করোনাভাইরাসের প্রকৃত রহস্য
[করোনাভাইরাস : কোত্থেকে ছড়ালো? সত্যিই কি ছোঁয়াচে? সত্যিই কি কোনো ‘ভাইরাস’? মহামারী প্রতিরোধে করণীয়]
উহান থেকে ছড়িয়ে পড়া করোনা রোগী অন্য দেশে করোনা ছড়ায়নি
প্রথমে আমরা জানবো চীনের উহানে যে রোগের জন্ম, তা বায়ুবাহিত বা ছোঁয়াচে হওয়া ছাড়া পৃথিবীর ২০০টির বেশি দেশে কিভাবে ছড়িয়ে পড়লো? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমরা আগে পরখ করে দেখি, সত্যিই কি উহানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্য দেশে যারা গিয়েছে, তারাই কি সেসব দেশে করোনা ছড়িয়েছে?
চীনের উহানে থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে আক্রান্ত মানুষ অন্য দেশে যাবার কারণে মনে হয়েছে ভাইরাসটিও অন্য দেশে ছড়িয়ে পড়েছে। আসলে কিন্তু তা নয়। ভাইরাসটি অন্য দেশে ছড়ায়নি, ছড়িয়েছে ভাইরাসে আক্রান্ত মানুষ। যেহেতু এই নিবন্ধে ইতোমধ্যে প্রমাণ করা হয়েছে, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং জীবাণু মানুষের শরীরে না পারে কোনো রোগের জন্ম দিতে, না পারে এক মানুষের শরীরে বিদ্যমান কোনো রোগ অন্য মানুষের শরীরে ছড়িয়ে দিতে। চীনের উহানে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার ল্যাব থেকে মানুষের জীবন সংহারকারী কোনো ক্যামিকেল উহানের বাতাসে ছড়িয়ে পড়া বা ছড়িয়ে দেয়ার কারনে উহানের মানুষ অ্যান্টিবায়োটিক অকার্যকরী মারাত্মক নিউমোনিয়ায় ধুঁকতে ধুঁকতে মরতে শুরু করে। ওই ক্যামিকেল যাদের নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করেছে, তাদের ফুসফুসে সংক্রমণ হয়ে তারা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। যাদের ফুসফুসে প্রবেশ করেনি, তারা কিভাবে আক্রান্ত হবে? একজন লোককে বিষাক্ত কোনো সাপ দংশন করেছে। সাপ দংশনের কারণে ওই লোকের রক্তের সাথে সাপের বিষ মিশ্রিত হয়ে সে যন্ত্রণায় ছটফট করছে। ওই লোকের কাছে কেউ গেলে বা ওই লোকের সাথে কারো সংস্পর্শ হলে ওই লোকের রক্তে মিশ্রিত বিষ কি যে লোক তার সাথে মিশেছে বা তার সংস্পর্শে এসেছে, তার শরীরে সংক্রমিত হবে? কোনোভাবেই না।
উহানের বাতাসে উহানে অবস্থিত বায়োলজিক্যাল ওয়ারফেয়ার ল্যাব থেকে প্রাণঘাতি ক্যামিকেল যাদের নাকে প্রবেশ করেছে, তাদের ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়ে তারা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। বাতাসে মিশে তাদের নিঃশ্বাসের সাথে তাদের নাক দিয়ে তাদের শরীরে বা ফুসফুসে 'কোনো রোগ' কিন্তু প্রবেশ করেনি, প্রবেশ করেছে ক্যামিকেল মিশ্রিত 'বিষাক্ত বাতাস'। যার শরীরে ওই ধরনের 'বিষাক্ত বাতাস' প্রবেশ করেনি, 'বিষাক্ত বাতাস' প্রবেশ করার কারণে নিউমোনিয়ায় আক্রান্ত কারো সংস্পর্শে যাবার ফলে’ই শুধু সে নিউমোনিয়ায় আক্রান্ত হবে কিভাবে? কোনো রোগ একজনের শরীর থেকে বায়ুর মাধ্যমে শূন্যে লাফিয়ে আরেকজনের শরীরে যেতে পারে না, এ সম্পর্কে এই নিবন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা সহ কোনো রোগ যেমন বায়ুবাহিত বা ছোঁয়াচে নয়, তেমনি ভাইরাস, ব্যাকটেরিয়া এবং জীবাণু নামক কোনোকিছু মানুষের কোনো ক্ষতি করতে পারে না বলেও এই নিবন্ধে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে। সুতরাং এটা পরিষ্কার, উহানে যারা নির্দিষ্ট এক কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে, উহান ছাড়া অন্য এলাকার কেউ শুধু তাদের সংস্পর্শে যাবার কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে না। যে বিষাক্ত বাতাস উহানের নিউমোনিয়ায় আক্রান্তদের ফুসফুসে প্রবেশ করেছে, সেই বিষাক্ত বাতাস পৃথিবীর অন্য এলাকার যাদের ফুসফুসে প্রবেশ করেনি, তারা উহানের নিউমোনিয়ায় আক্রান্তদের সংস্পর্শে এলে কিভাবে একই ধরনের নিউমোনিয়ায় আক্রান্ত হবে? অসম্ভব বিষয়।
এই জন্যই উহানের এই 'অ্যান্টিবায়োটিক অকার্যকরী নিউমোনিয়া'কে ছোঁয়াচে বা সংক্রামক বলে প্রচার করা হলেও, এমনকি 'ভাইরাস' নাম দেয়া হলেও এই কথিত ভাইরাসে আক্রান্তরা প্রথম প্রথম যখন অন্য এলাকায় বা দেশে গিয়েছে, তাদের কাছ থেকে সেখানকার কেউ আক্রান্ত হয়নি। উহানে করোনাভাইরাসের উপদ্রবের পর শুরুর দিকে (বিশেষ করে জানুয়ারি মাসে) যেসব করোনাভাইরাসে আক্রান্ত মানুষ উহান থেকে অন্য এলাকায় বা দেশে গিয়েছে, তাদের সংস্পর্শে যারা এসেছে, তাদের খোঁজ যদি এখন পাওয়া যায়, খোঁজ নিলে দেখা যাবে, তারা কেউই করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। এই নিবন্ধ যারা শুরু থেকে খুব মনোযোগ দিয়ে পড়ে এসেছে, এই কথা তাদের অবশ্যই বিশ্বাস হবে। শুধু বিশ্বাস নয়, বাস্তবতাও তা-ই বলবে, যদি সঠিকভাবে খোঁজ নেয়া হয়। উহান থেকে যেসব করোনাভাইরাসের রোগী শুরুর দিকে (বিশেষ করে জানুয়ারি মাসে) অন্য এলাকায় বা দেশে গিয়েছে, তাদের কাছ থেকে অনেকে আক্রান্ত হয়েছে বলে যেসব খবর মিডিয়ায় এসেছে, তলিয়ে দেখলে দেখা যাবে, সেসব খবর গুজব হিসেবেই প্রমাণিত হবে। শুধু করোনাভাইরাসকে ভাইরাস নাম দেয়ার কারণে এই গুজবের সৃষ্টি। 'ছেলেধরা বের হওয়া' বা 'কান নিয়েছে চিলে'র মতো। (এক লোকের কানের পাশ দিয়ে একটি চিল উড়ে গেলো। সে একটু ভয় পেয়ে গেলো। একটু দূর থেকে একজন লোক ঐ লোকটিকে বললো, 'তোমার কান মনে হয় চিলটি নিয়ে গেছে। তাড়াতাড়ি চিল থেকে কান উদ্ধার করো।' ব্যস, লোকটি চিলের পেছনে পেছনে ছুটতে লাগলো কান উদ্ধারের জন্য আর চিৎকার করতে লাগলো এই বলে, 'কে কোথায় আছো, বেরিয়ে এসো, চিল আমার কান নিয়ে গেছে!' অনেকে বের হয়ে এসে তার সাথে চিলের পেছনে পেছনে ছুটতে লাগলো। একজন লোক হঠাৎ ঐ লোকটিকে প্রশ্ন করলো, 'তুমি যে চিলের পেছনে ছুটছো কান উদ্ধারের জন্য, চিল সত্যিই তোমার কান নিয়ে গেছে কিনা, তুমি কি তোমার কানে হাত দিয়ে দেখেছো?' সে বললো, 'না তো!' এই বলে সে তার কানে হাত দিয়ে দেখে কান কানের জায়গাতেই আছে!)
প্রথমে আমরা এ সম্পর্কিত তিনটি প্রতিবেদন দেখি:
(১) 'China reports 1st death from new type of coronavirus' শিরোনামে এবিসি নিউজের ওয়েবসাইটে ১১ জানুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By The Associated Press) বলা হয়, 'Health authorities in the central Chinese city of Wuhan are reporting the first death from a new type of coronavirus that has stirred fears of an outbreak similar to that of the deadly SARS virus more than a decade ago.
Possible cases of the same illness have been reported in Hong Kong , South Korea and Taiwan involving recent travelers to Wuhan . Health authorities elsewhere in China have yet to announce similar cases, despite the high population density around Wuhan and its role as a travel hub for central China .
Yuen said that it was unclear whether the virus could further change to become more lethal, as the SARS virus had, but that Hong Kong had a robust system for detecting more severe problems among patients.
(২) 'চীনের নতুন ভাইরাস এবার যুক্তরাষ্ট্রেও' শিরোনামে প্রথম আলোয় ২২ জানুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'চীনের 'রহস্যময়' নতুন ভাইরাসে সংক্রমিত এক রোগী যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে। নতুন এই করোনা ভাইরাসে প্রথম কোনো রোগী সংক্রমিত হয়েছে বলে শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে এই ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা হয়।
ভাইরাসটি চীনের উহান শহর থেকে ছড়ায়। এখন পর্যন্ত ৩০০ জন এতে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ছয়জনের। তাঁরা সবাই চীনের নাগরিক।
যুক্তরাষ্ট্রের আগে থাইল্যান্ডে দুজন এবং জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে একজন করে রোগী শনাক্ত হয়েছে। তাঁরা সবাই উহান থেকে ফেরেন। ...
গত সোমবার চীন প্রথম স্বীকার করে ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। এর আগে চীন দাবি করেছিল, ভাইরাসটি মানুষ থেকে মানুষ নয়, প্রাণী থেকে মানুষে সংক্রমিত হয়েছে। ভাইরাসটি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ পায়নি তারা। আর ভাইরাসটি সংক্রমিত হয়েছে সামুদ্রিক খাবার থেকে। তবে ব্রিটিশ বিজ্ঞানীরা শুরু থেকেই ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানান। তাঁদের হিসাবে চীন যা বলছে, তার চেয়ে আক্রান্তের সংখ্যা অনেক বেশি।' [https://www.prothomalo.com/northamerica/article/1635600]
(৩) 'করোনাভাইরাস: চীনের বাইরে ফিলিপিন্সে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে' শিরোনামে বিবিসি বাংলার ওয়েবসাইটে ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'চীনের বাইরে ফিলিপিন্সে প্রথম কোন ব্যক্তির করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। করোনোভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে ফিলিপিন্সে প্রথম কোন ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গিয়েছে।
৪৪ বছর বয়সী ওই চীনা ব্যক্তি হুবেই প্রদেশের উহান শহর থেকে এসেছিলেন, যেখানে প্রথম ভাইরাসটি সনাক্ত করা হয়েছিল।
ফিলিপিন্সে পৌঁছানোর আগেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।
এখন পর্যন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তিনশ জনেরও বেশি লোক মারা গিয়েছেন, আক্রান্ত হয়েছেন ১৪ হাজার জনেরও বেশি। ...
এই মৃত্যু সম্পর্কে যা জানা গেছে
ফিলিপাইনের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ওই ব্যক্তি উহান থেকে হংকং হয়ে ফিলিপিন্সে গিয়েছিলেন এবং তার সঙ্গে ছিলেন ৩৮ বছর বয়সী এক চীনা নারী।
গত সপ্তাহে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা গেছে বলে ফিলিপিন্সের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন যে শুরুতে ওই ব্যক্তিকে রাজধানী ম্যানিলার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার গুরুতর নিউমোনিয়া দেখা দেয়।
ফিলিপিন্সে ডব্লিউএইচও প্রতিনিধি রবীন্দ্র আবেসিংহে, সাধারণ মানুষকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন: "করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে এটিই প্রথম কোন মৃত্যুর ঘটনা। তবে, আমাদের মনে রাখা দরকার যে স্থানীয় কারও সাথে এমনটি হয়নি। এই রোগী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল থেকেই এসেছিলেন।"
মিঃ ডিউক বলেছেন, "এই রোগটি প্রতিরোধে বর্তমানে আমরা চীনা দূতাবাসের সাথে কাজ করছি। আর যে ক'জন এতে আক্রান্ত হয়েছেন তাদের যেন জাতীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ী যথাযথ ব্যবস্থাপনার আওতায় আনা যায়, সেটাই চেষ্টা করা হচ্ছে।"
ওই ব্যক্তির মরদেহ পুড়িয়ে ফেলা হবে বলেও জানান তিনি। এখন ওই ব্যক্তির সাথে কারা একই ফ্লাইটে ভ্রমণ করেছেন তাদের খুঁজে বের করার চেষ্টা করছে ফিলিপিন্সের স্বাস্থ্য অধিদফতর। যাতে তাদেরকে আলাদা করে রাখা যেতে পারে। তাছাড়া, ওই ব্যক্তি পরে অন্য যাদের সংস্পর্শে গিয়েছিলেন যেমন হোটেল কর্মী, তাদের সবাইকে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
চীন থেকে আসা বিদেশী যাত্রীদের প্রবেশ বন্ধ করে দেয়ার ঘোষণার কিছুক্ষণের মধ্যেই এই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফিলিপিন্স।
এর আগে কেবল হুবেই প্রবেশ থেকে আসা ভ্রমনকারীদের প্রবেশ সীমাবদ্ধ করা হয়েছিল যা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থলে রয়েছে।' [https://www.bbc.com/bengali/news-51345489]
এই তিনটি প্রতিবেদনে চীনের বাইরে হংকং, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জাপান এবং ফিলিপিন্সে প্রথম বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হবার কথা বলা হয়েছে। দেখা যায়, চীনের বাইরে এসব দেশে প্রথমে যাদেরকে করোনাভাইরাসে শনাক্ত হিসেবে পাওয়া গেছে, তারা এসব কোনো দেশে থাকা অবস্থায় অন্য কোনো রোগী থেকে এই 'ভাইরাসে' আক্রান্ত হয়নি, বরং এরা সবাই 'উহান ফেরত'। উহানে করোনায় আক্রান্ত হয়ে এরা এসব দেশে গেছে। এখন দেখার বিষয়, এই লোকগুলো থেকে সংশ্লিষ্ট দেশের কেউ করোনা 'ভাইরাসে' আক্রান্ত হয়েছে কিনা?
হংকং
প্রথমে দেখা যাক হংকংয়ের ক্ষেত্রে। 'COVID-19 pandemic in Hong Kong' শিরোনামে উইকিপিডিয়ায় প্রকাশিত নিবন্ধে বলা হয়, 'The COVID-19 pandemic was first confirmed to have spread to
Hong Kong was relatively unscathed by the first wave of the COVID-19 outbreak and had a flatter epidemic curve than most other places, which observers consider remarkable given its status as an international transport hub. Furthermore, its proximity to China and its millions of mainland visitors annually would make it vulnerable. Some experts now believe the habit of wearing masks in public since the SARS epidemic of 2003 may have helped keep its confirmed infections at 845, with four deaths, by the beginning of April. In a study published in April 2020 in the Lancet, the authors expressed their belief that border restrictions, quarantine and isolation, social distancing, and behavioural changes such as wearing masks likely all played a part in the containment of the disease up to the end of March. ...
TIMELINE
January
Upon learning of the outbreak, the government required disclosure by those who had been to wet markets in Wuhan . The government widened the criteria for notification on 3 January – anyone who had visited Wuhan within 14 days before the onset of any respiratory symptoms of illness would need to inform health authorities.
The HK government declared a "serious response level" to the virus outbreak centred on Wuhan on 4 January, when Hong Kong announced eight suspected cases; the eight cases turned out negative for the disease from Wuhan . Medical experts in Hong Kong urged mainland authorities to be more forthcoming with Wuhan patient information that could aid epidemiological study. Although Wuhan health authorities said there was "no obvious evidence" of human-to-human transmission of the then-unidentified virus, University of Hong Kong infectious diseases expert Dr Ho Pak-leung suspected such transmission had happened among cases in Wuhan, and urged "the most stringent" precautionary measures. However, press reported that border checks at the West Kowloon high-speed rail terminal were not yet operational. On 8 January, Hong Kong 's Centre for Health Protection (CHP) added "Severe respiratory disease associated with a novel infectious agent" to their list of notifiable diseases to expand their authority on quarantine. The Hong Kong government also shortened hospital visits and made it a requirement for visitors to wear face masks. Screening was tightened at airports and train stations with connections to Wuhan . In the first week of 2020, 30 unwell travellers from Wuhan were tested. Most had other respiratory viruses.
On 22 January, a 39-year-old man from mainland China who had travelled from Shenzhen and who arrived in Hong Kong by high-speed rail developed symptoms of pneumonia. Resident in Wuhan , he had arrived in Shenzhen by highspeed rail with his family. He tested positive for the virus and was hospitalised in Princess Margaret Hospital , Kowloon . The same day, a 56-year-old man from Ma On Shan, who had visited Wuhan in the previous week, also tested positive. These two cases were listed as "Highly Suspected Cases", they were confirmed positive the following day. ...'
[https://en.wikipedia.org/wiki/COVID-19_pandemic_in_Hong_Kong]উপরে উল্লেখিত তিনটি প্রতিবেদনের প্রথমটি অনুযায়ী হংকংয়ে প্রথম করোনাভাইরাস রোগী পাওয়া যায় ১১ জানুয়ারির আগে। কিন্তু উইকিপিডিয়ায় বলা হয়, ২৩ জানুয়ারি হংকংয়ে করোনাভাইরাস প্রথমবারের মতো ছড়িয়ে পড়া নিশ্চিত হওয়া গেছে। জানি না, কোনটি সঠিক। উইকিপিডিয়ার ভাষ্যকে আপাতত সঠিক ধরে নেয়া হলে দেখা যায়, এই প্রতিবেদনে হংকংয়ে যেসব নিশ্চিত করোনাভাইরাসে আক্রান্ত হবার ঘটনা উল্লেখ করা হয়েছে, সেসব ঘটনার যেগুলো জানুয়ারি মাসে ঘটেছে, তার সবগুলো 'উহান ফেরত' মানুষের সাথে সম্পর্কিত। একটা সময় ছিল যখন চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষও করোনাভাইরাসকে মানুষ থেকে মানুষে ছড়ানোর পক্ষে কোনো পরিষ্কার প্রমাণ পাচ্ছিল না। হংকংয়ের অবস্থাও প্রথমে এমন ছিল। এক সময় হংকংয়ে ৮টি সন্দেহজনক মামলা ছিল। পরে দেখা গেলো সবগুলোই নেগেটিভ। এভাবে দেখা যায়, হংকংয়ে প্রথম যারা আক্রান্ত হয়েছিল, তারা সবাই ছিল উহান ফেরত। আর যেহেতু উহান থেকে হংকংয়ে শুধু করোনাভাইরাসের রোগী এসেছে, কিন্তু উহানের ক্যামিকেলমিশ্রিত বিষাক্ত বাতাস (বায়োলজিক্যাল ওয়েপন) আসেনি, তাই উহান ফেরত আক্রান্তদের কাছ থেকে হংকংয়ের সুস্থ কেউ করোনায় আক্রান্ত হয়নি, আক্রান্ত হবার কথাও নয়। 'চীনে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হংকংয়ের নাগরিকের মৃত্যু' শিরোনামে দৈনিক যুগান্তরে ৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'হংকংয়ে করোনাইভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। আর চীনের বাইরে এ নিয়ে করোনাভাইরাসে দুজন মারা গেলেন। রোববার একজন মারা গেছেন ফিলিপাইনে।
মঙ্গলবার ভাইরাসটির তীব্র সংক্রমণের কারণে হংকংয়ে ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। মারা যাওয়া ব্যাক্তির নাম পরিচয় জানানো হয়নি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মৃত এই ব্যক্তি জানুয়ারিতে চীনের উহান শহরে ঘুরতে গিয়েছিলেন। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানকেই নতুন ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার উৎসস্থল হিসেবে বিবেচনা করা হয়। ...' [https://www.jugantor.com/international/274816]
দক্ষিণ কোরিয়া
উইকিপিডিয়ায় 'COVID-19 pandemic inSouth Korea ' শিরোনামে প্রকাশিত নিবন্ধে বলা হয়, 'The ongoing COVID-19 pandemic spread to South Korea on 20 January 2020, when the first case was announced. ...
উইকিপিডিয়ার এই নিবন্ধ থেকে জানা যায়, দক্ষিণ কোরিয়ায় ২০ জানুয়ারি থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলেও ফেব্রুয়ারির ১৯-২০ তারিখের দিকে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা ব্যাপকতা লাভ করে। শুরুর দিকে যারা আক্রান্ত হয়েছে, যদি তাদের কাছ থেকে তাদের সংস্পর্শে আসা সব মানুষ আক্রান্ত হতো, তাহলে ১৯ ফেব্রুয়ারির আগেই সংক্রমণ ব্যাপকতা লাভ করতো। কিন্তু ২০ জানুয়ারির পর নির্দিষ্ট ইনকিউবেশন পিরিয়ড পার হবার পরও ব্যাপকতা লাভ করতে অনেক সময় লাগাটা প্রমাণ করে, শুরুর দিকে দক্ষিণ কোরিয়ায় যাদেরকে করোনাভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে, তাদের কাছ থেকে তেমন কেউ সংক্রমিত হয়নি।
আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, হংকংয়ের মতোই দক্ষিণ কোরিয়ায়ও প্রথম দিককার আক্রান্ত প্রায় সবাই উহান ফেরত। দু'একজন আছেন স্থানীয়ভাবে আক্রান্ত। স্থানীয়ভাবে আক্রান্ত মানে অন্য কোনো করোনায় রোগী সাথে সম্পর্ক ছাড়াই আক্রান্ত। তাছাড়া ১৯-২০ ফেব্রুয়ারির দিকে যারা আক্রান্ত হয়েছে, তাদের অধিকাংশের আক্রান্ত হওয়াকে 'রোগী ৩১' থেকে সংক্রমণ বলে মনে করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই 'রোগী ৩১' কি উহান ফেরত কারো কাছ থেকে আক্রান্ত হয়েছে, নাকি নিজেই উহান ফেরত ছিল?
এনবিসি নিউজের ওয়েবসাইটে ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে 'Coronavirus updates: South Korea reports big jump in cases, virus spreading in Chinese prisons' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'The total number of COVID-19 cases stemming from ''patient 31'' in the city of 2.5 million people — which is two hours south of the capital, Seoul — comes to 58, and of the total 42 made contact at the church. ...
Little is known about the woman known as "patient 31" except that she is in her early 60s, had no recent record of overseas travel and was diagnosed with pneumonia last weekend. — Stella Kim' [https://www.nbcnews.com/news/world/coronavirus-update-south-korea-reports-big-jump-cases-virus-spreading-n1140201]
লাইভ সায়েন্স ডটকম এর ওয়েবসাইটে ''Superspreader' in South Korea infects nearly 40 people with coronavirus' শিরোনামে ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By Nicoletta Lanese - Staff Writer) বলা হয়, 'The number of coronavirus cases in South Korea has soared to about 602, according to The New York Times. More than half of those cases involve members of, or those somehow linked to, the religious sect, theShincheonji Church of Jesus, where a so-called superspreader infected at least 37 people last week.
Authorities described the outbreak as a "super-spreading event," as the lone woman transmitted the infection to an unusually high number of people, according to Reuters. Current estimates suggest that a single person with the novel coronavirus spreads the infection to about 2.2 additional people, on average. The surge of infection at the church brings the total number of confirmed cases in South Korea to 104; one death associated with the virus has occurred in the country so far.' [https://www.livescience.com/coronavirus-superspreader-south-korea-church.html]
এই দু'টি প্রতিবেদন মতে 'রোগী ৩১' নামে অভিহিত করা হয়েছে যে মহিলাকে, সে শুধু উহানে ভ্রমণ করেনি, তা নয়, সে অন্য কোনো স্থানেও ভ্রমণ করেনি। বলা হয়েছে, ওই মহিলা সম্পর্কে খুব কমই জানা হয়েছে। মহিলাটি সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি বলে দু'বার করোনাভাইরাস পরীক্ষা করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবু কেন এই মহিলাকে করোনাভাইরাস সংক্রামক বলে অপবাদ দেয়া হয়েছে?
'দক্ষিণ কোরিয়ায় করোনায় এক দিনে আক্রান্ত দ্বিগুণ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় প্রথম আলোয় ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে। সেখানে বলা হয়, 'চীন থেকে দক্ষিণ কোরিয়ায় ছড়িয়েছে ভয়াবহ করোনাভাইরাস। দেশটিতে করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির সংখ্যা এক দিনে প্রায় দ্বিগুণ হয়েছে। দেশটির একটি হাসপাতালে অন্য অসুস্থতা নিয়ে ভর্তি হওয়া রোগীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন।
তবে আক্রান্ত ব্যক্তিদের চীনের কোনো নাগরিকের সঙ্গে বা করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সঙ্গে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই ভাইরাসটি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।' [https://www.prothomalo.com/international/article/1641278]
এই প্রতিবেদন থেকে পরিষ্কারভাবে জানা যায়, দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হঠাৎ করে দ্বিগুণ হবার সাথে চীনের কোনো নাগরিকের সঙ্গে বা করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সঙ্গে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
''Patient 31' andSouth Korea 's sudden spike in coronavirus cases'' শিরোনামে আল জাজিরার ওয়েবসাইটে ৩ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে (by Kelly Kasulis) বলা হয়, "The situation here was not really serious until mid-February. It began to get very serious starting with patient 31," said Hwang Seung-sik, a spatio-temporal epidemiologist at Seoul National University .
"Before patient 31, our strategies to contain the virus were working. But after countless people were infected by patient 31, it became very difficult to control." [https://www.aljazeera.com/news/2020/03/31-south-korea-sudden-spike-coronavirus-cases-200303065953841.html]
এখানে বলা হয়েছে, "Before patient 31, our strategies to contain the virus were working. But after countless people were infected by patient 31, it became very difficult to control."
বিষয়টা সচেতন সবাইকে অবাক করার কথা। এই মহিলাকে একদিকে "রোগী ৩১" নামে অভিহিত করা হয়, অপরদিকে 'সুপারস্প্রেডার' বলেও অপবাদ দেয়া হয়।
সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি বলে মহিলাটি দু'দুবার করোনাভাইরাস পরীক্ষা করতে অস্বীকার করেছিল, তবু তাকেই দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী মনে করা হচ্ছে, এমনকি তাকে সুপারস্প্রেডার বলেও অপবাদ দেয়া হচ্ছে।
শুধু করোনাভাইরাসকে একটি 'ভাইরাস', সংক্রামক/ছোঁয়াচে রোগ মনে করা এবং করোনাভাইরাস শণাক্তকরণে ফাঁক থাকার কারণে এভাবে বিশ্বব্যাপী এ পর্যন্ত কত মানুষ বিপদগ্রস্থ হয়েছে, সংকটাপন্ন হয়েছে, কেউ বলতে পারবে না।
করোনাভাইরাসকে ভাইরাস মনে না করলে এবং নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগকে ছোঁয়াচে বলে মনে না করলে মহিলাটিকে কোনোভাবেই সুপারস্প্রেডার নয়, শুধু 'স্প্রেডার' মনে করারও অবকাশ থাকতো না।
সবচেয়ে বড় কথা, যদি দক্ষিণ কোরিয়ায় প্রথম প্রথম চীন ফেরত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের কাছ থেকে নতুন কেউ আক্রান্ত হতো, তাহলে 'রোগী ৩১' এর আগেই করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করতো। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তিদের চীনের কোনো নাগরিকের সঙ্গে বা করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সঙ্গে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই ভাইরাসটি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সুতরাং প্রথমে যারা করোনাভাইরাস নিয়ে উহান থেকে দক্ষিণ কোরিয়ায় গিয়েছে, তারা 'করোনাভাইরাস সংক্রামক' হবার সম্ভাবনা একেবারে কম। পরে অন্য কোনো কারণে দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।
তাইওয়ান
'COVID-19 pandemic in Taiwan' শিরোনামে উইকিপিডিয়ায় প্রকাশিত নিবন্ধে বলা হয়, 'The COVID-19 pandemic has had a much smaller impact in Taiwan than in most industrialised countries, with six deaths total as of 5 May 2020. The number of active cases peaked on 6 April at 307 cases.
তাইওয়ানে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে ২১ জানুয়ারি ২০২০ তারিখে। করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৯ ফেব্রুয়ারি। এর মাঝখানে সংক্রমণের যে ঘটনাগুলো ঘটে, সেগুলোর অধিকাংশই ছোঁয়াচে নয়। প্রায় সবগুলোই বিচ্ছিন্ন ঘটনা। তাইওয়ানের ক্ষেত্রে দু’টো অবাক করা ঘটনাও ঘটেছে। ডায়াবেটিস এবং কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত একজন মহিলা রোগী, ফেব্রুয়ারি এবং মার্চ জুড়ে তার সাথে যোগাযোগ করা ৮ জনের মধ্যে এই ভাইরাস সংক্রমণ করেছিল, পরে ৩০ মার্চ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। করোনাভাইরাসের রোগী না হয়ে তিনি কিভাবে অন্য ৮ জনের মধ্যে এই রোগ ছড়িয়েছেন, বিজ্ঞানের কোনো সূত্রও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। করোনাভাইরাসকে ছোঁয়াচে বলে মনে করার কারণেই এই গোঁজামিল বা অদ্ভুত ঘটনার জন্ম।
তাইওয়ানে করোনাভাইরাসের সাথে যুক্ত দ্বিতীয় মৃত্যু ঘোষিত হয়েছিল ২০ মার্চ। মৃত্যুটি ছিল ৮০ বছর বয়সী একজন লোকের, যার সাম্প্রতিক ভ্রমণ ইতিহাস ছিল না, তবে হাইপারটেনশন, ডায়াবেটিস এবং কিডনি জটিলতা ছিল। কোথাও ভ্রমণ করেননি, তবু হাইপারটেনশন, ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ভোগা একজন লোক কিভাবে করোনাভাইরাস পজেটিভ হলেন, কেউ কি কোনো ব্যাখ্যা দিতে পারবেন? খুব সম্ভবত করোভাইরাসের প্রচলিত টেস্ট পদ্ধতির কারণে তিনি করোনা নেগেটিভ হয়েও টেস্টে পজিটিভ হয়ে গেলেন; মারাও গেলেন যে রোগগুলোয় ভুগছিলেন, সেগুলোর তীব্রতায়; কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গেলেন করোনাভাইরাসে মৃতদের তালিকায়!
এবার তাইওয়ানে করোনাভাইরাসে প্রথম মৃত্যুবরণকারী ব্যক্তি সম্পর্কে প্রকাশিত তথ্যগুলো একটু আলাদাভাবে যাচাই করে দেখা যাক:
'করোনাভাইরাসে তাইওয়ানে প্রথম মৃত্যু' শিরোনামে দৈনিক যুগান্তরে ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'চীনের মূল ভূখন্ড থেকে করোনাভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেও এ ভাইরাসে প্রতিবেশী দেশ তাইওয়ানে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দ্বীপদেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং রোববার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
এতে তিনি বলেন, ষাটের কোঠায় থাকা বৃদ্ধ ওই ব্যক্তি আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বিতে আক্রান্ত ছিলেন।
কোভিড-১৯ নামে নভেল করোনাভাইরাসবাহী নতুন এই রোগে তাইওয়ানে এর আগে কেউ মারা যায়নি। তবে সব মিলে আক্রান্ত হয়েছে ২০ জন।
এর আগে চীনের মূল ভূখন্ডের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হংকং, ফিলিপিন্স, জাপান ও ফ্রান্সে একজন করে মৃত্যু হয়।' [https://www.jugantor.com/international/279109]
'Taiwan reports first death from coronavirus' শিরোনামে দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'A taxi driver has died from the coronavirus in Taiwan, marking the first such death on the island and the fifth fatality outside mainland China from an epidemic that has curbed travel and disrupted global supply chains.
'Taiwan Scours Dead Taxi Driver’s Data to Trace Coronavirus Path' শিরোনামে একটি প্রতিবেদন (By Samson Ellis) প্রকাশিত হয় ব্লুমবার্গে ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে। সেখানে বলা হয়, 'Health authorities in Taiwan are scouring travel histories, phone records and security camera footage in an effort to map out everyone who came into contact with a taxi driver who became Taiwan’s first confirmed death from the coronavirus.
The victim, a man in his 60s from central Taiwan who died Saturday, had not recently traveled overseas and had no recorded contact with any of the 19 other people diagnosed with the coronavirus in Taiwan, according to a statement from Taiwan’s Centers for Disease Control.' [https://www.bloomberg.com/news/articles/2020-02-17/taiwan-scours-dead-taxi-driver-s-data-to-trace-coronavirus-path]
প্রথম প্রতিবেদন থেকে জানা গেলো, ষাটের কোঠায় থাকা বৃদ্ধ ওই ব্যক্তি আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বিতে আক্রান্ত ছিলেন। দ্বিতীয় প্রতিবেদন থেকে জানা গেলো, যে ব্যক্তি মারা গিয়েছেন তিনি সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি এবং তিনি ছিলেন ট্যাক্সি ড্রাইভার, যার ক্লায়েন্টরা মূলত হংকং, ম্যাকাও এবং চীনের মূল ভূখন্ডের ছিলেন। তবে তার পরিবারের সদস্যদের মধ্যেও ভাইরাস থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তৃতীয় প্রতিবেদন থেকে জানা গেলো, যে ব্যক্তি মারা গিয়েছেন, তিনি সম্প্রতি বিদেশে ভ্রমণ করেননি এবং তাইওয়ানের করোনাভাইরাস শনাক্তকৃত ১৯ জন ব্যক্তির কারও সাথেই তার কোনও যোগাযোগ ছিল না।
শেষ দুটি প্রতিবেদনের বক্তব্যের মধ্যে বৈপরীত্ব রয়েছে। তিনটি প্রতিবেদনের বক্তব্য থেকে অন্তত এই বিষয়টা পরিষ্কার হওয়া যায়, লোকটি আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বিতে আক্রান্ত ছিলেন, সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি এবং কার কাছ থেকে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত নয়। সুতরাং এই প্রথম মৃত্যুটাও দ্বিতীয় মৃত্যুর মতোই। দুজনের ক্ষেত্রেই টেস্টে ভুল ফলাফল আসার সম্ভাবনাই বেশি এবং করোনাভাইরাসে নয়, আগে থেকে আক্রান্ত রোগের তীব্রতায় মৃত্যুবরণের সম্ভাবনাই বেশি। চীনে করোনাভাইরাসে প্রাদুর্ভাব দেখা না দিলেও হয়তো এই সময়েই এই দু’জন মারা যেতেন। হয়তোবা করোনাভাইরাস টেস্টে পজিটিভ ফলাফল আসাতে দুশ্চিন্তায় একটু আগেই মারা গেলেন!
সর্বোপরি তাইওয়ানে উহান ফেরত করোনাভাইরাসের রোগী আগমনের পরও করোনাভাইরাস তাদের কাছ থেকে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করেনি। এটাই প্রমাণ করে চীনের উহান থেকে প্রথম প্রথম অন্য এলাকায় বা দেশে করোনাভাইরাস ছড়ায়নি, শুধু করোনাভাইরাসের রোগী ছড়িয়েছে। সেই রোগীদের শরীর থেকে নতুন এলাকায় বা দেশে অন্য কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। কারণ করোনাভাইরাস নামে 'ভাইরাস' হলেও একজন থেকে আরেকজনে ছড়াতে পারে না। শুধু যে কারণে উহানের মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, সে কারণের মুখোমুখি হলেই করোনাভাইরাসে মানুষ আক্রান্ত হতে পারে। তবে মাঝে মাঝে গুজব বা আতঙ্কের আতিশয্যে অন্য রোগে আক্রান্তরাও করোনাভাইরাসের রোগী হয়ে যায় বা টেস্টের ত্রুটির কারণে করোনাভাইরাস নেগেটিভ হয়েও ফলাফলে অনেকের পজিটিভ চলে আসে।
শুধু চীনের উহান থেকে নয়, পরবর্তীতে অন্য অনেক দেশ থেকে তাইওয়ানে করোনাভাইরাসের রোগী আগমনের পরও তাইওয়ানে করোনাভাইরাস ব্যাপকতা লাভ করেনি। ১ মে ২০২০ তারিখে ভ্যাকসিন ইমপ্যাক্টের ওয়েবসাইটে 'TAIWAN: No Lockdowns, No Closed Businesses, Non-WHO Member, and Relatively Unaffected by COVID-19' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে (by Brian Shilhavy) বলা হয়, 'Johns Hopkins University had predicted that Taiwan would have the second most COVID-19 cases in the world, due to its close proximity to Mainland China.
All of this has happened without shutting down the country with lock downs, and with almost all of its businesses continuing to operate.' [https://vaccineimpact.com/2020/taiwan-no-lockdowns-no-closed-businesses-non-who-member-and-relatively-unaffected-by-covid-19/]
তাইওয়ান হয়তো করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য ভিন্নরকম অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু যে দেশগুলোতে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে, সেই দেশগুলো তাইওয়ানের মতো পদক্ষেপ নিলেও কি তাইওয়ানের মতো করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকতো? চীনের খুব কাছের দেশ হওয়া সত্ত্বেও তাইওয়ানে করোনাভাইরাস ভয়াবহতা সৃষ্টি করতে পারেনি, চীনের অনেক দূরের অনেক দেশে কিভাবে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করলো, তা বিশ্ববাসীর প্রশ্ন।
যুক্তরাষ্ট্র
'চীনের 'রহস্যময়' ভাইরাস এবার যুক্তরাষ্ট্রে' শিরোনামে দৈনিক আমাদের সময়ে ২২ জানুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'চীনের 'রহস্যময়' ভাইরাস এবার ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন এই করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে উহান শহর সফরে নিষেধাজ্ঞা জারি করেছে চীনা কর্তৃপক্ষ।
চীন থেকে সিয়াটলে আসা এক মার্কিন অধিবাসী এ ভাইরাসে আক্রান্ত বলে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ওই প্রতিবেদনের বলা হয়েছে, করোনা ভাইরাসে সংক্রমিত ওই মার্কিন অধিবাসীর বয়স ৩০ বছর। গত ১৫ জানুয়ারি তিনি উহান থেকে সিয়াটলে ফেরেন। অসুস্থ হয়ে ওই রোগী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে রোগের লক্ষণ এবং রোগীর ভ্রমণ ইতিহাস দেখে প্রাথমিকভাবে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেন চিকিৎসকরা।
পরে গবেষণাগারে পরীক্ষা ও ক্লিনিক্যাল নমুনা থেকে ২০ জানুয়ারি ভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ওয়াশিংটন অঙ্গরাজ্যে ওই রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়ার আগে থাইল্যান্ডে দুজন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে একজন করে এ ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা হয়। তারা প্রত্যেকে চীনের উহান শহর থেকে ফিরেছিলেন।' [http://www.dainikamadershomoy.com/post/237876]
'চীনের নতুন ভাইরাস এবার যুক্তরাষ্ট্রেও' শিরোনামে প্রথম আলোয় ২২ জানুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'চীনের 'রহস্যময়' নতুন ভাইরাসে সংক্রমিত এক রোগী যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে। নতুন এই করোনা ভাইরাসে প্রথম কোনো রোগী সংক্রমিত হয়েছে বলে শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে এই ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা হয়।
ভাইরাসটি চীনের উহান শহর থেকে ছড়ায়। এখন পর্যন্ত ৩০০ জন এতে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ছয়জনের। তাঁরা সবাই চীনের নাগরিক।
যুক্তরাষ্ট্রের আগে থাইল্যান্ডে দুজন এবং জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে একজন করে রোগী শনাক্ত হয়েছে। তাঁরা সবাই উহান থেকে ফেরেন।
আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, চীন থেকে সিয়াটলে আসা এক মার্কিন অধিবাসী এ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তিনি ৩০ বছর বয়সী এক পুরুষ। গত ১৫ জানুয়ারি তিনি উহান থেকে সিয়াটলে ফেরেন।
সিডিসি এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটন অঙ্গরাজ্যে ওই রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর ভ্রমণ ইতিহাস এবং রোগের লক্ষণ দেখে স্বাস্থ্যবিষয়ক পেশাজীবীরা তাঁকে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেন। পরে গবেষণাগারে পরীক্ষা ও ক্লিনিক্যাল নমুনা থেকে ২০ জানুয়ারি ভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ভাইরাসের ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তর কোরিয়া বিদেশি পর্যটকদের জন্য তাদের সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান ও জাপান উহান থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকো, লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্ক বিমানবন্দরেও গত সপ্তাহ থেকে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সপ্তাহে শিকাগো ও আটলান্টা বিমানবন্দরে এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।'
এই দু'টি প্রতিবেদন অনুসারে, চীন থেকে ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সিয়াটলে আসা ৩০ বছর বয়সী এক পুরুষ মার্কিন অধিবাসী করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। গবেষণাগারে পরীক্ষা ও ক্লিনিক্যাল নমুনা থেকে ২০ জানুয়ারি ভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
আরো জানা যায়, যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকো, লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্ক বিমানবন্দরেও গত সপ্তাহ থেকে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সপ্তাহে শিকাগো ও আটলান্টা বিমানবন্দরে এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
'দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে এক দিনে আক্রান্ত ৫৯৪' শিরোনামে প্রথম আলোয় ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ দ্বিতীয় কোভিড-১৯ রোগীর তথ্য নিশ্চিত করেছে। আক্রান্ত ব্যক্তি ক্ষতিগ্রস্থ এলাকায় যাননি বা আক্রান্ত কারও সংস্পর্শেও ছিলেন না। কর্তৃপক্ষ আক্রান্ত ব্যক্তির নাম-পরিচয় গোপন রেখে জানিয়েছে, তিনি একজন বয়স্ক নারী এবং তিনি নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।'
[https://www.prothomalo.com/international/article/1642376]
ক্যালিফোর্নিয়ায় এমন এক রোগীকে দ্বিতীয় কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে, যিনি ক্ষতিগ্রস্থ এলাকায় যাননি বা আক্রান্ত কারও সংস্পর্শেও ছিলেন না; যিনি বয়স্ক এবং নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। ওই মহিলার করোনাভাইরাসে সংক্রমণ যে প্রচলিত অর্থে কোনো ভাইরাসজনিত নয়, এতে কি কোনো সন্দেহ আছে? বরং এই সম্ভাবনাই বেশি, করোনাভাইরাস শনাক্তকরন পরীক্ষা আর নিউমোনিয়া শনাক্তকরণ পরীক্ষা প্রায় একই রকমভাবে করার কারণে অনেক ক্ষেত্রে সাধারণ নিউমোনিয়ায় আক্রান্তরাও করোনাভাইরাসে আক্রান্ত বলে মনে হয়।
'Doctor who treated firstUS coronavirus patient says COVID-19 has been 'circulating unchecked' for weeks' শিরোনামে সিএনবিসি’র ওয়েবসাইটে ৬ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By Berkeley Lovelace Jr. and William Feuer) বলা হয়, 'That's all changed since last weekend. There are now well over two dozen cases in the U.S. of person-to-spread, many of which are proving to have been transmitted openly in the community, and it appears to be getting worse, according to state health officials.
State health officials said a California patient was not under quarantine as doctors appealed to the CDC to test her. Since she hadn’t been to Wuhan , or been in contact with anyone who was, she was out and about in her community.' [https://www.cnbc.com/2020/03/06/doctor-who-treated-first-us-coronavirus-patient-says-covid-19-has-been-circulating-unchecked-for-weeks.html]
মার্কিন যুক্তরাষ্ট্রে 'ব্যক্তিগতভাবে ছড়িয়েছে' বলে মনে করা দুই ডজনেরও বেশি মামলা বিশ্বাস করা তখনই সম্ভব হবে, যখন করোনাভাইরাসকে 'ভাইরাস' মনে করা হবে না, নতুবা করোনাভাইরাসে আক্রান্ত নয়, তবু পরীক্ষার ত্রুটির কারণে অনেকের ক্ষেত্রে করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হয়, এই কথাটা বিশ্বাস করা হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউইয়র্ক এবং উত্তর ক্যারোলাইনাতে স্থানীয়ভাবে সংক্রমণের ঘটনা ঘটেছে। চীনে ছড়িয়ে পড়া ভাইরাস যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে সংক্রমণ কিভাবে সম্ভব? মানুষ কি এতোই বোকা হয়ে গেছে, এসব অদ্ভুতুড়ে সংবাদ শুনেই বিশ্বাস করে ফেলবে!
ক্যালিফোর্নিয়ায় এক রোগীকে পরীক্ষা দেওয়ার জন্য চিকিৎসকরা সিডিসির কাছে আবেদন করেছিলেন, যিনি উহানে ছিলেন না বা এমন কারও সাথে যোগাযোগ করেননি, যিনি উহানে ছিলেন; তিনি বাইরে ছিলেন এবং তার সম্প্রদায়ের মধ্যে ছিলেন। তবু কিভাবে তাকে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হলো?
করোনাভাইরাস বিশ্বব্যাপী এতো ভয়ানক 'ভাইরাসে' পরিণত হলো, যারা করোনাভাইরাসের গায়ে 'ভাইরাস' বা ছোঁয়াচে তকমা লাগিয়েছিল, তারাও হয়তো ভাবতে পারেনি বিষয়টা এতোদূর গড়াবে!
ভক্স মিডিয়ার ওয়েবসাইটে 'The CDC's rocky effort to get Americans tested for coronavirus, explained' শিরোনামে ৬ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By Brian Resnick and Dylan Scott) বলা হয়, 'The CDC confirmed eight days ago that the virus was in community transmission in the United States—that it was infecting Americans who had neither traveled abroad nor were in contact with others who had.
এই নিবন্ধ থেকে জানা যায়, (১) চীনের বাইরে প্রথমে করোনাভাইরাস রোগী পাওয়া যায় থাইল্যান্ডে, ১৩ জানুয়ারি ২০২০ তারিখে। (২) জানুয়ারি মাসজুড়ে থাইল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণের যে ঘটনাগুলো ঘটেছিল, তার প্রায় সবগুলোই ছিল চীন ফেরত। (৩) ৩১ জানুয়ারি থাইল্যান্ডে প্রথম স্থানীভাবে সংক্রমণের ঘটনা ঘটে। (৪) ফেব্রুয়ারি মাসে সংক্রমণের ঘটনা একেবারে কম ছিল। (৫) মার্চের মাঝামাঝি সময়ে সংক্রমণ বৃদ্ধি পেয়েছিল। লক্ষ্যণীয় বিষয় হলো, এই বৃদ্ধি পাবার জন্য করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঘটনাগুলোকে দায়ী করার সুযোগ হয়নি। (৬) আন্তর্জাতিক ভ্রমণ, কোয়ারেন্টাইনের প্রয়োজনীয়তা, সিদ্ধান্তহীনতা, কাজ করতে ধীরগতি এবং দুর্বল যোগাযোগের বিষয়ে অসামঞ্জস্য নীতির কারণে থাইল্যান্ড সরকার সমালোচিতও হয়েছিল। (৭) থাইল্যান্ডে প্রথম যিনি করোনাভাইরাস নিয়ে আসেন, তিনি চীনের উহান থেকে আসেন, তবে উহানের সি ফুড মার্কেটে তিনি যাননি। এই ব্যাপারে আগেই অনেকবার আলোচনা করা হয়েছে যে, ওই সি ফুড মার্কেট থেকে করোনাভাইরাস উৎপত্তি হবার কথাটা মানুষের দৃষ্টি উহানের বায়োলজিক্যাল ল্যাব থেকে সরিয়ে রাখার একটা অপচেষ্টা ছিল। (৮) ২৫ জানুয়ারি উহান থেকে আগত ৭৩ বছর বয়সী যে চীনা মহিলার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে, তাঁর প্রাথমিক রক্তের নমুনা বিশ্লেষণের পরীক্ষা ইতিবাচক; তবে কর্তৃপক্ষ নিশ্চিত ফলাফলের জন্য অন্য ল্যাবের দ্বারস্থ হয়। (৯) ৩১ শে জানুয়ারি অতিরিক্ত যে পাঁচটি মামলার খবর পাওয়া যায়, তার মধ্যে একটি লোকাল ট্যাক্সি ড্রাইভার ছিল যার চীন ভ্রমণের কোনও রেকর্ড ছিল না এবং সন্দেহ করা হয়েছিল যে তিনি একজন চীনা পর্যটক দ্বারা সংক্রমিত হয়েছিল। ট্যাক্সি ড্রাইভারটি অন্তত ১৩ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে। (১০) ২৬ ফেব্রুয়ারি যে দম্পতির করোনাভাইরাস শনাক্ত হয়েছিল, তাদের সাথে যোগাযোগ হয়েছিল এমন ১০১ জন উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তির ভাইরাসের জন্য পরীক্ষা করা হয়েছিল, যাদের ৯৭ টি ফলাফল আসে নেগেটিভ। লক্ষ্যণীয় বিষয় হলো, এই দম্পতি ১০১ জনের সাথে যোগাযোগের পরও সুপার স্প্রেডার হননি! (১১) ১ মার্চ আগে থেকে ডেঙ্গুতে ভোগা একজনের করোনা পজিটিভ আসার পর চিকিৎসার পর তিনি পূর্ণ সুস্থ হয়ে যান। পরে মৃত্যুবরণ করেন। (১২) ২৪ মার্চ যে ৩ জন রোগী মৃত্যুবরণ করেন, তাদের একজন করোনার পাশাপাশি যক্ষ্মায়ও আক্রান্ত ছিলেন, আরেকজন করোনার পাশাপাশি আক্রান্ত ছিলেন ডায়াবেটিসেও।
এই ১২টি তথ্য বিশ্লেষণ করলে অন্তত এটা বুঝা যায়, থাইল্যান্ডে প্রথম যারা শরীরে করোনাভাইরাস বহন করে নিয়ে এসেছিল, তারা থাইল্যান্ডে করোনা ছড়ানোর জন্য বহুলাংশে দায়ী নয়। কোনো কোনো ঘটনায় অন্য কোনো আক্রান্ত লোক থেকে আরেকজনের আক্রান্ত হবার যে সন্দেহেরে কথা বলা হয়েছে, খুঁজে দেখলে দেখা যাবে, সেসব ভিত্তিহীন। করোনাভাইরাসকে 'ভাইরাস' নাম দেয়ার কারণে এবং ছোঁয়াচে বলে পরিচয় করিয়ে দেয়ার কারণেই এই গন্ডগোল, যার একটা স্পষ্ট প্রমাণ ১০ নং তথ্য। ৯ নং তথ্য যাচাই করলেও এই সত্য বের হয়ে আসবে।
এই তথ্যগুলো থেকে আমরা এটাও বুঝতে পারি, করোনাভাইরাস নিরূপণের প্রচলিত পরীক্ষা ত্রুটির উর্ধ্বে নয়। আরো বুঝতে পারি, অন্য রোগে আক্রান্তদের করোনা টেস্ট করলেও মাঝে মাঝে পজিটিভ ফলাফল চলে আসে। ১১ নং তথ্য যাচাই করলে বিষয়টা বুঝা সহজ হবে।
'New coronavirus infection inThailand takes tally to 42' শিরোনামে ইকোনোমিক টাইমসের ওয়েবসাইটে ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'BANGKOK : Thailand recorded a new coronavirus infection, taking its tally to 42 cases since January, a health official said on Saturday.
Thailand has not yet had a death from the virus, although 28 patients have recovered and 14 are being treated in hospital.' [https://economictimes.indiatimes.com/news/international/world-news/new-coronavirus-infection-in-thailand-takes-tally-to-42/articleshow/74412287.cms]
বলা হয়েছে, ভুক্তভোগী একজন ২১ বছর বয়সী থাই বিক্রয়কর্মী, চাকরির কারণে তাকে বিদেশী পর্যটকদের সংস্পর্শে যেতে হয়েছিল। তার মানে এই বিক্রয়কর্মী এবং অন্য ৪১ জন করোনা শনাক্ত ব্যক্তি ছাড়া আরো এক বা একাধিক করোনাভাইরাসে আক্রান্ত লোক থাইল্যান্ডে বিদ্যমান ছিল। কিন্তু এটা শুধুই অনুমাণ। থাইল্যান্ড এবং হংকংয়ের ঘটনা সামনে রাখলে অন্তত একটি মিল এবং একটি অমিল পাওয়া যায়। মিল হচ্ছে উভয় দেশে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করতে পারেনি। আর অমিল হচ্ছে হংকং করোনা প্রতিরোধে শুরু থেকেই তৎপরতার কারণে প্রশংসিত হয়েছিল, অন্যদিকে থাইল্যান্ড করোনা নিয়ন্ত্রনে তড়িৎ পদক্ষেপ নেয়ার ব্যাপারে সমালোচিত হয়েছিল। প্রশ্ন হচ্ছে, এই বড় অমিল থাকার পরও উভয় দেশে করোনা ভয়াবহ আকার ধারনের ক্ষেত্রে প্রায় কাছাকাছি অবস্থানে থাকতে সক্ষম হলো কিভাবে?
এটা হচ্ছে ১৩ মে'র হিসাব। উভয় দেশের এই মিলের কারণ পরিষ্কার হতে পারে পরবর্তী আলোচনায়। উত্তর খুঁজে নিতে হবে।
আপাতত আমরা এটা বুঝতে সক্ষম হয়েছি, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে যেসব রোগী গমন করেছিল, থাইল্যান্ডের করোনা নিয়ন্ত্রণে তড়িৎ পদক্ষেপের অভাব থাকা সত্ত্বেও তারা থাইল্যান্ডে করোনাভাইরাসকে মহামারীর পর্যায়ে নিয়ে যেতে পারেনি। কারণ করোনাভাইরাস নামে ভাইরাস হলেও কার্যত এটা ভাইরাস নয়, ছোঁয়াচেও নয়।
মঙ্গলবার ভাইরাসটির তীব্র সংক্রমণের কারণে হংকংয়ে ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। মারা যাওয়া ব্যাক্তির নাম পরিচয় জানানো হয়নি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মৃত এই ব্যক্তি জানুয়ারিতে চীনের উহান শহরে ঘুরতে গিয়েছিলেন। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানকেই নতুন ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার উৎসস্থল হিসেবে বিবেচনা করা হয়। ...' [https://www.jugantor.com/international/274816]
দক্ষিণ কোরিয়া
উইকিপিডিয়ায় 'COVID-19 pandemic in
20 January – 17 February
On 20 January, the first confirmed case was identified as a 35-year-old Chinese woman. The first South Korean national to be infected occurred three days later was a 55-year-old man who worked in Wuhan and returned for a checkup with flu symptoms. The two infection reports were publicly released on 24 January.
On 26 January, a third case as a 54-year-old South Korean man. He had used a rental car and visited three restaurants, a hotel, a convenience store and met his family before admitting himself to hospital. All these places were disinfected.
On 27 January, a fourth case was reported as a 55-year-old South Korean man who returned from Wuhan on 20 January. He first experienced flu symptoms on 21 January and suffered further complications four days later, eventually turning himself in. Both cases were tallied into formal records on 27 January.
On 1 February, an update on the first four patients indicated that the first three patients were showing weaker symptoms and recovering well while the fourth patient was getting treatment from pneumonia. Rumours circulated that the fourth patient had died which health authorities denied.
Two more confirmed cases were reported on 30 January with the fifth patient being a 32-year-old South Korean man who returned from his work at Wuhan on 24 January. The sixth patient was the first case in South Korea who had never visited Wuhan . The 56-year-old man caught the virus when visiting a restaurant with the third patient.
On 31 January, a seventh patient was reported as a 28-year-old South Korean man returning from Wuhan on 23 January. He developed symptoms on 26 January, and was admitted to the hospital on 28 January. On the same day, four more patients were admitted into the record as the eighth patient, 62-year-old South Korean woman, returned from Wuhan . The ninth patient caught the virus from the fifth patient through direct contact while the tenth and the eleventh patient were the wife and child who were infected while visiting the sixth patient.
On 1 February, a 49-year-old Chinese national working in Japan as a tour guide was confirmed as the twelfth patient. He caught the virus while visiting a Japanese patient in Japan and entered South Korea through Gimpo International Airport on 19 January. The KCDC confirmed an additional three cases on 2 February, bringing the total to fifteen.
A woman, who had returned from Thailand after a five-day vacation, was tested positive and confirmed as the sixteenth case on 4 February. Three more cases were confirmed on 5 February, bringing the total case count to 19. The seventeenth and nineteenth patients had attended a conference in Singapore and been in contact with an infected individual there. The very same day the KCDC announced that the second patient had been released from hospital after being tested negative in consecutive tests, becoming the country's first coronavirus patient to fully recover.
Details of the first 30 confirmed cases in South Korea (As of 17 February 2020)
18 February – 29 February
On 18 February, South Korea confirmed its 31st case in Daegu, a member of the Shincheonji religious organisation. The patient continued to go to gatherings of Shincheonji days after showing symptoms, which are typically held with people in very close proximity and include physical contact of the members. Many of the patient's close contacts would turn out to be infected, triggering a drastic escalation of the South Korean spread of confirmed cases of SARS-CoV-2 infection.
On 19 February, the number of confirmed cases increased by 20. On 20 February 70 new cases were confirmed, giving a total of 104 confirmed cases, according to the KCDC. According to Reuters, KCDC attributed the sudden jump of 70 cases linked to "Patient No. 31", who had participated in a gathering in Daegu at the Shincheonji Church of Jesus the Temple of the Tabernacle of the Testimony.' [https://en.wikipedia.org/wiki/COVID-19_pandemic_in_South_Korea]
উইকিপিডিয়ার এই নিবন্ধ থেকে জানা যায়, দক্ষিণ কোরিয়ায় ২০ জানুয়ারি থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলেও ফেব্রুয়ারির ১৯-২০ তারিখের দিকে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা ব্যাপকতা লাভ করে। শুরুর দিকে যারা আক্রান্ত হয়েছে, যদি তাদের কাছ থেকে তাদের সংস্পর্শে আসা সব মানুষ আক্রান্ত হতো, তাহলে ১৯ ফেব্রুয়ারির আগেই সংক্রমণ ব্যাপকতা লাভ করতো। কিন্তু ২০ জানুয়ারির পর নির্দিষ্ট ইনকিউবেশন পিরিয়ড পার হবার পরও ব্যাপকতা লাভ করতে অনেক সময় লাগাটা প্রমাণ করে, শুরুর দিকে দক্ষিণ কোরিয়ায় যাদেরকে করোনাভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে, তাদের কাছ থেকে তেমন কেউ সংক্রমিত হয়নি।
আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, হংকংয়ের মতোই দক্ষিণ কোরিয়ায়ও প্রথম দিককার আক্রান্ত প্রায় সবাই উহান ফেরত। দু'একজন আছেন স্থানীয়ভাবে আক্রান্ত। স্থানীয়ভাবে আক্রান্ত মানে অন্য কোনো করোনায় রোগী সাথে সম্পর্ক ছাড়াই আক্রান্ত। তাছাড়া ১৯-২০ ফেব্রুয়ারির দিকে যারা আক্রান্ত হয়েছে, তাদের অধিকাংশের আক্রান্ত হওয়াকে 'রোগী ৩১' থেকে সংক্রমণ বলে মনে করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই 'রোগী ৩১' কি উহান ফেরত কারো কাছ থেকে আক্রান্ত হয়েছে, নাকি নিজেই উহান ফেরত ছিল?
এনবিসি নিউজের ওয়েবসাইটে ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে 'Coronavirus updates: South Korea reports big jump in cases, virus spreading in Chinese prisons' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'The total number of COVID-19 cases stemming from ''patient 31'' in the city of 2.5 million people — which is two hours south of the capital, Seoul — comes to 58, and of the total 42 made contact at the church. ...
Little is known about the woman known as "patient 31" except that she is in her early 60s, had no recent record of overseas travel and was diagnosed with pneumonia last weekend. — Stella Kim' [https://www.nbcnews.com/news/world/coronavirus-update-south-korea-reports-big-jump-cases-virus-spreading-n1140201]
লাইভ সায়েন্স ডটকম এর ওয়েবসাইটে ''Superspreader' in South Korea infects nearly 40 people with coronavirus' শিরোনামে ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By Nicoletta Lanese - Staff Writer) বলা হয়, 'The number of coronavirus cases in South Korea has soared to about 602, according to The New York Times. More than half of those cases involve members of, or those somehow linked to, the religious sect, the
A so-called superspreader infected at least 37 people at her church with the new coronavirus, and dozens of additional worshippers are also showing symptoms of the disease, called COVID-19, according to news reports.
The 61-year-old woman attends the Shincheonji Church of Jesus the Temple of the Tabernacle of the Testimony in Daegu , South Korea , according to the international news outlet AFP. The city, located in the southern part of the country, is home to about 2.5 million people. The woman, called "Patient 31" by Korea 's Centers for Disease Control and Prevention, developed a fever on Feb. 10 and attended four church services before being diagnosed with COVID-19.
Despite running a fever, the woman twice refused to be tested for the coronavirus, as she had not recently traveled abroad, according to The Guardian. So far, she and 37 other members of the church have tested positive for the novel coronavirus, called SARS-CoV-2, and 52 additional churchgoers have shown symptoms of infection but have not yet been tested. (SARS-CoV-2 is the name of the coronavirus that causes COVID-19.)
এই দু'টি প্রতিবেদন মতে 'রোগী ৩১' নামে অভিহিত করা হয়েছে যে মহিলাকে, সে শুধু উহানে ভ্রমণ করেনি, তা নয়, সে অন্য কোনো স্থানেও ভ্রমণ করেনি। বলা হয়েছে, ওই মহিলা সম্পর্কে খুব কমই জানা হয়েছে। মহিলাটি সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি বলে দু'বার করোনাভাইরাস পরীক্ষা করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবু কেন এই মহিলাকে করোনাভাইরাস সংক্রামক বলে অপবাদ দেয়া হয়েছে?
'দক্ষিণ কোরিয়ায় করোনায় এক দিনে আক্রান্ত দ্বিগুণ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় প্রথম আলোয় ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে। সেখানে বলা হয়, 'চীন থেকে দক্ষিণ কোরিয়ায় ছড়িয়েছে ভয়াবহ করোনাভাইরাস। দেশটিতে করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির সংখ্যা এক দিনে প্রায় দ্বিগুণ হয়েছে। দেশটির একটি হাসপাতালে অন্য অসুস্থতা নিয়ে ভর্তি হওয়া রোগীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন।
তবে আক্রান্ত ব্যক্তিদের চীনের কোনো নাগরিকের সঙ্গে বা করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সঙ্গে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই ভাইরাসটি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।' [https://www.prothomalo.com/international/article/1641278]
এই প্রতিবেদন থেকে পরিষ্কারভাবে জানা যায়, দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হঠাৎ করে দ্বিগুণ হবার সাথে চীনের কোনো নাগরিকের সঙ্গে বা করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সঙ্গে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
''Patient 31' and
এখানে বলা হয়েছে, "Before patient 31, our strategies to contain the virus were working. But after countless people were infected by patient 31, it became very difficult to control."
বিষয়টা সচেতন সবাইকে অবাক করার কথা। এই মহিলাকে একদিকে "রোগী ৩১" নামে অভিহিত করা হয়, অপরদিকে 'সুপারস্প্রেডার' বলেও অপবাদ দেয়া হয়।
সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি বলে মহিলাটি দু'দুবার করোনাভাইরাস পরীক্ষা করতে অস্বীকার করেছিল, তবু তাকেই দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী মনে করা হচ্ছে, এমনকি তাকে সুপারস্প্রেডার বলেও অপবাদ দেয়া হচ্ছে।
শুধু করোনাভাইরাসকে একটি 'ভাইরাস', সংক্রামক/ছোঁয়াচে রোগ মনে করা এবং করোনাভাইরাস শণাক্তকরণে ফাঁক থাকার কারণে এভাবে বিশ্বব্যাপী এ পর্যন্ত কত মানুষ বিপদগ্রস্থ হয়েছে, সংকটাপন্ন হয়েছে, কেউ বলতে পারবে না।
করোনাভাইরাসকে ভাইরাস মনে না করলে এবং নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগকে ছোঁয়াচে বলে মনে না করলে মহিলাটিকে কোনোভাবেই সুপারস্প্রেডার নয়, শুধু 'স্প্রেডার' মনে করারও অবকাশ থাকতো না।
সবচেয়ে বড় কথা, যদি দক্ষিণ কোরিয়ায় প্রথম প্রথম চীন ফেরত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের কাছ থেকে নতুন কেউ আক্রান্ত হতো, তাহলে 'রোগী ৩১' এর আগেই করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করতো। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তিদের চীনের কোনো নাগরিকের সঙ্গে বা করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সঙ্গে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই ভাইরাসটি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সুতরাং প্রথমে যারা করোনাভাইরাস নিয়ে উহান থেকে দক্ষিণ কোরিয়ায় গিয়েছে, তারা 'করোনাভাইরাস সংক্রামক' হবার সম্ভাবনা একেবারে কম। পরে অন্য কোনো কারণে দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।
তাইওয়ান
'COVID-19 pandemic in Taiwan' শিরোনামে উইকিপিডিয়ায় প্রকাশিত নিবন্ধে বলা হয়, 'The COVID-19 pandemic has had a much smaller impact in Taiwan than in most industrialised countries, with six deaths total as of 5 May 2020. The number of active cases peaked on 6 April at 307 cases.
The virus was confirmed to have spread to Taiwan on 21 January 2020, from a 50-year-old woman who had been teaching in Wuhan , China . ...
The Journal of the American Medical Association states that Taiwan engaged in 124 discrete action items to prevent the spread of the disease, including early screening of flights from Mainland China and the tracking of individual cases.
Taiwan's handling of the outbreak has received international praise for its effectiveness in quarantining people and by using the "electronic fence" to slow down the virus, despite being unable to gather WHO information due to being barred by China, and is seen as the model for other countries to learn from. As of 17 April, 51,603 tests had been conducted in Taiwan with the vast majority not confirming a coronavirus diagnosis. ...
January
On 21 January, the first case in Taiwan was confirmed in a 50-year-old woman who had just returned to Taoyuan International Airport from her teaching job in Wuhan . She reported on her own initiative and was hospitalised without formal domestic entry. The first domestic case was diagnosed in Taiwan on 28 January who was in his 50s which was believed to be transmitted by his wife who was confirmed before him.
February
The first death in Taiwan was confirmed on 16 February involving a man in his 60s who had Hepatitis B and diabetes. A woman in Taiwan was reported to have tested positive for novel coronavirus on 19 February 2020, though she had not travelled outside of Taiwan for two years. Five new cases of coronavirus were reported in Taiwan on 29 February 2020, four of which marked the first transmission of the disease in a hospital setting. Taiwan 's fiftieth case of coronavirus was confirmed on 13 March 2020, an American expatriate who hosted four United States citizens at his home in Taiwan . The next day, three new cases of coronavirus were confirmed to have been imported from Europe . A Taiwanese national aboard the Diamond Princess tested positive on 6 February. As of 19 February, five Taiwanese nationals aboard the ship tested positive. Two Taiwanese who fell ill on the Diamond Princess were discharged from Japanese hospitals in February 2020. The nineteen other Taiwanese passengers on the Diamond Princess were quarantined in Taiwan until 7 March 2020. All tested negative for coronavirus, and were released. The index case for coronavirus in Taiwan recovered from the disease and was discharged from hospital on 6 February 2020. Approximately a week later, a second Taiwanese national, the tenth case of coronavirus, had also recovered. Though community spread within the Taiwanese society did not necessarily break out, but a hospital cluster was recorded after case 34, a female patient with numerous diabetes and cardiovascular disease, transmitted the virus to 8 people contacted throughout February and March. She later died due to heart failure on 30 March.
March
On 15 March, Taiwan announced six new cases, all imported. Taiwan 's health minister has advised people to remain in Taiwan and avoid travel. After discovering the mass imports of foreign cases, the CECC announced to retrace travelers arrived from Europe within 3 and 14 March on 17 March. On 20 March 2020, Taiwan reported 27 new cases, the highest single-day increase. The second death linked to coronavirus in Taiwan was announced on 20 March, and involved a man in his 80s, who had no recent travel history, but did have hypertension, diabetes and relied on kidney dialysis. The death of a guide who had led tours to Austria and the Czech Republic was reported on 29 March. The next day, two Taiwanese nationals who had travelled to Spain were reported to have died of coronavirus.
April
A Taiwanese man who had toured Egypt in March died of coronavirus on 9 April. On 18 April 2020, three Republic of China Navy cadets were confirmed to have contracted coronavirus following a military operation in Palau . Other personnel on the ship were confirmed to have contracted the disease as part of the first cluster to affect the Republic of China Armed Forces. As more cases from that cluster were identified, President Tsai Ing-wen asked the Ministry of National Defense to investigate the situation. Defence minister Yen Teh-fa stated that vice admiral Kao Chia-pin and rear admiral Chen Tao-hui had been removed from their posts as commander of Republic of China Naval Fleet Command and leader of the ROCN's Friendship Fleet, respectively. On 30 April 2020, an employee of the Taipei Representative Office in France was confirmed to have fallen ill with coronavirus, becoming the first Taiwanese diplomat stationed overseas to contract the disease.'
[https://en.wikipedia.org/wiki/COVID-19_pandemic_in_Taiwan]তাইওয়ানে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে ২১ জানুয়ারি ২০২০ তারিখে। করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৯ ফেব্রুয়ারি। এর মাঝখানে সংক্রমণের যে ঘটনাগুলো ঘটে, সেগুলোর অধিকাংশই ছোঁয়াচে নয়। প্রায় সবগুলোই বিচ্ছিন্ন ঘটনা। তাইওয়ানের ক্ষেত্রে দু’টো অবাক করা ঘটনাও ঘটেছে। ডায়াবেটিস এবং কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত একজন মহিলা রোগী, ফেব্রুয়ারি এবং মার্চ জুড়ে তার সাথে যোগাযোগ করা ৮ জনের মধ্যে এই ভাইরাস সংক্রমণ করেছিল, পরে ৩০ মার্চ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। করোনাভাইরাসের রোগী না হয়ে তিনি কিভাবে অন্য ৮ জনের মধ্যে এই রোগ ছড়িয়েছেন, বিজ্ঞানের কোনো সূত্রও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। করোনাভাইরাসকে ছোঁয়াচে বলে মনে করার কারণেই এই গোঁজামিল বা অদ্ভুত ঘটনার জন্ম।
তাইওয়ানে করোনাভাইরাসের সাথে যুক্ত দ্বিতীয় মৃত্যু ঘোষিত হয়েছিল ২০ মার্চ। মৃত্যুটি ছিল ৮০ বছর বয়সী একজন লোকের, যার সাম্প্রতিক ভ্রমণ ইতিহাস ছিল না, তবে হাইপারটেনশন, ডায়াবেটিস এবং কিডনি জটিলতা ছিল। কোথাও ভ্রমণ করেননি, তবু হাইপারটেনশন, ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ভোগা একজন লোক কিভাবে করোনাভাইরাস পজেটিভ হলেন, কেউ কি কোনো ব্যাখ্যা দিতে পারবেন? খুব সম্ভবত করোভাইরাসের প্রচলিত টেস্ট পদ্ধতির কারণে তিনি করোনা নেগেটিভ হয়েও টেস্টে পজিটিভ হয়ে গেলেন; মারাও গেলেন যে রোগগুলোয় ভুগছিলেন, সেগুলোর তীব্রতায়; কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গেলেন করোনাভাইরাসে মৃতদের তালিকায়!
এবার তাইওয়ানে করোনাভাইরাসে প্রথম মৃত্যুবরণকারী ব্যক্তি সম্পর্কে প্রকাশিত তথ্যগুলো একটু আলাদাভাবে যাচাই করে দেখা যাক:
'করোনাভাইরাসে তাইওয়ানে প্রথম মৃত্যু' শিরোনামে দৈনিক যুগান্তরে ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'চীনের মূল ভূখন্ড থেকে করোনাভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেও এ ভাইরাসে প্রতিবেশী দেশ তাইওয়ানে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দ্বীপদেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং রোববার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
এতে তিনি বলেন, ষাটের কোঠায় থাকা বৃদ্ধ ওই ব্যক্তি আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বিতে আক্রান্ত ছিলেন।
কোভিড-১৯ নামে নভেল করোনাভাইরাসবাহী নতুন এই রোগে তাইওয়ানে এর আগে কেউ মারা যায়নি। তবে সব মিলে আক্রান্ত হয়েছে ২০ জন।
এর আগে চীনের মূল ভূখন্ডের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হংকং, ফিলিপিন্স, জাপান ও ফ্রান্সে একজন করে মৃত্যু হয়।' [https://www.jugantor.com/international/279109]
'Taiwan reports first death from coronavirus' শিরোনামে দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'A taxi driver has died from the coronavirus in Taiwan, marking the first such death on the island and the fifth fatality outside mainland China from an epidemic that has curbed travel and disrupted global supply chains.
The health minister, Chen Shih-chung, said during a news conference on Sunday that the deceased was a 61-year-old man who had diabetes and hepatitis B. Taiwan has to date reported 20 confirmed cases.
The man who died had not travelled abroad recently and was a taxi driver whose clients were mainly from Hong Kong, Macau and mainland China , the minister said. One of his family members was also confirmed to have the virus.
The pair constituted Taiwan ’s first local transmission cases, the minister said, adding that the authorities were trying to find out the source. “So far, we are not able to gather his contact history, so we are actively making investigations, hoping to find out the source of the contraction,” Chen said.' [https://www.theguardian.com/world/2020/feb/16/taiwan-reports-first-death-from-coronavirus]
প্রথম প্রতিবেদন থেকে জানা গেলো, ষাটের কোঠায় থাকা বৃদ্ধ ওই ব্যক্তি আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বিতে আক্রান্ত ছিলেন। দ্বিতীয় প্রতিবেদন থেকে জানা গেলো, যে ব্যক্তি মারা গিয়েছেন তিনি সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি এবং তিনি ছিলেন ট্যাক্সি ড্রাইভার, যার ক্লায়েন্টরা মূলত হংকং, ম্যাকাও এবং চীনের মূল ভূখন্ডের ছিলেন। তবে তার পরিবারের সদস্যদের মধ্যেও ভাইরাস থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তৃতীয় প্রতিবেদন থেকে জানা গেলো, যে ব্যক্তি মারা গিয়েছেন, তিনি সম্প্রতি বিদেশে ভ্রমণ করেননি এবং তাইওয়ানের করোনাভাইরাস শনাক্তকৃত ১৯ জন ব্যক্তির কারও সাথেই তার কোনও যোগাযোগ ছিল না।
শেষ দুটি প্রতিবেদনের বক্তব্যের মধ্যে বৈপরীত্ব রয়েছে। তিনটি প্রতিবেদনের বক্তব্য থেকে অন্তত এই বিষয়টা পরিষ্কার হওয়া যায়, লোকটি আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বিতে আক্রান্ত ছিলেন, সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি এবং কার কাছ থেকে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত নয়। সুতরাং এই প্রথম মৃত্যুটাও দ্বিতীয় মৃত্যুর মতোই। দুজনের ক্ষেত্রেই টেস্টে ভুল ফলাফল আসার সম্ভাবনাই বেশি এবং করোনাভাইরাসে নয়, আগে থেকে আক্রান্ত রোগের তীব্রতায় মৃত্যুবরণের সম্ভাবনাই বেশি। চীনে করোনাভাইরাসে প্রাদুর্ভাব দেখা না দিলেও হয়তো এই সময়েই এই দু’জন মারা যেতেন। হয়তোবা করোনাভাইরাস টেস্টে পজিটিভ ফলাফল আসাতে দুশ্চিন্তায় একটু আগেই মারা গেলেন!
সর্বোপরি তাইওয়ানে উহান ফেরত করোনাভাইরাসের রোগী আগমনের পরও করোনাভাইরাস তাদের কাছ থেকে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করেনি। এটাই প্রমাণ করে চীনের উহান থেকে প্রথম প্রথম অন্য এলাকায় বা দেশে করোনাভাইরাস ছড়ায়নি, শুধু করোনাভাইরাসের রোগী ছড়িয়েছে। সেই রোগীদের শরীর থেকে নতুন এলাকায় বা দেশে অন্য কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। কারণ করোনাভাইরাস নামে 'ভাইরাস' হলেও একজন থেকে আরেকজনে ছড়াতে পারে না। শুধু যে কারণে উহানের মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, সে কারণের মুখোমুখি হলেই করোনাভাইরাসে মানুষ আক্রান্ত হতে পারে। তবে মাঝে মাঝে গুজব বা আতঙ্কের আতিশয্যে অন্য রোগে আক্রান্তরাও করোনাভাইরাসের রোগী হয়ে যায় বা টেস্টের ত্রুটির কারণে করোনাভাইরাস নেগেটিভ হয়েও ফলাফলে অনেকের পজিটিভ চলে আসে।
শুধু চীনের উহান থেকে নয়, পরবর্তীতে অন্য অনেক দেশ থেকে তাইওয়ানে করোনাভাইরাসের রোগী আগমনের পরও তাইওয়ানে করোনাভাইরাস ব্যাপকতা লাভ করেনি। ১ মে ২০২০ তারিখে ভ্যাকসিন ইমপ্যাক্টের ওয়েবসাইটে 'TAIWAN: No Lockdowns, No Closed Businesses, Non-WHO Member, and Relatively Unaffected by COVID-19' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে (by Brian Shilhavy) বলা হয়, 'Johns Hopkins University had predicted that Taiwan would have the second most COVID-19 cases in the world, due to its close proximity to Mainland China.
But astonishingly, in spite of being only 80 miles from the coast of China with over 400,000 of its 24 million citizens working in China , as of mid-April, the country only had 400 cases of COVID-19, and only 6 deaths. And the vast majority of their 400 cases came into the country from abroad.
তাইওয়ান হয়তো করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য ভিন্নরকম অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু যে দেশগুলোতে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে, সেই দেশগুলো তাইওয়ানের মতো পদক্ষেপ নিলেও কি তাইওয়ানের মতো করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকতো? চীনের খুব কাছের দেশ হওয়া সত্ত্বেও তাইওয়ানে করোনাভাইরাস ভয়াবহতা সৃষ্টি করতে পারেনি, চীনের অনেক দূরের অনেক দেশে কিভাবে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করলো, তা বিশ্ববাসীর প্রশ্ন।
'চীনের 'রহস্যময়' ভাইরাস এবার যুক্তরাষ্ট্রে' শিরোনামে দৈনিক আমাদের সময়ে ২২ জানুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'চীনের 'রহস্যময়' ভাইরাস এবার ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন এই করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে উহান শহর সফরে নিষেধাজ্ঞা জারি করেছে চীনা কর্তৃপক্ষ।
চীন থেকে সিয়াটলে আসা এক মার্কিন অধিবাসী এ ভাইরাসে আক্রান্ত বলে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ওই প্রতিবেদনের বলা হয়েছে, করোনা ভাইরাসে সংক্রমিত ওই মার্কিন অধিবাসীর বয়স ৩০ বছর। গত ১৫ জানুয়ারি তিনি উহান থেকে সিয়াটলে ফেরেন। অসুস্থ হয়ে ওই রোগী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে রোগের লক্ষণ এবং রোগীর ভ্রমণ ইতিহাস দেখে প্রাথমিকভাবে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেন চিকিৎসকরা।
পরে গবেষণাগারে পরীক্ষা ও ক্লিনিক্যাল নমুনা থেকে ২০ জানুয়ারি ভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ওয়াশিংটন অঙ্গরাজ্যে ওই রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়ার আগে থাইল্যান্ডে দুজন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে একজন করে এ ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা হয়। তারা প্রত্যেকে চীনের উহান শহর থেকে ফিরেছিলেন।' [http://www.dainikamadershomoy.com/post/237876]
'চীনের নতুন ভাইরাস এবার যুক্তরাষ্ট্রেও' শিরোনামে প্রথম আলোয় ২২ জানুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'চীনের 'রহস্যময়' নতুন ভাইরাসে সংক্রমিত এক রোগী যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে। নতুন এই করোনা ভাইরাসে প্রথম কোনো রোগী সংক্রমিত হয়েছে বলে শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে এই ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা হয়।
ভাইরাসটি চীনের উহান শহর থেকে ছড়ায়। এখন পর্যন্ত ৩০০ জন এতে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ছয়জনের। তাঁরা সবাই চীনের নাগরিক।
যুক্তরাষ্ট্রের আগে থাইল্যান্ডে দুজন এবং জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে একজন করে রোগী শনাক্ত হয়েছে। তাঁরা সবাই উহান থেকে ফেরেন।
আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, চীন থেকে সিয়াটলে আসা এক মার্কিন অধিবাসী এ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তিনি ৩০ বছর বয়সী এক পুরুষ। গত ১৫ জানুয়ারি তিনি উহান থেকে সিয়াটলে ফেরেন।
সিডিসি এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটন অঙ্গরাজ্যে ওই রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর ভ্রমণ ইতিহাস এবং রোগের লক্ষণ দেখে স্বাস্থ্যবিষয়ক পেশাজীবীরা তাঁকে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেন। পরে গবেষণাগারে পরীক্ষা ও ক্লিনিক্যাল নমুনা থেকে ২০ জানুয়ারি ভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ভাইরাসের ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তর কোরিয়া বিদেশি পর্যটকদের জন্য তাদের সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান ও জাপান উহান থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকো, লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্ক বিমানবন্দরেও গত সপ্তাহ থেকে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সপ্তাহে শিকাগো ও আটলান্টা বিমানবন্দরে এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।'
[https://www.prothomalo.com/northamerica/article/1635600]
এই দু'টি প্রতিবেদন অনুসারে, চীন থেকে ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সিয়াটলে আসা ৩০ বছর বয়সী এক পুরুষ মার্কিন অধিবাসী করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। গবেষণাগারে পরীক্ষা ও ক্লিনিক্যাল নমুনা থেকে ২০ জানুয়ারি ভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
আরো জানা যায়, যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকো, লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্ক বিমানবন্দরেও গত সপ্তাহ থেকে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সপ্তাহে শিকাগো ও আটলান্টা বিমানবন্দরে এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
'দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে এক দিনে আক্রান্ত ৫৯৪' শিরোনামে প্রথম আলোয় ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ দ্বিতীয় কোভিড-১৯ রোগীর তথ্য নিশ্চিত করেছে। আক্রান্ত ব্যক্তি ক্ষতিগ্রস্থ এলাকায় যাননি বা আক্রান্ত কারও সংস্পর্শেও ছিলেন না। কর্তৃপক্ষ আক্রান্ত ব্যক্তির নাম-পরিচয় গোপন রেখে জানিয়েছে, তিনি একজন বয়স্ক নারী এবং তিনি নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।'
[https://www.prothomalo.com/international/article/1642376]
ক্যালিফোর্নিয়ায় এমন এক রোগীকে দ্বিতীয় কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে, যিনি ক্ষতিগ্রস্থ এলাকায় যাননি বা আক্রান্ত কারও সংস্পর্শেও ছিলেন না; যিনি বয়স্ক এবং নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। ওই মহিলার করোনাভাইরাসে সংক্রমণ যে প্রচলিত অর্থে কোনো ভাইরাসজনিত নয়, এতে কি কোনো সন্দেহ আছে? বরং এই সম্ভাবনাই বেশি, করোনাভাইরাস শনাক্তকরন পরীক্ষা আর নিউমোনিয়া শনাক্তকরণ পরীক্ষা প্রায় একই রকমভাবে করার কারণে অনেক ক্ষেত্রে সাধারণ নিউমোনিয়ায় আক্রান্তরাও করোনাভাইরাসে আক্রান্ত বলে মনে হয়।
'Doctor who treated first
State and local health have confirmed community transmission cases in California, Washington state, New York and North Carolina — where a woman contracted the virus on a trip to Washington state in what appears to be the nation’s first domestic travel-related infection. ...
Some hospitals still haven't instituted strict isolation protocols for everyone being tested, and some state officials are even starting to relax hospital quarantine rules for patients who test positive. One woman in New York is under self-quarantine at her home in Manhattan .
মার্কিন যুক্তরাষ্ট্রে 'ব্যক্তিগতভাবে ছড়িয়েছে' বলে মনে করা দুই ডজনেরও বেশি মামলা বিশ্বাস করা তখনই সম্ভব হবে, যখন করোনাভাইরাসকে 'ভাইরাস' মনে করা হবে না, নতুবা করোনাভাইরাসে আক্রান্ত নয়, তবু পরীক্ষার ত্রুটির কারণে অনেকের ক্ষেত্রে করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হয়, এই কথাটা বিশ্বাস করা হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউইয়র্ক এবং উত্তর ক্যারোলাইনাতে স্থানীয়ভাবে সংক্রমণের ঘটনা ঘটেছে। চীনে ছড়িয়ে পড়া ভাইরাস যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে সংক্রমণ কিভাবে সম্ভব? মানুষ কি এতোই বোকা হয়ে গেছে, এসব অদ্ভুতুড়ে সংবাদ শুনেই বিশ্বাস করে ফেলবে!
ক্যালিফোর্নিয়ায় এক রোগীকে পরীক্ষা দেওয়ার জন্য চিকিৎসকরা সিডিসির কাছে আবেদন করেছিলেন, যিনি উহানে ছিলেন না বা এমন কারও সাথে যোগাযোগ করেননি, যিনি উহানে ছিলেন; তিনি বাইরে ছিলেন এবং তার সম্প্রদায়ের মধ্যে ছিলেন। তবু কিভাবে তাকে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হলো?
করোনাভাইরাস বিশ্বব্যাপী এতো ভয়ানক 'ভাইরাসে' পরিণত হলো, যারা করোনাভাইরাসের গায়ে 'ভাইরাস' বা ছোঁয়াচে তকমা লাগিয়েছিল, তারাও হয়তো ভাবতে পারেনি বিষয়টা এতোদূর গড়াবে!
ভক্স মিডিয়ার ওয়েবসাইটে 'The CDC's rocky effort to get Americans tested for coronavirus, explained' শিরোনামে ৬ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By Brian Resnick and Dylan Scott) বলা হয়, 'The CDC confirmed eight days ago that the virus was in community transmission in the United States—that it was infecting Americans who had neither traveled abroad nor were in contact with others who had.
In South Korea , more than 66,650 people were tested within a week of its first case of community transmission, and it quickly became able to test 10,000 people a day. The United Kingdom , which has only 115 positive cases, has so far tested 18,083 people for the virus.' [https://www.vox.com/science-and-health/2020/3/6/21168087/cdc-coronavirus-test-kits-covid-19]
সিডিসি আট দিন আগে নিশ্চিত করেছে যে, ভাইরাসটি মার্কিন যুক্তরাষ্ট্রে কমিউনিটি ট্রান্সমিশনে রয়েছে, এটি এমন অনেক আমেরিকানদের সংক্রমিত করেছে যারা বিদেশে ভ্রমণ করেনি বা করোনাভাইরাসে আক্রান্ত কারো সংস্পর্শে আসেনি।
দক্ষিণ কোরিয়ার কমিউনিটি ট্রান্সমিশনের কথাও এখানে উল্লেখ করা হয়েছে।
কিন্তু কিভাবে এই কমিউনিটি ট্রান্সমিশন, এই প্রশ্নের উত্তর আপাতত বিশ্বের কারো কাছে নেই। শুধু করোনাভাইরাসকে 'ছোঁয়াচে' বলে বিশ্বাস করার কারণেই, 'ভাইরাস' নাম দেয়ার কারণেই কেউই প্রশ্নটির উত্তর খুঁজে পাচ্ছে না।
সম্ভাব্য উত্তর হতে পারে: করোনাভাইরাসের পরীক্ষায় বড় ধরনের ত্রুটি থাকার কারণে অনেক সময় সাধারণ নিউমোনিয়া রোগীও করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হয়। অথবা 'অন্য কোনো কারণে' একাধিক দেশের মানুষকে করোনাভাইরাস আক্রমণ করেছে, এক দেশের মানুষের সাথে অন্য দেশের মানুষের কোনো সংস্পর্শ বা যোগাযোগ ছাড়া। কিন্তু সেই কারণ কী হতে পারে, তা না ভেবে আপাতত আমরা এটা নিশ্চিত হয়েছি, যুক্তরাষ্ট্রে প্রথম যেসব করোনাভাইরাসের রোগী চীনের উহান বা অন্য দেশ থেকে আগমণ করেছে, তারা যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস বিস্তৃতি লাভের জন্য পুরো দায়ী নয়। তারা যুক্তরাষ্ট্রে না গেলেও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ঠিকই পেঁছে যেতো।
'New coronavirus cases of unknown origin found on West Coast' শিরোনামে এবিসি নিউজের ওয়েবসাইটে ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By ROBERT JABLON, LISA BAUMANN and ANDREW SELSKY) বলা হয়, 'Health officials in California, Oregon and Washington state worried about the novel coronavirus spreading through West Coast communities after confirming three patients were infected by unknown means.
The patients — an older Northern California woman with chronic health conditions, a high school student in Everett, Washington and an employee at a Portland, Oregon-area school — hadn't recently traveled overseas or had any known close contact with a traveler or an infected person, authorities said.' [https://abcnews.go.com/US/wireStory/coronavirus-cases-unknown-origin-found-west-coast-69301250]
ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটন রাজ্যে তিনটি রোগী অজানা উপায়ে সংক্রমণের ঘটনায় সবাই উদ্বিগ্ন। এসব রোগী সম্প্রতি বিদেশে ভ্রমণ করেননি বা কোনও ভ্রমণকারী বা আক্রান্ত কারো সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল না। তবু কেন করোনাভাইরাসে আক্রান্ত হলো? এই সব উদাহরণ এটাই প্রমাণ করে, চীনের উহানে বা অন্য কোনো দেশে আক্রান্ত কেউ যুক্তরাষ্ট্রে গমনের কারণে সেখানে করোনাভাইরাস বিস্তার লাভ করেনি। তাহলে? হতে পারে গুজব, না হয় প্রচলিত টেস্টে ত্রুটি বা অন্য কিছু। যেহেতু যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে, তাই গুজব বা টেস্টের ত্রুটি এতো বিশাল সংখ্যক মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেয়া দূরের কথা, আক্রান্তও করতে পারে না। তাই 'অন্যকিছু' নিয়ে ভাবতে হবে।
এরকম আরো কিছু প্রতিবেদন দেখা যাক:
'1,000 Quarantined after New York Family's COVID-19 Diagnosis' শিরোনামে ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে ৪ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'Health officials seeking to prevent the spread of COVID-19 in New York state focused Wednesday on a suburban community where four members of the same family and a neighbor have been diagnosed with the virus, ordering new testing and putting about 1,000 people in self-quarantine. ...
'How the rapidly spreading coronavirus evolved in the US ' শিরোনামে সিএনএনের ওয়েবসাইটে ৯ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By Faith Karimi, CNN) বলা হয়, '(CNN) Just a week ago on February 29, there was one confirmed death from coronavirus in the United States . Now the rapidly-spreading virus has killed 22 people and affected more than 30 states and the District of Columbia , turning into a health crisis.
New York confirmed its first case of coronavirus on March 1. The patient contracted the virus while in Iran , officials said. "There is no reason for undue anxiety -- the general risk remains low in New York . We are diligently managing this situation," Gov. Andrew Cuomo said.
Florida authorities announced March 6 that two coronavirus patients in the state died. It was the first deaths believed to be linked to the virus on the East Coast. The state also confirmed more than a dozen cases, considered the second largest cluster on the East Coast after New York .
চীনের উহান থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগী যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার পরও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ব্যাপক হবার জন্য সেসব ঘটনাকে পুরোপুরি দায়ী করার সুযোগ নেই। তাহলে কিভাবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস এতো ভয়াবহ আকার ধারণ করলো? প্রশ্নটি বিশ্ববাসীর। আপাতত আমাদের জানা হলো চীন থেকে করোনাভাইরাসের রোগী যুক্তরাষ্ট্রে গমনই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ব্যাপক হবার পেছনে মুখ্য ভূমিকা রাখেনি। তার মানে উহানে সৃষ্ট করোনাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়িয়ে অন্য এলাকায় বা দেশে পৌঁছেনি।
'Coronavirus in theUS : how many people have it and how serious is the risk?' শিরোনামে দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে ২৮ জানুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে (by Adam Gabbatt) বলা হয়,
'US reports fourth coronavirus infection of unknown origin' শিরোনামে ২৯ ফ্রেব্রুয়ারি ২০২০ তারিখে ইকোনোমিক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'LOS ANGELES: US health officials reported Friday a fourth case of novel coronavirus of unknown origin, indicating the disease was spreading in the country.
Santa Clara County .' [https://economictimes.indiatimes.com/news/international/world-news/us-reports-fourth-coronavirus-infection-of-unknown-origin/articleshow/74413825.cms]
এই প্রতিবেদনগুলোতে উল্লেখিত ঘটনাগুলো প্রমাণ করে, করোনাভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়ে এক দেশ থেকে আরেক দেশে ছড়ায়নি, বরং অন্য কোনো 'অজানা উৎস (যাকে প্রতিবেদনে বলা হয়েছে unknown origin)' থেকে ছড়িয়েছে। কিন্তু কী সেই উৎস?
থাইল্যান্ড
'COVID-19 pandemic inThailand ' শিরোনামে উইকিপিডিয়ায় প্রকাশিত নিবন্ধে বলা হয়, 'The COVID-19 pandemic was confirmed to have reached Thailand on 13 January 2020, when the country made the first confirmation of a case outside China . Surveillance among incoming travellers revealed a small number of cases throughout January, almost all of whom were visitors or residents returning from China . The first reported local transmission was confirmed on 31 January. The number of cases remained low throughout February, with forty confirmed by the end of the month. Cases saw a sharp increase in mid-March, which was attributed to several transmission clusters, the largest of which occurred at a Muay Thai fight at the Lumpinee Boxing Stadium on 6 March. Confirmed cases rose to over a hundred per day over the following week, and public venues and businesses were ordered to close in Bangkok and several other provinces. Prime Minister Prayut Chan-o-cha declared a state of emergency, effective on 26 March. A curfew has been announced, effective since night of 3 April 2020.
Thailand 's second case occurred in a 74-year-old woman who arrived in Bangkok on a flight from Wuhan on 17 January. On 21 January, Nakornping Hospital reported a suspected case of a 18-year-old male patient who arrived in Chiang Mai from Wuhan with a high fever; his blood samples were sent to King Chulalongkorn Memorial Hospital in Bangkok for further analysis. His condition had improved according to an official statement released by Maharaj Nakorn Chiang Mai Hospital on 31 January.
'New coronavirus cases of unknown origin found on West Coast' শিরোনামে এবিসি নিউজের ওয়েবসাইটে ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By ROBERT JABLON, LISA BAUMANN and ANDREW SELSKY) বলা হয়, 'Health officials in California, Oregon and Washington state worried about the novel coronavirus spreading through West Coast communities after confirming three patients were infected by unknown means.
ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটন রাজ্যে তিনটি রোগী অজানা উপায়ে সংক্রমণের ঘটনায় সবাই উদ্বিগ্ন। এসব রোগী সম্প্রতি বিদেশে ভ্রমণ করেননি বা কোনও ভ্রমণকারী বা আক্রান্ত কারো সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল না। তবু কেন করোনাভাইরাসে আক্রান্ত হলো? এই সব উদাহরণ এটাই প্রমাণ করে, চীনের উহানে বা অন্য কোনো দেশে আক্রান্ত কেউ যুক্তরাষ্ট্রে গমনের কারণে সেখানে করোনাভাইরাস বিস্তার লাভ করেনি। তাহলে? হতে পারে গুজব, না হয় প্রচলিত টেস্টে ত্রুটি বা অন্য কিছু। যেহেতু যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে, তাই গুজব বা টেস্টের ত্রুটি এতো বিশাল সংখ্যক মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেয়া দূরের কথা, আক্রান্তও করতে পারে না। তাই 'অন্যকিছু' নিয়ে ভাবতে হবে।
এরকম আরো কিছু প্রতিবেদন দেখা যাক:
'1,000 Quarantined after New York Family's COVID-19 Diagnosis' শিরোনামে ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে ৪ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'Health officials seeking to prevent the spread of COVID-19 in New York state focused Wednesday on a suburban community where four members of the same family and a neighbor have been diagnosed with the virus, ordering new testing and putting about 1,000 people in self-quarantine. ...
Gov. Andrew Cuomo detailed the procedures after meeting with local officials in Westchester County , north of New York City , where test results came back positive for the wife, two children and neighbor of a lawyer hospitalized with the disease. The new results brought the number of confirmed cases in the state to six.
Cuomo said people who've come into contact with them will be tested and should sequester themselves in their homes. They include eight people who worked with the lawyer and his wife at their law firm and hospital workers who treated him, as well as the neighbor's children.
''Whenever you find a case, it is about containment and doing the best you can to keep the circle as tight as possible,'' Cuomo said.
The 50-year-old lawyer, who commuted by train from New Rochelle to work at a small Manhattan law firm, has an underlying respiratory illness that potentially put him in more danger from the disease, officials said. He is being treated in the intensive care unit of a Manhattan hospital.
Cuomo said the lawyer had no known travel history to countries where the outbreak of the new coronavirus has been sustained. State and city officials said the man had done some other traveling recently, including an early February trip to Miami .''
[https://www.voanews.com/science-health/coronavirus-outbreak/1000-quarantined-after-new-york-familys-covid-19-diagnosis]
Here's how the disease quickly evolved in the US :
First case of the virus in the US
Federal health officials announced the first case of coronavirus in the US on January 20. The patient was in Washington state, and had just returned five days prior from Wuhan , China , where the outbreak started.
Biggest major outbreak outside China
The largest coronavirus outbreak outside of mainland China at the time was a cruise ship floating in Japanese waters. The Diamond Princess cruise ship announced a total of more than 700 passengers had coronavirus. Over 3,600 people, including 428 Americans, were stuck on the cruise ship that had been docked in Yokohama since February 4.
First major warning on likely spread
A top federal health official warned Americans on February 25 that coronavirus would spread in the United States . "It's not so much a question of if this will happen anymore, but rather more a question of exactly when this will happen and how many people in this country will have severe illness," said Dr. Nancy Messonnier, director of the CDC's National Center for Immunization and Respiratory Diseases.
First coronavirus death in the US
A patient infected with coronavirus in Washington state died on February 29, marking the first fatality due to the virus in the United States . The man in his 50s had underlying health conditions, and there was no evidence he had close contact with an infected person or a relevant travel history that would have exposed him to the virus.
First coronavirus confirmation in New York City
First death outside Washington state
A death reported in Northern California on March 4 became the first fatality outside Washington state.
The victim was an elderly man with underlying health conditions, who was probably exposed to the virus on a trip aboard a Princess Cruises ship that traveled from San Francisco to Mexico in February.
Ship is held at sea in the US due to coronavirus
A ship carrying more than 3,500 people was held at sea off the coast of California as it traveled from Hawaii on March 4. The Grand Princess previously carried a passenger who became the first person to die from coronavirus in California , and was ordered to stay at sea for days as it awaited test results. Officials later confirmed 21 positive cases of coronavirus.
First deaths outside the West Coast
First infection in the nation's capital
The first case of coronavirus infection in the District of Columbia was reported on March 7. The patient was a resident in his 50s who appeared to have no history of international travel and no close contacts with a confirmed case, Mayor Muriel Bowser announced. ...'
[https://edition.cnn.com/2020/03/08/health/coronavirus-evolved/index.html]চীনের উহান থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগী যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার পরও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ব্যাপক হবার জন্য সেসব ঘটনাকে পুরোপুরি দায়ী করার সুযোগ নেই। তাহলে কিভাবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস এতো ভয়াবহ আকার ধারণ করলো? প্রশ্নটি বিশ্ববাসীর। আপাতত আমাদের জানা হলো চীন থেকে করোনাভাইরাসের রোগী যুক্তরাষ্ট্রে গমনই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ব্যাপক হবার পেছনে মুখ্য ভূমিকা রাখেনি। তার মানে উহানে সৃষ্ট করোনাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়িয়ে অন্য এলাকায় বা দেশে পৌঁছেনি।
'Coronavirus in the
'Am I in danger?
''The immediate risk of this new virus to the American public is believed to be low at this time,'' the CDC says. The virus has only been identified in people who have recently traveled to Wuhan .
Person-to-person spread of the coronavirus is occurring in China , but such transmission has not yet been detected in the US , although the CDC said it ''would not be surprising if person-to-person spread in the United States were to occur''.' [https://www.theguardian.com/science/2020/jan/28/coronavirus-in-the-us-risk-cdc-health]
The latest case is a boy under 18 in Washington State who tested "presumptive positive," local authorities said without releasing further details about the patient.
He is currently in home isolation in Snohomish County . The high school he attends will be shut until March 3 while it is deep cleaned, the Washington State Department of Health said.
In neighboring Oregon , authorities said Friday an adult who had had contact with people at an elementary school had been hospitalized and was also considered "presumptive positive."
A positive test is treated as "presumptive" until the results have been confirmed by the Centers for Disease Control and Prevention.
"We've been expecting this and we're prepared for it," Oregon 's Health Authority director Patrick Allen told reporters.
The school will be closed until March 4 as it undergoes a deep clean, officials said, adding they would talk to employees and parents.
Earlier Friday, Californian health authorities said an older woman was confirmed infected with unknown origin -- the second such case in the northern part of the state.
"This new case indicates that there is evidence of community transmission but the extent is still not clear," said Sara Cody, director of public health for এই প্রতিবেদনগুলোতে উল্লেখিত ঘটনাগুলো প্রমাণ করে, করোনাভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়ে এক দেশ থেকে আরেক দেশে ছড়ায়নি, বরং অন্য কোনো 'অজানা উৎস (যাকে প্রতিবেদনে বলা হয়েছে unknown origin)' থেকে ছড়িয়েছে। কিন্তু কী সেই উৎস?
থাইল্যান্ড
'COVID-19 pandemic in
The Thai government's response to the outbreak was initially based on surveillance and contact tracing, in accordance with the Department of Disease Control's three-stage response model. Temperature and symptom screening for coronavirus testing was implemented at international airports, as well as at hospitals for patients with travel or contact history. Investigations were performed in response to outbreak clusters. Public education focused on self-monitoring for at-risk groups, practising hygiene (especially hand washing), and avoiding crowds (or wearing masks if not possible). While residents returning from high-risk countries were encouraged to self-quarantine, travel restrictions were not announced until 5 March, when four countries were designated as "disease-infected zones" and travellers subject to quarantine, while those arriving from other high-risk countries are placed under observation. Further restrictions were announced on 19 March, requiring medical certification for international arrivals, and also health insurance for foreigners.
The government has been sharply criticised for various aspects of its response to the crisis. In early February, in response to concerns over hoarding and price gouging of face masks, the government issued price controls and intervened in their distribution. The move failed to prevent shortages among hospitals, and became a scandal over perceived corruption and siphoning of supplies. Criticism was also aimed at the government's inconsistent policy over international travel and quarantine requirements, indecisiveness and slowness to act, and poor communication — many official announcements were made available to the public, only to be quickly retracted or contradicted by other government units, and later changed. The abrupt closure of Bangkok businesses prompted tens of thousands of workers to travel to their hometowns, risking further spread and reflecting the failure among agencies to coordinate a unified response.
Background
On 12 January, the World Health Organization (WHO) confirmed that a novel coronavirus was the cause of a respiratory illness in a cluster of people in Wuhan City , Hubei Province, China , who had initially come to the attention of the WHO on 31 December 2019.
Unlike SARS of 2003, the case fatality ratio for COVID-19 has been much lower, but the transmission has been significantly greater, with a significant total death toll.
On 13 January, the Ministry of Public Health announced the first confirmed case, a 61-year-old Chinese woman who is a resident of Wuhan . She had not visited the Huanan Seafood Wholesale Market, but was noted to have been to other markets. She developed a sore throat, fever, chills and a headache on 5 January, flew directly with her family and a tour group from Wuhan to Suvarnabhumi Airport on 8 January, where she was detected using thermal surveillance and then hospitalised. Four days later she tested positive.
On 22 January, the MOPH announced two additional confirmed cases. The third was a 68-year-old man, a Chinese tourist as in previous cases. The fourth case was the first case for a Thai citizen; a 73-year-old woman hospitalised at Nakhon Pathom Hospital [th] in Nakhon Pathom Province , arriving from Wuhan .
The fifth case was confirmed on 24 January involving a 33-year-old Chinese woman arriving from Wuhan with her 7-year-old daughter who was not infected. She admitted herself to Rajvithi Hospital , three days after her arrival in Bangkok on 21 January.
On 25 January, the government of Hua Hin District in Prachuap Khiri Khan Province reported a case for a 73-year-old Chinese woman patient who had arrived from Wuhan since 19 January before entering a private hospital in Hua Hin on 23 January. Initial blood sample analysis tested positive; however, authorities are awaiting results from another lab for confirmation.
On 26 January, the Thai Ministry of Public Health said eight cases were confirmed, including one from Hua Hin. All were Chinese, except for a woman from Nakhon Pathom. The first five patients were discharged.
Another six cases were confirmed on 28 January, with five from the same family in Wuhan and another from Chongqing . Thailand began scanning all travellers from China .
Timeline
January
On 31 January, an additional five cases were reported, bringing the cumulative number of confirmed cases to 19. One was a local taxi driver who had no records of travelling to China and was thus suspected to have been infected by a Chinese tourist he picked up, making this the first case of human-to-human virus transmission within the country. The taxi driver was reported to have come into contact with at least thirteen other individuals, mostly family members, before seeking treatment. The other cases were Chinese nationals.
February
On 2 February, doctors from the Rajavithi Hospital in Bangkok announced that they had seen the success in treating severe cases of COVID-19 using a combination of drugs for flu (oseltamivir) and HIV (lopinavir and ritonavir), with initial results showing vast improvement 48 hours after applying the treatment. However, it was still too soon to confirm that this approach can be applied to all cases.
On 4 February, the Thai government dispatched a Thai AirAsia plane to retrieve 138 citizens who were trapped in Wuhan following the lockdown, which landed at U-Tapao International Airport at 7:00 p.m. local time. Among the evacuees, six were hospitalised with high temperatures, with the rest subsequently sent to be quarantined in Sattahip Naval Base for two weeks. Three citizens were not evacuated, which included two students with high fever and another with an overstayed visa. On the same day, Thailand confirmed another six cases, including a Thai couple who had just returned from Japan ; it was unclear whether they had contracted the virus while travelling or after returning to Thailand . Two new cases were also reported in drivers who had picked up Chinese passengers.
On 8 February, another six cases were confirmed involving two Chinese, and one passenger on board the evacuation flight from 4 days ago and two other Thais who had exposure to tourists. These six cases brought the total count of confirmed cases to 32.
On 11 February, another new case was confirmed, bringing the total count to 33.
On 15 February, the 35th case was found in a 35-year-old Thai woman who worked in a private hospital, marking the first infection in a health worker. An investigation found that she did not wear a mask and protective suit while treating a patient. Several previous reports erroneously claimed that she worked for Bamrasnaradura Institute, which was later refuted and clarified by the MOPH.
After 8 days with no reported cases, two more cases were confirmed on 24 February, bringing the number to 37. Two days later, the number of confirmed cases went up to 40, two of which were Thai nationals who had recently been to Japan . The elderly couple, who had just returned from Hokkaido , had already spread their virus to their 8-year-old grandson at home before seeking treatment. 101 high-risk individuals whom they came into contact with were tested for the virus, including fellow tour group members, family members, passengers on their returning flight, medical workers and the grandson's classmates; 97 tested negative while 4 are still awaiting confirmation. The grandfather was criticised by Public Health Minister Anutin Charnvirakul for initially refusing to disclose his travel history when interrogated by doctors, as he was at risk of becoming a super-spreader.
On 29 February, a new case was confirmed, bringing the total count to 42. A 21-year-old salesman whose job brought him exposures to foreign travellers tested positive for SARS-CoV-2.
March
A social distancing practice by marking seats at King Chulalongkorn Memorial Hospital , Bangkok
On 1 March, MOPH reported the first confirmed death in Thailand , a 35-year-old Thai who was originally diagnosed with dengue fever at a private hospital in late January. He was later transferred to Bamrasnaradura Institute on 5 February after testing positive for COVID-19, where he received treatment and had since fully recovered by 16 February. However, the damage the virus had done to his lungs was beyond recovery and he died from multiple organ failure on 29 February. The ministry is currently carrying out investigations to find out which disease is the main cause of his death. On the same day, King Power issued a statement identifying the man who had died as one of the company's partner-product consultants at their Sivaree branch store. The branch has been closed since the day he tested positive for the virus and all staff examined by health officials.
On March 22, Thailand reported 188 new cases, the largest single-day rise since the virus reached the country. Most of the cases are still under investigation. On March 24, three new deaths were announced, all of whom were Thai nationals: a 70-year-old male who had tuberculosis, a 79-year-old male linked to the Lumpinee Boxing Stadium cluster, and a 45-year-old male who had diabetes. Four medical workers were also announced to have been infected with the virus after coming in contact with patients who refused to reveal their travel history while seeking treatment.'
[https://en.wikipedia.org/wiki/COVID-19_pandemic_in_Thailand]এই নিবন্ধ থেকে জানা যায়, (১) চীনের বাইরে প্রথমে করোনাভাইরাস রোগী পাওয়া যায় থাইল্যান্ডে, ১৩ জানুয়ারি ২০২০ তারিখে। (২) জানুয়ারি মাসজুড়ে থাইল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণের যে ঘটনাগুলো ঘটেছিল, তার প্রায় সবগুলোই ছিল চীন ফেরত। (৩) ৩১ জানুয়ারি থাইল্যান্ডে প্রথম স্থানীভাবে সংক্রমণের ঘটনা ঘটে। (৪) ফেব্রুয়ারি মাসে সংক্রমণের ঘটনা একেবারে কম ছিল। (৫) মার্চের মাঝামাঝি সময়ে সংক্রমণ বৃদ্ধি পেয়েছিল। লক্ষ্যণীয় বিষয় হলো, এই বৃদ্ধি পাবার জন্য করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঘটনাগুলোকে দায়ী করার সুযোগ হয়নি। (৬) আন্তর্জাতিক ভ্রমণ, কোয়ারেন্টাইনের প্রয়োজনীয়তা, সিদ্ধান্তহীনতা, কাজ করতে ধীরগতি এবং দুর্বল যোগাযোগের বিষয়ে অসামঞ্জস্য নীতির কারণে থাইল্যান্ড সরকার সমালোচিতও হয়েছিল। (৭) থাইল্যান্ডে প্রথম যিনি করোনাভাইরাস নিয়ে আসেন, তিনি চীনের উহান থেকে আসেন, তবে উহানের সি ফুড মার্কেটে তিনি যাননি। এই ব্যাপারে আগেই অনেকবার আলোচনা করা হয়েছে যে, ওই সি ফুড মার্কেট থেকে করোনাভাইরাস উৎপত্তি হবার কথাটা মানুষের দৃষ্টি উহানের বায়োলজিক্যাল ল্যাব থেকে সরিয়ে রাখার একটা অপচেষ্টা ছিল। (৮) ২৫ জানুয়ারি উহান থেকে আগত ৭৩ বছর বয়সী যে চীনা মহিলার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে, তাঁর প্রাথমিক রক্তের নমুনা বিশ্লেষণের পরীক্ষা ইতিবাচক; তবে কর্তৃপক্ষ নিশ্চিত ফলাফলের জন্য অন্য ল্যাবের দ্বারস্থ হয়। (৯) ৩১ শে জানুয়ারি অতিরিক্ত যে পাঁচটি মামলার খবর পাওয়া যায়, তার মধ্যে একটি লোকাল ট্যাক্সি ড্রাইভার ছিল যার চীন ভ্রমণের কোনও রেকর্ড ছিল না এবং সন্দেহ করা হয়েছিল যে তিনি একজন চীনা পর্যটক দ্বারা সংক্রমিত হয়েছিল। ট্যাক্সি ড্রাইভারটি অন্তত ১৩ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে। (১০) ২৬ ফেব্রুয়ারি যে দম্পতির করোনাভাইরাস শনাক্ত হয়েছিল, তাদের সাথে যোগাযোগ হয়েছিল এমন ১০১ জন উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তির ভাইরাসের জন্য পরীক্ষা করা হয়েছিল, যাদের ৯৭ টি ফলাফল আসে নেগেটিভ। লক্ষ্যণীয় বিষয় হলো, এই দম্পতি ১০১ জনের সাথে যোগাযোগের পরও সুপার স্প্রেডার হননি! (১১) ১ মার্চ আগে থেকে ডেঙ্গুতে ভোগা একজনের করোনা পজিটিভ আসার পর চিকিৎসার পর তিনি পূর্ণ সুস্থ হয়ে যান। পরে মৃত্যুবরণ করেন। (১২) ২৪ মার্চ যে ৩ জন রোগী মৃত্যুবরণ করেন, তাদের একজন করোনার পাশাপাশি যক্ষ্মায়ও আক্রান্ত ছিলেন, আরেকজন করোনার পাশাপাশি আক্রান্ত ছিলেন ডায়াবেটিসেও।
এই ১২টি তথ্য বিশ্লেষণ করলে অন্তত এটা বুঝা যায়, থাইল্যান্ডে প্রথম যারা শরীরে করোনাভাইরাস বহন করে নিয়ে এসেছিল, তারা থাইল্যান্ডে করোনা ছড়ানোর জন্য বহুলাংশে দায়ী নয়। কোনো কোনো ঘটনায় অন্য কোনো আক্রান্ত লোক থেকে আরেকজনের আক্রান্ত হবার যে সন্দেহেরে কথা বলা হয়েছে, খুঁজে দেখলে দেখা যাবে, সেসব ভিত্তিহীন। করোনাভাইরাসকে 'ভাইরাস' নাম দেয়ার কারণে এবং ছোঁয়াচে বলে পরিচয় করিয়ে দেয়ার কারণেই এই গন্ডগোল, যার একটা স্পষ্ট প্রমাণ ১০ নং তথ্য। ৯ নং তথ্য যাচাই করলেও এই সত্য বের হয়ে আসবে।
এই তথ্যগুলো থেকে আমরা এটাও বুঝতে পারি, করোনাভাইরাস নিরূপণের প্রচলিত পরীক্ষা ত্রুটির উর্ধ্বে নয়। আরো বুঝতে পারি, অন্য রোগে আক্রান্তদের করোনা টেস্ট করলেও মাঝে মাঝে পজিটিভ ফলাফল চলে আসে। ১১ নং তথ্য যাচাই করলে বিষয়টা বুঝা সহজ হবে।
'New coronavirus infection in
The victim is a 21-year-old Thai salesman whose job brought him exposure to foreign tourists, the permanent secretary of the health ministry, Sukhum Kanchanaphimai, told a news conference.
বলা হয়েছে, ভুক্তভোগী একজন ২১ বছর বয়সী থাই বিক্রয়কর্মী, চাকরির কারণে তাকে বিদেশী পর্যটকদের সংস্পর্শে যেতে হয়েছিল। তার মানে এই বিক্রয়কর্মী এবং অন্য ৪১ জন করোনা শনাক্ত ব্যক্তি ছাড়া আরো এক বা একাধিক করোনাভাইরাসে আক্রান্ত লোক থাইল্যান্ডে বিদ্যমান ছিল। কিন্তু এটা শুধুই অনুমাণ। থাইল্যান্ড এবং হংকংয়ের ঘটনা সামনে রাখলে অন্তত একটি মিল এবং একটি অমিল পাওয়া যায়। মিল হচ্ছে উভয় দেশে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করতে পারেনি। আর অমিল হচ্ছে হংকং করোনা প্রতিরোধে শুরু থেকেই তৎপরতার কারণে প্রশংসিত হয়েছিল, অন্যদিকে থাইল্যান্ড করোনা নিয়ন্ত্রনে তড়িৎ পদক্ষেপ নেয়ার ব্যাপারে সমালোচিত হয়েছিল। প্রশ্ন হচ্ছে, এই বড় অমিল থাকার পরও উভয় দেশে করোনা ভয়াবহ আকার ধারনের ক্ষেত্রে প্রায় কাছাকাছি অবস্থানে থাকতে সক্ষম হলো কিভাবে?
এটা হচ্ছে ১৩ মে'র হিসাব। উভয় দেশের এই মিলের কারণ পরিষ্কার হতে পারে পরবর্তী আলোচনায়। উত্তর খুঁজে নিতে হবে।
আপাতত আমরা এটা বুঝতে সক্ষম হয়েছি, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে যেসব রোগী গমন করেছিল, থাইল্যান্ডের করোনা নিয়ন্ত্রণে তড়িৎ পদক্ষেপের অভাব থাকা সত্ত্বেও তারা থাইল্যান্ডে করোনাভাইরাসকে মহামারীর পর্যায়ে নিয়ে যেতে পারেনি। কারণ করোনাভাইরাস নামে ভাইরাস হলেও কার্যত এটা ভাইরাস নয়, ছোঁয়াচেও নয়।
জাপান
'COVID-19 pandemic in Japan ' শিরোনামে উইকিপিডিয়ায় প্রকাশিত নিবন্ধে বলা হয়, 'The COVID-19 pandemic was first confirmed to have spread to Japan in January 2020. Cases have been recorded in each of the 47 prefectures except for Iwate. The country has seen over 10,000 confirmed cases.
The Japanese government confirmed its first outbreak of the coronavirus disease 2019 (COVID-19) in the country on 16 January 2020 in a resident of Kanagawa Prefecture who had returned from Wuhan , China . This was followed by a second outbreak that was introduced by travellers and returnees from Europe and the United States between 11 March and 23 March. According to the National Institute of Infectious Diseases, the majority of viruses spreading in Japan derive from the European type while those of the Wuhan type have been disappearing since March. ...
First Wave (January–March)
January
On 16 January, Kanagawa Prefecture confirmed its first case of COVID-19 when a man in his 30s who had previously travelled to Wuhan tested positive for it, marking the first confirmed case in Japan . ...
February
On 1 February, a passenger of the Diamond Princess cruise ship who had disembarked in Hong Kong on 25 January tested positive for COVID-19. The ship received quarantine orders from the Japanese government in Naha on that same day. ...
Second Wave (March-present)
March
On 25 March, MHLW officials announced 71 people tested positive, including 41 cases in Tokyo . Governor Yuriko Koike held an emergency press conference in the late afternoon. She said that "the current situation is a serious situation where the number of infected people may explode." Koike also asked "if possible, work at home and refrain from going out at night as much as possible on weekdays." Koike asked people returning from abroad to refrain from going out for 14 days. The request from the governor appears to have punctured the relaxed mood in Tokyo . Panic buying began to trend on Twitter, with users posting pictures of empty shelves and lines outside supermarkets. At the Don Qujiote store in Nakameguro, customers hurried to grab instant noodles and canned goods immediately following Koike's late-evening speech. ...
April
On 3 April, Japan expanded its entry ban, effectively barring entrance to the country for visitors from 73 countries and regions.
On 7 April, Abe proclaimed a state of emergency from 8 April to 6 May for Tokyo and the prefectures of Kanagawa, Saitama, Chiba , Osaka , Hyogo and Fukuoka . He also said there would be no lockdown like in other countries, and that public transportation and other services needed to keep the economy and society going would be maintained as much as possible. This was the first emergency declaration in Japan . Abe also stated that the pandemic had created the nation's greatest economic crisis since the end of World War II.
A second wave of infections hit Hokkaido , prompting the prefectural government to declare a second state of emergency that closed schools and that asked residents to avoid non-essential trips. ...
On 27 April, minister Yasutoshi Nishimura was criticized for getting tested for the virus before other people who were showing symptoms. He took the test after a person in the response team he is part of tested positive for the virus, though he claimed to have not been in direct contact with the infected person. ...
May
On 1 May, smaller towns and villages began distributing the 100,000 yen stimulus payment to residents. Larger municipalities are expected to follow suit within the next two months. ...'
[https://en.wikipedia.org/wiki/COVID-19_pandemic_in_Japan]এই নিবন্ধ থেকে আমরা জানলাম, (১) জাপানে দু'বার করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ১৬ জানুয়ারি ২০২০ তারিখে উহান থেকে ফেরা একজন লোকের মাধ্যমে জাপানে প্রথমবারের মতো করোনাভাইরাস ছড়িয়েছিল। এরপরে ১১ ই মার্চ থেকে ২৩ শে মার্চের মধ্যে দ্বিতীয় প্রাদুর্ভাব ঘটে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা ভ্রমণকারী এবং ফিরে আসা জাপানী ব্যক্তিগণের মাধ্যমে। (২) জাপানের প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ জাহাজ থেকে ২৫ জানুয়ারি হংকংয়ে অবতরণকারী একজন যাত্রী কভিড-১৯ এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছিলেন ১ মার্চ। জাহাজটি সেদিনই নাহায় কোয়ারেন্টাইনে থাকার আদেশ পেয়েছিল জাপান সরকারের কাছ থেকে।
আমরা এই তথ্যগুলো বিশ্লেষণ করার চেষ্টা করবো। প্রথমে এ সম্পর্কে কিছু প্রতিবেদন দেখা যাক:
'Elderly woman dies of coronavirus in Japan ' শিরোনামে ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে যুক্তরাজ্যের ডেইলী মেইলের অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'And, today, an 80-year-old woman in Japan has died with the coronavirus to become the country's first recorded victim, taking the toll to 1,370. ...
Health minister Katsunobu Kato confirmed the woman's death today, February 13. She had been living in the Kanagawa region close to Tokyo .
Mr Kato said that authorities are not certain that the woman was killed by the virus, but that she is the first person to die after testing positive for the infection.
এই মহিলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল কিনা, কর্তৃপক্ষ নিশ্চিত নয়, তবু মহিলাটি করোনাভাইরাসে ইতিবাচক পরীক্ষার পর মারা যাওয়া প্রথম ব্যক্তি হলো কিভাবে? বলা হয়, নতুন করোনাভাইরাস এবং এই ব্যক্তির মৃত্যুর মধ্যে সম্পর্ক এখনও অস্পষ্ট।
এই অস্পষ্টতার কারণ কি আদৌ উদঘাটিত হয়েছে? না হবার সম্ভাবনাই বেশি। এই অস্পষ্টতা সেই দিন কিছুটা স্পষ্ট হতে পারে, যেদিন করোনাভাইরাসের পরীক্ষায় বড় ধরনের ত্রুটির বিষয়টা সামনে আনা হবে। করোনাভাইরাসে যারা সত্যিই আক্রান্ত হয়নি, করোনাভাইরাস নিরূপনের পরীক্ষা তাদেরকেও করোনাভাইরাসে আক্রান্তদের দলে জোর করে প্রবেশের ক্ষেত্রে ভূমিকা রাখে, এসব ঘটনা তা প্রমাণ করার জন্য যথেষ্ট।
'করোনাভাইরাস: চীনে আক্রান্তের সংখ্যা বাড়লো কেন?' শিরোনামে বিবিসি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয় ১৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে। সেখানে বলা হয়, 'বৃহস্পতিবার জাপানে করোনাভাইরাসে একজনের মৃত্যুর ঘোষণা এসেছে - টোকিওর দক্ষিণ-পশ্চিমে কানাগাওয়া শহরের বাসিন্দা ওই নারীর বয়স ছিল প্রায় ৮০ বছরের মতো।
জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে, ওই নারীর মৃত্যুর পরে তার স্বাস্থ্য পরীক্ষায় এই রোগের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে এবং এই প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চীনের হুবেই প্রদেশের সাথে তার কোনও সুস্পষ্ট যোগসূত্র নেই।' [https://www.bbc.com/bengali/news-51499092]
এই প্রতিবেদন স্পষ্টভাবে জানিয়ে দেয়, চীনের উহানের সাথে কোনো যোগসূত্র ছাড়াই ওই নারী করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হয়। যারা করোনাভাইরাসকে 'ভাইরাস' বলে প্রচার করেছে, ছোঁয়াচে বলছে বেশ নিশ্চয়তার সাথে, তারা এই নারীর করোনাভাইরাসের উৎস সম্পর্কে কী ব্যাখ্যা দেবে?
'Coronavirus: Japan 's low testing rate raises questions' শিরোনামে বিবিসি নিউজের ওয়েবসাইটে ৩০ এপ্রিল ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By Rupert Wingfield-Hayes) বলা হয়, 'Why is Japan not in lockdown? It's a question I've been asked numerous times by friends all over the world. That's not surprising given what's going on in Europe and America . But it is perhaps the wrong question. Taiwan, Hong Kong, South Korea and most of mainland China, have also never had full lockdowns.
For those trying to understand what's going on in Japan , the much more puzzling question is why there is so little testing for Covid-19.
When you look at Germany or South Korea , Japan 's testing figures look like they're missing a zero.
Take Tokyo , population 9.3 million, and centre of Japan 's epidemic. Since February, just 10,981 people have been tested for Covid-19. Of those, just over 4,000 were positive.
But those figures are striking both because the number tested is so small and because the percentage testing positive is so high.
What it shows is Japan is only testing people who are already quite sick. In fact, the official guidelines for doctors say they should only recommend a test if the patient has pneumonia.
When we asked why the level of testing done is about half of the capacity weeks after the government has started to ramp up its testing, a health ministry official explained it reflects the number of tests doctors are prescribing.
This is leading to some rather extraordinary stories from those trying to get tested.
Jordain Haley is an American working in Japan as a business analyst and volunteer translator. Via Skype she told me what happened when she helped a friend, who doesn't speak fluent Japanese, to get a test.
On 10 April, her friend had developed a fever and cough, but waited four days, as per the guidelines.
"By then she was having trouble breathing and was dizzy from lack of oxygen," Jordain tells me. "I called the Covid hotline. They refused to help. They said if she's sick she should call an ambulance."
The following day (Wednesday 15 April) her friend found a clinic where they gave her a chest X-ray. The doctor said she probably had Covid-19, but not bad enough to be hospitalised. He sent her home and told her to isolate.
Late on Thursday night Jordain's friend called. She was in distress.
"I could hear the EMT (ambulance crew) in the background. She was coughing and wheezing so much I couldn't make out what she was saying. It took them two hours to find a hospital that would accept her. The whole time her breathing was getting worse and worse."
The hospital did another chest X-ray and told her friend to get tested for Covid-19 at her local health centre. But the doctor wouldn't write a recommendation. Instead she was sent home in a taxi.
"They said she should roll down the windows in the cab, and that it would be ok," Jordain says, rolling her eyes.
On Friday 17 April Jordain called the local health centre. For two hours she was passed from one desk to another. She answered scores of questions. Finally, she got her friend an appointment. But it came with a warning.
"She must use the side entrance." Jordain was told. "She must not tell anyone where this testing is taking place. It could cause a commotion."
Apart from the distress caused to someone who thinks their life is in danger, why does this matter? After all, Japan has very few deaths from Covid-19, still below 400.
On social media I am often told: "Japan is identifying those who really need help and its medical care is excellent, and that's why so few are dying."
This is not untrue according to Professor Kenji Shibuya of Kings College London.
"From the physician's point of view, it makes sense," he says. "Forget about mild cases, focus on cases with major symptoms and save lives. Focus testing on those who have symptoms."
But, says Professor Shibuya, from a public health point of view, Japan 's refusal to test more widely is incredibly risky.
He points to a study done by Keio University in Tokyo .
Last week, the University hospital published a study of Covid tests done on patients admitted for non-Covid related illnesses and procedures. It found that around 6% of them tested positive for Covid-19.
It is a small sample and not "generalisable". But Professor Shibuya still describes it as "very shocking".
"We are definitely missing a lot of asymptomatic and mildly symptomatic cases," he says. "There is clearly widespread community transmission. I am very worried by this situation."
How many? He is not sure. But based on the Keio results he thinks it could be from 20 to 50 times the official figure. That would mean between 280 and 700 thousand people might be infected in Japan .
Without more testing it is impossible to know. But anecdotal evidence supports the idea that infections are far wider than reported.
Among the small number of deaths are famous comedian Ken Shimura and actress Kumiko Okae. High profile infected people include seven sumo wrestlers, a TV presenter, two former professional baseball players, and a famous screen writer.
"Currently 70%-80% of new infections recorded in Tokyo do not come from any previously known cluster," says Dr Yoshitake Yokokura, the head of the Japan Medical Association. "We need more prompt testing and we need the results more quickly."
According to official figures, the number of new infections in Tokyo has now been falling for over a week. Good news? Not necessarily.
"I would like to believe the numbers are really decreasing," says Dr Yokokura, "but the number of tests is insufficient to tell that."
This has direct implications for Japan 's ability to lift its state of emergency, which is currently supposed to end on 6 May.
"It is not possible to lift the state of emergency at this stage," says Dr Yokokura. "We need a sustained decrease in new cases, and we need the reproduction rate (the number of people that one infected person will pass the virus onto, on average) to be well below one to do that."
This week Japan begins its 'Golden Week' holiday. According to the governor of Okinawa , 60,000 people have booked flights to the island during the holiday.
Governor Denny Tamaki is pleading with them to stay away.
"I am sorry to tell you but Okinawa is under a state of emergency," he wrote on social media. "Please cancel your trip to Okinawa now."
The weather for the next week is looking hot and sunny. People will be tempted to head to the beaches and mountains and, without knowing it, some percentage will inevitably be taking the virus with them.
Professor Shibuya says it is imperative that Japan now abandon its current strategy and increase testing."Without much wider testing," he says, "it will be very hard to end this pandemic."[https://www.bbc.com/news/world-asia-52466834]
এই প্রতিবেদন থেকে জানা যায়,(১) জাপানের মহামারী কেন্দ্র ৯.৩ মিলিয়র জনসংখ্যার শহর টোকিওতে ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯-এর জন্য মাত্র ১০,৯৮১ জনকে পরীক্ষা করার পর ইতিবাচক ফলাফল পাওয়া গেছে ৪ হাজারের বেশি। অবাক করার মতো বিষয় নয়? যদি এভাবে সবাইকে পরীক্ষা করা হতো, তাহলে হয়তো মিলিয়নের কাছাকাছি মানুষের করোনা পজিটিভ ফলাফল চলে আসতো! এজন্যই জাপান টেস্টের পথ বাদ দিয়ে দেয়। তাতে বড় ধরনের ক্ষতির আশংকা করা হলেও তেমন কিছুই হয়নি। প্রথম তরঙ্গের এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলে আসে। (২) "Currently 70%-80% of new infections recorded in Tokyo do not come from any previously known cluster," says Dr Yoshitake Yokokura, the head of the Japan Medical Association.
জাপান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান ডঃ যোশিতাকে যোকোকুরা বলেছেন, "বর্তমানে টোকিওতে রেকর্ড হওয়া নতুন সংক্রমণের ৭০% -৮০% কোনো পূর্ববর্তী ক্লাস্টার থেকে নয়।"
এই বক্তব্যের পরও কেউ কি জাপানে করোনাভাইরাসের প্রথম উপদ্রবকে উহান থেকে উৎসারিত বলে মন্তব্য করতে পারবেন? উইকিপিডিয়ার নিবন্ধে বলা হয়েছিল, জাপানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী উহান ফেরত। কিন্তু উহান ফেরত প্রথম রোগী বা রোগীরা জাপানে করোনাভাইরাসের নরমাল স্প্রেডার বা সুপার স্প্রেডার কিছুই হতে পারেনি। জাপানে করোনায় প্রথম মৃত ব্যক্তিটিও কিন্তু উহান ফেরত নয়। যদি বাস্তব অবস্থা এমনই হয়, তাহলে কিভাবে জাপানে করোনার উপদ্রবকে উহান থেকে উৎসারিত বলা যাবে?
'Japan's 2nd COVID-19 wave from US, Europe: research' শিরোনামে গ্লোবাল টাইমসের (চীন) ওয়েবসাইটে ২৯ এপ্রিল ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By Liu Caiyu and Xing Xiaojing) বলা হয়, 'Research in Japan shows the peak of a new coronavirus outbreak in the country starting in March may be triggered by imported infections from Europe and the US, adding to evidence of how Europe and the US failed to curb the spread of the coronavirus and dragged down the worldwide fight against the pandemic.
Europe and the US are responsible for Japan 's second wave of the COVID-19 outbreak as they did not act when the alarm was sounded, and their domestic outbreaks are the result of rampant community infections rather than imported cases, analysts said.
Japan is experiencing its second wave and likely to have a third or fourth, as it failed to stem the coronavirus infections from Europe and the US, Japan's National Institute of Infectious Diseases said based on research on virus strains, Japan News Network reported.
After studying the virus genotype of 5,037 patients, Japanese scientists found the second wave of cases with an unknown transmission route in various parts of Japan since March were likely caused by imported infections from Europe and the US.
Kazunori Oishi, the director of Japan 's Hygiene Research Institute in Toyama , who participated in the research, told the Global Times on Wednesday that the first outbreak that originated from the cruise Diamond Princess was contained around February. But Japan failed to stop imported cases from Europe and the US starting March, which caused the second wave.
Those imported cases were brought by tourists and returning personnel. March is also the peak season for Japanese students to have graduation trips usually to Europe and the US and they eventually brought back the virus to Japan , Oishi said.
The study also suggested Japan is likely to have a third or fourth wave, and called for epidemic control measures in Japan not to be relaxed.
To curb imported cases, Japan tightened its borders to visitors from the US in late March when the US saw a spike in COVID-19 deaths. Imported cases made up about 1 in 4 infections in Japan at that time, Japan Times reported. ...'
এই প্রতিবেদনে প্রথমে বলা হয়, জাপানের গবেষণায় দেখা গেছে, মার্চ মাসে শুরু হওয়া দেশে নতুন করোনাভাইরাস প্রাদুর্ভাবের শিখরটি ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানিকৃত সংক্রমণের দ্বারা উদ্ভূত হতে পারে। বলা হয়েছে, 'হতে পারে।' পরে বলা হয়েছে, ৫,০৩৭ জন রোগীর ভাইরাস জিনোটাইপ অধ্যয়ন করার পর, জাপানি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যে, মার্চের পর থেকে জাপানের বিভিন্ন স্থানে 'অজানা ট্রান্সমিশন রুট'যুক্ত মামলার দ্বিতীয় তরঙ্গ সম্ভবত ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানিকৃত সংক্রমণের কারণে ঘটেছে।
এখানে দ্বিতীয় তরঙ্গকে প্রথমে বলা হয়েছে 'জাপানের বিভিন্ন স্থানে 'অজানা ট্রান্সমিশন রুট'যুক্ত মামলা'; পরে আবার বলা হয়েছে, 'সম্ভবত ঘটেছে'।
দ্বিতীয় তরঙ্গের সময় জাপানে করোনাভাইরাসের ঘটনাগুলোকে যখন 'অজানা ট্রান্সমিশন' বলেই আখ্যায়িত করা হয়েছে, তখন সেই তরঙ্গের সাথে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পর্কিত করার কোনো অর্থ থাকতে পারে না।
আর যেহেতু এই পুরো নিবন্ধের শুরু থেকে এই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে, কোনো রোগ একজনের শরীর থেকে শূন্যে লাফিয়ে আরেকজনের শরীরে যেতে পারে না, তাই জাপানে প্রথম এবং দ্বিতীয় উভয় তরঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়াকেও অন্য কোনো দেশ থেকে আগত করোনা রোগীর সাথে সম্পর্কিত করার সুযোগ নেই।
'করোনাভাইরাস: দ্বিতীয়বার লকডাউন করতে বাধ্য হওয়া জাপানের শহরের ঘটনা যে বার্তা দিচ্ছে' শিরোনামে বিবিসি বাংলায় ১৯ এপ্রিল ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে জাপানের যে অঞ্চলের গল্প কিছুদিন আগেও সাফল্যের উদাহরণ হিসেবে উল্লেখ করা হতো - যখন তারা সংক্রমণের সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হয়েছিল - সেই হোক্কাইডো অঞ্চলই দ্বিতীয় দফায় করোনাভাইরাস সংক্রমণের ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে। ...
গত সপ্তাহে হোক্কাইডোতে ১৩৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। তবে ফেব্রুয়ারির প্রথম দফায় সংক্রমণের সাথে এবারের পার্থক্য ছিল, এবার বিদেশ থেকে আসা কারো মাধ্যমে শহরের মানুষের মধ্যে ভাইরাস ছড়িয়েছে সেরকম কোনো প্রমাণ নেই।
নতুন আক্রান্তদের কেউই বিদেশি নন, তাদের মধ্যে কেউ গত একমাসের মধ্যে জাপানের বাইরে ভ্রমণও করেননি।
লন্ডনের কিংস কলেজের অধ্যাপক কেনজি শিবুইয়া মনে করেন হোক্কাইডো শহর শুরুতে যথাযথভাবেই সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল, কিন্তু তারা তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি।
"একদম শুরুতে পদক্ষেপ নিলে ক্লাস্টার শনাক্ত করা, আইসোলেট করা কন্টাক্ট ট্রেস করা সহজ। হোক্কাইডোর কর্তৃপক্ষ এভাবে প্রথম দফায় সংক্রমণ সামলেছে।"
এই ক্ষেত্রে হোক্কাইডোর উদাহরণটি অনেকটা দক্ষিণ কোরিয়ার দেগু শহরের মত। সেখানে ধর্মীয় এক জমায়েত থেকে অনেকের মধ্যে করোনাভাইরাস ছড়ায়। আক্রান্তদের বিচ্ছিন্ন করে রাখা ও কন্টাক্ট ট্রেসিং করার পর সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসে।
কিন্তু দক্ষিণ আফ্রিকার সরকার গণহারে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়, যেটা জাপান সরকার করেনি।' [https://www.bbc.com/bengali/news-52336712]
কিন্তু দক্ষিণ আফ্রিকার সরকার গণহারে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়, যেটা জাপান সরকার করেনি।' [https://www.bbc.com/bengali/news-52336712]
এই প্রতিবেদনের বক্তব্যের পরও কি এমন কোনো সম্ভাবনা বাকি থাকে, জাপানে দ্বিতীয় তরঙ্গের করোনাভাইরাসের সাথে অন্য কোনো দেশ থেকে ফেরত আসা করোনাভাইরাসে আক্রান্ত রোগীর কোনো সম্পর্ক আছে?
জাপানে মূলত করোনাভাইরাসে তেমন কেউ আক্রান্তও হয়নি, মারাও যায়নি। জাপানে করোনাভাইরাস টেস্টে যেসব ঘটনায় পজিটিভ ফলাফল এসেছে, সেসবের অধিকাংশই পরীক্ষা পদ্ধতির ত্রুটির ফল। এজন্য দুই তরঙ্গে জাপানে করোনার প্রাদুর্ভাব দেখা দিলেও জাপানে করোনাভাইরাসে আক্রান্ত অনুপাতে মৃতের হার জাপানের চেয়ে ছোট অন্য অনেক দেশের চেয়েও কম।
জাপান সম্পর্কে এই আলোচনা শেষের আগে আরো একটি বিষয় জানা দরকার। জাপানের প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে করোনা রোগী এসে জাপানে করোনার বিস্তার ঘটায় বলে বলা হয়। কিন্তু প্রমোদতরীটিতে কিভাবে করোনার উপদ্রব হলো, তা নিয়ে তেমন কোনো আলোচনা নেই। 'প্রমোদতরীতে নতুন ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, ২৯ জনই জাপানি' শিরোনামে দৈনিক ইত্তেফাকে ১৪ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'জাপানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রমোদতরীটির যাত্রীদের ৮০ শতাংশই ষাটোর্ধ্ব। গত মাসে জাহাজে থাকা হংকংয়ের ৮০ বছর বয়সী এক ব্যক্তি ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর আরোহীদের পরীক্ষা করা শুরু হয়। কেটো জানান, করোনা ভাইরাসে আক্রান্ত নন কিন্তু আগে থেকে অসুস্থ ৮০ ঊর্ধ্ব ব্যক্তি, কিংবা যারা ডায়মন্ড প্রিন্সেসের জানালাবিহীন ঘরে আছেন তাদের সরিয়ে নেওয়া হবে।' [https://www.ittefaq.com.bd/worldnews/130470]
জাপান সম্পর্কে এই আলোচনা শেষের আগে আরো একটি বিষয় জানা দরকার। জাপানের প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে করোনা রোগী এসে জাপানে করোনার বিস্তার ঘটায় বলে বলা হয়। কিন্তু প্রমোদতরীটিতে কিভাবে করোনার উপদ্রব হলো, তা নিয়ে তেমন কোনো আলোচনা নেই। 'প্রমোদতরীতে নতুন ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, ২৯ জনই জাপানি' শিরোনামে দৈনিক ইত্তেফাকে ১৪ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'জাপানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রমোদতরীটির যাত্রীদের ৮০ শতাংশই ষাটোর্ধ্ব। গত মাসে জাহাজে থাকা হংকংয়ের ৮০ বছর বয়সী এক ব্যক্তি ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর আরোহীদের পরীক্ষা করা শুরু হয়। কেটো জানান, করোনা ভাইরাসে আক্রান্ত নন কিন্তু আগে থেকে অসুস্থ ৮০ ঊর্ধ্ব ব্যক্তি, কিংবা যারা ডায়মন্ড প্রিন্সেসের জানালাবিহীন ঘরে আছেন তাদের সরিয়ে নেওয়া হবে।' [https://www.ittefaq.com.bd/worldnews/130470]
'করোনাভাইরাস: জাপানে কোয়ারেন্টিন করা জাহাজ থেকে দেশে ফিরেছেন মার্কিন নাগরিকেরা' শিরোনামে বিবিসি বাংলায় ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়, 'জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টিন করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে দুইটি উড়োজাহাজে করে মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়া হয়েছে।
সোমবার ভোররাতে টোকিওর হ্যানেডা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের সরকারের পাঠানো বিমান ছেড়ে যায় বলে জানাচ্ছে কিওডো নিউজ এজেন্সি।
চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার কারণে জাপানের ইয়োকোহামা বন্দরে গত ৩রা ফেব্রুয়ারি থেকে আটকে আছে ডায়মন্ড প্রিন্সেস।
জাহাজটিতে ৩৫৫ জনেরও বেশি লোকের করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
চীনের বাইরে একক কোন জায়গায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে এই জাহাজেই।
ডায়মন্ড প্রিন্সেস জাহাজে প্রায় ৪০০ মার্কিন যাত্রী ছিলেন, এদের মধ্যে অন্তত ৪০জনের করোনাভাইরাস সংক্রমণ ঘটেছে। তাদের চিকিৎসা জাপানেই হবে।
ডায়মন্ড প্রিন্সেস জাহাজটিকে প্রায় ৩,৭০০ যাত্রী নিয়ে ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টিন করা হয়।
জাহাজের একজন যাত্রী হংকং এ নেমে যাবার পর তার করোনাভাইরাস শনাক্ত হলে ডায়মন্ড প্রিন্সেস জাহাজটিকে আটক করা হয়।
এরপর থেকে জাহাজের যাত্রীদের মধ্যে প্রবল ভীতি ছড়িয়ে পড়ে।' [https://www.bbc.com/bengali/news-51527451]
এরপর থেকে জাহাজের যাত্রীদের মধ্যে প্রবল ভীতি ছড়িয়ে পড়ে।' [https://www.bbc.com/bengali/news-51527451]
ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, গত মাসে জাহাজে থাকা হংকংয়ের ৮০ বছর বয়সী এক ব্যক্তি ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর আরোহীদের পরীক্ষা করা শুরু হয়। অন্যদিকে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, জাহাজের একজন যাত্রী হংকং এ নেমে যাবার পর তার করোনাভাইরাস শনাক্ত হলে ডায়মন্ড প্রিন্সেস জাহাজটিকে আটক করা হয়।
কোন তথ্যটি সঠিক? বিবিসি বাংলার বক্তব্য সঠিক ধরে নেয়া হলে প্রশ্ন থেকে যায়, তাহলে জাহাজে থাকা অবস্থায় লোকটি কিভাবে করোনা 'ভাইরাসে' আক্রান্ত হলো?
ফিলিপিন্স
'COVID-19 pandemic in the Philippines' শিরোনামে উইকিপিডিয়ায় প্রকাশিত নিবন্ধে বলা হয়, 'The ongoing pandemic of coronavirus disease 2019 (COVID-19), a novel infectious disease caused by severe acute respiratory syndrome coronavirus 2 (SARS-CoV-2), spread to thePhilippines on January 30, 2020, when the first case of the disease was confirmed in Metro Manila. It involved a 38-year-old Chinese woman who was confined in the San Lazaro Hospital in Manila . The second case was confirmed on February 2, that of a 44-year-old Chinese man who died a day earlier, which was also the first confirmed death from the disease outside mainland China . The first case of someone without travel history abroad was confirmed on March 5, a 62-year-old male who frequented a Muslim prayer hall in San Juan , Metro Manila , raising suspicions that a community transmission of COVID-19 is already underway in the Philippines . The man's wife was confirmed to have contracted COVID-19 on March 7, which was also the first local transmission to be confirmed.
'COVID-19 pandemic in the Philippines' শিরোনামে উইকিপিডিয়ায় প্রকাশিত নিবন্ধে বলা হয়, 'The ongoing pandemic of coronavirus disease 2019 (COVID-19), a novel infectious disease caused by severe acute respiratory syndrome coronavirus 2 (SARS-CoV-2), spread to the
As of May 15, 2020, there have been 12,091 confirmed cases of the disease in the country. Out of these cases, 2,460 recoveries and 806 deaths were recorded. The Philippines has the third most number of cases in Southeast Asia, after Indonesia and Singapore . The largest single-day increase in the number of confirmed cases was on March 31, when 538 new cases were announced. Meanwhile, the smallest single-day increase since the last week of March was on April 4, when only 76 new cases were announced. ...
The first case of COVID-19 in the Philippines was confirmed on the same day. The diagnosed patient was a 38-year-old Chinese woman from Wuhan , the origin of the disease, who had arrived in Manila from Hong Kong on January 21. She was admitted to the San Lazaro Hospital in Manila on January 25 after she sought a consultation due to a mild cough. At the time of the confirmation announcement, the Chinese woman was already asymptomatic.
The second case was confirmed on February 2, a 44-year-old Chinese male who was the companion of the first case. His death on February 1 was the first recorded outside China . He suffered from coinfection with influenza and Streptococcus pneumoniae.
On February 5, the DOH confirmed a third case in a 60-year-old Chinese woman who flew into Cebu City from Hong Kong on January 20 before she traveled to Bohol where she consulted a doctor at a private hospital on January 22, due to fever and rhinitis. Samples taken from the patient on January 24 returned a negative result, but the DOH was notified on February 3 that samples taken from the patient on January 23 tested positive for the virus. The patient upon recovery on January 31 was allowed to go home to China .
March 2020 – early spread
After a month of reporting no new cases, on March 6, the DOH announced two cases consisting of two Filipinos. One is a 48-year-old man with a travel history to Japan , returning on February 25 and reported symptoms on March 3. The other is a 60-year-old man with a history of hypertension and diabetes who experienced symptoms on February 25 and was admitted to a hospital on March 1 when he experienced pneumonia. He had last visited a Muslim prayer hall in San Juan . The DOH confirmed that the fifth case had no travel history outside the Philippines and is, therefore, the first case of local transmission. A sixth case was later confirmed, that of a 59-year-old woman who is the wife of the fifth case. Since then, the Department of Health recorded a continuous increase in the number of COVID-19 cases in the country.
Cases abroad involving foreigners with travel history in the Philippines were reported in early March 2020. The first three recorded cases involving an Australian, a Japanese, and a Taiwanese national had a history of visiting the Philippines in February 2020. Though it was unconfirmed whether or not they had contracted the virus while in the Philippines , speculations arose on undetected local transmissions in the country due to prior confirmation of the Philippines ' first case of local transmission. ...
April 2020
President Duterte on April 7 accepted the recommendation of the Inter-Agency Task Force on Emerging Infectious Diseases (IATF-IED) to extend the ECQ in Luzon until April 30.
On April 17, it was reported that the country has been able to bring down the viral disease' reproduction number to 0.65 from 1.5, which means that the average number of people a person can infect decreased from more than one to less than one. Recent data at the time suggest that the country is doing better in "flattening the curve", but was warned of "resurgence" and must ramp up mass testing in order to isolate cases and avoid further transmission of COVID-19.
Sometime in late April, local government units no longer cannot imposed quarantine measures without the consent of the IATF. Prior to that period, localities could impose such measures with coordination with the DILG.
May 2020
The ECQ in Luzon was extended until May 15 in some areas. This includes Metro Manila, Calabarzon, Central Luzon (except Aurora ), Pangasinan, Benguet, and Baguio . ECQ measures were also extended in the provinces of Iloilo and Cebu province as well as in Cebu City and Davao City . Other areas were downgraded or placed under general community quarantine (GCQ).
After May 15, the Philippine government revised its quarantine classifications in correspondence on earlier announcement that "Science and Economics will be considered for any changes of the lockdown measures." A modified enhanced community quarantine (MECQ) was applied to NCR, Laguna, and Cebu City , while GCQ was raised to 41 provinces and 10 cities with moderate risk. Meanwhile, 40 provinces and 11 cities who are considered low risk areas were supposed to be released from community quarantine measures, but were eventually upgraded to modified general community quarantine (MGCQ) after "an honest mistake" and receiving requests from LGUs.
Once again, the Philippine government revised its announcements and declared the entire country under GCQ, except for NCR, Laguna, and Cebu City who were earlier placed under MECQ. This is temporary until guidelines of MGCQ for low-risk areas is finalized. IATF is also reportedly considering the reclassification of provinces and cities in Central Luzon as high risk areas under MECQ.
After receiving petitions from LGUs, IATF revised its quarantine policies yet again. Cebu City and Mandaue City were placed under ECQ, while NCR, Laguna, and Central Luzon (except Aurora and Tarlac) are all on MECQ. The remaining parts of the country are still on GCQ.'
[https://en.wikipedia.org/wiki/COVID-19_pandemic_in_the_Philippines]
[https://en.wikipedia.org/wiki/COVID-19_pandemic_in_the_Philippines]
এই নিবন্ধ থেকে যে তথ্যগুলো জানা যায়, (১) করোনাভাইরাস রোগের চলমান মহামারী ২০১৯ (COVID-19) ফিলিপাইনে ছড়িয়ে পড়ে ৩০ জানুয়ারি ২০২০ তারিখে, যার সাথে জড়িত এক ৩৮ বছর বয়সী চীনা মহিলা। (২) সংক্রমণের দ্বিতীয় ঘটনা নিশ্চিত হয়েছিল ২ ফেব্রুয়ারি, যার সাথে জড়িত ছিল একজন ৪৪ বছর বয়সী চীনা ব্যক্তি; এটা করোনাভাইরাসে ফিলিপাইনে প্রথম মৃত্যু, একই সাথে চীনের মূল ভূখন্ডের বাইরে এই রোগে প্রথম নিশ্চিত মৃত্যুও ছিল এটি। (৩) ৫ ফেব্রুয়ারি, ডিওএইচ ৬০ বছর বয়সী চীনা মহিলার ক্ষেত্রে তৃতীয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মহিলাটি ২০ শে জানুয়ারি হংকং থেকে সিবু সিটি গিয়েছিলেন বোহল ভ্রমণ করার আগে। ২৪ শে জানুয়ারি রোগীর কাছ থেকে নেওয়া নমুনাগুলির ফলাফল এসেছিল নেতিবাচক, তবে ডিওএইচকে ৩ ফেব্রুয়ারি জানানো হয়েছিল যে, ২৩ শে জানুয়ারি রোগীর কাছ থেকে নেওয়া নমুনাগুলির ফলাফল ভাইরাসের জন্য ইতিবাচক ছিল। ৩১ জানুয়ারী সুস্থ হওয়ার পরে রোগীকে চীনে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। (৪) তৃতীয় ঘটনার পর এক মাসের মধ্যে নতুন কোনো সংক্রমণ ঘটেনি। এক মাস পর, মার্চ মাসে, ডিওএইচ দুজন ফিলিপিনো নিয়ে গঠিত দুটি মামলা ঘোষণা করে। একজন হলেন ৪৮ বছর বয়সী মানুষ, যিনি জাপান থেকে ২৫ ফেব্রুয়ারি ফিরে এসেছিলেন এবং ৩ মার্চ লক্ষণগুলি জানিয়েছেন। (৫) আরেকজন হলেন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ৬০ বছর বয়সী একজন মানুষ, ফিলিপাইনের বাইরে যার কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। এটা ছিল ফিলিপাইনে স্থানীয় সংক্রমণের প্রথম ঘটনা। (৬) ষষ্ঠ মামলাটি ছিল ৫৯ বছর বয়সী একজন মহিলার ক্ষেত্রে, যিনি ছিলেন পঞ্চম মামলার সাথে সম্পৃক্ত লোকের স্ত্রী। এর পর থেকে ফিলিপাইনে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পেতে থাকে। (৭) ফিলিপাইনে ভ্রমণের পর বিদেশীদের করোনাভাইরাসে সংক্রমণের কিছু ঘটনা রিপোর্ট করা হয়েছিল ২০২০ সালের মার্চ মাসের প্রথম দিকে। প্রথম তিনটি ঘটনার সাথে একজন অস্ট্রেলিয়ান, একজন জাপানী এবং তাইওয়ানীয় নাগরিক জড়িত, যাদের ২০২০ সালের ফেব্রুয়ারিতে ফিলিপাইন ভ্রমণ করার ইতিহাস ছিল। এই তিনটি ঘটনা সম্পর্কে বলা হয়, তারা ফিলিপাইনে থাকাকালীন ভাইরাসে সংক্রমিত হয়েছে কিনা, তা অনিশ্চিত ছিল; এমনকি ফিলিপাইনের স্থানীয় সংক্রমণের প্রথম ঘটনার পূর্বে নিশ্চিত হওয়ার কারণে দেশে শনাক্তহীন স্থানীয় ট্রান্সমিশন নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।
এই তথ্যগুলোর সারাংশ এরকম হয়, (১) ফিলিপাইনে করোনাভাইরাস সংক্রমণের প্রথম দু’টি ঘটনার সাথেই সম্পৃক্ত ছিল চীন ফেরত মানুষ। (২) তৃতীয় ঘটনায় সম্পৃক্ত মহিলার করোনা পরীক্ষার ফলাফল প্রথমে নেগেটিভ, পরে পজিটিভি এসেছিল। (৩) তৃতীয় ঘটনার পর এক মাসের মধ্যে আর কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি। (৪) ফিলিপাইনে স্থানীয় সংক্রমণের শিকার প্রথম ব্যক্তিটি ছিল ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগী। লোকটি বিদেশ ভ্রমণ ছাড়াই ভাইরাসে আক্রান্ত হয়। (৫) স্থানীয় সংক্রমণের এই প্রথম ঘটনার সাথে সম্পর্কিত লোকটির ৫৯ বছর বয়সী স্ত্রীও করোনায় আক্রান্ত হয়। স্থানীয় সংক্রমণের এই দুটি ঘটনার পর ফিলিপাইনে করোনার উপদ্রব বেড়ে যায়। (৬) ফিলিপাইনে স্থানীয়ভাবে করোনা সংক্রমণের কোনো ঘটনা ঘটার আগেই ফিলিপাইন থেকে অন্য দেশে গমন করা ৩ জন লোক করোনায় আক্রান্ত হয়।
এই তথ্যগুলোর সারাংশ এরকম হয়, (১) ফিলিপাইনে করোনাভাইরাস সংক্রমণের প্রথম দু’টি ঘটনার সাথেই সম্পৃক্ত ছিল চীন ফেরত মানুষ। (২) তৃতীয় ঘটনায় সম্পৃক্ত মহিলার করোনা পরীক্ষার ফলাফল প্রথমে নেগেটিভ, পরে পজিটিভি এসেছিল। (৩) তৃতীয় ঘটনার পর এক মাসের মধ্যে আর কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি। (৪) ফিলিপাইনে স্থানীয় সংক্রমণের শিকার প্রথম ব্যক্তিটি ছিল ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগী। লোকটি বিদেশ ভ্রমণ ছাড়াই ভাইরাসে আক্রান্ত হয়। (৫) স্থানীয় সংক্রমণের এই প্রথম ঘটনার সাথে সম্পর্কিত লোকটির ৫৯ বছর বয়সী স্ত্রীও করোনায় আক্রান্ত হয়। স্থানীয় সংক্রমণের এই দুটি ঘটনার পর ফিলিপাইনে করোনার উপদ্রব বেড়ে যায়। (৬) ফিলিপাইনে স্থানীয়ভাবে করোনা সংক্রমণের কোনো ঘটনা ঘটার আগেই ফিলিপাইন থেকে অন্য দেশে গমন করা ৩ জন লোক করোনায় আক্রান্ত হয়।
এই সারাংশ থেকে কিছু সমীকরণে পৌঁছা যায় সহজে: (১) ফিলিপাইনে চীন ফেরত মানুষের কারণে করোনার প্রসার হয়নি। কারণ প্রথম তিনটি সংক্রমণের ঘটনার সাথে চীনের সম্পৃক্ততা ছিল। কিন্তু সেই তিনটি ঘটনার এক মাসের বেশি সময় পর ফিলিপাইনে করোনার প্রসার ঘটে। চীন ফেরত করোনায় আক্রান্ত মানুষগুলো থেকে ফিলিপাইনে করোনা ভয়াবহ আকার ধারণ করতে পারতো, কারণ তখনও ফিলিপাইনে করোনা নিয়ন্ত্রণের বড় কোনো পদক্ষেপ নেয়া হয়নি; কেউ তখনো ভালোভাবে সচেতন হয়নি। কিন্তু চীন ফেরত প্রথম তিন ঘটনার কোনোটিই সুপার স্প্রেডার হয়নি। (২) ফিলিপাইনে করোনা পরীক্ষায় ত্রুটির কারনে একই ব্যক্তির ফলাফল একবার নেগেটিভ এবং একবার পজিটিভ। এতে বুঝা যায় পরীক্ষা পদ্ধতির ত্রুটির কারণে অন্য অনেক দেশের মতো ফিলিপাইনেও অনেক 'করোনা নেগেটিভ' মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়ে যায়। বিশেষত বয়স্ক লোকেরা, যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগে আক্রান্ত, তারা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়ে যায়, অন্য দেশে ভ্রমণের কোনো ইতিহাস না থাকা সত্ত্বেও। করোনা পরীক্ষায় ত্রুটির আরেকটি প্রমাণ হতে পারে ফিলিপাইন থেকে গমন করে অন্য দেশে যাওয়া তিন জন লোকের করোনা শনাক্ত হওয়া। ফিলিপাইনে স্থানীয়ভাবে করোনা সংক্রমণের আগেই তারা শুধু ফিলিপাইন ভ্রমণের কারণে কিভাবে করোনা সংক্রমিত হতে পারে?
এবার সিএনএনের একটি প্রতিবেদন (By Xave Gregorio, CNN Philippines) দেখা যাক, যা প্রকাশিত হয় ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে। বলা হয়, 'Metro Manila (CNN Philippines, February 2) — The Department of Health announced Sunday the country's first death of a patient who tested positive for novel coronavirus (2019-nCoV) — the first reported death due to the virus outside of China.
A 44-year-old Chinese man, who is also the Philippines' second confirmed case of 2019-nCoV, died Saturday, the DOH said. He was the partner of the 38-year-old Chinese woman who last week became the first confirmed case of the new virus in the country.
DOH Secretary Francisco Duque III said the man was admitted to San Lazaro Hospital on January 25. He had penumonia, fever, cough and a sore throat.
''Over the course of the patient's admission he developed severe pneumonia. In his last few days, the patient was stable and showed signs of improvement. However, the condition of the patient deteriorated within the last 24 hours resulting in his demise,'' Duque said.
He added that aside from being infected with 2019-nCoV, the man was also infected with Influenza B virus and Streptococcus pneumoniae bacteria.
"Many of the [deaths] in China have been observed ... the first 40, most of those really with underlying medical problems," Duque said.
In contrast, the man's partner only sought consultation due to mild cough and was already free of any symptoms of infection by the time the DOH announced Thursday that she is positive for 2019-nCoV.
The DOH said they are now working with the Chinese embassy and will cremate the remains of the man.
"When we have persons who died of infectious illness, part of the protocol is to dispose the body or even cremate the remains as soon as possible," DOH spokesperson Eric Domingo said.
Duque said the San Lazaro Hospital has isolated the man and his partner, while health personnel who came in contact with them practiced stringent infection control measures and wore appropriate personal protective equipment.
The Health chief also said that the Epidemiology Bureau is tracing passengers aboard the flights of the couple, who came to the Philippines from Wuhan — the Chinese city at the center of the 2019-nCoV outbreak — via Hong Kong on January 21.
The bureau is also tracing people who could have come in contact with the couple in Cebu, Dumaguete and other places where they stayed and traveled to.
The World Health Organization stressed that while this is the first death due 2019-nCoV outside of China, this is not a locally-acquired case.
The DOH also said that there are still no reports of community spread of the new virus.
Cebu Pacific said the couple were aboard January 21 on flight 5J 241 from Hong Kong to Cebu and flight DG 6519 from Cebu to Dumaguete. Philippine Airlines also disclosed that the couple were onboard flight PR 2542 from Dumaguete to Manila on January 25.
The two airline companies said it is contacting passengers on those flights. Crew aboard those flights have been placed under quarantine and the planes used have been disinfected, airline officials said.
Those who have not been contacted by Cebu Pacific who were aboard the abovementioned flights can call +632 87020886 from 7 a.m. to 10 p.m. daily.
Four more being tested
The DOH said that as of Saturday, they have put 36 people under observation for possible 2019-nCoV infection. Thirty of them have tested negative for the virus, while four more are still being tested at the Research Institute for Tropical Medicine.
Ten have been discharged from hospitals. A 29-year-old Chinese man from Yunnan province under observation earlier died due to pneumonia, but he tested negative for 2019-nCoV.
All of the remaining patients under investigation are stable. ...'
[https://www.cnnphilippines.com/news/2020/2/2/novel-coronavirus-cases-death-Philippines.html]
ফিলিপাইনে প্রথম সংক্রমিত দু'জন লোকের যেসব সহযাত্রীদের খোঁজ নেয়ার কথা এখানে বলা হয়েছে, তাদের খোঁজ নেয়ার পরের তথ্য পাওয়া যায়নি। এটাই সত্য হবে, তাদের কোনো সহযাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। কারণ কোনো রোগ বাহ্যিক সংস্পর্শের মাধ্যমে বা বায়ুর মাধ্যমে একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়তে পারেনা।
চীনের উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরও তা অন্য দেশে কোনো আক্রান্ত ব্যক্তির মাধ্যমে ছড়ায়নি, ফিলিপাইনেও উহান ফেরত কোনো আক্রান্ত ব্যক্তির মাধ্যমে ছড়ায়নি। ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ডট কম শিরোনামের ওয়েবসাইটে ৩১ মার্চ ২০২০ তারিখে 'Coronavirus in Philippines: The COVID-19 risk, impact and measures' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে (By Praveen Duddu) বলা হয়, 'Philippines, one of the high-risk countries from the Wuhan coronavirus outbreak, recorded the first death outside China. The government has announced lock-down of Metro Manila, followed by the entire Luzon island and is mulling over more localised lock-downs. The Philippines government declared a state of calamity in the country for six months on 17 March.
When did coronavirus reach the Philippines?
The first case of novel coronavirus (2019-nCoV, now COVID-19) in the Philippines was confirmed on 30 January 2020, in a 38-year old woman who arrived from Wuhan. Two days later, the Philippines recorded the first death outside China on 01 February 2020.
The Philippines government declared a health emergency on 09 March, following a spike in new confirmed cases and local transmission. The move will release funds to local governments and healthcare officials to handle any further surge in cases.
The COVID-19 Code Alert system was revised upwards to Red Sublevel 2 on 12 March.
Coronavirus: Philippines COVID-19 cases and deaths
As of 31 March, the total Philippines coronavirus cases stand at 1,546. One of the coronavirus-confirmed on 06 March was confirmed to be a human-to-human transmission putting the nation on a high alert. The man attended prayer in late February, which increases the concerns of possible transmission to other devotees who attended the same.'
[https://www.pharmaceutical-technology.com/features/coronavirus-affected-countries-philippines-measures-impact-tourism-economy/]
ফিলিপাইনে করোনাভাইরাস বিস্তারের পেছনে স্থানীয় সংক্রমণই দায়ী। কিন্তু স্থানীয় সংক্রমণ কোত্থেকে হলো, সে প্রশ্নের উত্তর কেউ না খুঁজে ফিলিপাইনে ভাইরাসটি বিস্তারের পেছনে চীন ফেরত আক্রান্ত মানুষ খুঁজতে গিয়ে কি কোনো লাভ হবে?
ফিলিপাইনে করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কে চাহিদামতো অনেক তথ্য পাওয়া যায় না। 'Nine doctors die from coronavirus in Philippines' শিরোনামে ব্যাংকক পোস্টের ওয়েবসাইটে ২৬ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'MANILA: Nine doctors have died in the Philippines from the coronavirus, the country's top medical association said Thursday, as hospitals were overwhelmed and medics complained about a lack of protection on the front lines.
The announcement of the doctors' deaths heightened fears that the scale of the health crisis in the Philippines is much worse than is being officially reported, with the confirmed virus death toll at just 38.
The main island of Luzon, home to 55 million people, is in the second week of a lockdown to contain the spread of the disease, however medics are warning there is a surge in cases.
The Philippine Medical Association said Thursday a ninth doctor had died of the virus, and that health workers were not getting enough protection.
"If it were up to me, test the frontliners first and test them again after seven days. Doctors could be carriers themselves," Benito Atienza, vice president of the Philippine Medical Association told AFP.
Three large Manila hospitals announced Wednesday they had reached full capacity and would no longer accept new coronavirus cases.
Hundreds of medical staff are no longer accepting patients because they are undergoing 14-day self-quarantines after suspected exposure, the hospitals said.
Just under 2,000 people had been tested in the Philippines as of Tuesday from those with severe symptoms and those considered most vulnerable to Covid-19, such as the elderly, those with life-threatening ailments, and pregnant women.'
[https://www.bangkokpost.com/world/1887020/nine-doctors-die-from-coronavirus-in-philippines]
'করোনা: সুরক্ষার অভাবে আক্রান্ত ৯ ফিলিপাইনি চিকিৎসকের মৃত্যু' শিরোনামে বাংলাদেশের দৈনিক দেশ রূপান্তরে ২৬ মার্চ, ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফিলিপাইনের নয়জন চিকিৎসক। খবর আলজাজিরা।
অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার মধ্যেও ফিলিপাইনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনা মোকাবিলা করে যাচ্ছেন। কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তারাও।
বৃহস্পতিবার ফিলিপাইন মেডিকেল অ্যাসোসিয়েশন জানায়, সুরক্ষা ব্যবস্থা ছাড়াই রোগীদের চিকিৎসা দিয়ে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ চিকিৎসক। ...' [https://www.deshrupantor.com/international/2020/03/26/206840]
এরকম আরো অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জন চিকিৎসকের মৃত্যু সংবাদটি প্রকাশিত হয় প্রায় কাছাকাছি তথ্য নিয়ে। কিন্তু কোথাও স্পষ্টভাবে পাওয়া যায় না কিভাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তার বিস্তারিত বিবরণ।
যাহোক ফিলিপাইনে করোনাভাইরাস যে চীন বা উহান থেকে আক্রান্ত হয়ে ফিলিপাইনে গমনকারী কারো মাধ্যমে বিস্তার লাভ করেনি, তা স্পষ্ট।
বেশ কয়েকটি দেশের উপর দীর্ঘ আলোচনা শেষে আমরা নিশ্চিত হলাম, উহান থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা গিয়ে অন্য দেশে করোনার বিস্তার ঘটায়নি। তাহলে কিভাবে অন্য দেশগুলোতে করোনা বিস্তৃতি লাভ করেছে?
এবার সিএনএনের একটি প্রতিবেদন (By Xave Gregorio, CNN Philippines) দেখা যাক, যা প্রকাশিত হয় ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে। বলা হয়, 'Metro Manila (CNN Philippines, February 2) — The Department of Health announced Sunday the country's first death of a patient who tested positive for novel coronavirus (2019-nCoV) — the first reported death due to the virus outside of China.
A 44-year-old Chinese man, who is also the Philippines' second confirmed case of 2019-nCoV, died Saturday, the DOH said. He was the partner of the 38-year-old Chinese woman who last week became the first confirmed case of the new virus in the country.
DOH Secretary Francisco Duque III said the man was admitted to San Lazaro Hospital on January 25. He had penumonia, fever, cough and a sore throat.
''Over the course of the patient's admission he developed severe pneumonia. In his last few days, the patient was stable and showed signs of improvement. However, the condition of the patient deteriorated within the last 24 hours resulting in his demise,'' Duque said.
He added that aside from being infected with 2019-nCoV, the man was also infected with Influenza B virus and Streptococcus pneumoniae bacteria.
"Many of the [deaths] in China have been observed ... the first 40, most of those really with underlying medical problems," Duque said.
In contrast, the man's partner only sought consultation due to mild cough and was already free of any symptoms of infection by the time the DOH announced Thursday that she is positive for 2019-nCoV.
The DOH said they are now working with the Chinese embassy and will cremate the remains of the man.
"When we have persons who died of infectious illness, part of the protocol is to dispose the body or even cremate the remains as soon as possible," DOH spokesperson Eric Domingo said.
Duque said the San Lazaro Hospital has isolated the man and his partner, while health personnel who came in contact with them practiced stringent infection control measures and wore appropriate personal protective equipment.
The Health chief also said that the Epidemiology Bureau is tracing passengers aboard the flights of the couple, who came to the Philippines from Wuhan — the Chinese city at the center of the 2019-nCoV outbreak — via Hong Kong on January 21.
The bureau is also tracing people who could have come in contact with the couple in Cebu, Dumaguete and other places where they stayed and traveled to.
The World Health Organization stressed that while this is the first death due 2019-nCoV outside of China, this is not a locally-acquired case.
The DOH also said that there are still no reports of community spread of the new virus.
Cebu Pacific said the couple were aboard January 21 on flight 5J 241 from Hong Kong to Cebu and flight DG 6519 from Cebu to Dumaguete. Philippine Airlines also disclosed that the couple were onboard flight PR 2542 from Dumaguete to Manila on January 25.
The two airline companies said it is contacting passengers on those flights. Crew aboard those flights have been placed under quarantine and the planes used have been disinfected, airline officials said.
Those who have not been contacted by Cebu Pacific who were aboard the abovementioned flights can call +632 87020886 from 7 a.m. to 10 p.m. daily.
Four more being tested
The DOH said that as of Saturday, they have put 36 people under observation for possible 2019-nCoV infection. Thirty of them have tested negative for the virus, while four more are still being tested at the Research Institute for Tropical Medicine.
Ten have been discharged from hospitals. A 29-year-old Chinese man from Yunnan province under observation earlier died due to pneumonia, but he tested negative for 2019-nCoV.
All of the remaining patients under investigation are stable. ...'
[https://www.cnnphilippines.com/news/2020/2/2/novel-coronavirus-cases-death-Philippines.html]
ফিলিপাইনে প্রথম সংক্রমিত দু'জন লোকের যেসব সহযাত্রীদের খোঁজ নেয়ার কথা এখানে বলা হয়েছে, তাদের খোঁজ নেয়ার পরের তথ্য পাওয়া যায়নি। এটাই সত্য হবে, তাদের কোনো সহযাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। কারণ কোনো রোগ বাহ্যিক সংস্পর্শের মাধ্যমে বা বায়ুর মাধ্যমে একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়তে পারেনা।
চীনের উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরও তা অন্য দেশে কোনো আক্রান্ত ব্যক্তির মাধ্যমে ছড়ায়নি, ফিলিপাইনেও উহান ফেরত কোনো আক্রান্ত ব্যক্তির মাধ্যমে ছড়ায়নি। ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ডট কম শিরোনামের ওয়েবসাইটে ৩১ মার্চ ২০২০ তারিখে 'Coronavirus in Philippines: The COVID-19 risk, impact and measures' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে (By Praveen Duddu) বলা হয়, 'Philippines, one of the high-risk countries from the Wuhan coronavirus outbreak, recorded the first death outside China. The government has announced lock-down of Metro Manila, followed by the entire Luzon island and is mulling over more localised lock-downs. The Philippines government declared a state of calamity in the country for six months on 17 March.
When did coronavirus reach the Philippines?
The first case of novel coronavirus (2019-nCoV, now COVID-19) in the Philippines was confirmed on 30 January 2020, in a 38-year old woman who arrived from Wuhan. Two days later, the Philippines recorded the first death outside China on 01 February 2020.
The Philippines government declared a health emergency on 09 March, following a spike in new confirmed cases and local transmission. The move will release funds to local governments and healthcare officials to handle any further surge in cases.
The COVID-19 Code Alert system was revised upwards to Red Sublevel 2 on 12 March.
Coronavirus: Philippines COVID-19 cases and deaths
As of 31 March, the total Philippines coronavirus cases stand at 1,546. One of the coronavirus-confirmed on 06 March was confirmed to be a human-to-human transmission putting the nation on a high alert. The man attended prayer in late February, which increases the concerns of possible transmission to other devotees who attended the same.'
[https://www.pharmaceutical-technology.com/features/coronavirus-affected-countries-philippines-measures-impact-tourism-economy/]
ফিলিপাইনে করোনাভাইরাস বিস্তারের পেছনে স্থানীয় সংক্রমণই দায়ী। কিন্তু স্থানীয় সংক্রমণ কোত্থেকে হলো, সে প্রশ্নের উত্তর কেউ না খুঁজে ফিলিপাইনে ভাইরাসটি বিস্তারের পেছনে চীন ফেরত আক্রান্ত মানুষ খুঁজতে গিয়ে কি কোনো লাভ হবে?
ফিলিপাইনে করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কে চাহিদামতো অনেক তথ্য পাওয়া যায় না। 'Nine doctors die from coronavirus in Philippines' শিরোনামে ব্যাংকক পোস্টের ওয়েবসাইটে ২৬ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'MANILA: Nine doctors have died in the Philippines from the coronavirus, the country's top medical association said Thursday, as hospitals were overwhelmed and medics complained about a lack of protection on the front lines.
The announcement of the doctors' deaths heightened fears that the scale of the health crisis in the Philippines is much worse than is being officially reported, with the confirmed virus death toll at just 38.
The main island of Luzon, home to 55 million people, is in the second week of a lockdown to contain the spread of the disease, however medics are warning there is a surge in cases.
The Philippine Medical Association said Thursday a ninth doctor had died of the virus, and that health workers were not getting enough protection.
"If it were up to me, test the frontliners first and test them again after seven days. Doctors could be carriers themselves," Benito Atienza, vice president of the Philippine Medical Association told AFP.
Three large Manila hospitals announced Wednesday they had reached full capacity and would no longer accept new coronavirus cases.
Hundreds of medical staff are no longer accepting patients because they are undergoing 14-day self-quarantines after suspected exposure, the hospitals said.
Just under 2,000 people had been tested in the Philippines as of Tuesday from those with severe symptoms and those considered most vulnerable to Covid-19, such as the elderly, those with life-threatening ailments, and pregnant women.'
[https://www.bangkokpost.com/world/1887020/nine-doctors-die-from-coronavirus-in-philippines]
'করোনা: সুরক্ষার অভাবে আক্রান্ত ৯ ফিলিপাইনি চিকিৎসকের মৃত্যু' শিরোনামে বাংলাদেশের দৈনিক দেশ রূপান্তরে ২৬ মার্চ, ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফিলিপাইনের নয়জন চিকিৎসক। খবর আলজাজিরা।
অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার মধ্যেও ফিলিপাইনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনা মোকাবিলা করে যাচ্ছেন। কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তারাও।
বৃহস্পতিবার ফিলিপাইন মেডিকেল অ্যাসোসিয়েশন জানায়, সুরক্ষা ব্যবস্থা ছাড়াই রোগীদের চিকিৎসা দিয়ে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ চিকিৎসক। ...' [https://www.deshrupantor.com/international/2020/03/26/206840]
এরকম আরো অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জন চিকিৎসকের মৃত্যু সংবাদটি প্রকাশিত হয় প্রায় কাছাকাছি তথ্য নিয়ে। কিন্তু কোথাও স্পষ্টভাবে পাওয়া যায় না কিভাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তার বিস্তারিত বিবরণ।
যাহোক ফিলিপাইনে করোনাভাইরাস যে চীন বা উহান থেকে আক্রান্ত হয়ে ফিলিপাইনে গমনকারী কারো মাধ্যমে বিস্তার লাভ করেনি, তা স্পষ্ট।
বেশ কয়েকটি দেশের উপর দীর্ঘ আলোচনা শেষে আমরা নিশ্চিত হলাম, উহান থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা গিয়ে অন্য দেশে করোনার বিস্তার ঘটায়নি। তাহলে কিভাবে অন্য দেশগুলোতে করোনা বিস্তৃতি লাভ করেছে?