countrys-virus-chief-claims.html]
ফ্রান্সে 'শূন্য রোগী' হিসেবে পরিচিত এই লোক কোত্থেকে করোনাভাইরাসে আক্রান্ত হলেন, কেউ জানে না।
'যে গির্জার মাধ্যমে ফ্রান্স-জার্মানিতে ছড়িয়ে পড়ে প্রাণঘাতি করোনা' শিরোনামে দৈনিক নয়াদিগন্তে ৩০ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'ফ্রান্সের একটি গির্জার মধ্যে একজন ধর্মযাজক মঞ্চে দাঁড়িয়ে বলছেন, হে প্রভু! আজ আমরা একটি উৎসবের জন্য এখানে একত্রিত হয়েছি।' এরপর উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন, 'আপনারা সকলেই কি আনন্দিত? ' সমস্বরে সবাই বলে উঠল, 'হ্যাঁ'।
ধর্মীয় উৎসব উদযাপন উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের ক্রিশ্চিয়ান ওপেন ডোর গির্জায় সমবেত শত শত মানুষ এভাবেই উৎসবে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন। প্রতি বছরের মতো এই ধর্মীয় সমাবেশে ফ্রান্সের মূল ভূখন্ডে জার্মানি ও সুইজারল্যান্ড থেকেও এসেছিল লক্ষাধিক মানুষ। পাঁচ দিন ধরে চলে এই ধর্মীয় অনুষ্ঠান। কিন্তু আদতে ওই উপাসনালয়-ই হয়ে উঠেছে দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মূল ক্ষেত্র। কারণ সেদিন ওই গির্জায় উপস্থিত কোনো এক ব্যক্তি নিজ শরীরে বয়ে এনেছিলেন ওই প্রাণঘাতী করোনাভাইরাস। এমনই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
বার্তা সংস্থা রয়টার্সকে ফ্রান্সের স্থানীয় সরকার জানিয়েছে, ওই চার্চে সেদিন ধর্মীয় উৎসবে যোগ দেওয়া প্রায় ২ হাজার ৫০০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সকলের অজান্তেই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে পশ্চিম আফ্রিকার রাজ্য বুরকিনা ফাসো, ভূমধ্যসাগরীয় দ্বীপ কর্সিকা, লাতিন আমেরিকার গায়ানা, সুইজারল্যান্ডসহ একটি ফরাসি পারমাণবিক বিদুৎকেন্দ্রে।
সংক্রমণ ছড়িয়ে যাওয়ার এক সপ্তাহ পর জার্মানি ফ্রান্সের সাথে তার সীমানা বন্ধ করে দিয়েছে। ভাইরাস সংক্রমণ রোধে গত ২৫ বছরে এই প্রথম দুই দেশ তাদের অবাধ চলাফেরায় নিয়ন্ত্রণ আরোপ করলো। ...
রয়টার্সের সূত্র মতে, গত ২০ মার্চ ফ্রান্সে করোনা রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। যাদের অধিকাংশই ওই গির্জার মুলহাউসের সঙ্গে সংশ্লিষ্ট।
স্থানীয় জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ভার্নি বলেন, আক্রান্তদের বেশিরভাগের সঙ্গে মুলহাউসের গির্জার যোগসূত্র রয়েছে।' সূত্র : রয়টার্স [https://www.dailynayadiganta.com/europe/492218]
এখানে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সে একটি গির্জায় অনুষ্ঠিত একটি উৎসব থেকে ফ্রান্সে করোনাভাইরাস ছড়িয়েছিল। ধারণা করা হয় অনুষ্ঠানে উপস্থিত কোনো এক ব্যক্তি নিজ শরীরে বয়ে এনেছিলেন ওই প্রাণঘাতী করোনাভাইরাস। কিন্তু এই ধারণার পক্ষে কোনো প্রমাণ নেই। ধারণাকৃত লোকটি কি চীন থেকে এসেছে, তা-ও কেউ বলতে পারছে না। আর 'চীন থেকে করোনাভাইরাসে আক্রান্ত কেউ এলেও তার কাছ থেকে অন্য কেউ আক্রান্ত হতে পারবে না', এই নিবন্ধে এই বিশ্বাসে দৃঢ় বিশ্বাসী হবার পক্ষে শুরু থেকেই আলোচনা করা হয়েছে। আরেকটি প্রতিবেদন দেখা যাক:
'করোনাভাইরাসে ইউরোপের মধ্যে প্রথম মৃত্যু ফ্রান্সে' শিরোনামে দৈনিক যুগান্তরে ১৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'করোনাভাইরাসে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্সে প্রথম চীনের এক পর্যটকের মৃত্যু হয়েছে। উহান রাজ্যে ছড়িয়ে পড়ার পর এশিয়ার বাইরে প্রাণঘাতী ভাইরাসটিতে প্রথমবারের মতো আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়েছে।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিন বলেন, হুবেই প্রদেশের বাসিন্দা ৮০ বছর বয়সী ওই ব্যক্তি ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন। ২৫ জানুয়ারি তাকে প্যারিসের হাসপাতালে কোয়ারেন্টিন করে রাখা হয়।
এর আগে চীনের মূল ভূখন্ডের বাইরে কেবল তিনটি দেশে হংকং, ফিলিপিন্স ও জাপানে নতুন করোনাভাইরাসে মৃত্যু হয়।
জানুয়ারির শেষের দিকে ১১ জনকে শনাক্ত করে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ইউরোপীয় দেশ হয়ে ওঠে ফ্রান্স। এদের মধ্যে ছয় জন এখনও হাসপাতালে রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিহত চীনা গুরুতর অবস্থায় উত্তর প্যারিসের বিসাত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাসের কারণে ফুসফুসের সংক্রমণে তার মৃত্যু হয়।
অ্যাগনেস বলেন, এই লোকের মেয়েও সংক্রমিত, তবে তিনি সুস্থ হয়ে উঠছেন। ...' [https://www.jugantor.com/international/278677]
এখানে ফ্রান্সে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর সাথে যে লোকের সম্পর্ক করা হয়েছে, সে ছিল চীনের এক পর্যটক। চীন থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সে ফ্রান্সে আসার পরও, এমনকি ফ্রান্সে মৃত্যুবরনের পরও সে ফ্রান্সে করোনাভাইরাসের 'শূন্য রোগী' হিসেবে পরিগনিত হয়নি, ফ্রান্সে করোনাভাইরাস ছড়ানোর সাথেও কোনোভাবে সম্পর্কিত হয়নি।
সব মিলিয়ে বুঝাই যায়, ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের ওই গির্জায় অনুষ্ঠিত উৎসবটিতে কোনো করোনায় আক্রান্ত রোগী এলেও ক্ষতি হতো না, যেহেতু করোনা ছোঁয়াচেও নয়, ভাইরাসও নয়। অন্য কোনোভাবেই সেই অনুষ্ঠান থেকে ফ্রান্সে করোনাভাইরাস বিস্তার লাভ করেছে। ভাবতে হবে, কিভাবে?
ইতালি
'যে ভুলে ইতালিতে করোনার মহামারি' শিরোনামে সময় নিউজের ওয়েবসাইটে ১৯ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'কডোনো শহরের যে রোগী থেকে সারাদেশে করোনায় ব্যাপক আকারে ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে ওই রোগী প্রথমে সামান্য অসুস্থতা নিয়ে হাসপাতালে যান। তার পারিবারিক চিকিৎসক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা পরামর্শ দিয়ে বাড়ি পাঠান। দুদিন পর শ্বাসযন্ত্রের তীব্র সমস্যা দেখা দিলে ওই রোগী আবার হাসপাতালে যান। কিন্তু তখনো প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়নি। এর ফলে ওই রোগীর কাছ থেকে করোনাভাইরাস অন্য রোগী ও হাসপাতালের কর্মীসহ পুরো ১৬ হাজার বাসিন্দার পুরো শহরে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, কডোনো শহরের ওই রোগী চীন ফেরত এক বন্ধুর সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু তার ওই বন্ধু করোনায় আক্রান্ত ছিলেন না। ডিএনএ পরীক্ষায় দেখা গেছে, ওই রোগীর ভাইরাসের উৎস জার্মানির মিউনিখ বা ফিনল্যান্ড হতে পারে। কিন্তু কিভাবে ওই রোগীর করোনায় আক্রান্ত হলেন তা জানা যায়নি।
তবে অধ্যাপক মিকেলাঞ্জেলে গুইদা এক্ষেত্রে বিস্মিত হওয়ার কিছু নেই বলেই মনে করেন। তার মতে, কৃষিভিত্তিক অর্থনীতির কডোনো শহরের সঙ্গে বড় শহরগুলোর যোগাযোগ আছে। পড়ালেখাসহ বিভিন্ন কাজে কডোনো ও আশপাশের শহরগুলোতে যাতায়াতের জন্য লোকজন গণপরিবহন ব্যবহার করে। সেখান থেকে খুব সহজেই পুরো ইতালিতে ছড়িয়েছে করোনাভাইরাস।
দেশটিতে প্রথম মৃত্যুর পর গত ২২ ফেব্রুয়ারি ইতালি সরকার ১১টি শহরকে 'রেডজোন' ঘোষণা করে। একইসঙ্গে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়। পুরো এলাকাকে 'কোয়ারেন্টিন' করা হয়। তারপরেও মার্চ মাসের শুরু থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণের হার উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। ৪ মার্চ ইতালি সরকার দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এরপর যখন সরকার বুঝতে পারে করোনাভাইরাস আর প্রতিরোধ করা যাচ্ছে না, তখন পুরো দেশের ছয় কোটিরও বেশি বাসিন্দাকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশ দেয়।
করোনা প্রথম ধরা পড়া দেশ চীন থেকে ভৌগলিকভাবে ইতালির এত দূরে অবস্থান হলেও কেনো দেশটিতে এমন মহামারি আকারে ছড়ালো? এক্ষেত্রে চীনা পর্যটকদের উচ্চ সংখ্যাই বড় সন্দেহ হয়ে দাঁড়িয়েছে। গত বছর ৩১ লাখ চীনা পর্যটক ইতালি সফর করেছে। তবে ইতালিতে মৃত্যুহার এতো বেশি হওয়ার পেছনে বিশেষজ্ঞরা কারণ হিসেবে দেখছেন, সেখানকার প্রবীণ জনসংখ্যার হারকে। ডেমোগ্রাফিক সায়েন্স জার্নালের এক নিবন্ধে অক্সফোর্ডের গবেষকরা লিখেছেন, করোনাভাইরাসের ক্ষেত্রে ৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তিরা অপেক্ষাকৃত বেশি ঝুঁকিতে আছেন। ইতালির মোট জনসংখ্যার ২৩ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।' [https://m.somoynews.tv/pages/details/203627]
এখানে বলা হয়, কডোনো শহরের যে রোগী থেকে সারাদেশে করোনায় ব্যাপক আকারে ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে সে চীন ফেরত এক বন্ধুর সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু তার ওই বন্ধু করোনায় আক্রান্ত ছিলেন না। ডিএনএ পরীক্ষায় দেখা গেছে, ওই রোগীর ভাইরাসের উৎস জার্মানির মিউনিখ বা ফিনল্যান্ড হতে পারে। কিন্তু কিভাবে ওই রোগীর করোনায় আক্রান্ত হলেন তা জানা যায়নি।
ওই রোগী প্রথমবার হাসপাতালে যাবার পর কিছু হয়নি। দ্বিতীয়বার হাসপাতালে যাবার পর ওই রোগীর কাছ থেকে করোনাভাইরাস অন্য রোগী ও হাসপাতালের কর্মীসহ পুরো ১৬ হাজার বাসিন্দার পুরো শহরে ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়। কিন্তু করোনাভাইরাস কোনো ভাইরাসই নয় বলে আমরা ইতোমধ্যে এই নিবন্ধ থেকে পরিষ্কারভাবে জানার পর এটা বিশ্বাস করার কোনো সুযোগ থাকে না যে, লোকটি থেকে পুরো কডোনা শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। মেনে নিতেই হবে, হাসপাতালটি থেকে অন্য কোনোভাবে করোনাভাইরাস ছড়িয়েছে। কিন্তু কিভাবে?
'ইতালিতে যেসব কারণে এত মৃত্যু' শিরোনামে দৈনিক আমাদের সময় পত্রিকায় ২৪ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ব। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই ভাইরাসের সংক্রমণে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। এখন পর্যন্ত কোভিড-১৯ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৭ জনের। আর সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ৯২৭ জন। অথচ ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে মারা গেছেন ৩ হাজার ২২৭ জন, আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ১৭১ জন।
বৈশ্বিক এই মহামারিতে ইতালিতেই কেন এত মানুষ সংক্রমিত হয়ে মারা যাচ্ছেন তার কিছু কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কিন্তু কেন ইতালির এমন অবস্থা?
বিশেষজ্ঞরা এর পেছনের কারণ নিয়ে বিশ্লেষণ করছেন। তারা মনে করছেন, ইতালির অভিজ্ঞতা বিশ্ববাসীর জন্য নতুন শিক্ষা নিয়ে এসেছে। ইতালির এমন পরিস্থিতির জন্য বেশকিছু বিষয়কে দায়ী করেছেন তারা। ...
ইতালির উত্তরাঞ্চলের কনডঙ্গো হাসপাতালের জরুরি বিভাগের প্রধান স্টেফিনো পাগলিয়া মনে করেন, সময়মত করোনাভাইরাস পরীক্ষা না করার কারণে করোনা শনাক্ত করা যায়নি।
ইতালিতে শুধুমাত্র কোভিড-১৯ এর লক্ষণ ও উপসর্গ যেমন জ্বর কিংবা শুকনো কাশি আছে এমন ব্যক্তিদেরকেই করোনাভাইরাস পরীক্ষা করা হতো।
তবে ইতালি নিয়ে এত গবেষণা-আলোচনার পরেও অনেকে মনে করেন আলোচিত কোনো কারণই এই মহামারির জন্য দায়ী নয়। চূড়ান্তভাবে কোনো কিছুকে দায়ী করার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত এখনো আমাদের হাতে নেই।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইয়াসচা মৌক মনে করেন ইতালিতে করোনাভাইরাস মহামারির আসলে স্পষ্ট কোনো কারণই নেই!' [http://www.dainikamadershomoy.com/post/247803]
ইতালিতে করোনাভাইরাস মহামারির আসলে 'স্পষ্ট' কোনো কারণই নেই, এই অনুসিদ্ধান্তে পৌঁছার একটা কারণ, চীন বা অন্য দেশ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আগমণকারী কারো সাথে ইতালির করোনাভাইরাসের উপদ্রবকে সম্পর্কিত করার কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি। তাই বলে কি ইতালিতে করোনা ছড়ানোর কোনো কারণ নেই? অবশ্যই আছে। কী হতে পারে সেই কারণ?
'More than 100 medics have died during Italy's coronavirus crisis, including two nurses who took their own lives, as many struggle with the trauma of seeing colleagues die' শিরোনামে ডেইলী মেইলে ৬ এপ্রিল ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে (By JEMMA CARR) বলা হয়, 'Traumatised hospital staff have asked 'who will be the next' after 80 doctors and 21 nurses died from the bug.
Two nurses took their own lives since the outbreak, which has killed more than 15,800 and infected 124,600 in Italy, began.
A total of 300 medics were infected in one hospital in Lombardy - the area worst affected by the bug - while 12,000 hospital staff have been diagnosed nation-wide. ' [https://www.dailymail.co.uk/news/article-8191785/More-100-medics-died-Italys-coronavirus-crisis.html?ito=push-notification&ci=12356&si=1707374]
'লাশ রাখার জায়গা নেই ইতালির হাসপাতালে' শিরোনামে সময় নিউজের ওয়েবসাইটে ১৮ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'করোনা ভাইরাসে ইতালিতে দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা। ইউরোপের করোনা ঝুঁকিতে থাকা বয়স্ক জনগোষ্ঠীর একটি বড় অংশ ইতালির। ফলে ভাইরাসে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে দেশটিতে। সোমবার একদিনেই দেশটিতে মারা গেছেন ৩০০ জনের বেশি।
এ নিয়ে করোনার শিকার হলেন কমপক্ষে ২১০০ ইতালীয়। এ সংখ্যা চীনের বাইরে সবথেকে বেশি। সব থেকে ভয়াবহ অবস্থা লোমবার্ডির। ইউরোপের করোনা ভাইরাস বিস্তারের কেন্দ্রে পরিণত হয়েছে শহরটি। সেখানে হাসপাতালের মর্গে আর লাশ রাখার জায়গা হচ্ছে না।
জানা গেছে, মৃতদের সৎকারেও কড়াকড়ি করছে ইতালি সরকার। ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য শেষ প্রার্থনায় অল্প কিছু নিকটজনকে অনুমতি দেয়া হয় অংশগ্রহণে। পরিবারের সদস্যরাও তাতে মাস্ক পরে যোগ দেন। ইতালির আরেক গ্রাম জোঙ্গোতে স্থানীয় পাদ্রিরা সিদ্ধান্ত নিয়েছেন যে, তারা দিনে একবার মৃত্যু ঘণ্টা বাজাবেন। কারণ করোনায় মৃত্যুর মিছিল বড় হতে থাকায় সারাদিনই ঘণ্টা বাজাতে হচ্ছিল।
ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন তাদের শেষ বিদায় দিতে পারছেন না স্বজনরা। হাসপাতালের আইসোলেটেড কক্ষে বন্ধু ও পরিবার ছাড়াই মারা যাচ্ছেন ইতালীয়রা। স্থানীয় গণমাধ্যমের সংবাদ থেকে অনেকেই সজনের মৃত্যুর খবর জানছেন।
স্থানীয় পত্রিকা লেকো দি বারগামো প্রতিদিন মৃতদের তালিকা প্রকাশ করে একটি পাতা বের করতো। কিন্তু করোনা ভয়াবহ রূপ ধারণ করার পর থেকে তাদের এ পাতার সংখ্যা বাড়তে থাকে। গত শুক্রবার তারা ১০ পাতায় মৃতদের তালিকা প্রকাশ করে।
এদিকে সৎকারে যারা কাজ করছেন তারাও আক্রান্ত হতে শুরু করেছেন করোনাতে। এতদিন মনে করা হতো মৃত্যুর পর মরদেহ থেকে এ ভাইরাস ছড়াতে পারে না।' [https://www.somoynews.tv/pages/details/203385?fbclid=IwAR3HvBqZ96ItXr1HX7kTxzLYkEdOKvcFwf97tcENSZmU-QMLOFMvo_8dyQ4]
ইতালির লোম্বার্ডি শহরের অবস্থাকে কি চীনের উহানের অবস্থার সাথে তুলনা করা যায় না? উহানের মতো একই অবস্থা হলো কেন শহরটির?
শেষ প্রতিবেদনে বলা হয়েছে, 'এদিকে সৎকারে যারা কাজ করছেন তারাও আক্রান্ত হতে শুরু করেছেন করোনাতে। এতদিন মনে করা হতো মৃত্যুর পর মরদেহ থেকে এ ভাইরাস ছড়াতে পারে না।' প্রশ্ন হচ্ছে, করোনাভাইরাস যেহেতু কোনো ভাইরাস বা ছোঁয়াচে রোগ নয় বলে এই নিবন্ধে অনেক দিক থেকে বুঝিয়ে বলা হয়েছে, তবু করোনাভাইরাসে মৃত ব্যক্তির সৎকার কাজ করতে গিয়েও মানুষ আক্রান্ত হয় কিভাবে, যেভাবে করোনাভাইরাসে সংক্রমিতদের চিকিৎসা করতে গিয়ে সম্পূর্ণ সুরক্ষিত চিকিৎসাকর্মীরাও চীন, ইতালিসহ অনেক দেশে আক্রান্ত হয়েছে? এমন হতে পারে শুধু এক সূত্র থেকেই, যদি সংশ্লিষ্ট এলাকার বায়ু যে কোনো কারণে বিষাক্ত হয়ে থাকে।
করোনাভারাসে আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে যেভাবে চিকিৎসাকর্মীরা পিপিই, মাস্ক ব্যবহার করাসহ সুরক্ষামূলক সব ব্যবস্থা গ্রহণ করে, করোনাভাইরাসে মৃতদের সৎকারে নিয়োজিত ব্যক্তিরাও সেভাবে অবশ্যই সুরক্ষামূলক সব ব্যবস্থা গ্রহণ করে, তবু আক্রান্ত হয় কিভাবে? চীনে যেভাবে বায়ুতে অদৃশ্য বিষ মিশে যাবার ফলে এমন অবস্থা হয়েছে, ইতালিতেও কি সেরকম কিছু?
'উহানের মতো 'ভুতুড়ে নগরী'তে পরিণত ইতালির যে শহর' শিরোনামে দৈনিক যুগান্তরে ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'রাস্তাঘাটে কোনো যানবাহন নেই। ফুটপাতে নেই কোনো পথচারীর হাঁটার শব্দ। দোকানপাটও সব বন্ধ। একেবারে পিনপতন নীরবতার শহরে পরিণত ইতালির কডোঙ্গো।
এ যেন আরেক উহান। বলতে গেলে উহানের মতো 'ভুতুড়ে শহরে' পরিণত হয়েছে ইতালির কডোঙ্গো।
উত্তর ইতালির লোদিপ্রদেশের ছোট্ট শহর কডোঙ্গো। সম্প্রতি শহরটিতে করোনাভাইরাসে সংক্রমিত দুই রোগীর মৃত্যু হয়। এ ছাড়া ৫০ জনের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।
এমন পরিস্থিতিতে করোনাভাইরাস আতঙ্কে নিশ্চুপ হয়ে গেছে শহরটি। অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেখা যাচ্ছে না। বের হয়েও লাভ নেই কোনো। কারণ করোনাভাইরাস বিস্তার ঠেকাতে শহরের স্কুল-কলেজ, দোকানপাট, শপিংমলের অধিকাংশই বন্ধ রয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে বার্তা সংস্থা এএফপিকে পাওলা নামের এক বাসিন্দা বলেন, 'কডোঙ্গো এখন একটা ভুতুড়ে শহর। করোনাভাইরাস আমাদের জন্য ভয়ঙ্কর এক অবস্থা তৈরি করেছে। মানুষজন তাদের ঘরে ঘরে বন্দি, কোনো মানুষ রাস্তায় নেই। এমনটি বেশি দিন চললে করোনায় নয়, না খেয়েই মরতে হবে আমাদের।'
তিনি বলেন, 'স্টেশন বন্ধ রয়েছে। কেউ টিকিট বিক্রি করছে না। আর আমার মতো কোনো যাত্রীও ট্রেনের অপেক্ষায় প্লাটফর্মে বসে নেই। হেঁটেই বাড়ি যাচ্ছি।'
শহরের ভেন্ডিং মেশিন থেকে হালকা খাবার ও পানীয় কেনার জন্য ভয়ে ভয়ে ঘর থেকে বের হয়েছেন এরিকা নামের এক নারী।
এএফপিকে এরিকা বলেন, '৫০ জনের বেশি করোনায় আক্রান্ত শুনে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। সবাই সাবধানে থাকছি। ঘরে কোনো খাবার নেই। অনন্যোপায় হয়ে বের হয়েছি। কিন্তু আমি নিশ্চিত নই যে, সুপারমার্কেটগুলো আদৌ খোলা থাকবে কিনা।'
সবকিছু বন্ধ থাকলেও কডোঙ্গোতে ফার্মেসিগুলো খোলা রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে এএফপিকে রোসা কাভালিল নামের এক ফার্মেসি মালিক বলেন, 'প্রচন্ড ভয় নিয়ে কাজ করছি আমরা। সরকারের নির্দেশ না থাকলে ফার্মেসি বন্ধই রাখতাম। আমাদের এখন ভাগ্যের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই।'
তিনি বলেন, 'এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মাস্ক। এ ছাড়া অনেকেই ব্যাকটেরিয়া রোধক, অ্যালকোহল এবং ব্লিচিং পাউডার কিনে মজুদ করে রাখছেন।'
উল্লেখ্য, লোম্বার্ডি অঞ্চলের শহর কডোঙ্গোকে প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তারের উৎপত্তিস্থল হিসেবে দাবি করছেন ইতালির স্বাস্থ্য কর্মকর্তারা।
গত শুক্রবার ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে তাদের নিজেদের এক নাগরিকের মৃত্যু হয়। শনিবার মারা যান আরও একজন।
এর পর লোম্বার্ডিতে ১৫ জন নতুন রোগী শনাক্ত করা হয়।
এ ঘটনার পর পরই ৫০ হাজার মানুষের ১০টি শহর বন্ধ করে দেয়া হয়। এসব শহরের জনগণকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। স্কুল, বার, চার্চ, সামাজিক অনুষ্ঠানসহ জনসমাগমস্থলে যেতে নিষেধ করা হয়েছে।
ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজন চিকিৎসকও রয়েছেন। ইতালিতে স্থানীয়ভাবে সংক্রমণ ঘটা করোনাভাইরাসের প্রথম ঘটনা এটি।
যে পাঁচজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন, তারা কেউ চীন সফর করেননি।
ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে বলেন, অত্যন্ত উচ্চ মাত্রার সাবধানতা নিয়ে কাজ করছেন তারা। এখন পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে বলেও গণমাধ্যমকে জানান তিনি।' [https://www.jugantor.com/international/281931]
প্রশ্ন: ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজন ব্যক্তি চীন সফর না করা সত্ত্বেও কী করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন?
এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাবে তারা, যারা করোনাভাইরাসকে চীনের উহানে প্রথমে আক্রান্ত হওয়া এক বা একাধিক মানুষ থেকে সারা বিশ্বে ছোঁয়াচে হয়ে ছড়িয়ে পড়ার মারাত্মক ও বিধ্বংসী ধারণার জন্ম দিয়েছে।
'COVID-19 pandemic in the United Kingdom' শিরোনামে উইকিপিডিয়ায় প্রকাশিত নিবন্ধে বলা হয়, 'The ongoing COVID-19 pandemic spread to the United Kingdom in late January 2020. By 18 May there had been 246,406 confirmed cases and 34,796 deaths overall. More than 90% of those dying had underlying illnesses or were over 60 years old. The infection rate is higher in care homes than in the community, which is inflating the overall infection rate. There is large regional variation in the outbreak's severity. London has the highest number of infections while North East England has the highest infection rate. England and Wales are the UK countries with the highest recorded death rate per capita, while Northern Ireland has the lowest per capita. Healthcare in the UK is devolved to each country.' [https://en.wikipedia.org/wiki/COVID-19_pandemic_in_the_United_Kingdom]
'Coronavirus: Latest patient was first to be infected in UK' শিরোনামে বিবিসি’র ওয়েবসাইটে ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'The latest patient diagnosed with the coronavirus in England is the first to catch it in the UK.
It is unclear whether this was directly or indirectly from someone who recently returned from abroad, England's chief medical officer said.
The man is a resident of Surrey who had not been abroad recently himself.
It takes the total number of UK cases to 20 and comes after a British man in his 70s became the first UK citizen to die from the virus. ...
Prof Whitty said the case was being investigated and contact tracing has begun.
The Department of Health and Social Care said the virus was passed on in the UK but the original source was "unclear" and there was no "immediately identifiable link" to overseas travel.' [https://www.bbc.com/news/uk-51683428]
ইংল্যান্ডেও অন্য অনেক করোনাভাইরাসে সংক্রমিত দেশের মতো 'উৎসবিহীন' করোনাভাইরাসে আক্রান্ত লোক পাওয়া গেছে। করোনাভাইরাসকে সারা বিশ্ব শুরু থেকেই জানতো, এটি একটি 'ভাইরাস' বা ছোঁয়াচে রোগ, যা একজন আক্রান্ত লোক থেকে আরেকজন সুস্থ লোকের শরীরে হাঁচি, কাশি, শারীরিক স্পর্শ ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুধু ৩ বা ৬ ফুট নয়, ২৭ ফুট দূরের কাউকে আক্রান্ত করার কথাও চলে এসেছে। '২৭ ফুট দূর থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস! ' শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে ১ এপ্রিল ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'শুধু ৩ বা ৬ নয়, ২৭ ফুট দূর থেকেও করোনাভাইরাসে যে কেউ সংক্রমিত হতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সহযোগী অধ্যাপক লিডিয়া বুরিবা। খবর ইউএসএ টুডে'র।
করোনা সংক্রমণ থেকে নিরাপদ থাকতে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, যে কারো কাছ থেকে ৬ ফুট দূরে থাকলেই করোনা সংক্রমনের ভয় থাকবে না। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) গাইডলাইনে বলা হয়েছে, দুজন মানুষের মধ্যে ৩ ফুট দূরত্ব থাকলেই নিরাপদ। নিউইয়র্ক পোস্ট, ইউএসএ টুডে, ফক্স নিউজ।
হু এবং সিডিসি'র সেই গাইডলাইনকে ভুল বলে অভিহিত করলেন অধ্যাপক লিডিয়া বুরিবা। তিনি বলেছেন, এই গাইডলাইন একদম সেকেলে ধারণার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ১৯৩০ সালের গবেষণায় পাওয়া তথ্যের সঙ্গে বর্তমান বাস্তবতার কোনো মিল নেই।
লিডিয়া অনেক বছর ধরে কাজ করছেন মানুষের কফ ও হাঁচির গতিপ্রকৃতি নিয়ে। গত সপ্তাহে আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশনের জার্নালে প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধে তিনি বলেছেন, ১০০ বছর আগের সেই তথ্যউপাত্তের ওপর ভিত্তি করে বর্তমানে করোনা ঠেকানোর যে গাইডলাইন দেওয়া হয়েছে, তা পুরোপুরি ভুল। করোনাভাইরাসের মতো রোগ সৃষ্টিকারী জীবানু ২৩ থেকে ২৭ ফুট দূরত্ব অনায়াসেই অতিক্রম করতে পারে। নির্দিষ্ট কক্ষপথে বিচরণকারী ভাইরাসটি ঘণ্টার পর ঘণ্টা বাতাসে ভেসে থাকতে সক্ষম। করোনা ভাইরাস বেশিক্ষণ বাঁচে না, এই ধারণারও তীব্র বিরোধিতা করেছেন লিডিয়া।
চীনের সাম্প্রতিক একটি প্রতিবেদনের উদহারণ টেনে তিনি বলেন, কোভিড-১৯ রোগী হাসপাতালের যে রুমে থাকছেন, সেই রুমের বাতাস চলাচলের পথে জায়গা করে নেয় ভাইরাসটির ক্ষুদ্রাংশ। এই ভাইরাসের সংক্রমন ঠেকাতে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিডিসিকে অবশ্যই তাদের গাইডলাইন সময়োপযোগী করতে হবে।
লিডিয়া বুরিবার দাবিকে উড়িয়ে দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এমআইটি গবেষকের দেয়া নতুন তথ্যের প্রেক্ষিতে সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, হু অত্যন্ত সতর্কতার সঙ্গে কঠিন এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আরো তথ্য পাওয়া গেলে সংস্থাটি অবশ্যই করোনার ব্যাপারে পরামর্শ ও গাইডলাইন হালনাগাদ করবে।' [https://www.bd-pratidin.com/coronavirus/2020/04/01/516363]
লিডিয়া যদি বুঝতেন, করোনাভাইরাস মূলত কোনো 'ভাইরাস' নয়, তাহলে চীনের এই উদাহরণে বিভ্রান্ত হতেন না। লিডিয়া চীনের এই উদাহরণ এবং হয়তো এরকম আরো কিছু বিষয় দেখে অনুসিদ্ধান্তে পৌঁছেছেন যে, শুধু ৩ বা ৬ নয়, ২৭ ফুট দূর থেকেও করোনাভাইরাসে যে কেউ সংক্রমিত হতে পারে। কিন্তু দেশে দেশে যে অসংখ্য মানুষ চীন বা আক্রান্ত অন্য এলাকার ২৭ বা ২৭০০ ফুট দূরত্বে থেকে নয়, সম্পূর্ণ উৎসবিহীনভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, সেই উদাহরণগুলো তাঁর চোখের সামনে এলে তিনি কোন্ অনুসিদ্ধান্তে পোঁছবেন? উদাহরণগুলোর কোনোটিই এই নিবন্ধের তৈরি বা মনগড়া নয়।
পরিশেষে সবাইকে এই অনুসিদ্ধান্তেই আসতে হবে, করোনাভাইরাস কোনো ভাইরাস নয়, ছোঁয়াচেও নয়; বরং অদৃশ্য একটা বিষের ছোবলের প্রতিক্রিয়া। ইংল্যান্ডেও কি এমন কিছু হতে পারে না?
যুক্তরাষ্ট্র
'Coronavirus: US, Australia and Thailand report first deaths' শিরোনামে দ্য গার্ডিয়ানে ১ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবদেনে (by Lily Kuo) বলা হয়, 'The US, Australia and Thailand have reported their first deaths from coronavirus as two frontline doctors in China died and more countries put in place bans on large gatherings and travel restrictions.
On Saturday, US officials said a man in his 50s in Washington state had died, after being tested for the disease on Thursday. Authorities said they did not know how he had contracted the virus because he did not have any history of travel to affected areas or contact with known Covid-19 cases.
On Sunday, China reported its sharpest increase in new infections in a week with 573 new cases, the highest daily rise in a week. Chinese health authorities reported 35 new deaths on Sunday, a drop from the previous day's toll of 47.
A 32-year-old doctor named Zhong Jinxing in the southern province of Guangxi reportedly died from ''overwork'' on Friday after working for 33 consecutive days. Another doctor, Jiang Xueqing, 55, died on Sunday after having been infected with Covid-19, according to Chinese state media.'
[https://www.theguardian.com/world/2020/mar/01/coronavirus-us-australia-and-thailand-report-first-deaths]
আক্রান্ত এলাকায় কোনো ভ্রমণ ইতহাস ছাড়া এবং কোনো কোভিড ১৯ রোগীর সাথে সম্পর্ক ছাড়া ওয়াশিংটনেও কিভাবে মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলো? চীন বা অন্য কোনো আক্রান্ত এলাকা থেকে কি ওয়াশিংটন মাত্র ৩ বা ৬ বা ২৭ ফুট দূরে অবস্থিত? তাদের নিকট উত্তর প্রত্যাশিত, যারা একে 'ভাইরাস' নাম দিয়ে গত কয়েখ মাসে বিশ্ব ব্যবস্থাকে লন্ডভন্ড করে ছেড়েছে; মানুষের জীবনকে করেছে বিভীষিকাময়, অচল, বিধ্বংস।
'Coronavirus: 'Millions' of Americans could be infected, expert warns' শিরোনামে বিবিসির ওয়েবসাইটে ২৯ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'New York is at the heart of the US outbreak and is home to just under half the total cases across the country.
On Saturday, President Trump said he was considering quarantining the state in a bid to slow the spread of the virus.
He later commented that it was not necessary after Mr Cuomo said doing so would be "preposterous".
Mr Trump tweeted that instead of quarantine, a "strong travel advisory" would be issued to New York, New Jersey and Connecticut by the Centers for Disease Control and Prevention (CDC).'
[https://www.bbc.com/news/world-us-canada-52086378]
'ইতালিতে ২৪ ঘণ্টায় আরো ৭২৭ জনের মৃত্যু' শিরোনামে কালের কণ্ঠ অনলাইনে ১ এপ্রিল, ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতশ ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার একশ ৫৫ জনে। ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ইতালিতে প্রায় সবকিছু বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। ...
এদিকে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। বুধবার জানানো হয় যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে প্রায় চার হাজার তিনশ ৬৫ জন মানুষ। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র নিউইয়র্ক শহর। তবে নিউ অরলিন্স, শিকাগো ও ডেট্রয়েটে দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে সেসব অঞ্চলের মেয়র জানিয়েছেন।' [https://www.kalerkantho.com/online/world/2020/04/01/893576]
'COVID-19 pandemic in New York (state)' শিরোনামে উইকিপিডিয়ায় প্রকাশিত নিবন্ধে বলা হয়, 'During the COVID-19 pandemic, the first case of COVID-19 in the U.S. state of New York was confirmed on March 1, 2020. As of May 17, 2020, there have been 1.4 million tests, of which there were 350,100 confirmed cases (an increase of 1,900 from the day before) in the state, and of those 22,619 people have died (up 141 overnight). New York has the highest number of confirmed cases of any state in the United States, with three times as many cases as neighboring New Jersey (the state with the second-most confirmed cases) and seven times that of neighboring Pennsylvania (which has the fifth-most). New York also has more cases than any country, with the exception of the United States, of which it is a part, with nearly one-and-a-half times as many as Russia, the country with the second-most cases.
As of mid-May 2020, nearly one-fourth of known U.S. cases are in New York state (down from one-third in April). More than half of the state's cases are in New York City, where nearly half the state's population lives.
As of March 26, the United States had more known cases than any other country. As of April 9, the US could hold this position even if only cases in New York state were considered, due to the high concentration of cases there. The countries with the next highest number of cases as of April 9 were Spain and Italy, each of which had fewer cases than New York state.
Origins
Genetic analysis confirmed that most cases of the virus had mutations indicating a European origin, meaning travelers flying to New York City from Europe brought the virus in. Two independent studies both arrived at this conclusion. Americans visiting Italy in late February and returning to New York on March 1 were not asked by customs if they had spent time in Italy, even though the State Department had urged Americans not to travel to Italy on Feb. 29 (the same day Italy reported 1,100 COVID cases). An American who spent months in Milan and returned to New York's JFK Airport on March 3 was only asked if she had been to China or Iran; the same day Italy reported 2,200 COVID cases. According to statistical models, New York City already had 600 COVID-19 cases in mid-February, and as many as 10,000 cases by March 1.
March 1 saw the first confirmed case of COVID-19 in New York State, a 39-year-old woman health care worker who lived in Manhattan, who had returned from Iran on February 25 with no symptoms at the time. She went into home isolation with her husband.
On March 3, a second case was confirmed, a lawyer in his 50s who lived in New Rochelle, Westchester County, immediately north of New York City, and worked in Midtown Manhattan. He had traveled to Miami in February, but had not visited areas known to have widespread transmission of the coronavirus. Two of his four children had recently returned from Israel. After first feeling ill on February 22, he was admitted to a hospital in Westchester on February 27, diagnosed with pneumonia, and released from isolation after testing negative for the flu. Instances of panic buying in New York were reported after his case was confirmed.
On March 4, the number of cases in New York State increased to 11 as nine people linked to the lawyer tested positive, including his wife, a son, a daughter, a neighbor, and a friend and his family.
On March 5, New York City mayor Bill de Blasio said that coronavirus fears should not keep New Yorkers off the subway, riding from Fulton Street to High Street in a public press attempt to demonstrate the subway's safety.
On March 6, eleven new cases were reported, bringing the state caseload to 33. All the new cases were tied to the first community transmission case, the lawyer. At the end of the day, an additional 11 new cases were reported by the governor, bringing the total caseload to 44, with 8 of the new cases in Westchester County, and 3 in Nassau County on Long Island. Also on March 6, an article appeared in the New York Post stating that while Mayor de Blasio assigned responsibility for the lack of N95 masks and other personal protective equipment to the federal government, the city never ordered the supplies until that date.
On March 7, Governor Andrew Cuomo declared a state of emergency in New York after 89 cases had been confirmed in the state, 70 of them in Westchester County, 12 in New York City and 7 elsewhere.
On March 8, the state reported 16 new confirmed cases and a total of 106 cases statewide. New York City issued new commuter guidelines amid the current outbreak, asking sick individuals to stay off public transit, encouraging citizens to avoid densely packed buses, subways, or trains. ...'
[https://en.wikipedia.org/wiki/COVID-19_pandemic_in_New_York_(state)]
এই তিনটি প্রতিবেদন/নিবন্ধ থেকে জানা যায়, (১) যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র নিউইয়র্কে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে একটি জিনগত বিশ্লেষণ ও দুটি স্বাধীন গবেষণা এই অনুসিদ্ধান্তে পৌঁছেছে যে, নিউইয়র্কে ইউরোপ থেকে যাত্রীরা ভাইরাসটি নিয়ে এসেছিল। (২) ম্যানহাটনে বসবাসকারী ৩৯ বছর বয়সী একজন মহিলা স্বাস্থ্যসেবা কর্মী ২৫ ফেব্রুয়ারি ইরান থেকে কোনও লক্ষণ ছাড়াই নিউইয়র্কে ফিরে আসার পর ১ মার্চ কোভিড ১৯ এ শনাক্ত হওয়ার ঘটনাই হলো নিউইয়র্কে কোভিড ১৯ এর প্রথম নিশ্চিত ঘটনা। (৩) ৩ মার্চ দ্বিতীয় ঘটনা নিশ্চিত হয় পঞ্চাশ বছর বয়সী একজন আইনজীবীর ক্ষেত্রে, যিনি নিউইয়র্ক সিটির উত্তরে ওয়েস্টচেস্টার কাউন্টির নিউ রোচেলে বাস করতেন এবং ম্যানহাটনে কাজ করতেন। তিনি ফেব্রুয়ারিতে মিয়ামি ভ্রমণ করেন, তবে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রয়েছে বলে পরিচিত কোনো অঞ্চলে যাননি। এই আইনজীবির করোনাভাইরাসে আক্রান্ত হওয়াকে স্থানীয় সংক্রমণ হিসেবে গণ্য করা হয়। (৪) ৪ মার্চ নিউইয়র্কে মামলার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১ জনে, ওই উকিলের স্ত্রী, একটি ছেলে, একটি মেয়ে, এক প্রতিবেশী, এক বন্ধু এবং তার পরিবার সহ তার সাথে সম্পর্কিত ৯ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। (৫) ৬ মার্চ এগারোটি নতুন মামলা রিপোর্ট করা হয়, যা রাজ্যের মামলার সংখ্যা ৩৩-এ নিয়ে আসে। এই ১১ টি ঘটনার সবগুলো প্রথম স্থানীয় সংক্রমণের ঘটনার সাথে যুক্ত আইনজীবির সাথে সম্পর্কিত ছিল।
এই ৫টি তথ্যের সারাংশ এমন হতে পারে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দু নিউইয়র্কে ইউরোপ থেকে করোনা ছড়িয়েছে বলে মনে করা হলেও প্রথম করোনাভাইরাসের রোগী কিন্তু ইউরোপ ফেরত নয়; এমনকি প্রথম করোনাভাইরাসে আক্রান্ত লোক নিউইয়র্কে করোনা বিস্তারে ভূমিকা রাখেনি। ভূমিকা রেখেছে স্থানীয়ভাবে সংক্রমিত প্রথম ব্যক্তি, যিনি নিউইয়র্কে শনাক্তকৃত দ্বিতীয় ব্যক্তি। ৪ মার্চ নতুন শনাক্তকৃত ৯ জন এবং ৬ মার্চ নতুন শনাক্তকৃত ১১ জন, এই মোট ২০ জনের করোনায় আক্রান্ত হওয়াকে ঐ আইনজীবির সাথে সম্পর্কিত করা হয়েছে, যিনি নিজেই স্থানীয়ভাবে সংক্রমণের শিকার। তাহলে প্রশ্ন: (১) নিউইয়র্কে করোনা ছড়ানোর জন্য অন্য দেশ থেকে আগত আক্রান্তদেরকে কি দোষারোপ করার সুযোগ আছে? (২) ওই আইনজীবি কার কাছ থেকে করোনায় আক্রান্ত হয়েছে? (৩) যে ২০ জনের আক্রান্ত হওয়াকে ওই আইনজীবির সাথে সম্পর্কিত করা হয়েছে, তার সাথে সম্পর্কিত না হলে কি ওই ২০ জন করোনায় আক্রান্ত হতে পারতো না ঐ উৎস থেকে, যে উৎস থেকে ওই আইনজীবি আক্রান্ত হয়েছে?
মূলত একই এলাকার মানুষ হবার কারণে ওই আইনজীবির সাথে যেসব মানুষ বসবাস করতো, তারাও ওই আইনজীবির মতোই আক্রান্ত হয়ে থাকতে পারে ঐ উৎস থেকে, যে উৎস থেকে ওই আইনজীবি আক্রান্ত হয়েছে। কিন্তু কী সেই অজ্ঞাত উৎস, যা থেকে ওই আইনজীবি আক্রান্ত হয়েছে এবং তার সাথে সম্পর্কিত ২০ জন আক্রান্ত হয়ে থাকতে পারে?
নিউইয়র্কের ভয়াবহ অবস্থাকে কি চীনের উহানের মতোই মনে হয় না? উহানে যেরকম একসাথে গুচ্ছে গুচ্ছে ৪১ জন, ২৭ জন করে শনাক্ত হয়েছে, নিউইয়র্কেও এভাবে ৯ জন, ১১ জন করে গুচ্ছে গুচ্ছে শনাক্ত হয়েছে কেন?
স্থানীয়ভাবে করোনাভাইরাসে আক্রান্ত ওই আইনজীবি সম্পর্কে সামান্য ভিন্ন তথ্য নিয়ে '1,000 Quarantined after New York Family's COVID-19 Diagnosis' শিরোনামে ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে ৪ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'Health officials seeking to prevent the spread of COVID-19 in New York state focused Wednesday on a suburban community where four members of the same family and a neighbor have been diagnosed with the virus, ordering new testing and putting about 1,000 people in self-quarantine. ...
Gov. Andrew Cuomo detailed the procedures after meeting with local officials in Westchester County, north of New York City, where test results came back positive for the wife, two children and neighbor of a lawyer hospitalized with the disease. The new results brought the number of confirmed cases in the state to six.
Cuomo said people who've come into contact with them will be tested and should sequester themselves in their homes. They include eight people who worked with the lawyer and his wife at their law firm and hospital workers who treated him, as well as the neighbor's children.
''Whenever you find a case, it is about containment and doing the best you can to keep the circle as tight as possible,'' Cuomo said.
The 50-year-old lawyer, who commuted by train from New Rochelle to work at a small Manhattan law firm, has an underlying respiratory illness that potentially put him in more danger from the disease, officials said. He is being treated in the intensive care unit of a Manhattan hospital.
Cuomo said the lawyer had no known travel history to countries where the outbreak of the new coronavirus has been sustained. State and city officials said the man had done some other traveling recently, including an early February trip to Miami.'
[https://www.voanews.com/science-health/coronavirus-outbreak/1000-quarantined-after-new-york-familys-covid-19-diagnosis]
'New coronavirus cases of unknown origin found on West Coast' শিরোনামে এবিসি নিউজের ওয়েবসাইটে ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By ROBERT JABLON, LISA BAUMANN and ANDREW SELSKY) বলা হয়, 'Health officials in California, Oregon and Washington state worried about the novel coronavirus spreading through West Coast communities after confirming three patients were infected by unknown means.
The patients — an older Northern California woman with chronic health conditions, a high school student in Everett, Washington and an employee at a Portland, Oregon-area school — hadn't recently traveled overseas or had any known close contact with a traveler or an infected person, authorities said.' [https://abcnews.go.com/US/wireStory/coronavirus-cases-unknown-origin-found-west-coast-69301250]
'দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে এক দিনে আক্রান্ত ৫৯৪' শিরোনামে প্রথম আলোয় ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ দ্বিতীয় কোভিড-১৯ রোগীর তথ্য নিশ্চিত করেছে। আক্রান্ত ব্যক্তি ক্ষতিগ্রস্থ এলাকায় যাননি বা আক্রান্ত কারও সংস্পর্শেও ছিলেন না। কর্তৃপক্ষ আক্রান্ত ব্যক্তির নাম-পরিচয় গোপন রেখে জানিয়েছে, তিনি একজন বয়স্ক নারী এবং তিনি নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।' [https://www.prothomalo.com/international/article/1642376]
ভক্স মিডিয়ার ওয়েবসাইটে 'The CDC's rocky effort to get Americans tested for coronavirus, explained' শিরোনামে ৬ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By Brian Resnick and Dylan Scott) বলা হয়, 'The CDC confirmed eight days ago that the virus was in community transmission in the United States—that it was infecting Americans who had neither traveled abroad nor were in contact with others who had.'
[https://www.vox.com/science-and-health/2020/3/6/21168087/cdc-coronavirus-test-kits-covid-19]
'Doctor who treated first US coronavirus patient says COVID-19 has been 'circulating unchecked' for weeks' শিরোনামে সিএনবিসি'র ওয়েবসাইটে ৬ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By Berkeley Lovelace Jr. and William Feuer) বলা হয়, 'That's all changed since last weekend. There are now well over two dozen cases in the U.S. of person-to-spread, many of which are proving to have been transmitted openly in the community, and it appears to be getting worse, according to state health officials.
State and local health have confirmed community transmission cases in California, Washington state, New York and North Carolina — where a woman contracted the virus on a trip to Washington state in what appears to be the nation’s first domestic travel-related infection. ...
Some hospitals still haven't instituted strict isolation protocols for everyone being tested, and some state officials are even starting to relax hospital quarantine rules for patients who test positive. One woman in New York is under self-quarantine at her home in Manhattan.
State health officials said a California patient was not under quarantine as doctors appealed to the CDC to test her. Since she hadn't been to Wuhan, or been in contact with anyone who was, she was out and about in her community.' [https://www.cnbc.com/2020/03/06/doctor-who-treated-first-us-coronavirus-patient-says-covid-19-has-been-circulating-unchecked-for-weeks.html]
ওয়াশিংটন এবং নিউইয়র্কের মতো ক্যালিফোর্নিয়া এবং নর্থ ক্যারোলিনার মতো রাজ্যে স্থানীয় সংক্রমণের ঘটনাগুলোর রহস্য কী? উহান বা অন্য কোনো করোনাভাইরাসে আক্রান্ত শহর থেকে এসব শহরে করোনাভাইরাস ছড়ায়নি, এটা নিশ্চিত হবার পর এসব শহরে করোনাভাইরাস কোত্থেকে বিস্তার লাভ করেছে, তা নিয়ে তদন্তের কোনো পথ কেউ খুঁজে না পাবার কারণ কি করোনাভাইরাসকে জঘণ্য প্রকৃতির ছোঁয়াচে রোগ মনে করা?
কিন্তু যখন প্রমাণিত হলো করোনাভাইরাস একজন থেকে আরেকজনে কোনোভাবে ছড়াতে পারে না এবং এসব রাজ্যেও এরকম কোনো ঘটনা করোনাভাইরাস ছড়ানোর জন্য দায়ী নয়, তখন এসব রাজ্যে করোনা ছড়ানোর রহস্য নিয়ে তদন্ত করা কি খুব জরুরী নয়?
ইরান
'Two die of coronavirus in Iran, first fatalities in Middle East' শিরোনামে আল জাজিরার ওয়েবসাইটে ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় "Two elderly people have died due to coronavirus in the city of Qom, south of Tehran," Alireza Vahabzadeh, an adviser to Iran's health minister, told Al Jazeera on Wednesday.
"The two victims had suffered acute lung infections due to their infection with the coronavirus," he added.
Earlier in the day, Kianoush Jahanpour, spokesman for Iran's ministry of health, said the two people had tested positive for the virus in preliminary results and died due to immune deficiencies and old age.
There was no immediate information about the gender and the exact age of the victims.'
[https://www.aljazeera.com/news/2020/02/die-coronavirus-iran-fatalities-middle-east-200219171007605.html]
বাংলাদেশ প্রতিদিনে ২০ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে 'করোনাভাইরাসে ২ ইরানি নাগরিকের মৃত্যু' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের দুই নাগরিকের মৃত্যু হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) এ তথ্য জানিয়েছেন। তবে সংস্থাটি নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করেনি।
স্থানীয় সময় বুধবার ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা বাহাবজাদেহের বরাত দিয়ে আইআরএনএ জানায়, নিহত দুইজনই করোনা ভাইরাসের জীবাণু বহন করছিলেন। তারা ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে কোম নামক এলাকার বাসিন্দা। এর বাইরে নিহতদের বিষয়ে আর কোনও তথ্য পাওয়া যায়নি।
এর আগে বুধবারই ইরানের স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির আরেক বার্তা সংস্থা আইএসএনএ জানায়, করোনাভাইরাসে ইরানের দুই জন নাগরিক আক্রান্ত হয়েছেন। পরে কর্মকর্তারা আক্রান্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তারা বয়স্ক ব্যক্তি।' [https://www.bd-pratidin.com/coronavirus/2020/02/20/503739]
'করোনাভাইরাস: গত ২৪ ঘন্টায় বিশ্ব-মহামারী ঠেকানোর সুযোগ কি আরও কমে গেছে?' শিরোনামে বিবিসি বাংলায় ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'বিবিসির মেডিক্যাল করেসপন্ডেন্ট ফারগাস ওয়ালশ বলেন, দক্ষিণ কোরিয়া, ইরান এবং ইটালিতে করোনাভাইরাসের যে সার্বিক অবস্থা, তাকে একটি বিশ্ব-মহামারীর প্রাথমিক ধাপ বলে মনে করা হচ্ছে।
"এই প্রত্যেকটি দেশেই আমরা দেখছি করোনাভাইরাস এমনভাবে ছড়াচ্ছে যার সঙ্গে চীনের কোন সম্পর্ক নেই। ইরানের পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক, কারণ সেখানে স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছেন একই সঙ্গে কয়েকটি শহরে করোনাভাইরাস ছড়িয়ে গেছে। লেবাননে যে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, সেটিও ইরান থেকে ফেরা এক মানুষের মাধ্যমে ঘটেছে বলে মনে হচ্ছে।" ...
ইরান গতকাল জানিয়েছিল সেখানে করোনাভাইরাসের ৪৩টি ঘটনা ধরা পড়েছে, বেশিরভাগই পবিত্র কোম নগরীতে। আক্রান্তদের মধ্যে ১২ জন মারা গেছে। চীনের বাইরে করোনাভাইরাসে এত মানুষ আর কোথাও মারা যায়নি।
কোমের একজন এমপি আজ অভিযোগ করেছেন যে সরকার করোনাভাইরাসের সংক্রমণের আসল চিত্র আড়াল করার চেষ্টা করছে। তার মতে, কেবল কোম নগরীতেই ৫০ জনের মতো মানুষ মারা গেছে। তবে ইরানের স্বাস্থ্যমন্ত্রী এই দাবি প্রত্যাখ্যান করেছেন।' [https://www.bbc.com/bengali/news-51615567]
এই তিনটি প্রতিবেদন থেকে জানা যায়, (১) ইরানে একই সঙ্গে কয়েকটি শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। (২) তবে চীনের রাজধানী তেহরান বা অন্য কোনো শহর নয়, কোম শহরে করোনাভাইরাসের উপদ্রব তীব্র হয়েছে। (৩) বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া, ইরান এবং ইতালি এই দেশগুলোতে করোনাভাইরাস এমনভাবে ছড়াচ্ছে যার সঙ্গে চীনের কোন সম্পর্ক নেই।
প্রশ্ন: (১) চীনের সাথে কোনো সম্পর্ক ছাড়া এসব দেশে করোনাভাইরাস ছড়ানোটাকে কোনোভাবে কি 'চীন থেকে ছড়ানো ভাইরাস' বলে আখ্যায়িত করা যায়? (২) যদি চীনের সাথে কোনো সম্পর্ক ছাড়াই এসব দেশে করোনাভাইরাস ছড়ায়, তাহলে করোনাভাইরাসকে কি ছোঁয়াচে বলার সুযোগ থাকে? তবু কেন ছোঁয়াচে বলে বলে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জীবনকে কোনঠাসা এবং বিভীষিকাময় করে ফেলা হয়েছে? (৩) চীনের সাথে সম্পর্ক ছাড়া ইরান, ইতালি এসব দেশে কিভাবে করোনাভাইরাস থাবা বিস্তার করেছে? আমরা ইতোমধ্যে জেনেছি, যে যা-ই বলুক, করোনাভাইরাস চীনের উহানের কোনো মাছের বাজার থেকেও ছড়ায়নি, ছড়ায়নি বাদুড়, বনরুই এরকম কোনো প্রাণী থেকে; বরং উহানের ভাইরোলজি ল্যাব থেকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে অদৃশ্য বিষ উহানের বাতাসে ছড়িয়ে দেয়া বা যাবার কারণে উহানের মানুষ ফুসফুসে মারাত্মক সংক্রমণের কবলে পড়ার মাধ্যমে উহানে নিউমোনিয়ার মহামারী সৃষ্টি হওয়াটাই করোনাভাইরাস। (৪) উহানের সাথে সম্পর্ক ছাড়া একই রকম অদৃশ্য বিষে কিভাবে উহানের পর ইরান, ইতালি এসব দেশের মানুষও গণহারে আক্রান্ত হতে শুরু করলো?
স্পেন
'স্পেনে পরিত্যক্ত বৃদ্ধাশ্রমে বিছানায় লাশ' শিরোনামে জার্মানীর জনপ্রিয় সংবাদ সংস্থা ডয়চে ভেলের (বাংলা) ওয়েবসাইটে ২৪ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'করোনা ভাইরাসের কারণে 'লকডাউন' স্পেনে বৃদ্ধাশ্রমগুলোতে অসুস্থ মানুষেরা পরিত্যক্ত অবস্থায় আছেন। তাদের সাহায্যে এগিয়ে যাওয়া সেনাসদস্যরা কয়েকজনের মৃতদেহ বিছানা থেকে উদ্ধার করেছেন বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কেন অসহায় ওই বৃদ্ধ মানুষগুলোকে এভাবে ফেলে রাখা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্পেনে বৃদ্ধাশ্রমগুলো জীবাণুমুক্ত করতে গিয়ে হৃদয়বিদারক এ ঘটনার মুখোমুখি হন সেনাসদস্যরা।
প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলস বলেন, ''বৃদ্ধাশ্রমগুলোতে থাকা বয়স্ক মানুষদের সঙ্গে এ ধরনের আচরণ যারা করেছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর এবং অত্যন্ত অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে।''
''সেনাসদস্যরা হঠাৎ করে সেগুলোতে গিয়ে এ অবস্থা দেখতে পায়। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর বৃদ্ধাশ্রমের কর্মীরা তাদের স্রেফ ফেলে রেখে চলে গেছে।''
ইউরোপে করোনা ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়া দেশগুলোর একটি স্পেন। জন হপকিন্সের তথ্যানুযায়ী সেখানে ৩৫ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন দুই হাজার ৩১৮ জন। স্পেনে সোমবার একদিনে সর্বোচ্চ ৪৬২ জনের মৃত্যু হয়।
স্পেনে এখন স্বাভাবিক মৃত্যু হওয়া ব্যক্তিদের দেহ প্রথমে হিমঘরে রাখা হচ্ছে এবং পরে প্রশাসন থেকে অন্তোষ্টিক্রিয়া হচ্ছে। কিন্তু করোনার লক্ষণ নিয়ে মৃত্যু হলে মৃতদেহ বিছানাতে রাখা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না যথাযথ সুরক্ষা পোশাক পরে প্রশাসন থেকে সেটি সরিয়ে নেওয়া হয়।
সবচেয়ে আক্রান্ত রাজধানী মাদ্রিদে এত মানুষ মারা যাচ্ছেন যে, এই কাজে ২৪ ঘণ্টার বেশি সময়ও পেরিয়ে যাচ্ছে। সংকট দিন দিন এতটাই খারাপ হচ্ছে যে মাদ্রিদ পৌরসভার ফিউনেরাল হোম থেকে সুরক্ষা যন্ত্রের অভাবে করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সংগ্রহ মঙ্গলবার থেকে বন্ধ করার ঘোষণা দিয়েছে।' [https://www.dw.com/bn/a-52901543]
'করোনাভাইরাস: স্পেন মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়েছে, বৃদ্ধদের ফেলে রেখে যাচ্ছেন কর্মীরা, পরিস্থিতি আরো খারাপ ইউরোপে' শিরোনামে বিবিসি বাংলায় ২৬ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'বুধবার পর্যন্ত স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৭৩৮ জন, আর করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েছে সাত হাজার ৯৭৩ জন।
একদিনে স্পেনে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা এটিই। দেশটিতে এখন করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪৭ হাজার ৬১০ জন।
এর মধ্যে ১০ হাজারের বেশি করোনাভাইরাস আক্রান্ত রয়েছে কাতালোনিয়ায়। তবে সবচেয়ে খারাপভাবে আক্রান্ত হয়েছে রাজধানী মাদ্রিদ, সেখানে ১৪ হাজার ৫৯৭ জনের মধ্যে সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে।' [https://www.bbc.com/bengali/news-52045006]
'স্পেনে ৯ হাজারের বেশি চিকিৎসাকর্মী করোনা আক্রান্ত' শিরোনামে দৈনিক ইনকিলাবে ২৮ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা একদিনে বেড়েছে আট হাজার। ভয়াবহ বিষয় হলো স্পেনের সরকারি তথ্য অনুসারে, দেশটিতে ৯ হাজার ৪৪৪ জন স্বাস্থ্যকর্মী বর্তমানে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত। দেশটিতে সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭০০ জন।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বিষয়টি দুঃখজনক। স্বাস্থ্যকর্মী আক্রান্তের দিক দিয়ে স্পেন এখন বিশ্বে শীর্ষে রয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্পেনের দক্ষিণাঞ্চলের হাসপাতালের এক ডাক্তার বলছেন, মৃদু লক্ষণ প্রকাশে আমরা এখন রোগীদের হাসপাতালে আসতে না করছি। কারণ হাসপাতালে এসে তারা সংক্রমিত হতে পারে। সূত্র : আল জাজিরা' [https://www.dailyinqilab.com/article/278820]
আমরা ইতোমধ্যে জেনেছি, করোনাভাইরাস মূলত কোনো ভাইরাস নয়, কোনো ছোঁয়াচে রোগও নয়; বরং চীনের উহানে অবস্থিত ভাইরোলজি ল্যাব থেকে ছড়ানো অদৃশ্য বিষের প্রতিক্রিয়া। কিন্তু সেই অদৃশ্য বিষ বা অদৃশ্য বিষের প্রতিক্রিয়া চীনের সীমানা পেরিয়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে স্পেনের বাতাসে ছড়িয়ে পড়লো কিভাবে? 'চীনের প্রতিবেশী হয়েও করোনা রুখে বিশ্বের মডেল তিন দেশ!' শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে ২৪ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্ত দেশের সংখ্যা প্রায় ১৬৭। আক্রান্তু এবং মৃত্যুর নিরিখে চীনকে ছাপিয়ে গিয়েছে ইতালি। মৃত্যুমিছিল বাড়ছে ইরান আর স্পেনেও। হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান এই তিনটি দেশ চীনের খুব কাছে হলেও এখানে করোনা সেইভাবে থাবা বসাতে পারেনি।
হংকংয়ে আক্রান্তের সংখ্যা ৩৫৬, তার মধ্যে মৃত্যু হয়েছে মাত্র চারজনের। অন্যদিকে সিঙ্গাপুরে ৪৫৫ জন আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মাত্র দুজনের। তাইওয়ানেও ১৯৫ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে দু'জনের।' [https://www.bd-pratidin.com/coronavirus/2020/03/24/513958]
চীনের কাছে অবস্থিত হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, ভিয়েতনাম, উত্তর কোরিয়া সহ আরো অনেক দেশে করোনা ভয়াবহ থাবা বিস্তার না করা আর চীন থেকে অনেক অনেক দূরে অবস্থিত ইতালি, ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন এসব দেশে করোনা ভয়াবহ থাবা বিস্তার করার মধ্যে কি কোনো রহস্য থাকতে পারে না?
চীন, ইতালির মতো স্পেনেও অসংখ্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়াকে 'করোনাভাইরাস একটি ছোঁয়াচে রোগ' হিসেবে বিশ্বাস করার ক্ষেত্রে যুক্তি হিসেবে দেখানো হচ্ছে। 'Radiological findings from 81 patients with COVID-19 pneumonia in Wuhan, China: a descriptive study' শিরোনামে যুক্তরাজ্যের চিকিৎসা সাময়িকী ল্যানসেটে ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'Most of the initial cases of coronavirus disease 2019 (COVID-19), the disease caused by SARS-CoV-2, were epidemiologically linked to exposure to Wuhan's Huanan seafood market, where wild animals are traded. Although the market has been closed since Jan 1, 2020, as part of efforts to contain the outbreak, patients without exposure to the market but with a history of travel to Wuhan or close physical contact with a patient confirmed to have COVID-19, including health-care workers, have also been identified, suggesting strong human-to-human transmission. The number of cases has been increasing rapidly: by Feb 15, 2020, more than 60 000 cases of COVID-19 pneumonia had been reported in China and in other countries worldwide (including Thailand, Japan, South Korea, and the USA) and 1524 patients had died, equivalent to a mortality rate of around 2%.' [https://www.thelancet.com/journals/laninf/article/PIIS1473-3099(20)30086-4/fulltext]
কিন্তু এই ধরনের ঘটনাগুলো 'করোনাভাইরাস ছোঁয়াচে রোগ নয়' বলে প্রমাণিত হবার ক্ষেত্রেই যুক্তি হিসেবে উপস্থাপিত হতে পারতো। কেন হয়নি? এইজন্য যে, পৃথিবীতে আগে থেকেই ছোঁয়াচে এবং বায়ুবাহিত রোগের ধারণা প্রচলিত ছিল; প্রচলিত ছিল ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু এসব অতি ক্ষুদ্র অণুজীব মানুষের বৃহৎ ক্ষতি করতে পারার ধারণা। যদি এসব ধারণা প্রচলিত না থাকতো, তাহলে উহানে মহামারী সৃষ্টি হবার পর যখন দেখা যেতো আপাদমস্তক মোড়ানো সম্পূর্ণ সুরক্ষিত স্বাস্থ্যকর্মীরাও ব্যাপক হারে রোগটিতে আক্রান্ত হচ্ছে, তখন সহজেই মাথায় আসতো এই ধারণা, নিশ্চয়ই উহানের বাতাস নিজেই দূষিত বা বিষাক্ত। ঠিক একইভাবে স্পেন বা অন্যদেশেও যখন দেখা যেতো, আপাদমস্তক মোড়ানো সম্পূর্ণ সুরক্ষিত স্বাস্থ্যকর্মী এবং করোনাভাইরাসে মৃত ব্যক্তির সৎকার কাজে নিয়োজিত লোকরাও করোনাভাইরাসের আক্রমণ থেকে নিস্তার পাচ্ছে না, তখন এসব দেশের বাতাসেও কোনো অদৃশ্য বিষ মিশ্রিত হয়ে গেছে বলে মানুষের সাধারণ জ্ঞান সহজেই ধরে ফেলতো।
জার্মানী
'জার্মানিতে প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্ত' শিরোনামে বাংলা ট্রিবিউনে ২৮ জানুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'ইউরোপের দেশ জার্মানিতে প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। দেশটির বাভারিয়া অঙ্গরাজ্যে এক ব্যক্তির শরীরে এ ভাইরাস পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তিকে রাজ্যের স্টার্নবার্গ এলাকায় আলাদা করে রাখা হয়েছে।
সোমবার রাতে জার্মান স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি এখনও পর্যন্ত ভালো আছেন। তার কাছ থেকে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা কম। ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন, তাদের জানিয়ে দেওয়া হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হলে কী কী উপসর্গ দেখা দেয়। সূত্র : ডয়চে ভেলে, আনাদোলু এজেন্সি।' [https://www.banglatribune.com/foreign/news/606404]
'লাফিয়ে বাড়ছে জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা' শিরোনামে এনটিভি'র ওয়েবসাইটে ২২ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে (হাবিবুল্লাহ আল বাহার কর্তৃক তৈরিকৃত) বলা হয়, 'বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরনঘাতী করোনা ভাইরাস ব্যাপকভাবে সংক্রামিত হচ্ছে জার্মানিতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩৯৩৭ জন এবং এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯৩ জন। আক্রান্তের সংখ্যার দিক থেকে চিন, ইতালি, স্পেন এবং আমেরিকার পরেই জার্মানির অবস্থান। ...
সব চেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে। এই রিপোর্ট লিখা পর্যন্ত এ রাজ্যে ৭৩৬১ জন করনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই রাজ্যের একটি এলাকা হাইন্সবেরগে ব্যাপকভাবে সংক্রমিত হয়েছে এই ভাইরাসটি। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে বাডেমবুটেমবার্গ প্রদেশ (আক্রান্তের সংখ্যা ৩৮১৮ জন) এবং তৃতীয় অবস্থানে বেভারিয়া বা বায়ার্ন মিউনিখ প্রদেশ (আক্রান্তের সংখ্যা ৩৬৯৫ জন) এবং এই প্রদেশটি লকডাউন করা হয়েছে গতকাল শনিবার থেকে। সম্প্রতি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এক টেলিভিশন ভাষণে বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি।' [https://europentv.ntvbd.com/germany]
'ইটালি, ফ্রান্স থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য তুলে আনছে জার্মানি' শিরোনামে আনন্দবাজার পত্রিকায় (কলকাতা, ভারত) ৪ এপ্রিল ২০২০ তারিখে প্রকাশিত একটি নিবন্ধে লেখক শান্তনু মাইতি (ডি-৫২৪২৫, জুয়েলিখ, জার্মানি) লিখেন, 'করোনা সংক্রমণে জার্মানির যে স্টেট সবচেয়ে বেশি জেরবার, তার নাম- 'নর্থ রাইন ওয়েস্টফালিয়া'। সংক্ষেপে, 'এনআরভি'। এখনও পর্যন্ত শুধু এই স্টেটেই আক্রান্তের সংখ্যাটা ১৫ হাজার ৪২৭। রূঢ় শিল্পাঞ্চল এনআরভি স্টেটটি রাইন নদীর উপত্যকায়। জার্মানির সবচেয়ে বড় ৯টি শহরের মধ্যে ৪টিই রয়েছে জনবহুল এই স্টেটে। যেখানে আমি এখন থাকি কর্মসূত্রে, সপরিবারে। এই স্টেটটি জার্মানির একেবারে পশ্চিমে। নেদারল্যান্ডস ও বেলজিয়ামের সীমান্ত সংলগ্ন শহর আখেনে আমার বাড়ি। পাশেই রয়েছে জার্মানির হাইন্সবার্গ শহর, যা এখন জার্মানির 'উহান' অর্থাৎ, করোনা সংক্রমণের ভরকেন্দ্র হয়ে উঠেছে।
আমি এবং আমার স্ত্রী দু'জনেই আখেন থেকে ৩০ কিলোমিটার দূরে হেলমহোলৎজ ফাউন্ডেশনের সর্ববৃহৎ রিসার্চ-ল্যাব 'জুলিখ রিসার্চ সেন্টার'-এ পোস্টডক্টরাল রিসার্চার। এলাকাটি হাইন্সবার্গ শহরের আরও কাছে। তাই খুব কাছ থেকে দেখেছি কী ভাবে কোভিড-১৯ সুনামির মতো আছড়ে পড়ল জার্মানিতে।
জানুয়ারির শেষাশেষি মিউনিখ শহরে প্রথম ধরা পড়ল করোনাভাইরাস পজিটিভ রোগী। তার পর জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে এক জন/দু'জন করে করোনা আক্রান্তের খোঁজ মিলতে শুর করল। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বেশ কিছু প্রান্তিক খবর আসতে শুরু করল। ফেব্রুয়ারির শেষের দিকে যা ব্যাপক আকার নিল এনআরভি-সহ গোটা জার্মানিতে।
যার শুরুটা হয়েছিল একটি উৎসবকে কেন্দ্র করে। জার্মানি তথা 'রাইনল্যান্ড'-এর সবচেয়ে বড় উৎসব 'কোলন কার্নিভাল'। যা কি না জার্মানির 'পঞ্চম ঋতু' হিসাবে বিবেচিত হয়। কথায় আছে, রোমানরা কার্নিভালকে রাইনল্যান্ডে এনেছিল। স্যাটার্নালিয়া উৎসব চলাকালীন। এটি এখন এনআরভির সমস্ত ছোট-বড় শহরেই পালিত হয়। সপ্তাহব্যাপী কার্নিভালের আনুষ্ঠানিক পরিসমাপ্তি হয় বর্ণাঢ্য এক শোভাযাত্রা দিয়ে। আমরাও ছিলাম এ বার 'আখেন কার্নিভাল'-এর শোভাযাত্রায়। অন্যান্য বারের মতো এ বারেও অসংখ্য দেশি-বিদেশি দর্শক জমায়েত হয়েছিলেন এই কার্নিভালকে কেন্দ্র করে। থিম-কেন্দ্রিক ওই বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি জার্মানরা সে দিন বিভিন্ন রং-বেরঙের কস্টিউম পরে একে অন্যকে কোলাকুলি, নাচানাচি করছিল। আর আমাদের মতো দর্শকদের অভ্যর্থনা জানাচ্ছিলেন স্থানীয় কাল মিষ্টি ও বিয়ার বিনিময়ের মাধ্যমে।
জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে করোনার এমন দ্রুত হারে ছড়িয়ে পড়ার সূত্রপাত হাইন্সবার্গ শহরের কার্নিভালকে কেন্দ্র করেই। ফেব্রুয়ারির শেষের দিকে অফিস থেকে ই-মেল পেলাম, আমাকে 'হোম কোয়রান্টিনে' যেতে হবে। কারণ, আমার এক সহকর্মী ওই কার্নিভালে অংশ নিয়েছিলেন। যাঁর থেকে বেশ কয়েক জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। এরই মধ্যে কিন্তু সেই সহকর্মীর সঙ্গে আমার দু'দিন মিটিং হয়ে গিয়েছে। দু’দিন বাড়িতে থাকার পর সেই সহকর্মীর রক্তপরীক্ষার রিপোর্ট 'নেগেটিভ' শুনে যেন প্রাণ ফিরে পেয়েছিলাম!
হাইন্সবার্গে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১৪০০। সংক্রমণে মৃতের সংখ্যা ৩৭ জনের। আমার শহর আখেনে সংক্রমণের সংখ্যা ১১০০ ছুঁইছুঁই। সংখ্যার নিরিখে জার্মানি চিনকে ছাড়িয়ে গিয়েছে। প্রথম দিকে মৃত্যুর হার অন্যান্য ইউরোপিয়ান দেশের তুলনায় অনেক কম থাকলেও, এখন সেই সংখ্যাটা ১২০০। দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
সংক্রমণ উত্তরোত্তর বাড়তে থাকায় দেরিতে হলেও, গত ২২শে মার্চ জার্মান সরকার লকডাউন ঘোষণা করে। অন্যান্য ইউরোপিয়ান দেশের মতো কঠোর কার্ফু জারি করে জনজীবন বিপর্যস্ত করার পথে হাঁটেনি অবশ্য। বিশ্বাস রেখেছে জনগণের সচেতনতা ও সুশৃঙ্খল জীবনযাত্রার উপর। কিন্ডারগার্টেন, স্কুল, ইউনিভার্সিটি বন্ধ থাকলেও আমাদের মতো বিজ্ঞানের গবেষণাগার আর বেসরকারি কোম্পানিগুলো কিন্তু এখনও খোলা রয়েছে। গণপরিবহণও স্বাভাবিকই। সুপারমার্কেট, ওষুধের দোকান, ব্যাঙ্ক এবং পোস্ট অফিস ছাড়া বাকি সবই (রেস্তোঁরা, মল, পাব, সেলুন ইত্যাদি) বন্ধ। শহর এক রকম নিশ্চল, নিস্তব্ধ। কফিশপে ভিড় নেই, যাত্রীহীন বাস। শহরের ঐতিহাসিক টুরিস্ট স্পটগুলো ফাঁকা। আবার অন্য দিকে, পার্কে ভিড় কম থাকলেও শরীরসচেতন জার্মানরা হাঁটতে, দৌড়োতে বেরচ্ছেন নিয়মিত। সরকারের তরফে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে, 'এক সঙ্গে দু'জনের বেশি বাইরে বেরনো যাবে না।' নির্দেশ লঙ্ঘন করলে মোটা অঙ্কের জরিমানারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গত তিন সপ্তাহ ধরে আমরা 'হোম অফিস'-এ আছি। নিত্যসামগ্রীর প্রয়োজনে সুপারমার্কেট যেতে হয় অবশ্য। সেখানে টিস্যু পেপার আর পাস্তা ছাড়া প্রয়োজনীয় সব কিছুর জোগান রয়েছে। শৃঙ্খলা মেনে ক্রেতারা সেখানে এক মিটার দূরত্ব বজায় রেখে লাইন দিয়ে বাজার করেন। তরুণদের দল অবশ্য করোনা-ভয়কে উপেক্ষা করেই নেমে পড়েছে প্রবীণ ও হোম কোয়রান্টিনে থাকা মানুষদের কাছে দৈনন্দিন সামগ্রী পৌঁছে দেওয়ার কাজে। ...'
[https://www.anandabazar.com/editorial/letters-to-the-editor/coronavirus-germany-bringing-covid-19-patients-from-italy-france-dgtl-1.1131602]
ব্রাজিল
'ব্রাজিলকে বিশ্বের কবরস্থান বলছে ব্রিটিশ ট্যাবলয়েড' শিরোনামে দৈনিক যুগান্তরে ২৯ মে ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'করোনাভাইরাস মহামারীতে এখন পুরোপুরি বিপর্যস্ত ব্র্রাজিল। সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করেছে লাতিন আমেরিকার বৃহত্তম দেশটি। এমনকি একদিনের মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। দাফনের জন্য খোঁড়া হচ্ছে বড় বড় গণকবর। বলা যায় সবচেয়ে বেশি গণকবর খোঁড়া হচ্ছে ব্রাজিলেই। গবেষকদের পূর্বাভাস বলছে, আগামী এক মাসের মধ্যেই মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে। মৃত্যুহারের এ সীমাছাড়া ঊর্ধ্বগতির লক্ষণ দেখে ব্রাজিলকে ইতোমধ্যেই 'বিশ্বের কবরস্থান' হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান।
ওয়ার্ল্ডওমিটার ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা তথ্যমতে, বৃহস্পতিবার পর্যন্ত ব্রাজিলে মোট আক্রান্ত করোনার রোগীর সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৬৬১। আর মৃত্যু ২৫ হাজার ৬৯৭। মোট আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরে এখন দ্বিতীয় স্থানে ব্রাজিল। যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্ত ১৭ লাখ ৪৫ হাজার ৮০৩।
সোমবার ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা যায় ৮০২ জন। বিপরীতে যুক্তরাষ্ট্রে মারা যায় ৬২০ জন। এক গবেষণায় বলা হয়েছে, আগস্টের শুরু পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা এক লাখ ২৫ হাজারে উন্নীত হতে পারে। কমপক্ষে তিন লাখ ৭৭ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেখানে। বৃহস্পতিবার পর্যন্ত ব্রাজিলের একদিনের মৃত্যু ১ হাজার ১৪৮ জন। আর যুক্তরাষ্ট্রের ১ হাজার ৫৩৬। হাজার হাজার মানুষের দাফন দিতে হিমশিম খাচ্ছে ব্রাজিল কর্তৃপক্ষ। একসঙ্গে বহু মানুষের দাফনের জন্য খুঁড়তে হচ্ছে বড় বড় গণকবর। ভয়াবহ করোনাকবলিত ব্রাজিলের অন্যতম বড় শহর সাও পাওলো। [https://www.jugantor.com/todays-paper/ten-horizon/310402]
জার্মানীর নর্থ রাইন ওয়েস্টফালিয়া স্টেট, হাইন্সবার্গ শহর; স্পেনের কাতালোনিয়া, মাদ্রিদ; ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কোম নগরী; মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলিনা; ইতালির লোমবার্ডি শহর; যুক্তরাজ্যের লন্ডন, উত্তর-পূর্ব ইংল্যান্ড; ফ্রান্সের প্যারিস, ওয়াই শহর; ব্রাজিলের সাও পাওলো শহর এই শহরগুলোর কোনোটির অবস্থা চীনের উহানের কাছাকাছি, কোনোটির অবস্থা উহানের চেয়েও ভয়াবহ কেন? এসব স্থানেও কি উহানের মতো স্থানীয় কোনো সি ফুড মার্কেট থেকে করোনাভাইরাস ছড়িয়েছে? না, এখনো পর্যন্ত এমন অভিযোগ কেউ তোলেনি।
তাহলে কেন উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর পর্যায়ক্রমে এসব স্থানেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়?
এই প্রশ্নের উত্তর এতোদিন বিশ্ববাসীর কাছে এভাবে ছিল, যেহেতু করোনাভাইরাস একটি 'ভাইরাস' এবং ছোঁয়াচে রোগ, তাই চীনের উহানে এটি সৃষ্টি হবার পর সেখান থেকে অনেক রোগী অন্য দেশে যাবার কারণে তাদের মাধ্যমে সেসব দেশে রোগটি ছড়িয়ে পড়েছে। কিন্তু আমরা যখন দেখলাম, (১) ছোঁয়াচে বা বায়ুবাহিত বলে কোনো রোগ নেই পৃথিবীতে; (২) ভাইরাস, জীবাণু, ব্যাকটেরিয়া এসব মাইক্রোস্কোপিক অণুজীবগুলো যদি বাস্তবে অস্তিত্বশীল হয়েও থাকে, সেগুলো মানুষের কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না; (৩) যেসব দেশে উহান থেকে করোনাভাইরাসের রোগী গিয়েছে, সেসবের অধিকাংশ দেশেই উহান ফেরত রোগী থেকে করোনাভাইরাস অন্য কারো দেহে সংক্রমিত হয়নি; (৪) অধিকাংশ দেশেই করোনা সংক্রমিত হয়েছে স্থানীয়ভাবে; উহানে বা করোনায় সংক্রমিত কোনো দেশ/এলাকায় ভ্রমণ ছাড়াই; এমনকি কোনো করোনায় আক্রান্ত রোগীর সাথে সম্পর্ক ছাড়াই, তখন কিভাবে বলা যায় অন্য দেশে করোনার উপদ্রব উহান থেকেই হয়েছে?
'ব্রাজিলকে বিশ্বের কবরস্থান বলছে ব্রিটিশ ট্যাবলয়েড' শিরোনামে দৈনিক যুগান্তরে ২৯ মে ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'করোনাভাইরাস মহামারীতে এখন পুরোপুরি বিপর্যস্ত ব্র্রাজিল। সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করেছে লাতিন আমেরিকার বৃহত্তম দেশটি। এমনকি একদিনের মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। দাফনের জন্য খোঁড়া হচ্ছে বড় বড় গণকবর। বলা যায় সবচেয়ে বেশি গণকবর খোঁড়া হচ্ছে ব্রাজিলেই। গবেষকদের পূর্বাভাস বলছে, আগামী এক মাসের মধ্যেই মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে। মৃত্যুহারের এ সীমাছাড়া ঊর্ধ্বগতির লক্ষণ দেখে ব্রাজিলকে ইতোমধ্যেই 'বিশ্বের কবরস্থান' হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান।
ওয়ার্ল্ডওমিটার ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা তথ্যমতে, বৃহস্পতিবার পর্যন্ত ব্রাজিলে মোট আক্রান্ত করোনার রোগীর সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৬৬১। আর মৃত্যু ২৫ হাজার ৬৯৭। মোট আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরে এখন দ্বিতীয় স্থানে ব্রাজিল। যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্ত ১৭ লাখ ৪৫ হাজার ৮০৩।
সোমবার ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা যায় ৮০২ জন। বিপরীতে যুক্তরাষ্ট্রে মারা যায় ৬২০ জন। এক গবেষণায় বলা হয়েছে, আগস্টের শুরু পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা এক লাখ ২৫ হাজারে উন্নীত হতে পারে। কমপক্ষে তিন লাখ ৭৭ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেখানে। বৃহস্পতিবার পর্যন্ত ব্রাজিলের একদিনের মৃত্যু ১ হাজার ১৪৮ জন। আর যুক্তরাষ্ট্রের ১ হাজার ৫৩৬। হাজার হাজার মানুষের দাফন দিতে হিমশিম খাচ্ছে ব্রাজিল কর্তৃপক্ষ। একসঙ্গে বহু মানুষের দাফনের জন্য খুঁড়তে হচ্ছে বড় বড় গণকবর। ভয়াবহ করোনাকবলিত ব্রাজিলের অন্যতম বড় শহর সাও পাওলো। [https://www.jugantor.com/todays-paper/ten-horizon/310402]
জার্মানীর নর্থ রাইন ওয়েস্টফালিয়া স্টেট, হাইন্সবার্গ শহর; স্পেনের কাতালোনিয়া, মাদ্রিদ; ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কোম নগরী; মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলিনা; ইতালির লোমবার্ডি শহর; যুক্তরাজ্যের লন্ডন, উত্তর-পূর্ব ইংল্যান্ড; ফ্রান্সের প্যারিস, ওয়াই শহর; ব্রাজিলের সাও পাওলো শহর এই শহরগুলোর কোনোটির অবস্থা চীনের উহানের কাছাকাছি, কোনোটির অবস্থা উহানের চেয়েও ভয়াবহ কেন? এসব স্থানেও কি উহানের মতো স্থানীয় কোনো সি ফুড মার্কেট থেকে করোনাভাইরাস ছড়িয়েছে? না, এখনো পর্যন্ত এমন অভিযোগ কেউ তোলেনি।
তাহলে কেন উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর পর্যায়ক্রমে এসব স্থানেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়?
এই প্রশ্নের উত্তর এতোদিন বিশ্ববাসীর কাছে এভাবে ছিল, যেহেতু করোনাভাইরাস একটি 'ভাইরাস' এবং ছোঁয়াচে রোগ, তাই চীনের উহানে এটি সৃষ্টি হবার পর সেখান থেকে অনেক রোগী অন্য দেশে যাবার কারণে তাদের মাধ্যমে সেসব দেশে রোগটি ছড়িয়ে পড়েছে। কিন্তু আমরা যখন দেখলাম, (১) ছোঁয়াচে বা বায়ুবাহিত বলে কোনো রোগ নেই পৃথিবীতে; (২) ভাইরাস, জীবাণু, ব্যাকটেরিয়া এসব মাইক্রোস্কোপিক অণুজীবগুলো যদি বাস্তবে অস্তিত্বশীল হয়েও থাকে, সেগুলো মানুষের কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না; (৩) যেসব দেশে উহান থেকে করোনাভাইরাসের রোগী গিয়েছে, সেসবের অধিকাংশ দেশেই উহান ফেরত রোগী থেকে করোনাভাইরাস অন্য কারো দেহে সংক্রমিত হয়নি; (৪) অধিকাংশ দেশেই করোনা সংক্রমিত হয়েছে স্থানীয়ভাবে; উহানে বা করোনায় সংক্রমিত কোনো দেশ/এলাকায় ভ্রমণ ছাড়াই; এমনকি কোনো করোনায় আক্রান্ত রোগীর সাথে সম্পর্ক ছাড়াই, তখন কিভাবে বলা যায় অন্য দেশে করোনার উপদ্রব উহান থেকেই হয়েছে?