করোনাভাইরাসের প্রকৃত রহস্য
[করোনাভাইরাস : কোত্থেকে ছড়ালো? সত্যিই কি ছোঁয়াচে? সত্যিই কি কোনো ‘ভাইরাস’? মহামারী প্রতিরোধে করণীয়]চীনে যদি করোনাভাইরাসের এই উপদ্রব না হতো...
গত বছরের ডিসেম্বরের ৩১ তারিখে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহানে গণমৃত্যু শুরু হয়। শুধু উহান নয়, উহানের পর পৃথিবীর অন্য অনেক দেশেও মানুষ উহানের এই ভাইরাসে আক্রান্ত হতে শুরু করে, কেউ উহানে থাকা/গমন করা বা 'উহান ফেরত' কারো সংস্পর্শের কারণে, কেউ 'উহান ফেরত' কারো সংস্পর্শ ছাড়াই, এমনকি উহানে অবস্থান বা গমনের কোনো নাম-গন্ধ ছাড়াই! উহানে যদি করোনাভাইরাসের এই উপদ্রব দেখা না দিতো এবং শুধু উহান নয়, পৃথিবীর কোথাও যদি গত তিন মাসে এমন কোনো 'অজ্ঞাত কারণে নিউমোনিয়া'য় (এই ভাইরাসকে 'অজ্ঞাত কারণে নিউমোনিয়া' শুধু এখানেই বলা হয়নি, উইকিপিডিয়ায়ও '2019–20 coronavirus outbreak' শিরোনামের নিবন্ধে চীনের উহানের মানুষকে ব্যাপকহারে আক্রমণকারী এই রোগকে 'অজ্ঞাত কারণে নিউমোনিয়া' বলেই আখ্যায়িত করা হয়েছে। বলা হয়েছে, 'In late December 2019, a cluster of pneumonia cases of unknown cause was reported by health authorities in Wuhan, Hubei Province, People's Republic of China. The initial cases mostly had links to the Huanan Seafood Wholesale Market and consequently, the virus is thought to have a zoonotic origin. The virus that caused the outbreak is known as SARS-CoV-2, a new virus which is closely related to bat coronaviruses, pangolin coronaviruses and SARS-CoV-1.
The earliest reported symptoms occurred on 1 December 2019, in a person who had not had any exposure to the Huanan Seafood Wholesale Market or to the remaining 40 of the first cluster detected with the new virus. Of this first cluster, two-thirds were found to have a link with the market, which also sold live animals.' Link: https://en.wikipedia.org/wiki/2019%E2%80%9320_coronavirus_outbreak এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটেও Coronavirus disease (COVID-19) outbreak শিরোনামের নিবন্ধে বলা হয়, On 31 December 2019, WHO was informed of a cluster of cases of pneumonia of unknown cause detected in Wuhan City, Hubei Province of China. (Link: https://www.who.int/westernpacific/emergencies/covid-19) গণমৃত্যুর ঘটনা না ঘটতো, তাহলে যেসব দেশে এখন এমন সব লোকের করোনাভাইরাস শনাক্ত হচ্ছে, যাদের সাথে উহান বা করোনাভাইরাসে আক্রান্ত কারো সাথে কোনো রকম সম্পর্ক নেই, তারা কি করোনাভাইরাসে আক্রান্ত হতো না? অবশ্যই হতো। উহানের সাথে বা কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সাথে কোনো রকম সম্পর্ক ছাড়াই যদি তারা আক্রান্ত হতে পারে, তাহলে উহানে কী ঘটেছে বা ঘটেনি, তার সাথে তাদের করোনাভাইরাসে আক্রান্ত হবার কোনো সম্পর্কই থাকার কথা নয়। যদি অন্য কোনো কারণে এখন তাদের শরীরে করোনাভাইরাস পরীক্ষা করা হতো, তাদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি অবশ্যই খুঁজে পাওয়া যেতো।
করোনাভাইরাসকে যারা 'ভাইরাস' ভাবতেই পছন্দ করে এবং কোনোভাবেই চায় না তাদের এই বিশ্বাস ভেঙ্গে যাক, এই উত্তরটি সঠিক বলে মেনে নিতে কি তাদের কোনো অসুবিধা আছে?। কিন্তু ইতোপূর্বেকার আলোচনা যাদের মন থেকে 'নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা এগুলো ছোঁয়াচে রোগ' এই বিশ্বাসের ভুত অনেকটাই দূর করে ফেলেছে, এই প্রশ্নের উত্তর মেনে নিতে তাদের এক সেকেন্ডও সময় লাগবে না।
উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা না দিলেও তারা করোনাভাইরাসে আক্রান্ত হতো হয়তো (১) এমন কোনো উৎস থেকে, যেরকম উৎস থেকে উহানে করোনাভাইরাস ছড়িয়েছে, নয়তো (২) করোনাভাইরাস পরীক্ষায় ত্রুটির কারণে করোনাভাইরাসে আক্রান্ত না হয়েও শুধু সর্দি-জ্বরে ভোগার কারণে তারা পরীক্ষায় 'করোনাভাইরাস পজিটিভ' হিসেবে শনাক্ত হতো। এই কথাটা বুঝে নেয়া কি সাধারণ জ্ঞানের অধিকারী কারো পক্ষে কঠিন?
'করোনাভাইরাস: গত ২৪ ঘন্টায় বিশ্ব-মহামারী ঠেকানোর সুযোগ কি আরও কমে গেছে?' শিরোনামে বিবিসি বাংলায় ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'বিবিসির মেডিক্যাল করেসপন্ডেন্ট ফারগাস ওয়ালশ বলেন, দক্ষিণ কোরিয়া, ইরান এবং ইটালিতে করোনাভাইরাসের যে সার্বিক অবস্থা, তাকে একটি বিশ্ব-মহামারীর প্রাথমিক ধাপ বলে মনে করা হচ্ছে।
"এই প্রত্যেকটি দেশেই আমরা দেখছি করোনাভাইরাস এমনভাবে ছড়াচ্ছে যার সঙ্গে চীনের কোন সম্পর্ক নেই। ইরানের পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক, কারণ সেখানে স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছেন একই সঙ্গে কয়েকটি শহরে করোনাভাইরাস ছড়িয়ে গেছে। লেবাননে যে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, সেটিও ইরান থেকে ফেরা এক মানুষের মাধ্যমে ঘটেছে বলে মনে হচ্ছে।" [https://www.bbc.com/bengali/news-51615567]
দ্য কনভার্সেশনের ওয়েবসাইটে 'How does the coronavirus test work? 5 questions answered' শিরোনামে প্রকাশিত রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি'র জীববিজ্ঞানের সহযোগী অধ্যাপক মৌরিন ফেরান কর্তৃক লিখিত একটি প্রতিবেদনে বলা হয়, 'The main symptoms of COVID-19, the disease caused by the coronavirus SARS-CoV-2, are fever, dry cough and shortness of breath. These look a lot like the flu and the common cold, so it takes a physician to determine if testing for the virus is necessary.
Initially, the Centers for Disease Control and Prevention recommended testing only people with symptoms and who had potentially been exposed to the virus. But to the surprise of public health officials, several of the first people in the U.S. who tested positive for the virus had no obvious exposure. This development suggested that the virus was being transmitted locally, meaning it was spreading from person to person easily and/or that people may have been transmitting the virus without experiencing serious symptoms.' [https://theconversation.com/how-does-the-coronavirus-test-work-5-questions-answered-133118]
একজন সচেতন, চোখ-কান খোলা এবং সাধারণ জ্ঞানের অধিকারী মানুষ হিসেবে আপনিই বলুন, যারা বিগত কয়েক মাসে উহানে বা চীনে যায়নি এবং করোনাভাইরাসে আক্রান্ত কারো সাথে যাদের কোনো যোগসূত্র নেই, তারা কিভাবে করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে? এটা কোনোভাবেই সম্ভব নয়। যদি সত্যিই আক্রান্ত হয়, তাহলে করোনাভাইরাস কি আর 'ভাইরাস' থাকে? যদি এটাকে সম্ভব বলে মনে করা হয়, তাহলে এটাই প্রমাণিত হবে, করোনাভাইরাস শুধু মানুষ থেকে মানুষে নয়, এক দেশ থেকে আরেক দেশেও চলে যেতে পারে লাফিয়ে লাফিয়ে। কিন্তু তা কি সম্ভব? কখনোই না। বিজ্ঞান তো এটা কখনো বলেনি, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা এরকম রোগগুলোর ভাইরাস মাঝে মাঝে এক দেশের লোক থেকে আরেক দেশের লোকের শরীরেও সংক্রমিত হয়! করোনাভাইরাস সম্পর্কেও এখনো এমন কোনো মন্তব্য করা হয়নি, এটা এক দেশ থেকে আরেক দেশে কোনো বাহক ছাড়া বাতাসে উড়ে উড়ে চলে যেতে পারে!