করোনাভাইরাসের প্রকৃত রহস্য (পর্ব-১৪) : করোনাভাইরাস শনাক্ত করা হয় কিভাবে?

63 minute read
0

 করোনাভাইরাসের প্রকৃত রহস্য

[করোনাভাইরাস : কোত্থেকে ছড়ালো? সত্যিই কি ছোঁয়াচে? সত্যিই কি কোনো ‘ভাইরাস’? মহামারী প্রতিরোধে করণীয়]

করোনাভাইরাস শনাক্ত করা হয় কিভাবে?
করোনাভাইরাস আসলে কী, এ সম্পর্কে এই লেখার প্রথম দিকে আলোচনা করা হয়েছে। করোনাভাইরাস শনাক্ত করা হয় কিভাবে, তা জানার আগে করোনাভাইরাসের প্রকৃতি, লক্ষণ ও উপসর্গ সম্পর্কে আরেকটু ভালোভাবে জানা দরকার।
যুক্তরাজ্যের চিকিৎসা সাময়িকী ল্যানসেটে 'Radiological findings from 81 patients with COVID-19 pneumonia in Wuhan, China: a descriptive study' শিরোনামে ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত গবেষণামূলক নিবন্ধে বলা হয়, 'A cluster of patients with coronavirus disease 2019 (COVID-19) pneumonia caused by infection with severe acute respiratory syndrome coronavirus 2 (SARS-CoV-2) were successively reported in Wuhan, China. We aimed to describe the CT findings across different timepoints throughout the disease course.' [https://www.thelancet.com/journals/laninf/article/PIIS1473-3099(20)30086-4/fulltext#section-3d6acba1-acea-4be2-8dc9-b7e14e5b6583]

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে 'Pneumonia of unknown cause – China' শিরোনামে ৫ জানুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত নিবন্ধে বলা হয়, 'On 31 December 2019, the WHO China Country Office was informed of cases of pneumonia of unknown etiology (unknown cause) detected in Wuhan CityHubei Province of ChinaAs of 3 January 2020, a total of 44 patients with pneumonia of unknown etiology have been reported to WHO by the national authorities in China. Of the 44 cases reported, 11 are severely ill, while the remaining 33 patients are in stable condition. According to media reports, the concerned market in Wuhan was closed on 1 January 2020 for environmental sanitation and disinfection.

The causal agent has not yet been identified or confirmed. On 1 January 2020, WHO requested further information from national authorities to assess the risk.

National authorities report that all patients are isolated and receiving treatment in Wuhan medical institutions. The clinical signs and symptoms are mainly fever, with a few patients having difficulty in breathing, and chest radiographs showing invasive lesions of both lungs.' [https://www.who.int/csr/don/05-january-2020-pneumonia-of-unkown-cause-china/en]

'What is Covid-19?' wk‡ivbv‡g GKwU wbeÜ cÖKvwkZ nq The Guardian-G 13 †deªæqvwi 2020 Zvwi‡L| †mLv‡b ejv nq, 'The virus can cause pneumonia. Those who have fallen ill are reported to suffer coughs, fever and breathing difficulties. In severe cases there can be organ failure. As this is viral pneumonia, antibiotics are of no use. The antiviral drugs we have against flu will not work. If people are admitted to hospital, they may get support for their lungs and other organs, as well as fluids. Recovery will depend on the strength of their immune system. Many of those who have died were already in poor health.' [https://www.theguardian.com/world/2020/feb/13/what-is-covid-19]

উইকিপিডিয়ায় চীনের উহানের মানুষকে ব্যাপকহারে আক্রমণকারী এই রোগকে 'অজ্ঞাত কারণে নিউমোনিয়া' বলেই আখ্যায়িত করা হয়েছে। উইকিডিয়ায় '2019–20 coronavirus outbreak' শিরোনামের (নিয়মিত হালনাগাদকৃত) নিবন্ধে বলা হয়, 'In Wuhan, during December 2019, a cluster of cases displaying the symptoms of a "pneumonia of unknown cause" was linked to Huanan Seafood Wholesale Market, which had a thousand stalls selling fish, chickens, pheasants, bats, marmots, venomous snakes, spotted deer, and other wild animals (ye wei, bushmeat). In January 2020, the hypothesis was that this was a novel coronavirus from an animal source (a zoonosis).' [https://en.wikipedia.org/wiki/2019%E2%80%9320_coronavirus_outbreak]

নিউজিল্যান্ড স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে 'COVID-19 (novel coronavirus) – health advice for the general public' শিরোনামে প্রকাশিত নিবন্ধে (সর্বশেষ ৫ মার্চ ২০২০ তারিখে হালনাগাদকৃত) বলা হয়, 
'Symptoms
Symptoms of COVID-19 are similar to a range of other illnesses such as influenza. Having any of these symptoms does not necessarily mean that you have COVID-19.
Symptoms include: fever, coughing, difficulty breathing.
Difficulty breathing is a sign of possible pneumonia and requires immediate medical attention.' [https://www.health.govt.nz/our-work/diseases-and-conditions/covid-19-novel-coronavirus/covid-19-novel-coronavirus-health-advice-general-public#whatis]

করোনাভাইরাস সম্পর্কে এই নিবন্ধগুলো থেকে পরিষ্কারভাবে বুঝা যায়, এটা মূলত নিউমোনিয়া রোগ, অজ্ঞাত কোনো কারণে যার প্রাদুর্ভাব হয়েছে। লক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জ্বর, সর্দি, কাশি, হাঁচি, শ্বাসকষ্ট ইত্যাদি। এমনও বলা হয়েছে COVID-19 এর লক্ষণগুলি ইনফ্লুয়েঞ্জার মতো অন্যান্য অসুস্থতার লক্ষণের মতোই। এককথায় করোনাভাইরাসে কেউ আক্রান্ত হলে তার শরীরে সাধারণ ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়ার লক্ষণ ব্যতীত ভিন্ন কোনো লক্ষণ প্রকাশ পায় না। যেহেতু এই ভাইরাসে আক্রান্ত হওয়াকে 'অজ্ঞাত কারণে নিউমোনিয়া' বলেই প্রায় সব জায়গায় পরিচয় করা হয়, তাই দেখা যাক নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা শনাক্তকরণ পরীক্ষা এবং করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা পদ্ধতি কি এক, নাকি ভিন্ন?

'What actually happens during a coronavirus test?' শিরোনামে সিএনএনের ওয়েবসাইটে করোনাভাইরাস শণাক্তকরণ পদ্ধতি সম্পর্কে একটি নিবন্ধ (By Arman Azad) প্রকাশিত হয় ৪ মার্চ ২০২০ তারিখে, যা সর্বশেষ আপডেট করা হয় ১৩ মার্চ ২০২০ তারিখে। এমন একটি নিবন্ধ/প্রতিবেদনের জন্য খুব সম্ভবত ১০ থেকে ১২ দিন এই লেখাটিতে বিরতি দিয়ে তথ্যের সাগরে ডুব দিতে হয়। তেমন কিছুই খুঁজে পাওয়া যাচ্ছিল না পছন্দমতো। শেষে ১৩ তারিখে প্রকাশিত নিবন্ধটি পেয়ে ডুবন্ত অবস্থা থেকে ফিরে আসার মাধ্যমে লেখাটির বিরতি শেষ হয়। নিবন্ধটির একটা বড় অংশ উল্লেখ করা দরকার।
'(CNN)You have a fever. You're in respiratory distress. And you might even be hospitalized with pneumonia. Doctors worry you may have been infected with the novel coronavirus. What happens next?
Ideally, you'll be tested for the virus, which has sickened tens of thousands of people worldwide and killed more than 3,000.
While US health officials originally restricted coronavirus testing to only the sickest patients, Vice President Mike Pence announced earlier this month that any American -- with a doctor's order -- should soon be able to access the tests.
Questions remain over whether the US can meet a possible surge in testing demand, but those who are able to get tested can expect a fairly straightforward, and maybe even familiar, process.

You'll be swabbed
Testing for the new coronavirus isn't all that different from testing for the flu. First, doctors need to collect a specimen -- a sample that will be checked for the virus.

Health experts think the coronavirus replicates in the respiratory tract, causing respiratory illness, so the US Centers for Disease Control and Prevention recommends that clinicians swab your throat, going through both your mouth and your nose. People with "wet" coughs may also be asked to cough up sputum, a mixture of saliva and mucous.
It's unlikely that other bodily fluids will be tested, said Dr. David Hooper, chief of the Infection Control Unit at Massachusetts General Hospital. Because the illness so far has been flu-like and concentrated in the lungs, "they're probably not routinely testing for other types of body materials, such as stool or urine or blood. Although that may change in the future."

Your specimen will be sent to a qualified lab
Once a sample has been collected and stored in a sterile tube or vial, it's sent to a lab that has access to a test kit.
Quest Diagnostics and LabCorp have also launched their own tests and universities are developing tests, as well. ...

Your sample will be tested
Once samples arrive at a lab, technicians use a procedure called RT-PCR, or reverse transcriptase polymerase chain reaction, to look for the coronavirus. A similar test is sometimes used to identify the flu, and it allows clinicians to see whether a certain genetic sequence is present in a specimen -- such as the throat swab or sputum sample collected earlier.

Just like how every species has unique DNA, every virus has a unique genetic code. This code, called the viral genome, provides the blueprint for the virus as it replicates. Essentially, the coronavirus test works by determining whether any given specimen contains the distinct coronavirus genome.
To do that, technicians first extract any genetic information from the throat swabs and sputum samples. The purified genetic material is then mixed with a set of ingredients, including some derived from the coronavirus itself, and the entire solution is placed into a testing machine.
If a patient's specimen contains coronavirus, then the virus's genetic material will be amplified, and the machine will return a positive result. The viral sample will then be sent to the CDC's own lab in Atlanta, where the positive result will be confirmed.

How long does the test take?
Once a sample arrives at a state lab, test results can be available in as little as 24 hours, according to the Massachusetts Department of Public Health. That's important, said Hooper, because patients can be kept in isolation while awaiting coronavirus test results.
"When only the CDC was doing [tests] in the US," he said, "we would wait three days, or four, to get a result, which is obviously problematic if you have a patient in the hospital."

Individual hospitals are also working to develop their own tests, Hooper said, which "hopefully can be validated by the FDA under their emergency use protocol, and that would add to our capacity and would shorten turnaround time even further, so that we could potentially get a result within a couple of hours."
Commercial laboratories like LabCorp estimate three to four days from pickup of the specimen to release of the test result.
On Friday, the US Department of Health and Human Services announced it will fund two laboratories developing a diagnostic test that can detect novel coronavirus in approximately one hour.

What can go wrong?
Because the test looks for viral genetic material in a swab or sputum sample, the quality of a specimen is critical, said Hooper. "How much virus the patient actually is shedding, or is in the site that's sampled" also matters, he said.
A patient may shed more of the virus later in the infection than earlier, said Hooper, and the virus could have a greater affinity for certain parts of the respiratory tract. If the virus is drawn toward the lower respiratory tract, for example, then a throat swab may be less effective than a sputum sample.
It's also possible, Hooper said, that some people with the virus haven't been tested given the CDC's stringent testing criteria thus far. Coupled with limited testing capacity, clinicians have had to "prioritize the sickest and those in the hospital setting," he said.
But if enough tests were available, there would be "persons with exposure risks whom we would want to test even if they had few or no symptoms," said Hooper.
That's important not only for "public health reasons, but also to understand better what proportion of patients may shed virus before or even without symptoms altogether." [https://edition.cnn.com/2020/03/04/health/coronavirus-test-what-happens-explainer/index.html]

এই নিবন্ধ থেকে আমরা যেসব বিষয় পরিষ্কারভাবে জানতে পারি:
(এক) করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার লক্ষণ হলো জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ইত্যাদিতে আক্রান্ত হওয়া।
(দুই) নতুন করোনাভাইরাস পরীক্ষা করা ফ্লুর জন্য পরীক্ষা করা থেকে আলাদা নয়।
(তিন) ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ইনফেকশন কন্ট্রোল ইউনিটের প্রধান ডাঃ ডেভিড হুপার বলেছেন, এখনও অবধি অসুখটি ফ্লুর মতো।
(চার) নমুনাগুলি কোনও ল্যাবে পৌঁছানোর পরে প্রযুক্তিবিদরা করোনাভাইরাসটি অনুসন্ধানের জন্য 'আরটি-পিসিআর' নামক একটি পদ্ধতি ব্যবহার করেন।
(পাঁচ) ফ্লু শনাক্ত করার জন্য মাঝে মাঝে করোনাভাইরাসের মতো একই ধরণের পরীক্ষা করা হয়।

'How can you find out if you have Coronavirus? You will have to take one of these 5 tests' শিরোনামে ইকোনোমিক টাইমসের ওয়েবসাইটে ৭ মার্চ ২০২০ তারিখে (সর্বশেষ হালনাগাদ ২০ মার্চ ২০২০) করোনাভাইরাস শনাক্তকরণ প্রক্রিয়া সম্পর্কে প্রকাশিত একটি নিবন্ধ থেকে আরও জানা যায়, 'What's the test name to detect coronavirus?
This strain of the coronavirus COVID-19 - does not have a readily available test kit. But it can nevertheless be detected by a series of tests in the hospital.'


করোনাভাইরাস COVID-19-এর এই স্ট্রেনটিতে সহজেই উপলব্ধ কোনো টেস্ট কিট নেই। তবে তবুও এটি হাসপাতালের বিভিন্ন টেস্টের মাধ্যমে শনাক্ত করা যায়। বিশেষ করে 'আরটি-পিসিআর' পদ্ধতির মাধ্যমেই সাধারণত করোনাভাইরাস শনাক্ত করা হয়।

করোনাভাইরাস শনাক্ত করার জন্য ব্যবহৃত আরটি-পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাস সঠিকভাবে শনাক্তকরণ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা লাভ করার জন্য এবার আমরা 'Are Coronavirus Tests Accurate?' শিরোনামে যুক্তরাষ্ট্রের মেডিসিননেটের ওয়েবসাইটে ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি নিবন্ধ (By Karina Lichtenstein) কী বলছে, তা একটু দেখি।

'New cases of the novel coronavirus continue to increase worldwide, with 73,332 confirmed global cases of COVID-19 as of today, according to the World Health Organization (WHO). That includes 72,528 cases in China and 804 cases in 25 countries outside of China.
Some have questioned the accuracy of the statistics released by the Chinese government regarding the reported number of cases and deaths due to the outbreak. Now there are concerns about the accuracy of the laboratory tests used to confirm diagnoses.

Reports suggest some people test negative up to six times even though they are infected with the virus, according to the BBC and Chinese media. Such was the case with Dr. Li Wenliang, the ophthalmologist who first identified the outbreak and was reprimanded by Chinese authorities when he tried to warn others.

Dr. Wenliang developed a cough and fever after unknowingly treating an infected patient. He was hospitalized, testing negative for coronavirus several times before eventually receiving a positive result. On Jan. 30 the doctor posted: "Today nucleic acid testing came back with a positive result, the dust has settled, finally diagnosed," according to the BBC. Dr. Wenliang passed away on February 7 in Wuhan, the epicenter of the outbreak.

False-negative test results, where patients are told they do not have a condition when they actually do, cause several problems. Patients may be turned away from hospitals and medical facilities when they require care. They may infect others at home, work, school, or in the community. Patients' conditions may also worsen without treatment.

When faced with a highly infectious, potentially deadly pathogen, even a small number of false negatives can have a potentially serious and widespread impact on the larger population.

How Do Doctors Diagnose COVID-19?
Doctors use a laboratory test called RT-PCR to diagnose severe acute respiratory syndrome coronavirus 2, or SARS-CoV-2, the virus that causes COVID-19 illness. RT-PCR detects and amplifies genetic material of interest. MedicineNet author Melissa Conrad Stöppler, MD notes that "RT-PCR has been used to measure viral load with HIV and may also be used with other RNA viruses such as measles and mumps."

However, RT-PCR tests for the novel coronavirus are not perfect and not always accurate. A recent study in the journal Radiology examined medical records from 167 patients with COVID-19 from Hunan province in China. Researchers found that five patients out of 167 -- 3% of the study group -- who had chest CT scan features suggestive of COVID-19 initially tested negative for SARS-CoV-2 infection by RT-PCR. The patients were isolated and all eventually were confirmed through repeated swab tests to have the infection.

False negatives comprised just 3% of the patient population in this study. However, failure to detect a small number of cases of the potentially deadly viral infection may have wide-ranging effects for patients and others who may become infected.

Why Are Coronavirus Tests Inaccurate?
The study authors note that RT-PCR tests may produce false negatives due to laboratory error or insufficient amount of viral material collected from the patient. Samples that are stored or handled improperly also result in false negatives.

Tests may result in false negatives if the patient is tested too early in the course of infection and there is insufficient amount of virus to be detected. Improper sampling may result in a false negative.

Another potential problem with test kits: Faulty reagents. The CDC recently admitted test kits they distributed resulted in inconsistent results due to a problematic reagent required for the test. They are now manufacturing the reagents using stricter quality control measures.

In the middle of cold and flu season, it is possible that some people who are being tested for coronavirus do not actually have the infection. Symptoms like cough and fever are nonspecific and may occur with many conditions other than COVID-19.

What's the Solution?
In addition to the possibility of false negatives, authors of the Radiology study note that lab testing for SARS-CoV-2 is time-consuming and that test kits may be in short supply due to the rising number of infections.

So, what's the solution? Doctors in Hubei recently started diagnosing COVID-19 clinically based on patients' symptoms and lung imaging. These cases are reflected in the global tally of infected individuals. Clinically-diagnosed cases account for the approximately 15,000 new cases reported by China last week.

The study authors note typical CT findings can help medical personnel with early screening of suspected cases. Lung imaging may also help predict potential severe complications of the illness.
The authors note that early detection and isolation are essential tools in fighting the novel coronavirus. They recommend isolation and repeat swab tests for those who have symptoms of the illness and characteristic chest CT findings despite negative RT-PCR tests.

How Many People Really ARE Infected?
Many factors are likely to confound the real number of those who have contracted or died from SARS-CoV-2. The inclusion of clinically diagnosed cases of COVID-19 may further muddle the issue. Professor Paul Hunter of the University of East Anglia told Science Media Centre that previously suspected cases of the illness are now considered confirmed cases even though some may be caused by illnesses other than COVID-19.'
[https://www.medicinenet.com/script/main/art.asp?articlekey=228250]

এই নিবন্ধ থেকে যা জানা হলো:

(এক) চিকিৎসকরা আরটি-পিসিআর নামে একটি পরীক্ষা ব্যবহার করেন গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের সিন্ড্রোম করোনাভাইরাস ২ বা সার্স-কোভি-২ নির্ণয়ের জন্য, এটা এমন ভাইরাস, যা COVID-19 অসুস্থতার কারণ হয়।
(দুই) করোনাভাইরাসটির জন্য আরটি-পিসিআর পরীক্ষা নিখুঁত এবং সর্বদা নির্ভুল নয়।
(তিন) রোগ নির্ণয় নিশ্চিত করতে ব্যবহৃত ল্যাবরেটরি পরীক্ষাগুলোর যথার্থতা সম্পর্কে উদ্বেগ রয়েছে।
(চার) গবেষণার লেখকরা নোট করেছেন যে, আরটি-পিসিআর পরীক্ষাগুলি পরীক্ষাগারের ত্রুটির কারণে বা রোগীর কাছ থেকে সংগ্রহযোগ্য ভাইরাল উপাদানের অপর্যাপ্ত পরিমাণের কারণে ভুয়া নেগেটিভ ফলাফল তৈরি করতে পারে। যে নমুনাগুলি ভুলভাবে সংরক্ষণ করা হয় বা পরিচালনা করা হয় সেগুলো মিথ্যা নেতিবাচক ফলাফল প্রদান করে।
(পাঁচ) ঠান্ডা এবং ফ্লু মৌসুমের মাঝখানে, যাদের করোনাভাইরাস পরীক্ষা করা হয়, তাদের অনেকের প্রকৃতপক্ষে সংক্রমন না হবার সম্ভাবনা থাকে। কাশি এবং জ্বরের মতো লক্ষণগুলি অনর্থক এবং এগুলো COVID-19 ব্যতীত অনেকগুলো শর্তের সাথে দেখা দিতে পারে।
(ছয়) হুবাইয়ের চিকিৎসকরা সম্প্রতি রোগীদের লক্ষণ এবং ফুসফুস ইমেজিংয়ের উপর ভিত্তি করে ক্লিনিক্যালী COVID-19 নির্ধারণ শুরু করেছেন। এই ঘটনাগুলো সংক্রমিত ব্যক্তিদের বিশ্ব তালিকায় প্রতিফলিত হয়।
(সাত) যারা সার্স-কোভি-২ তে আক্রান্ত হয়েছেন বা মারা গেছেন তাদের প্রকৃত সংখ্যাটি অনেক কারণেই বিভ্রান্তিকর হবার সম্ভাবনা রয়েছে।
(আট) COVID-19-এর ক্লিনিক্যালি নির্ণয় করা মামলাগুলোর অন্তর্ভুক্তি বিষয়টিকে আরও জটিল করে তুলতে পারে।


করোনাভাইরাস শনাক্তকরন পদ্ধতির সীমাবদ্ধতা ও ত্রুটি সম্পর্কে আরো কিছু প্রতিবেদন দেখা যাক:


বিবিসি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয় ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে 'করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হঠাৎ বাড়লো, একদিনে ২৪২ জনের মৃত্যু' শিরোনামে। সেখানে বলা হয়, 'চীনের হুবেই প্রদেশে বুধবার ২৪২ জনের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। বলা হচ্ছে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এটিই ভয়ালতম দিন।
আক্রান্তের সংখ্যায়ও ব্যাপক উল্লম্ফন দেখা গিয়েছে। এদিন নতুন আক্রান্ত হয়েছে ১৪, ৮৪০ জন। ...
এখন অবশ্য যাদের শরীরে রোগের লক্ষণ প্রকাশিত হচ্ছে তাদেরকেও সংক্রমিত হিসেবে গণ্য করা হচ্ছে।
যাদের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা যাবে এবং সিটি স্ক্যানের মাধ্যমে ফুসফুসের সংক্রমণ দেখা যাবে তাদেরকেও করোনাভাইরাস সংক্রমিত বলা হবে। এর আগে যথাযথ পরীক্ষা করে ভাইরাসের উপস্থিতি পেলেই তাকে সংক্রমিত বলা হতো।
সম্ভবত নতুন এই সংজ্ঞায়নের কারণে আক্রান্তের সংখ্যার এই উল্লম্ফন একারণেই দেখা গেছে।
উহানে বুধবার মারা যাওয়া ২৪২ জনের মধ্যে ১৩৫ জনই ছিলো নতুন এই সংজ্ঞার অধীনে কোভিড-১৯ আক্রান্ত।
নতুন এই করোনাভাইরাস আক্রান্ত রোগীদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন কোভিড-১৯ বলেই অভিহিত করছে।' [https://www.bbc.com/bengali/news-51484851]

'করোনাভাইরাস থেকে বাঁচতে চিকিৎসক-নার্সদের চুল ফেলে দেয়ার হিড়িক' শিরোনামে দৈনিক যুগান্তরে ১৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে বুধবার। ওইদিন দেশটিতে করোনা আক্রান্ত কমপক্ষে ২৫৪ জন মারা গেছেন।
উল্লেখ্য, গত দুই সপ্তাহের মধ্যে মঙ্গলবার দেশটিতে সর্বনিম্ন আক্রান্ত হয় এবং মৃত্যুর সংখ্যাও আগের দিনের চেয়ে কম হয়। নতুন করে আক্রান্তের সংখ্যা কম হওয়ায় অনেকটাই আশার আলো জাগে বিশ্বজুড়ে। কিন্তু বুধবার থেকে ভাইরাস শনাক্তকরণে নতুন পদ্ধতি অবলম্বনে আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।
এতোদিন ধরে করোনাভাইরাস শনাক্তের জন্য শুধু আরএনএ পরীক্ষার ওপর নির্ভরশীল ছিল। এতে রিপোর্ট পেতে কয়েকদিন অপেক্ষা করতে হতো।
বুধবার থেকে দ্রুত করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হতে সিটি স্ক্যান শুরু করা হয়। যার ফলে বৃহস্পতিবার হুবেইয়ে ১৪ হাজার ৮৪০ জনকে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।' [https://www.jugantor.com/international/278167]

'চীনে বিভীষিকার দিন' শিরোনামে বিবিসি, এএফপি ও সিএনএনের সূত্রে এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক সমকালে ১৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে। সেখানে বলা হয়, 'বাঁচার আকুতিতে ভারি হয়ে উঠেছে উহানের লাশ পোড়া বাতাস। করোনাভাইরাস কভিড-১৯ মৃত্যুর ফরমান নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সেখানকার অলিগলি। ভাইরাস সংক্রমণ রোধে মৃতদের পুড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে লাশ পোড়া বাতাস ছড়িয়ে যাচ্ছে চীনের হুবেই প্রদেশ থেকে আরও দূরে। প্রায় দেড় মাস অবরুদ্ধ থাকা এক মৃত্যুপুরী যেন উহান। সেখানে আটকা পড়েছেন বহু বিদেশিও। খাদ্য সংকট ভয়াবহ রূপ নিয়েছে। এই মৃত্যু উপত্যকায় বেঁচে থাকার লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়ছেন বাসিন্দারা।

চীনের হুবেই প্রদেশে শুধু বুধবার মারা গেছেন ২৪২ জন এবং অন্যান্য প্রদেশে ১২ জন। এদিন দেশটিতে সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৭ জনে। এক দিনে দেশটিতে নতুন করে ১৪ হাজার ৮৪০ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সর্বশেষ সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজারে।
চীনে স্বাস্থ্য পরীক্ষার পদ্ধতি বদলানোয় দেশটিতে এক দিনেই কভিড-১৯ রোগে মৃত ও আক্রান্তের সংখ্যা হুট করে বেড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হুবেই প্রদেশে এখন কারও শরীরে করোনাভাইরাসের উপসর্গ যেমন- জ্বর, সর্দি, শুস্ক কাশি দেখা দিলেই তাকে সংক্রমিত হিসেবে গণ্য করা হচ্ছে। এ ছাড়া সিটি স্ক্যানের মাধ্যমে কারও ফুসফুসের সংক্রমণ ধরা পড়লেও তাকে সংক্রমিত হিসেবে ধরা হচ্ছে। এর আগে নিউক্লিক অ্যাসিড (ডিএনএ-আরএনএ) পরীক্ষা করে ভাইরাসের উপস্থিতি পেলেই তাকে সংক্রমিত বলা হচ্ছিল। ফলে আগে যে প্রক্রিয়ায় তথ্য দেওয়া হতো, প্রকৃত চিত্র তার চেয়েও খারাপ বলে ধারণা করা হচ্ছে। বিবিসির চীন প্রতিনিধি স্টিফেন ম্যাকডোনেল আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে এক বিশ্নেষণে সন্দেহ প্রকাশ করে বলেছেন, চীনের স্বাস্থ্য পরীক্ষার পদ্ধতিতেই গলদ আছে।' [https://samakal.com/todays-print-edition/tp-first-page/article/200226116]

এই প্রতিবেদনগুলো থেকে পরিষ্কার হয়, চীনে সিটি স্ক্যানের মাধ্যমে কারো ফুসফুসের সংক্রমণ ধরা পড়লেও তাকে করোনাভাইরাসে সংক্রমিত হিসেবেই ধরা হচ্ছে। কিন্তু ফুসফুসের সংক্রমণটা কি সাধারণ নিউমোনিয়ার কারণে, নাকি অন্য কারণে তা যাচাই করার যেমন সুযোগ নেই, প্রয়োজনও মনে করা হয় না। এটার প্রধান একটা কারণ এই হতে পারে, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য বিশেষ কোনো কীট নেই। কিন্তু তাই বলে যদি সাধারণ বা সিজনাল নিউমোনিয়ায় আক্রান্তকেও করোনাভাইরাসের রোগী বলে গণ্য করা হয় এবং করোনাভাইরাসের চিকিৎসার মতো তাদের চিকিৎসা করা হয়, তাহলে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা যেমন বাড়বে, করোনাভাইরাসে মৃত মানুষের সংখ্যাও বাড়বে, তাই না?

'Are coronavirus tests flawed?' শিরোনামে বিবিসির ওয়েবসাইটে একটি নিবন্ধ প্রকাশিত হয় ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে। তৈরি করেন বিবিসির স্বাস্থ্য এবং বিজ্ঞান সংবাদদাতা James Gallagher. নিবন্ধটির প্রায় পুরোটাই এখানে উল্লেখ করা হচ্ছে:
'There are deep concerns laboratory tests are incorrectly telling people they are free of the coronavirus.

Stories in several countries suggest people are having up to six negative results before finally being diagnosed.
Meanwhile, officials in the epicentre of the epidemic, Hubei province, China, have started counting people with symptoms rather than using the tests for final confirmation.
As a result, nearly 15,000 new cases were reported on a single day - a quarter of all cases in this epidemic.

What are these tests and is there a problem with them?
They work by looking for the genetic code of the virus.
A sample is taken from the patient. Then, in the laboratory, the virus's genetic code (if it's there) is extracted and repeatedly copied, making tiny quantities vast and detectable.

These "RT-PCR" tests, widely used in medicine to diagnose viruses such as HIV and influenza, are normally highly reliable.

"They are very robust tests generally, with a low false-positive and a low false-negative rate," Dr Nathalie MacDermott, of King's College London, says.

But are things going wrong?
A study in the journal Radiology showed five out of 167 patients tested negative for the disease despite lung scans showing they were ill. They then tested positive for the virus at a later date.

And there are numerous anecdotal accounts.

These include that of Dr Li Wenliang, who first raised concerns about the disease and has been hailed as a hero in China after dying from it.
Dr Li posted a picture of himself on social media from his hospital bed, on 31 Jan. The next day, he said, he had been diagnosed for coronavirus.
He said his test results had come back negative on multiple occasions before he had finally been diagnosed.
Chinese journalists have uncovered other cases of people testing negative six times before a seventh test confirmed they had the disease.
And similar issues have been raised in other affected countries, including Singapore and Thailand.
In the US, meanwhile, Dr Nancy Messonnier, of the Centers for Disease Control and Prevention, says some of its tests are producing "inconclusive" results.

What might be going on?
One possible explanation is the tests are accurate and the patients do not have coronavirus at the time of testing.
It is also cough, cold and flu season in China and patients may confuse these illnesses for coronavirus.
"The early signs of coronavirus are very similar to other respiratory viruses," Dr MacDermott says.
"Maybe they weren't infected when first tested.
"Then, over the course of time, they became infected and later tested positive for the coronavirus. That's a possibility."
Another option is the patients do have the coronavirus but it is at such an early stage, there is not enough to detect.
Even though RT-PCR tests massively expand the amount of genetic material, they need something to work from.
"But that doesn't make sense after six tests," Dr MacDermott says.
"With Ebola, we always waited 72 hours after a negative result to give the virus time."
Alternatively, there could be a problem with the way the tests are being conducted.

There are throat swabs and then there are throat swabs.
"Is it a dangle or a good rub?" asks Dr MacDermott.
And if the samples are not correctly stored and handled, the test may not work.
There has also been some discussion about whether doctors testing the back of the throat are looking in the wrong place.
This is a deep lung infection rather one in the nose and throat.

However, if a patient is coughing, then some virus should be being brought up to detect.

Coronaviruses are named for the tiny "crowns" that protrude from their surface.
A final option is the RT-PCR test for the new coronavirus is based on flawed science.
In order to develop the test, researchers must first pick a section of the virus's genetic code.
This is known as the primer. It binds with the matching code in the virus and helps bulk it up. Scientists try to pick a region of the virus's code they do not think will mutate.
But if there is a poor match between the primer and the virus in the patient, then an infected patient could get a negative result.
At this stage, it is impossible to tell exactly what is going on so lessons for other countries are unclear.
"It is not going to change that much," Dr MacDermott says.
"But it flags up that you have to test people again if they continue to have symptoms." [https://www.bbc.com/news/health-51491763]

১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে বিবিসি বাংলায় প্রতিবেদনটির বাংলা অনুবাদ প্রকাশিত হয় 'করোনাভাইরাস: শনাক্তকরণ পরীক্ষা পদ্ধতি কি ত্রুটিপূর্ণ?' শিরোনামে। [https://www.bbc.com/bengali/news-51523745]

এই প্রতিবেদনগুলো থেকে আমরা যেসব বিষয় পরিষ্কারভাবে জেনেছি, সেগুলোর মধ্যে অন্যতম হলো:
(এক) চীনে ১২ ফেব্রুয়ারির পর থেকে যাদের শরীরে করোনাভাইরাসের লক্ষণ প্রকাশিত হচ্ছে তাদেরকেও সংক্রমিত হিসেবে গণ্য করা হচ্ছে।
(দুই) যাদের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা যাবে এবং সিটি স্ক্যানের মাধ্যমে ফুসফুসের সংক্রমণ দেখা যাবে তাদেরকেও করোনাভাইরাস সংক্রমিত বলা হবে। এর আগে যথাযথ পরীক্ষা করে ভাইরাসের উপস্থিতি পেলেই তাকে সংক্রমিত বলা হতো।
(তিন) হুবেই প্রদেশে ১২ ফেব্রুয়ারির পর থেকে কারো শরীরে করোনাভাইরাসের উপসর্গ যেমন- জ্বর, সর্দি, শুষ্ক কাশি দেখা দিলেই তাকে সংক্রমিত হিসেবে গণ্য করা হচ্ছে। এ ছাড়া সিটি স্ক্যানের মাধ্যমে কারো ফুসফুসের সংক্রমণ ধরা পড়লেও তাকে সংক্রমিত হিসেবে ধরা হচ্ছে। এর আগে নিউক্লিক অ্যাসিড (ডিএনএ-আরএনএ) পরীক্ষা করে ভাইরাসের উপস্থিতি পেলেই তাকে সংক্রমিত বলা হচ্ছিল।
(চার) চীনের স্বাস্থ্য পরীক্ষার পদ্ধতিতেই গলদ আছে বলে সন্দেহ।
(পাঁচ) এইচআইভি এবং ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাস নির্ণয়ের জন্য বহুল ব্যবহৃত "আরটি-পিসিআর" পরীক্ষাগুলো সাধারণত অত্যন্ত নির্ভরযোগ্য।
(ছয়) At this stage, it is impossible to tell exactly what is going on so lessons for other countries are unclear.

(সাত) শেষ প্রতিবেদনের এই অংশটির দিকে আমরা আবার লক্ষ্য করি: বলা হয়েছে,

It is also cough, cold and flu season in China and patients may confuse these illnesses for coronavirus.
"The early signs of coronavirus are very similar to other respiratory viruses," Dr MacDermott says.

চীনা সাংবাদিকরা এমন সব লোকের তথ্যও প্রকাশ করেছে, সপ্তমবারের পরীক্ষায় যাদের করোনাভাইরাসের ফলাফল পজিটিভ আসার আগে প্রথম ছয়বারের পরীক্ষায় যাদের ফলাফল নেগেটিভ হয়েছে এবং সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ অন্যান্য ক্ষতিগ্রস্থ দেশগুলোতে অনুরূপ ইস্যু উত্থাপিত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলোর ডাঃ ন্যান্সি মেসনিয়ার বলেছেন, এর কয়েকটি পরীক্ষা "অনির্বাচিত" ফলাফল তৈরি করছে।
একটি সম্ভাব্য ব্যাখ্যা হল পরীক্ষাগুলো সঠিক এবং রোগীদের পরীক্ষার সময় করোনাভাইরাস ছিল না।
চীনে এখন কাশি, সর্দি এবং ফ্লু এর মওসুম চলমান এবং রোগীরা এই অসুস্থতাগুলোকে করোনাভাইরাস ভেবে বিভ্রান্ত হতে পারে।
ডক্টর ম্যাকডার্মট বলেছেন, "করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের সাথে খুব মিলে যায়।
"প্রথমবার পরীক্ষা করার সময় হয়তো তারা সংক্রমিত ছিল না।
"তারপরে, সময়ের সাথে সাথে তারা সংক্রমিত হবার পর করোনভাইরাসের জন্য ইতিবাচক পরীক্ষা করেছিল। এটি মাত্র একটি সম্ভাবনা।"

প্রশ্ন হতে পারে: ১. ছয় ছয়বার পরীক্ষা করার পরও যাদের করোনাভাইরাস শনাক্ত হয়নি এবং যাদের ব্যাপারে মনে করা হয়, তাদের পরীক্ষার সময় ওদের শরীরে করোনাভাইরাস ছিল না, তাহলে তাদের করোনাভাইরাস পরীক্ষা করা হলো কেন? শতবার ভেবেও এই প্রশ্নটির গ্রহণযোগ্য উত্তর দিতে তারা হিমশিম খাবে, যারা করোনাভাইরাসকে 'ভাইরাস' মনে করে এবং এটা প্রচার করে করে বিশ্বব্যাপী মানুষকে ভীত-সন্ত্রস্ত এবং আতঙ্কিত করার পেছনে, মানবসমাজে বিপর্যয় ডেকে আনার পেছনে অগ্রণী ভূমিকা রাখে। অবাক লাগে, আমরা করোনাভাইরাস এমন এক পরীক্ষার মাধ্যমে শনাক্ত করি, যা নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি ইত্যাদি রোগ শনাক্ত করতে ব্যবহৃত হয়। আমরা এমন অসংখ্য মানুষেরও করোনাভাইরাস পরীক্ষা করি, যাদের শরীরে করোনাভাইরাস নেই; এমনকি ছয় ছয়বার পরীক্ষা করেও যাদের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।

২. যেহেতু বলা হয়েছে, চীনে এখন কাশি, সর্দি এবং ফ্লু এর মওসুম চলমান এবং রোগীরা এই অসুস্থতাগুলোকে করোনাভাইরাস ভেবে বিভ্রান্ত হতে পারে। ডক্টর ম্যাকডার্মট বলেছেন, "করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের সাথে খুব মিলে যায়"; সেহেতু এটা কি সম্ভব নয়, অনেক অনেক মানুষের সাধারণ বা সিজনাল নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জাটা করোনাভাইরাস হিসেবেই শনাক্ত হয়ে যায়?

সর্বোপরি 'করোনাভাইরাস একটি ভাইরাস' এবং 'নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা এগুলো সংক্রামক বা ছোঁয়াচে রোগ' এই দু'টি পূর্বধারণাকে মাথার একপাশে রেখে 'Are coronavirus tests flawed?' এবং এর আগের এ সম্পর্কীয় নিবন্ধ/প্রতিবেদনগুলো অক্ষরে অক্ষরে পড়লে এই দু'টি পূর্বধারণাকে মাথার একপাশ থেকে আগের জায়গায় ফিরিয়ে আনতে ঐ সমস্ত লোকের অনেক কষ্ট হতে পারে, যারা খোলা মন নিয়ে এই নিবন্ধ পড়ছেন।

অন্তত এই লেখার প্রথম অধ্যায় কেউ খোলা মন নিয়ে পড়লেই চলবে, এই নিবন্ধ/প্রতিবেদনগুলো পড়ারও প্রয়োজন হবে না। কিন্তু যাদের মনে কোনো না কোনো দোষ আছে; যাদের মনুষত্ববোধে ত্রুটি আছে, তারা এই নিবন্ধের শক্তির চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী নিবন্ধ পড়লেও তাদের চিন্তাধারা তারা পাল্টাবে না। মানবজাতির সত্যিকার ক্ষতি এরাই করে। এরা মানুষ নয়, মানুষের ঘরে জন্ম নেয়া কোনো ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী।

পূর্বধারণা দু'টিকে মাথার একপাশ থেকে মাথার ভেতরে আগের জায়গা ফিরিয়ে নিতে বাধা দিতে পারে, এমন আরো কয়েকটি প্রতিবেদন/নিবন্ধ দেখা যাক:

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম EurekAlert এর ওয়েবসাইটে ৫ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত 'Wuhan CT scans reliable for coronavirus (COVID-19) diagnosis, limited for differentiation' শিরোনামের নিবন্ধে বলা হয়, 'Chest CTs have low rate of misdiagnosis and can standardize imaging features and transformation rules for rapid diagnosis, yet modality is limited for identification of and distinguishing between specific viruses.


Leesburg, VA, March 5, 2020--An article by radiologists from Wuhan, China--published open-access and ahead-of-print in the American Journal of Roentgenology (AJR)--concluded that chest CT had a low rate of misdiagnosis of COVID-19 (3.9%, 2/51) and could help standardize imaging features and rules of transformation for rapid diagnosis; however, CT remains limited for the identification of specific viruses and distinguishing between viruses.
Yan Li and Liming Xia at Tongji Hospital in Hubai Province studied the first 51 patients diagnosed with COVID-19 infection confirmed by nucleic acid testing (23 women and 28 men; age range, 26-83 years) and two patients with adenovirus (one woman and one man; ages, 58 and 66 years). In their retrospective cohort of 53 patients, as of February 9, a total of 99 chest CT examinations had been performed.
Comparing image reports of the initial CT study with laboratory test results to identify patterns suggestive of viral infection, according to Li and Xia, "COVID-19 was misdiagnosed as a common infection at the initial CT study in two patients with underlying disease and COVID-19."

Meanwhile, viral pneumonia was correctly diagnosed at the initial CT study in the remaining 49 patients with COVID-19 and two patients with adenovirus.

As Li and Xia explained: "CT of one of the two patients with confirmed adenovirus infection showed ill-defined patchy ground-glass opacities (GGOs), segmental and subpleural consolidations in both lungs, and pleural effusion. CT of the other patient showed subpleural GGOs and consolidation with vascular enlargement, interlobular septal thickening, and air bronchogram sign."

The CT findings seen in Li and Xia's two adenovirus cases were similar to those observed in their COVID-19 cases.

The two authors also found CT features of COVID-19 that differ from both severe acute respiratory syndrome coronavirus (SARS-CoV) and Middle East respiratory syndrome coronavirus (MERS-CoV): a reversed halo sign in two patients (3.9%) and pulmonary nodules with a halo sign in nine patients (17.6%).

"These findings are not mentioned, to our knowledge, in the studies in the literature," the authors noted.

"It is valuable for radiologists to recognize that the CT findings of COVID-19 overlap with the CT findings of diseases caused by viruses from a different family, such as adenovirus, and have differences as well as similarities with viruses within the same family, such as SARS-CoV and MERS-CoV," added Li and Xia.'
[https://www.eurekalert.org/pub_releases/2020-03/arrs-wcs030520.php]

এখানে বলা হয়েছে,
(এক) বুকের সিটিগুলিতে ভুল রোগ নির্ণয়ের হার কম থাকে এবং দ্রুত নির্ণয়ের জন্য ইমেজিং বৈশিষ্ট্য এবং রূপান্তরের নিয়মগুলোকে মানক করা যেতে পারে, তবুও নির্দিষ্ট ভাইরাসগুলোর শনাক্তকরণ এবং পার্থক্য করার জন্য কার্যকারিতা সীমিত।
(দুই) "অন্তর্নিহিত রোগ এবং COVID-19 আক্রান্ত দুটি রোগীর প্রাথমিক সিটি গবেষণায় একটি সাধারণ সংক্রমণ হিসাবে COVID-19 এ ভুল রোগ নির্ণয় করা হয়েছিল।" ...
লি এবং জিয়া'র দুটি অ্যাডেনোভাইরাস মামলায় দেখা সিটি ফলাফলগুলি তাদের COVID-19 ক্ষেত্রে দেখা একইরকম ছিল।
(তিন) "রেডিওলজিস্টদের পক্ষে এটি স্বীকৃতি মূল্যবান যে সিওভিড -১৯ এর সিটি ফলাফলগুলি অ্যাডেনোভাইরাস জাতীয় পরিবার থেকে ভাইরাসজনিত রোগের সিটি আবিষ্কারের সাথে ওভারল্যাপ হয় এবং তার মধ্যে পার্থক্য পাশাপাশি একই পরিবারে ভাইরাসের সাথে মিল রয়েছে যেমন, SARS-CoV এবং MERS-CoV হিসাবে।"

'পরীক্ষায়ও ধরা পড়ছে না করোনাভাইরাস সংক্রমণ' শিরোনামে দৈনিক যুগান্তরে ০৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'করোনাভাইরাস আক্রান্তদের অনেককে পরীক্ষার পরেও সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। চীনের চিকিৎসকরা এমনটিই জানিয়েছেন।
চীনের একাডেমি অব মেডিকেল সায়েন্সের প্রধান ওয়াং চেনকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, অনেকের পরীক্ষার ফল ‘ফলস নেগেটিভ’ এসেছে।
তিনি চীনের টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, অসুস্থদের যারা নতুন ধরনের করোনাভাইরাসে সত্যিই আক্রান্ত, টেস্ট করে তাদের মধ্যে ৩০ থেকে ৫০ শতাংশের পজিটিভ পাওয়া যাচ্ছে।
এই বিজ্ঞানী আরও জানান, এখনও অনেকের লালা পরীক্ষা করে ফলস নেগেটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে। যার মানে সত্যিকার অর্থেই যতজন এন করোনাভাইরাস আক্রান্ত, তার অর্ধেকের ক্ষেত্রে পরীক্ষায় ধরা পড়েনি।
যে প্রদেশের উহান শহর থেকে নতুন ধরনের এই করোনাভাইরাস প্রথমে ছড়িয়েছে, সেই হুবাই এখন করোনাভাইরাস শনাক্তে সিটি স্ক্যান শুরু করেছে। বলা হচ্ছে, এই পরীক্ষায় দ্রুত রোগ শনাক্ত সম্ভব।'

[https://www.jugantor.com/international/276105]

এই প্রতিবেদন অনুসারে, করোনাভাইরাসে সত্যিই আক্রান্ত (অসুস্থ), তবু তাদের মধ্যে পরীক্ষায় শুধু ৩০ থেকে ৫০ শতাংশের (গড়ে ৪০ শতাংশ) পজিটিভ ফলাফল আসছে! কেমন অদ্ভুত কথা। 'সত্যিই আক্রান্ত' যাদের পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসছে, পরীক্ষা ছাড়াই তারা 'সত্যিই আক্রান্ত', এটা কিভাবে নিশ্চিত হওয়া গেলো!
অন্য কোনো ক্ষেত্র হলে এটা নিয়ে অনেক ব্যঙ্গ-বিদ্রুপ, হাসাহাসিও হতো হয়তো। সিরিয়াস বিষয় বলে কথা। প্রমাণিত হচ্ছে, পরীক্ষা ছাড়াই অনেককে 'করোনাভাইরাসের রোগী' বানিয়ে দেয়া হচ্ছে। এমনটা বিশ্বের কয়টা দেশে হয়েছে বা হচ্ছে, বিশ্বব্যাপী কতজন মানুষ এ পর্যন্ত এমন ঘটনার শিকার হয়েছে কেউ বলতে পারবে না। এমন ঘটনার শিকার হয়ে এ পর্যন্ত কতজন মানুষ কত বিব্রতকর পরিস্থিতি শুধু নয়, বিপদ এবং ক্ষতির মুখোমুখি হয়েছে, কেউ বলতে পারবে না। করোনাভাইরাসের প্রচলিত পরীক্ষা করোনাভাইরাস শনাক্তের জন্য যথাযথ নয় বলেই এমন অসংখ্য ঘটনাও অস্তিত্ব লাভ করছে, যাদের পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসছে, তারাও করোনাভাইরাস পজিটিভ! এদের অনেকের পরিণতি হয়েছে বড়ই বিপর্যয়কর।

'কীভাবে শনাক্ত করা হয় করোনাভাইরাস আছে কি নেই' শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয় প্রথম আলোয় ৪ এপ্রিল ২০২০ তারিখে, যা তৈরি করেছেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক সাবরিনা মরিয়ম ইলিয়াস। সেখানে বলা হয়, 'মানুষের জিনটির উপস্থিতি অনেক সময় আরএনএ কম পরিমাণে থাকলে নাও আসতে পারে। কিন্তু যদি তিনটি PCR-ই নেগেটিভ আসে অর্থাৎ ডিএনএ বৃদ্ধি হতে না পারে, তাহলে আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষাটির পুনরাবৃত্তি করতে হবে। এখানে বলে রাখা উচিত যে, PCR-এর পজিটিভ বা নেগেটিভ ফলাফলের সঙ্গে সঙ্গে রোগীর মধ্যে রোগের কী কী লক্ষণ দেখা গেছে, তার অন্য কোনো অসুখ আছে কি না এবং আনুষঙ্গিক লক্ষণসমূহ বিবেচনা করে, তবেই রোগীর কোভিড-১৯ আছে কি নেই তা নির্ণয় করতে হবে। PCR-এর জন্য নমুনাগুলো তৈরি করার সময় প্রতিটি ধাপে খুব সতর্কতা অবলম্বন করতে হয়। নমুনা সংগ্রহ থেকে শুরু করে মেশিনে বসানোর আগে পর্যন্ত প্রতিটি ধাপে এ সতর্কতা অবলম্বন করতে হয়। কোনোভাবে একটি নমুনার সঙ্গে আরেকটি নমুনা মিশে গেলে PCR-এ 'ফলস পজিটিভ' ফলাফল আসতে পারে। অর্থাৎ, প্রকৃতপক্ষে রোগীর কোভিড-১৯ না থাকলেও রেজাল্ট আসতে পারে যে, তার আছে। আবার নমুনাগুলো সংগ্রহের সময় সঠিক ব্যবস্থা গ্রহণ না করা হলে বা ঠিকমতো সংরক্ষণ না করলে বা জিনে কোনো ধরনের মিউটেশন বা পরিবর্তন থাকলে প্রাইমারটি ঠিকমতো সংযুক্ত হতে পারে না ডিএনএর সঙ্গে। এ ক্ষেত্রেও PCR-এ 'ফলস নেগেটিভ' রেজাল্ট আসবে। অর্থাৎ প্রকৃতপক্ষে রোগীর কোভিড-১৯ থাকলেও রেজাল্ট আসতে পারে যে, তার রোগটি নেই; যেটা রোগীর সঠিক চিকিৎসার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। এ জন্য এই রোগ নির্ণয়ের প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে অনুসরণ করতে হয়।' [https://www.prothomalo.com/technology/article/1648639]

ফলস পজিটিভ ফলাফল আসার একটিমাত্র উদাহরণ দেয়া যাক। বাংলাদেশ প্রতিদিনে ২৩ মার্চ ২০২০ তারিখে 'একেবারেই ভিন্ন উপসর্গ, তবুও করোনা আক্রান্ত এই তরুণী' শিরোনামে প্রকাশিত একটি সংবাদে বলা হয়, 'প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। এরই মধ্যে বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিদিন বেড়েই চলেছে মৃত ও আক্রান্তের সংখ্যা।
করোনাভাইরাসের লক্ষণ হিসেবে এতদিন সাধারণত সর্দি, জ্বর, কাশি ,শ্বাস কষ্টের কথা জানা যাচ্ছিল। তবে মানুষ ভেদে করোনার লক্ষণ ভিন্নও হতে পারে।
২০ বছর বয়সী এক মার্কিন নারী করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর তার লক্ষণগুলো প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন করোনার ভিন্নধর্মী  লক্ষণ।
প্রথমে স্বাভাবিক ঠান্ডা লেগেছিল জুলিয়ার। ফেব্রুয়ারির ২৯ তারিখে তার শরীরে ব্যথা শুরু হয়। সেই সঙ্গে মাথা ব্যথা, গলা জ্বলা, কানে শুনতে না পাওয়ার সমস্যা ছিল তার। শরীরের তাপমাত্রা ছিল ১০০.২ ডিগ্রি ফারেনহাইট। এরপর মার্চের ৩ তারিখ। কানে তখনও কিছু শুনছে পাচ্ছিলেন না তিনি। সেই সাথে কোনও কিছুর ঘ্রাণ নেওয়া বা স্বাদ নেওয়ার ক্ষমতাও ছিল না তার। তবে কোনও ধরনের কফ বা নাকে পানি আসার মত সমস্যা ছিল না জুলিয়ার।
দিনের পর দিন ক্রমাগত বাড়তে থাকে জুলিয়ার মাথা ব্যথা। যার জন্য স্বাভাবিকভাবে প্যারাসিটামল ওষুধ খেয়েছিলেন তিনি। এরপর বিশ্রামের জন্য মার্চের ৫ থেকে ১৩ তারিখে নিজেই কোয়ারেন্টাইনে যান জুলিয়া। তিনি বলেন, ততদিনে আমার সব সমস্যার সমাধান হতে শুরু করেছে, আমি কানে শুনতে পাচ্ছি, আমার ঘ্রাণ ইন্দ্রিয়ও কাজ করছে। সেই সাথে মুখের স্বাদও ফিরে এসেছে।
এরপর ১৩ তারিখের পর পরিবারের সদস্যদের অনুরোধে করোনা পরীক্ষা করান তিনি। মেডিকেল পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ আসে তার। অবাক হয়ে যান জুলিয়া। কারণ করোনা আক্রান্ত রোগীর মধ্যে যেসব সাধারণ লক্ষণ প্রকাশ পাওয়ার কথা তার চেয়ে ব্যতিক্রম তার লক্ষণগুলো। তবুও কোভিড-১৯ পজিটিভ আসে তার। এরপর পর্যাপ্ত চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন জুলিয়া।' [https://www.bd-pratidin.com/coronavirus/2020/03/23/513511]

শেষে উল্লেখিত নিবন্ধ-প্রতিবেদনগুলো থেকে আমরা করোনাভাইরাসের পরীক্ষা সম্পর্কে খুঁটিনাটি অনেকগুলো বিষয় বুঝতে সক্ষম হয়েছি। সব বাদ দিলেও অন্তত এই কথাগুলো আমাদের কাছে পরিষ্কার হবার কথা:

(এক) করোনাভাইরাস COVID-19-এর এই স্ট্রেনটিতে সহজেই উপলব্ধ কোনো টেস্ট কিট নেই। তবে তবুও এটি হাসপাতালের বিভিন্ন টেস্টের মাধ্যমে শনাক্ত করা যায়। বিশেষ করে 'আরটি-পিসিআর' পদ্ধতির মাধ্যমেই সাধারণত করোনাভাইরাস শনাক্ত করা হয়।
(দুই) 'আরটি-পিসিআর' পদ্ধতিটি এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ইত্যাদি রোগ নির্ণয়ের ক্ষেত্রেই সাধারণত ব্যবহার করা হয়।
(তিন) নতুন করোনাভাইরাস পরীক্ষা করা ফ্লুর জন্য পরীক্ষা করা থেকে আলাদা নয়।
(চার) সিটি স্ক্যানের মাধ্যমে কারো ফুসফুসের সংক্রমণ ধরা পড়লেও তাকে করোনাভাইরাসে সংক্রমিত হিসেবেই ধরা হচ্ছে। কিন্তু ফুসফুসের সংক্রমণটা কি সাধারণ নিউমোনিয়ার কারণে, নাকি অন্য কারণে তা যাচাই করার যেমন সুযোগ নেই, প্রয়োজনও মনে করা হয় না। এই ফাঁকে সাধারণ নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত মানুষও করোনাভাইরাসের রোগী হিসেবে চিহ্নিত হবার সমূহ অবকাশ রয়েছে এবং হচ্ছেও।
(পাঁচ) আরটি-পিসিআর পরীক্ষাগুলো পরীক্ষাগারের ত্রুটির কারণে বা রোগীর কাছ থেকে সংগ্রহযোগ্য ভাইরাল উপাদানের অপর্যাপ্ত পরিমাণের কারণে ভুয়া নেগেটিভ ফলাফল তৈরি করতে পারে।
(ছয়) করোনাভাইরাসের বিশ্বব্যাপী প্রচলিত পরীক্ষায় বড় ধরনের খুঁত রয়েছে, যে কারণে কখনো কখনো 'করোনাভাইরাসে আক্রান্ত' রোগীর পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসে, আবার 'করোনাভাইরাসে আক্রান্ত নয়', এমন রোগীর পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে।

এজন্য 'Are Coronavirus Tests Accurate?' শিরোনামে যুক্তরাষ্ট্রের মেডিসিননেটের ওয়েবসাইটে ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি নিবন্ধে (By Karina Lichtenstein) বলা হয়, 'Many factors are likely to confound the real number of those who have contracted or died from SARS-CoV-2. (যারা SARS-CoV-2 তে আক্রান্ত হয়েছেন বা মারা গেছেন তাদের আসল সংখ্যাটি অনেক কারণেই বিভ্রান্ত করার সম্ভাবনা রয়েছে।)'  [https://www.medicinenet.com/script/main/art.asp?articlekey=228250]

প্রশ্ন ছিল, যদি করোনাভাইরাসে আক্রান্ত কারো সংস্পর্শে না গিয়েও, গত কয়েক মাসে চীনে বা অন্য কোনো দেশে না গিয়েও বিশ্বের অনেক দেশের অনেক মানুষ করোভাইরাসে আক্রান্ত হয়ে যায়, এমনকি মৃত্যুবরনও করে, তাহলে তারা কিভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে?
এই প্রশ্নের প্রথম বিকল্প উত্তর হিসেবে আমরা করোনাভাইরাস শনাক্তকরণ প্রক্রিয়া সম্পর্কে মোটামুটি অবহিত হবার পর এটা স্বীকার করতে নিশ্চয়ই কুন্ঠিত হবো না, করোনাভাইরাস শনাক্তকরণ প্রক্রিয়ায় ত্রুটি বা বিভ্রান্তি থাকার কারণে যেভাবে 'করোনাভাইরাস আছে এমন' অনেকের ক্ষেত্রে নেগেটিভ ফলাফল আসে, তেমনি 'করোনাভাইরাস নেই এমন' অনেকের ক্ষেত্রে পজিটিভ ফলাফল আসে। পজিটিভ ফলাফল আসার অন্যতম প্রধান কারণ হলো, করোনাভাইরাস পরীক্ষার জন্য নতুন কোনো পরীক্ষা-পদ্ধতি উদ্ভাবন না করে (বা না থাকায়) নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা পরীক্ষা করা হয় যে পদ্ধতিতে, সে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। শুধু তা-ই নয়, চীনে শেষ দিকে যাদের শরীরে শুধু লক্ষণ প্রকাশ পেয়েছে (করোনাভাইরাস আর নিউমোনিয়ার লক্ষণ একেবারে কাছাকাছি), তাদের আর কোনো পরীক্ষা না করেই করোনাভাইরাসে আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে। এতে কি এমন অসংখ্য মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে পরিগণিত হয়নি, যারা সত্যিকারার্থে করোনাভাইরাসে নয়, বরং সাধারণ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল?
একটি নিবন্ধে তো পরিষ্কারভাবে বলা হয়েছে, 'CT remains limited for the identification of specific viruses and distinguishing between viruses (নির্দিষ্ট ভাইরাস শনাক্তকরণ এবং ভাইরাসের মধ্যে পার্থক্য করার জন্য সিটি'র সীমাবদ্ধতা রয়েছে)'.
প্রচলিত পরীক্ষায় এই গুরুতর ত্রুটি থাকার পরও আমরা কিভাবে নিশ্চিত হতে পারি করোনাভাইরাসে আক্রান্ত কারো সংস্পর্শে না গিয়েও, গত কয়েক মাসে চীনে বা অন্য কোনো দেশে না গিয়েও বিশ্বের বিভিন্ন দেশে যাদের করোনাভাইরাস শনাক্ত হয়, তাদের এটা সাধারণ নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা নয়, বরং সত্যিই করোনাভাইরাস? চীনে যদি এসময় করোনাভাইরাসের উপদ্রব দেখা না দিতো, তাহলে এসব নিউমোনিয়া সাধারণ নিউমোনিয়া হিসেবেই পরিগণিত হতো এবং এসব রোগে আক্রান্তদের চিকিৎসা সাধারণ নিউমোনিয়ার চিকিৎসার মতোই করা হতো।
এই বিষয়টা আরো পরিষ্কারভাবে বুঝার জন্য এবার আমরা করোনাভাইরাসে আক্রান্ত কারো সংস্পর্শে না গিয়েও এবং (চীন ছাড়া অন্য দেশের ক্ষেত্রে) গত কয়েক মাসে চীনে বা অন্য কোনো দেশে না গিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হবার আরো কিছু ঘটনা (কিছু ঘটনার পুণরোল্লেখও হতে পারে) আরেকটু কাছ থেকে দেখার চেষ্টা করবো:

 (১) চীন:
'করোনাভাইরাসে নতুন আতঙ্ক, আক্রান্ত হলেও লক্ষণ প্রকাশ পাচ্ছে না' শিরোনামে দৈনিক যুগান্তরে ২২ ফেব্রুয়াারি ২০২০ তারিখে রয়টার্সের সূত্রে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান থেকে চারশ মাইল উত্তরে আনইয়াংয়ে ভ্রমণে যান ২০ বছর বয়সী এক চীনা তরুণী। সেখানে তার সঙ্গে পরিবারের আরও পাঁচ সদস্য আক্রান্ত হয়েছেন, কিন্তু তাদের কারোরই শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের লক্ষণ প্রকাশ পায়নি। ...
জানজু ইউনিভার্সিটি ও কলেজের পিপলস হাসপাতালের ডা. মেইউন ওয়াং বলেন, উহান থেকে এক নারী আনইয়াংয়ে গিয়েছিলেন গত ১০ জানুয়ারি। পরে স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেন। যখন তারা অসুস্থতা অনুভব করতে শুরু করেন, চিকিৎসক তাদের আলাদা করে ফেলেন এবং তাকে করোনাভাইরাসের পরীক্ষা করেন।
প্রথম ওই নারীর শরীরে করোনাভাইরাস নেই বলেই দেখা গেছে। কিন্তু পরবর্তী পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস পজেটিভ প্রতিবেদন এসেছে।
তার পাঁচ আত্মীয়ের শরীরেও কভিড-১৯ নিউমোনিয়ার সংক্রমণ ঘটেছে। কিন্তু ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ওই তরুণীর শরীরে করোনার কোনো লক্ষণ প্রকাশ পায়নি।
তার বক্ষে সিটি স্ক্যানে তাকে স্বাভাবিকই দেখা গেছে। তার কোনো জ্বর ছিল না। পেটে ব্যথা কিংবা শ্বাসপ্রশ্বাসঘটিত কোনো লক্ষণও দেখা যায়নি। ছিল না কোনো গলা ব্যথাও।
এই গবেষণার ওপর ভিত্তি করে বিজ্ঞানীদের দাবি, কভিড-১৯ ভাইরাসের প্রতিরোধ এতে কঠিন হয়ে পড়বে।' [https://www.jugantor.com/international/281232]

২০ বছর বয়সী ওই চীনা তরুণী উহান থেকে চারশ মাইল উত্তরে আনইয়াংয়ে ভ্রমণে যান ১০ জানুয়ারি। ১১ ফেব্রুয়ারি পর্যন্তও ওই তরুণীর শরীরে করোনার কোনো লক্ষণ প্রকাশ পায়নি! উহান-ফেরত ওই তরুণী উহান থেকে ফেরার এক মাস পরও সে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া দূরের কথা, তার শরীরে করোনার কোনো লক্ষণও প্রকাশ পায়নি! বিশ্বাসযোগ্য, নাকি অবিশ্বাস্য? আরো বিস্ময়কর ব্যাপার হচ্ছে, 'তার বক্ষে সিটি স্ক্যানে তাকে স্বাভাবিকই দেখা গেছে। তার কোনো জ্বর ছিল না। পেটে ব্যথা কিংবা শ্বাসপ্রশ্বাসঘটিত কোনো লক্ষণও দেখা যায়নি। ছিল না কোনো গলা ব্যথাও।' তবু তার কাছ থেকে তার পাঁচ আত্মীয়ের শরীরেও কভিড-১৯ নিউমোনিয়ার সংক্রমণ ঘটেছে!! এটা সবাই জানে, কাউকে করোনাভাইরাস আক্রমণ করলে তার শরীরে ১৪ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। কিন্তু এক মাস পরও যাকে করোনা আক্রমণ করেনি, এমনকি তার শরীরে কোনো লক্ষণও প্রকাশ পায়নি, তার কাছ থেকে তার পাঁচ আত্মীয়ের করোনায় আক্রান্ত হবার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা কেউ দিতে পারবেন? 'কান নিয়েছে চিলে'র মতো ঘটনা হবার সম্ভাবনা কি এখানে খুব বেশি নয়?

(২) তাইওয়ান
'তাইওয়ানে করোনা সংক্রমণে প্রথম মৃত্যু' শিরোনামে দৈনিক সমকালে ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে তাইওয়ানে একজনের মৃত্যু হয়েছে। ৬০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুই করোনায় আক্রান্ত হয়ে চীন নিয়ন্ত্রিত তাইওয়ানে প্রথম মৃত্যু। তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন শি-চুং রোববার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই পুরুষের বয়স ৬০ বছর। সাম্প্রতিক সময়ে তিনি কোন দেশ ভ্রমণ করেননি। তিনি ডায়াবেটিস ও হেপাটাইটিস বিতে আক্রান্ত ছিলেন।' [https://samakal.com/international/article/200212764]

'দেশের বাইরে না গিয়েই করোনা ভাইরাসে আক্রান্ত, তাইওয়ানে প্রথম মৃত্যু' শিরোনামে চ্যানেল আইয়ের অনলাইনে ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে তাইওয়ানে প্রথম একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চাং মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ৬১ বছর বয়সী ওই ট্যাক্সি চালক আগে থেকেই ডায়াবেটিস এবং হেপাটাইটিস বি’তে আক্রান্ত ছিলেন। এ নিয়ে এ ভাইরাসে চীনের বাইরে ৫ জনের মৃত্যু হলো। ...
তিনি জানান, তাইওয়ানে মৃত ব্যক্তি দেশের বাইরে ভ্রমণ না করলেও তার ট্যাক্সির যাত্রীরা ছিলেন মূলত হংকং, ম্যাকাও এবং চীনের মূল ভূখন্ড থেকে তাইওয়ানে আসা লোকজন।
ওই ট্যাক্সি চালকের পরিবারের আরেক সদস্যের দেহেও করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছে গার্ডিয়ান।
একই পরিবারের এই দু'জনই তাইওয়ানের প্রথম স্থানীয় সংক্রমণের ঘটনা। অর্থাৎ এরা দেশের বাইরে থেকে আক্রান্ত হয়ে আসেননি, বরং দেশের ভেতরে থাকা অবস্থায় ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। এই সংক্রমণের উৎস খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
'এখন পর্যন্ত আমরা বের করতে পারিনি তার কার কার সঙ্গে যোগাযোগ হয়েছিল। তাই আমরা সংক্রমণের উৎস খুঁজে পাওয়ার আশায় সক্রিয়ভাবে তদন্তকাজ চালিয়ে যাচ্ছি,' বলেন তিনি।
এর আগে টানা তৃতীয় দিনের মতো নতুন করে ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার দাবি করে চীন। ভাইরাসের সংক্রমণ রোধে দেশটির হুবেই প্রদেশে জনগণ ও যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।'

চীন নিয়ন্ত্রিত তাইওয়ানে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণকারী ব্যক্তি সাম্প্রতিক সময়ে কোনো দেশ ভ্রমণ করেননি। তিনি ডায়াবেটিস ও হেপাটাইটিস বি'তে আক্রান্ত ছিলেন। করোনায় আক্রান্তও হয়েছেন, এমনকি মারাও গেছেন, কিন্তু তিনি কোনো দেশ ভ্রমণ করেননি! তাহলে তাঁকে কোত্থেকে করোনা সংক্রমণ করেছে? তিনি আগে থেকেই ডায়াবেটিস এবং হেপাটাইটিস বি'তে আক্রান্ত ছিলেন। করোনাকে ছোঁয়াচে বলে বিশ্বাস করার পরও; তিনি অন্য কোনো করোনা রোগী থেকে সংক্রমিত হয়েছেন, এটা নিশ্চিত না হবার পরও; এমনকি অন্য কোনো দেশে তিনি ভ্রমণ করেননি, এটা নিশ্চিত হবার পরও তাঁকে করোনায় আক্রান্ত মনে করার অর্থ: করোনা আসলেই ছোঁয়াচে নয় অথবা করোনার পরীক্ষা বিভ্রান্তির উর্ধ্বে না হবার কারণে করোনায় আক্রান্ত নয়, এমন লোকও করোনা পজিটিভ বলে শনাক্ত হচ্ছে।

দ্বিতীয় প্রতিবেদনে বলা হয়, 'একই পরিবারের এই দু'জনই তাইওয়ানের প্রথম স্থানীয় সংক্রমণের ঘটনা। অর্থাৎ এরা দেশের বাইরে থেকে আক্রান্ত হয়ে আসেননি, বরং দেশের ভেতরে থাকা অবস্থায় ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। এই সংক্রমণের উৎস খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
'এখন পর্যন্ত আমরা বের করতে পারিনি তার কার কার সঙ্গে যোগাযোগ হয়েছিল। তাই আমরা সংক্রমণের উৎস খুঁজে পাওয়ার আশায় সক্রিয়ভাবে তদন্তকাজ চালিয়ে যাচ্ছি,' বলেন তিনি।'
এই দুইজনের করোনায় আক্রান্ত হওয়াকে 'তাইওয়ানের প্রথম স্থানীয় সংক্রমণের ঘটনা' বলে স্বীকার করে নেয়া হয়েছে। তাইওয়ানের কেউ যদি এদের আগে করোনায় আক্রান্ত হতো, দেশি বা বিদেশি, তাহলে সেই ব্যক্তিই হতো তাইওয়ানের প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি। কিন্তু এদের আগে তাইওয়ানের কেউ আক্রান্ত হবার ঘটনা ঘটেনি। প্রশ্ন হচ্ছে, চীন বা উহানের সাথে সম্পর্ক ছাড়া এবং করোনায় আক্রান্ত কারো সংস্পর্শ ছাড়াও করোনায় আক্রান্ত হওয়া কি সম্ভব? যদি সম্ভব হয়, তাহলে করোনাভাইরাস 'ভাইরাস' হয় কেমন করে?
তাইওয়ানের এই ঘটনাকে বলা হচ্ছে 'স্থানীয় সংক্রমণ'। করোনাভাইরাস যদি চীন থেকে ছড়িয়ে পড়ে থাকে, এটি যদি সংক্রামক হয়ে থাকে, তাহলে 'স্থানীয় সংক্রমণ' এর অস্তিত্ব বিশ্বাস করার কোনো ভিত্তি থাকে?
নিউমোনিয়ার পরীক্ষার পদ্ধতিতে করোনা পরীক্ষা করায় আমরা সাধারণ নিউমোনিয়াকেও করোনাভাইরাস মনে করছি না তো!

(৩) জাপান
'করোনাভাইরাসে প্রথম মৃত্যু জাপানে' শিরোনামে দৈনিক যুগান্তরে ১৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'প্রাণঘাতী করোনাভাইরাসে জাপানে প্রথমবারের মতো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভাইরাসটিতে চীনের বাইরে ফিলিপিন্সে একজনের মৃত্যুর পর বৃহস্পতিবার জাপান সেদেশে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
কভিড-১৯ এ মারা যাওয়া অশীতিপর ওই জাপানি নারী থাকতেন টোকিওর দক্ষিণ-পশ্চিমের কানাগাওয়া এলাকায়। মৃত্যুর পর তার নভেল করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হন কর্মকর্তারা।' [https://www.jugantor.com/international/278616]

'করোনাভাইরাস: চীনে আক্রান্তের সংখ্যা বাড়লো কেন?' শিরোনামে  বিবিসি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয় ১৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে। সেখানে বলা হয়, 'বৃহস্পতিবার জাপানে করোনাভাইরাসে একজনের মৃত্যুর ঘোষণা এসেছে - টোকিওর দক্ষিণ-পশ্চিমে কানাগাওয়া শহরের বাসিন্দা ওই নারীর বয়স ছিল প্রায় ৮০ বছরের মতো।
জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে, ওই নারীর মৃত্যুর পরে তার স্বাস্থ্য পরীক্ষায় এই রোগের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে।
এবং এই প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চীনের হুবেই প্রদেশের সাথে তার কোনও সুস্পষ্ট যোগসূত্র নেই।' [https://www.bbc.com/bengali/news-51499092]

চীনের হুবেই প্রদেশের সাথে কোনো যোগসূত্র ছাড়া 'প্রায় ৮০ বছরের মতো' বয়সী ওই নারী কোত্থেকে করোনাভাইরাসের 'ভাইরাসে' আক্রান্ত হলো? চীন থেকে ওই মহিলাকে এই ভাইরাস মিসাইলের মতো টার্গেট করে কি আক্রমণ করেছে?
যাদের করোনাভাইরাস নেই, করোনাভাইরাসের পরীক্ষা তাদেরকেও করোনাভাইরাসে আক্রান্তদের দলে অনুপ্রবেশের ক্ষেত্রে ভূমিকা রাখে, এসব ঘটনা তা প্রমাণ করার জন্য যথেষ্ট।

(৪) দক্ষিণ কোরিয়া
''Patient 31' and South Korea's sudden spike in coronavirus cases' শিরোনামে আল জাজিরার ওয়েবসাইটে ৩ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে (by Kelly Kasulis) বলা হয়, 'The situation here was not really serious until mid-February. It began to get very serious starting with patient 31," said Hwang Seung-sik, a spatio-temporal epidemiologist at Seoul National University.


"Before patient 31, our strategies to contain the virus were working. But after countless people were infected by patient 31, it became very difficult to control.' [https://www.aljazeera.com/news/2020/03/31-south-korea-sudden-spike-coronavirus-cases-200303065953841.html]

এনবিসি নিউজের ওয়েবসাইটে ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে 'Coronavirus updates: South Korea reports big jump in cases, virus spreading in Chinese prisons' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, The total number of COVID-19 cases stemming from ''patient 31'' in the city of 2.5 million people — which is two hours south of the capital, Seoul — comes to 58, and of the total 42 made contact at the church. ...
Little is known about the woman known as "patient 31" except that she is in her early 60s, had no recent record of overseas travel and was diagnosed with pneumonia last weekend. — Stella Kim' [https://www.nbcnews.com/news/world/coronavirus-update-south-korea-reports-big-jump-cases-virus-spreading-n1140201]

লাইভ সায়েন্স ডটকম এর ওয়েবসাইটে ''Superspreader' in South Korea infects nearly 40 people with coronavirus' শিরোনামে ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By Nicoletta Lanese - Staff Writer) বলা হয়, 'The 61-year-old woman attends the Shincheonji Church of Jesus the Temple of the Tabernacle of the Testimony in Daegu, South Korea, according to the international news outlet AFP. The city, located in the southern part of the country, is home to about 2.5 million people. The woman, called "Patient 31" by Korea's Centers for Disease Control and Prevention, developed a fever on Feb. 10 and attended four church services before being diagnosed with COVID-19.

Despite running a fever, the woman twice refused to be tested for the coronavirus, as she had not recently traveled abroad, according to The Guardian. So far, she and 37 other members of the church have tested positive for the novel coronavirus, called SARS-CoV-2, and 52 additional churchgoers have shown symptoms of infection but have not yet been tested. (SARS-CoV-2 is the name of the coronavirus that causes COVID-19.)'
[https://www.livescience.com/coronavirus-superspreader-south-korea-church.html]

"রোগী ৩১" নামে অভিহিত মহিলা সম্পর্কে তেমন কিছু জানা যায় না। শুধু এতোটুকু জানা যায়, তাঁর বিদেশের ভ্রমণের কোনও সাম্প্রতিক রেকর্ড ছিল না এবং গত সপ্তাহান্তে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
বিদেশে ভ্রমণের কোনো রেকর্ড নেই, তবু তাঁর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়াকে করোনাভাইরাস বলে গণ্য করা হয়েছে, এটা একটা হতবাক করা তথ্য নয়? শুধু তা-ই নয়, মনে করা হচ্ছে, তাঁর কাছ থেকে আরো ৫৮ জন করোনা 'ভাইরাসে' আক্রান্ত হয়েছেন!
যে মহিলার বিদেশ ভ্রমণের কোনো রেকর্ডই নেই, চীন বা চীনের উহান ভ্রমণ দূরের কথা, সে মহিলার করোনাভাইরাসে আক্রান্ত হওয়াটা কিভাবে 'ভাইরাস'জনিত ঘটনা হলো, কেউ কি বলতে পারবেন?
অথচ বলা হচ্ছে, "Before patient 31, our strategies to contain the virus were working. But after countless people were infected by patient 31, it became very difficult to control."

বিষয়টা সচেতন সবাইকে অবাক করার কথা। এই মহিলাকে একদিকে "রোগী ৩১" নামে অভিহিত করা হয়, অপরদিকে 'সুপারস্প্রেডার' বলেও অপবাদ দেয়া হয়।
সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি বলে মহিলাটি দু'দুবার করোনাভাইরাস পরীক্ষা করতে অস্বীকার করেছিল, তবু তাকেই দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী মনে করা হচ্ছে, এমনকি তাকে সুপারস্প্রেডার বলেও অপবাদ দেয়া হচ্ছে।
শুধু করোনাভাইরাসকে একটি 'ভাইরাস', সংক্রামক/ছোঁয়াচে রোগ মনে করা এবং করোনাভাইরাস শণাক্তকরণে ফাঁক থাকার কারণে এভাবে বিশ্বব্যাপী এ পর্যন্ত কত মানুষ বিপদগ্রস্থ হয়েছে, সংকটাপন্ন হয়েছে, কেউ বলতে পারবে না।
করোনাভাইরাসকে ভাইরাস মনে না করলে এবং নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগকে ছোঁয়াচে বলে মনে না করলে মহিলাটিকে কোনোভাবেই সুপারস্প্রেডার নয়, শুধু 'স্প্রেডার' মনে করারও অবকাশ থাকতো না। তখন করোনাভাইরাসে প্রথম আক্রান্ত সব রোগী সম্পর্কে এই প্রশ্ন জাগতো, কোত্থেকে হঠাৎ করে এতোগুলো মানুষ অল্প কয়দিনের ব্যবধানে নিউমোনিয়ায় আক্রান্ত হলো?
'দক্ষিণ কোরিয়ায় করোনায় এক দিনে আক্রান্ত দ্বিগুণ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় প্রথম আলোয় ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে। সেখানে বলা হয়, 'চীন থেকে দক্ষিণ কোরিয়ায় ছড়িয়েছে ভয়াবহ করোনাভাইরাস। দেশটিতে করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির সংখ্যা এক দিনে প্রায় দ্বিগুণ হয়েছে। দেশটির একটি হাসপাতালে অন্য অসুস্থতা নিয়ে ভর্তি হওয়া রোগীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন।
তবে আক্রান্ত ব্যক্তিদের চীনের কোনো নাগরিকের সঙ্গে বা করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সঙ্গে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই ভাইরাসটি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।' [https://www.prothomalo.com/international/article/1641278]
প্রথমে বলা হয়েছে, 'চীন থেকে দক্ষিণ কোরিয়ায় ছড়িয়েছে ভয়াবহ করোনাভাইরাস।' পরে বলা হয়েছে, 'তবে আক্রান্ত ব্যক্তিদের চীনের কোনো নাগরিকের সঙ্গে বা করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সঙ্গে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।'
সম্পৃক্ততা পাওয়া না যাওয়া সত্ত্বেও এটা 'ভাইরাস' হলো কী করে, চীন থেকে দক্ষিণ কোরিয়া পৌঁছে গেলো কী করে? চীন থেকে দক্ষিণ কোরিয়ার দূরত্ব কি ৬ ফুট থেকেও কম?!
দক্ষিণ কোরিয়ায় এমন কোনো সুপারস্প্রেডারের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমতি হয়নি, যিনি চীন ফেরত নন, বরং অন্য কোনো উৎস থেকে সংক্রমিত হতে পারে, আপাতত এই সম্ভাব্যতার উপর বিশ্বাস পোষন করতে কি কোনো বাধা আছে?

(৫) ভারত
'ভারতে করোনা ভাইরাসের হানা, প্রাণ গেলো তরুণীর' শিরোনামে দৈনিক ইত্তেফাকে ২৮ জানুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'এবার ভারতের কলকাতায় করোনা ভাইরাসের বলি হলেন এক তরুণী। এ ঘটনায় দেশটির বিভিন্ন রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২১ জানুয়ারি রাত ১১টায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষ পর্যন্ত সোমবার শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা গেলেন ৩২ বছর বয়সী থাইল্যান্ডের এই তরুণী।
হাসপাতাল সূত্র জানাচ্ছে, করোনা ভাইরাসের মতো সমস্ত উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার মধ্যে পেটের সমস্যা, বমি বমি ভাব এবং জ্বরের উপসর্গ দেখা দিয়েছিল। অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল।
সূত্রের খবর, গত বছরের নভেম্বরের শেষ দিকে থাইল্যান্ড ছেড়ে ভারতে আসেন এই তরুণী। তার আগে নেপালেও গিয়েছিলেন তিনি।
ভারতের থাই কনসুলেট জেনারেলকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মৃতের সমস্ত পরীক্ষার রিপোর্ট চেয়েছেন।
এদিকে থাইল্যান্ডে এখন পর্যন্ত করোনা ভাইরাসের আক্রমণে কমপক্ষে আটজন মারা গেছেন।'

[https://www.ittefaq.com.bd/worldnews/126215]

'করোনাভাইরাস : থাইল্যান্ডে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩' শিরেনামে দৈনিক ইনকিলাবে ১১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'থাইল্যান্ডে আরও একজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। জানুয়ারিতেই থাইল্যান্ডে করোনাভাইরাসের উপস্থিতি প্রথম ধরা পড়ে।' [https://www.dailyinqilab.com/article/267405]

জানুয়ারিতেই থাইল্যান্ডে করোনাভাইরাসের উপস্থিতি প্রথম ধরা পড়ে। অথচ গত বছরের নভেম্বরের শেষ দিকে থাইল্যান্ড ছেড়ে ভারতে আসেন ওই তরুণী। নেপালে গিয়েছিলেন তার আগে। সবচেয়ে বড় কথা তিনি চীনে যাননি। এবার বলুন, কার কাছ থেকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন?
মজার বিষয় হলো, ওই তরুণী করোনা 'ভাইরাসে'র বলি হবার পর দেশটির বিভিন্ন রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে!
চীনে না গিয়েও, থাইল্যান্ডের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হবার অনেক আগে থাইল্যান্ড থেকে দেশে ফিরেও ওই তরুণীর করোনা 'ভাইরাসে' আক্রান্ত হবার সম্ভাব্য কারণ এই হতে পারে: করোনাভাইরাসের পরীক্ষা যথাযথ না হওয়ার কারণে ওই তরুনী করোনাভাইরাসে আক্রান্ত না হওয়া সত্ত্বেও করোনাভাইরাস পজিটিভ ফলাফল আসে।
করোনাভাইরাস কোনো দেশে বিস্তার লাভের পরও সে দেশে এমন আরো অনেক ঘটনা ঘটতে পারে, এই কথা অস্বীকার করতে পারবেন কেউ?

(৬) বাংলাদেশ

'বাংলাদেশে করোনায় প্রথম একজনের মৃত্যু' শিরোনামে সময় নিউজের ওয়েবসাইটে ১৮ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি পুরুষ, তার বয়স ৭০। ওই ব্যক্তি খুবই উচ্চ-ঝুঁকির মধ্যে ছিলেন। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ফুসফুসের সমস্যা ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তার হৃদযন্ত্রের সমস্যা ছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন। তিনি বিদেশে যান নাই, কিন্তু বিদেশ ফেরত ব্যক্তির মাধ্যমে সংক্রমিত হয়েছেন।' [https://m.somoynews.tv/pages/details/203456]

'করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজনের মৃত্যু' শিরোনামে দৈনিক  যুগান্তরে ১৮ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসে সমস্যা এবং হার্টের অসুখ ছিল। হার্ট সমস্যার কারণে সম্প্রতি তার স্টেনটিং বা রিং পরানো হয়।' [https://www.jugantor.com/national/290465]

প্রথম মৃত্যুবরণকারী ব্যক্তি সম্পর্কে বলা হয়, 'বিদেশে যান নাই, কিন্তু বিদেশ ফেরত ব্যক্তির মাধ্যমে সংক্রমিত হয়েছেন।' কিন্তু বিদেশ-ফেরত কার মাধ্যমে সংক্রমিত হয়েছেন, তার উল্লেখ কোনো সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। যদি সত্যিই তিনি কোনো 'বিদেশ ফেরত' থেকে সংক্রমিত হতেন, তাহলে বিদেশ-ফেরত ওই ব্যক্তি কথা উল্লেখ করার পাশাপাশি সে করোনায় আক্রান্ত কিনা, তা-ও উল্লেখ করা দরকার ছিল। কোনো কারচুপি হয়ে থাকতে পারে। কারণ প্রথম মৃত্যুবরণকারী ব্যক্তি সম্পর্কে এমন তথ্য আর কোনো সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়নি। তবে প্রায় সব সংবাদমাধ্যমেই উল্লেখ করা হয়েছে, 'তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসে সমস্যা এবং হার্টের অসুখ ছিল। হার্ট সমস্যার কারণে সম্প্রতি তার স্টেনটিং বা রিং পরানো হয়।' এই রকম তথ্য।
সুতরাং এই সম্ভাবনা প্রবল, করোনাভাইরাসের পরীক্ষা সাধারণ নিউমোনিয়ার পরীক্ষার মতো করার ফলে এই ধুম্রজালের সৃষ্টি।

'করোনায় মৃত দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল' শিরোনামে চ্যানেল আইয়ের ওয়েবসাইটে ২১ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের দ্বিতীয় যে ব্যক্তিটি মারা গেছেন, তিনি সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক (৭৩)।
মৃত ওই ব্যক্তির করোনা আক্রান্তের বিষয়ে জানা গেছে, তিনি নিজে কিংবা তার পরিবারের কেউ বিদেশফেরত ছিলেন না।
দারুস সালাম থানার ওসি জানান, 'অবসরের সময়ে ওই ব্যক্তি শুধু বাসা ও মসজিদের মধ্যে যাতায়াত সীমাবদ্ধ রেখেছিলেন। তিনি বাসাতেই থাকতেন, বের হতেন শুধু নামাজ পড়ার জন্য।'

দ্বিতীয় মৃত ব্যক্তি নিজে কিংবা তার পরিবারের কেউ বিদেশফেরত ছিলেন না। তবু করোনা 'ভাইরাসে' কোত্থেকে সংক্রমিত হলেন?

'করোনাভাইরাস: বাংলাদেশে 'কমু্যুনিটি সংক্রমণ' শুরু, পঞ্চম ব্যক্তির মৃত্যু' শিরোনামে বিবিসি বাংলায় ২৫ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট পাঁচজনের মৃত্যু হলো। তবে এই প্রথম সংস্থাটি স্বীকার করে নিলো যে বাংলাদেশে সীমিত আকারে হলেও কম্যুনিটি সংক্রমণ হচ্ছে বলে সংস্থাটি ধারণা করে।
তবে ২৪ ঘণ্টায় নতুন কোন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের কম্যুনিটি ট্রান্সমিশন হয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলছেন, ''আমরা দুইটি ক্ষেত্রে অনুসন্ধান করছিলাম। এখন পর্যন্ত সেখানে সংক্রমিত হওয়ার উৎস সম্পর্কে জানা যায়নি। সে কারণে সীমিতভাবে কম্যুনিটি ট্রান্সমিশন হয়ে থাকতে পারে বলে আমরা মনে করছি। কিন্তু কম্যুনিটি ট্রান্সমিশন বলার আগে আগে আমাকে বিস্তারিত তথ্যের বিশ্লেষণে বলতে হবে।'' ...
কম্যুনিটি সংক্রমণ প্রশ্নে এর আগে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, ''যখন কোন সংক্রমক রোগের বিস্তার এমনভাবে ঘটে যে, তার উৎস সম্পর্কে তথ্য জানা যায় না, যেমন কোভিড-১৯ এর ক্ষেত্রে যখন বিদেশফেরতদের সংস্পর্শ ছাড়াই একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির শরীরে রোগটি ছড়িয়ে পড়ে, হয়তো কাজ বা কেনাকাটা করতে গিয়ে, অথবা এমন মানুষের মধ্যে ছড়ায় যারা মনে করেন যে, তারা আক্রান্ত হয়নি, এভাবে রোগটি ছড়িয়ে পড়লে তখন তাকে কম্যুনিটি সংক্রমণ বলা হয়।' [https://www.bbc.com/bengali/news-52031308]

করোনাভাইরাস যদি সত্যিই ভাইরাস হয়ে থাকে, তাহলে কম্যুনিটি সংক্রমণ কিভাবে সম্ভব, তা যে দেশেই হোক?


(৭) যুক্তরাষ্ট্র
'1,000 Quarantined after New York Family's COVID-19 Diagnosis' শিরোনামে ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে ৪ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'Health officials seeking to prevent the spread of COVID-19 in New York state focused Wednesday on a suburban community where four members of the same family and a neighbor have been diagnosed with the virus, ordering new testing and putting about 1,000 people in self-quarantine. ...


Gov. Andrew Cuomo detailed the procedures after meeting with local officials in Westchester County, north of New York City, where test results came back positive for the wife, two children and neighbor of a lawyer hospitalized with the disease. The new results brought the number of confirmed cases in the state to six.

Cuomo said people who've come into contact with them will be tested and should sequester themselves in their homes. They include eight people who worked with the lawyer and his wife at their law firm and hospital workers who treated him, as well as the neighbor's children.

“Whenever you find a case, it is about containment and doing the best you can to keep the circle as tight as possible,” Cuomo said.

The 50-year-old lawyer, who commuted by train from New Rochelle to work at a small Manhattan law firm, has an underlying respiratory illness that potentially put him in more danger from the disease, officials said. He is being treated in the intensive care unit of a Manhattan hospital.

Cuomo said the lawyer had no known travel history to countries where the outbreak of the new coronavirus has been sustained. State and city officials said the man had done some other traveling recently, including an early February trip to Miami.'
[https://www.voanews.com/science-health/coronavirus-outbreak/1000-quarantined-after-new-york-familys-covid-19-diagnosis]

নিউইয়র্ক রাজ্যে সিওভিড -১৯ এ আক্রান্ত প্রথম ব্যক্তি হিসেবে ৫০ বছর বয়সী এমন এক আইনজীবিকে চিহ্নিত করা হয়েছে, যার শ্বাসকষ্টের অন্তর্নিহিত অসুস্থতা রয়েছে এবং যার কোনও ভ্রমণ ইতিহাস নেই। তবু তিনি কোত্থেকে চীনে উৎপত্তি হওয়া একটি ভাইরাসজনিত রোগে আক্রান্ত হলেন?
যদি করোনাভাইরাস সত্যিই 'ভাইরাস' হয়, তাহলে যেহেতু তার কোনও ভ্রমণ ইতিহাস নেই, তাই এই আইনজীবির ক্ষেত্রে দু'টো বিষয়ের একটি সত্য হবে: হয়তো করোনাভাইরাস কোনো ভাইরাস নয়; বিশ্বের যে কেউ যে কোনো সময় এতে আক্রান্ত হতে পারে, নয়তো করোনাভাইরাসের পরীক্ষায় এমন লোকদেরও করোনাভাইরাস পজিটিভ হয়, যারা সত্যিই করোনাভাইরাসে আক্রান্ত নয়; বরং সাধারণ নিউমোনিয়ায় আক্রান্ত।

'দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে এক দিনে আক্রান্ত ৫৯৪' শিরোনামে প্রথম আলোয় ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ দ্বিতীয় কোভিড-১৯ রোগীর তথ্য নিশ্চিত করেছে। আক্রান্ত ব্যক্তি ক্ষতিগ্রস্থ এলাকায় যাননি বা আক্রান্ত কারও সংস্পর্শেও ছিলেন না। কর্তৃপক্ষ আক্রান্ত ব্যক্তির নাম-পরিচয় গোপন রেখে জানিয়েছে, তিনি একজন বয়স্ক নারী এবং তিনি নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।'

[https://www.prothomalo.com/international/article/1642376]

নিউইয়র্কের মতো ক্যালিফোর্নিয়ায়ও এমন এক রোগীকে দ্বিতীয় কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে, যিনি ক্ষতিগ্রস্থ এলাকায় যাননি বা আক্রান্ত কারও সংস্পর্শেও ছিলেন না; যিনি বয়স্ক এবং নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। ওই মহিলার করোনাভাইরাসে সংক্রমণ যে প্রচলিত অর্থে কোনো ভাইরাসজনিত নয়, এতে কি কোনো সন্দেহ আছে? বরং এই সম্ভাবনাই বেশি, করোনাভাইরাস শনাক্তকরন পরীক্ষা আর নিউমোনিয়া শনাক্তকরণ পরীক্ষা প্রায় একই রকমভাবে করার কারণে অনেক ক্ষেত্রে সাধারণ নিউমোনিয়ায় আক্রান্তরাও করোনাভাইরাসে আক্রান্ত বলে মনে হয়।

'Doctor who treated first US coronavirus patient says COVID-19 has been 'circulating unchecked' for weeks' শিরোনামে সিএনবিসি'র ওয়েবসাইটে ৬ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By Berkeley Lovelace Jr. and William Feuer) বলা হয়, 'That’s all changed since last weekend. There are now well over two dozen cases in the U.S. of person-to-spread, many of which are proving to have been transmitted openly in the community, and it appears to be getting worse, according to state health officials.


State and local health have confirmed community transmission cases in California, Washington state, New York and North Carolina — where a woman contracted the virus on a trip to Washington state in what appears to be the nation's first domestic travel-related infection. ...

Some hospitals still haven’t instituted strict isolation protocols for everyone being tested, and some state officials are even starting to relax hospital quarantine rules for patients who test positive. One woman in New York is under self-quarantine at her home in Manhattan.

State health officials said a California patient was not under quarantine as doctors appealed to the CDC to test her. Since she hadn't been to Wuhan, or been in contact with anyone who was, she was out and about in her community.' [https://www.cnbc.com/2020/03/06/doctor-who-treated-first-us-coronavirus-patient-says-covid-19-has-been-circulating-unchecked-for-weeks.html]

মার্কিন যুক্তরাষ্ট্রে 'ব্যক্তিগতভাবে ছড়িয়েছে' বলে মনে করা দুই ডজনেরও বেশি মামলা বিশ্বাস করা তখনই সম্ভব হবে, যখন করোনাভাইরাসকে 'ভাইরাস' মনে করা হবে না, নতুবা করোনাভাইরাসে আক্রান্ত নয়, তবু পরীক্ষার ত্রুটির কারণে অনেকের ক্ষেত্রে করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হয়, এই কথাটা বিশ্বাস করা হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউইয়র্ক এবং উত্তর ক্যারোলাইনাতে স্থানীয়ভাবে সংক্রমণের ঘটনা ঘটেছে। চীনে ছড়িয়ে পড়া ভাইরাস যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে সংক্রমণ কিভাবে সম্ভব? মানুষ কি এতোই বোকা হয়ে গেছে, এসব অদ্ভুতুড়ে সংবাদ শুনেই বিশ্বাস করে ফেলবে!

ক্যালিফোর্নিয়ায় এক রোগীকে পরীক্ষা দেওয়ার জন্য চিকিৎসকরা সিডিসির কাছে আবেদন করেছিলেন, যিনি উহানে ছিলেন না বা এমন কারও সাথে যোগাযোগ করেননি, যিনি উহানে ছিলেন; তিনি বাইরে ছিলেন এবং তার সম্প্রদায়ের মধ্যে ছিলেন। তবু কিভাবে তাকে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হলো?
করোনাভাইরাস বিশ্বব্যাপী এতো ভয়ানক 'ভাইরাসে' পরিণত হলো, যারা করোনাভাইরাসের গায়ে 'ভাইরাস' বা ছোঁয়াচে তকমা লাগিয়েছিল, তারাও হয়তো ভাবতে পারেনি বিষয়টা এতোদূর গড়াবে!

'করোনাভাইরাস: চীনে আক্রান্তের সংখ্যা বেড়েছে, বাংলাদেশে বিমান বন্দরে সতর্কতা' শিরোনামে একটি প্রতিবেদন (ফারহানা পারভীন কর্তৃক তৈরিকৃত)  প্রকাশিত হয় বিবিসি বাংলায় ২০ জানুয়ারি ২০২০ তারিখে। সেখানে বলা হয়, 'প্রাথমিকভাবে গবেষকরা বলেছিলেন যারা চীনের উহান শহরে মাছের বাজারে গিয়েছিলেন তারা এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
কিন্তু এমন কয়েকজন রোগী পাওয়া গেছে যারা কোন মাছের বাজার বা বাজারেই যাননি। অবশ্য এই ভাইরাস সম্পর্কে এখনো খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না।
ডা. সেবরিনা ফ্লোরা (ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর-এর পরিচালক) বলছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা আশঙ্কা করছে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে তবে এখনো এত বৃহৎ পরিসরে ভাবছে না সংস্থাটি এবং ভাইরাসটা ছোঁয়াচে কিনা সে ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করে কিছু বলেনি।' [https://www.bbc.com/bengali/news-51173808]

জানা যায়নি, কখন থেকে করোনাভাইরাসকে ছোঁয়াচে বলে নিশ্চিত হওয়া গেছে। অবশ্য করোনাভাইরাস নামের মধ্যেই 'ভাইরাস' শব্দটি প্রথম থেকে ব্যবহৃত হওয়ায় খুব সম্ভবত মানুষ একে ছোঁয়াচে বলে ঘোষণা দেয়ার অপেক্ষা করেনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ছোঁয়াচে বলে নিশ্চিত হবার আগেই বা প্রচার শুরু করার আগেই মানুষ একে 'ভাইরাস' বা ছোঁয়াচে বলে বিশ্বাস করতে শুরু করেছে। দোষটা কিন্তু মানুষের নয়।

ভক্স মিডিয়ার ওয়েবসাইটে 'The CDC's rocky effort to get Americans tested for coronavirus, explained' শিরোনামে ৬ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By Brian Resnick and Dylan Scott) বলা হয়, 'The CDC confirmed eight days ago that the virus was in community transmission in the United States—that it was infecting Americans who had neither traveled abroad nor were in contact with others who had.


In South Korea, more than 66,650 people were tested within a week of its first case of community transmission, and it quickly became able to test 10,000 people a day. The United Kingdom, which has only 115 positive cases, has so far tested 18,083 people for the virus.' [https://www.vox.com/science-and-health/2020/3/6/21168087/cdc-coronavirus-test-kits-covid-19]

সিডিসি আট দিন আগে নিশ্চিত করেছে যে, ভাইরাসটি মার্কিন যুক্তরাষ্ট্রে কমিউনিটি ট্রান্সমিশনে রয়েছে, এটি এমন অনেক আমেরিকানদের সংক্রমিত করেছে যারা বিদেশে ভ্রমণ করেনি বা করোনাভাইরাসে আক্রান্ত কারো সংস্পর্শে আসেনি।
দক্ষিণ কোরিয়ার কমিউনিটি ট্রান্সমিশনের কথাও এখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু কিভাবে এই কমিউনিটি ট্রান্সমিশন, এই প্রশ্নের উত্তর আপাতত বিশ্বের কারো কাছে নেই। শুধু করোনাভাইরাসকে 'ছোঁয়াচে' বলে বিশ্বাস করার কারণেই, 'ভাইরাস' নাম দেয়ার কারণেই কেউই প্রশ্নটির উত্তর খুঁজে পাচ্ছে না।

সম্ভাব্য উত্তর হতে পারে: করোনাভাইরাস ছোঁয়াচে নয়, এটা একই সাথে একাধিক দেশের মানুষকে আক্রমণ করতে পারে। অথবা করোনাভাইরাসের পরীক্ষায় বড় ধরনের ত্রুটি থাকার কারণে অনেক সময় সাধারণ নিউমোনিয়া রোগীও করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হয়। অথবা অন্য কোনো কারণে একাধিক দেশের মানুষকে করোনাভাইরাস আক্রমণ করেছে, এক দেশের মানুষের সাথে অন্য দেশের মানুষের কোনো সংস্পর্শ বা যোগাযোগ ছাড়া।
সময়ই বলে দিতে পারে কোনটা সঠিক?

(৮) ইতালি
'Coronavirus updates: South Korea reports big jump in cases, virus spreading in Chinese prisons' শিরোনামে এনবিসি নিউজের ওয়েবসাইটে ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'Six Italians have tested positive for the coronavirus in the northern Italian region of Lombardy, a local official said on Friday in the first known cases of local transmission in Italy of the potentially deadly illness.


''We have got six cases of coronavirus,'' Lombardy councillor Giulio Gallera told a news conference, adding that hundreds of people who had been in contact with the patients were now being tested to see if they had been infected.

The first person confirmed to have contracted the virus was believed to have fallen ill after meeting a friend who had recently returned from China. Residents of the northern towns of Codogno and Castiglione d’Adda were being urged to stay at home as medical tests continued. — Reuters' [https://www.nbcnews.com/news/world/coronavirus-update-south-korea-reports-big-jump-cases-virus-spreading-n1140201]

এই নিবন্ধ লেখার মনস্থ করে ৬ ফেব্রুয়ারি একটি ফেসবুকে পোস্টে করোনাভাইরাস নিয়ে একটি লেখা তৈরি করার ঘোষণা দিয়েছি। কাছে থাকা তথ্যগুলো দিয়ে এবং করোনার সর্বশেষ পরিস্থিতির উপর ভিত্তি করে লেখাটি তৈরি শুরু করা হয়েছে। কিন্তু দিন যতই গড়িয়েছে, ততই করোনার পরিস্থিতি বাঁক বদল করেছে। এই অস্থিতিশীল অবস্থার মধ্যে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এসে মনস্থির করলাম, আর সামনে না গিয়ে এ পর্যন্ত করোনার আচরণ এবং গতিবিধির উপর ভিত্তি করে লেখাটা সমাপ্ত করার চেষ্টা করতে হবে। কিন্তু কয়েকদিন লেখার পর পরিস্থিতি গুরুতরভাবে মোড় নেয়।

করোনা আতঙ্কে এখন বিশ্বে প্রায় এক তৃতীয়াংশ মানুষ গৃহবন্দি। চীনের পরেই করোনা মহামারী মারাত্মক রূপ নিয়েছে ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্র, ইরান, জার্মানি, ফ্রান্সসহ আরও অনেক দেশ। মৃত্যুপুরী হয়ে উঠেছে ইতালি ও স্পেন। সেখানে দোকান-বাজার, রেস্তোরাঁ-বার, স্কুল-কলেজ সবই স্তব্ধ, জনমানবশূন্য। প্রায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। হাসপাতালে বাড়ছে ভিড়, মর্গে জমছে লাশের স্তূপ। শেষকৃত্য করার লোক নেই। শহরের বাইরে নিয়ে গিয়ে দেহ পুড়িয়ে ফেলছেন সেনাসদস্যরা।


চীনে করোনাভাইরাসের তান্ডব (সংক্রমণ এবং মৃত্যু) কমে যেতে যেতে কিছুদিন আগে প্রায় শূন্যের ঘরে নেমে আসে, অন্যদিকে ইতালী, স্পেন, ইরান, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র এসব দেশে করোনাভাইরাসে সংক্রমণ এবং মৃত্যু উভয়টা হু হু করে বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছে, আজ ২৮ মার্চ বাংলাদেশ সময় রাত ১১:১৪ টা পর্যন্ত ইতালিতে মৃত্যুবরণ করে ৯১৩৪ জন এবং স্পেনে ৫৮১২ জন, উভয় দেশে মৃত্যুর সংখ্যা চীনকে আরো আগে অতিক্রম করে ফেলে! জানি না, এরপর আর কত দেশ করোনাভাইরাসের প্রাদুর্ভাবস্থল চীনকে মৃত্যুর দিকে থেকে ছাড়িয়ে যায়! জানি না, এক মাস পর (২৮ এপ্রিল) করোনাভাইরাসের তান্ডবে আর কত হাজার মানুষকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়! জানি না, এই লেখাও অপূর্ণ থেকে যায় কিনা!


ইতালিতে করোনাভাইরাসের উপদ্রব সম্পর্কে বিশেষভাবে আলোচনা করতে গিয়ে এই কথাগুলো বলা প্রয়োজন মনে হলো। এই প্রতিবেদনে বলা হয়, উত্তর ইতালির লম্বার্ডি অঞ্চলে ইতালির ছয়জন নাগরিক করোনাভাইরাসের জন্য ইতিবাচক পরীক্ষা করেছে। লম্বার্ডি অঞ্চলের এই ছয়জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়াকে ইতালিতে স্থানীয় সংক্রমণের প্রথম জানা ক্ষেত্র বলে মনে করা হয়। প্রতিবেদনটির শেষে আবার বলা হয়, ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে বলে নিশ্চিত হওয়া প্রথম ব্যক্তিটি সম্প্রতি চীন থেকে ফিরে আসা এক বন্ধুর সাথে দেখা করার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে মনে করা হয়।

প্রথম কথা হলো 'মনে করা' আর নিশ্চয়তার মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। দ্বিতীয় কথা হলো 'সম্প্রতি চীন থেকে ফিরে আসা এক বন্ধু' কি করোনাভাইরাসে আক্রান্ত ছিল? যদি সে আক্রান্ত হতো, তাহলে সে-ই হতো ইতালী বা লম্বার্ডি অঞ্চলে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি, তার কাছ থেকে যে সংক্রমিত হয়েছে, সে হতো দ্বিতীয় ব্যক্তি। আর যদি 'সম্প্রতি চীন থেকে ফিরে আসা এক বন্ধু' করোনাভাইরাসে আক্রান্ত না হয় (চীন থেকে ফিরে এলেই করোনা পজিটিভ হবে, এমন কোনো কথা নেই), তাহলে বিশ্বাস করতে হবে করোনায় আক্রান্ত নয়, এমন একজন লোক থেকে সুস্থ কোনো লোক করোনায় আক্রান্ত হয়েছে! এটা কিভাবে সম্ভব? একজন লোকের শরীরে কালি নেই, পরিষ্কার শরীর, তার সাথে মিশলে আরেকজনের শরীরে কালি লাগবে কিভাবে?!
'যে ভুলে ইতালিতে করোনার মহামারি' শিরোনামে সময় নিউজের ওয়েবসাইটে ১৯ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত তুরস্কের রাষ্ট্রীয় এজেন্সি আনাদোলুর একটি প্রতিবেদন অবলম্বনে তৈরিকৃত প্রতিবেদনে বলা হয়, 'কডোনো শহরের যে রোগী থেকে সারাদেশে ব্যাপক আকারে করোনা ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে ওই রোগী প্রথমে সামান্য অসুস্থতা নিয়ে হাসপাতালে যান। তার পারিবারিক চিকিৎসক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা পরামর্শ দিয়ে বাড়ি পাঠান। দুদিন পর শ্বাসযন্ত্রের তীব্র সমস্যা দেখা দিলে ওই রোগী আবার হাসপাতালে যান। কিন্তু তখনো প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়নি। এর ফলে ওই রোগীর কাছ থেকে করোনাভাইরাস অন্য রোগী ও হাসপাতালের কর্মীসহ পুরো ১৬ হাজার বাসিন্দার পুরো শহরে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, কডোনো শহরের ওই রোগী চীন ফেরত এক বন্ধুর সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু তার ওই বন্ধু করোনায় আক্রান্ত ছিলেন না। ডিএনএ পরীক্ষায় দেখা গেছে, ওই রোগীর ভাইরাসের উৎস জার্মানির মিউনিখ বা ফিনল্যান্ড হতে পারে। কিন্তু কিভাবে ওই রোগী করোনায় আক্রান্ত হলেন তা জানা যায়নি। ...
করোনা প্রথম ধরা পড়া দেশ চীন থেকে ভৌগলিকভাবে ইতালির এত দূরে অবস্থান হলেও কেনো দেশটিতে এমন মহামারি আকারে ছড়ালো? এক্ষেত্রে চীনা পর্যটকদের উচ্চ সংখ্যাই বড় সন্দেহ হয়ে দাঁড়িয়েছে। গত বছর ৩১ লাখ চীনা পর্যটক ইতালি সফর করেছে। তবে ইতালিতে মৃত্যুহার এতো বেশি হওয়ার পেছনে বিশেষজ্ঞরা কারণ হিসেবে দেখছেন, সেখানকার প্রবীণ জনসংখ্যার হারকে। ডেমোগ্রাফিক সায়েন্স জার্নালের এক নিবন্ধে অক্সফোর্ডের গবেষকরা লিখেছেন, করোনাভাইরাসের ক্ষেত্রে ৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তিরা অপেক্ষাকৃত বেশি ঝুঁকিতে আছেন। ইতালির মোট জনসংখ্যার ২৩ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।' [https://m.somoynews.tv/pages/details/203627]

এখানে কডোনো শহরের যে রোগী থেকে সারাদেশে ব্যাপক আকারে করোনা ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে, ওই রোগী চীন ফেরত এক বন্ধুর সঙ্গে দেখা করেছিলেন বলে জানা যায়। কিন্তু তার ওই বন্ধু করোনায় আক্রান্ত ছিলেন না। ডিএনএ পরীক্ষায় দেখা গেছে, ওই রোগীর ভাইরাসের উৎস জার্মানির মিউনিখ বা ফিনল্যান্ড হতে পারে। কিন্তু কিভাবে ওই রোগীর করোনায় আক্রান্ত হলেন তা জানা যায়নি। ...
হয়তো কখনো জানা যাবে না, কারণ ওই রোগী হয়তো ভুলভাবে করোনা-শনাক্ত হয়েছে অথবা সত্যিই ওই লোকটি স্থানীয়ভাবে সংক্রমিত। কিন্তু স্থানীয়ভাবে মানুষ কিভাবে সংক্রমিত হতে পারে, তা বুঝতে কষ্ট বলেই ওই লোকের করোনায় আক্রান্ত হবার কারণ খোঁজা হচ্ছে। স্থানীভাবে সংক্রমণের কারণ ততদিন পর্যন্ত অস্পষ্ট থাকবে মানবজাতির নিকট, যতদিন মানবজাতি শুধু নিউমোনিয়াজাতীয় শারীরিক সমস্যাগুলোকে নয়, যে কোনো রোগকে সংক্রামক, বিশেষ করে বায়ুবাহিত বলে বিশ্বাস করবে। আমার অনুরোধ, এই ধারণা পরিহার করার জন্য যে যার অবস্থান থেকে দ্রুত কাজ শুরু করুন, মানুষ অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে, মানুষকে আর বেশি ক্ষতিগ্রস্থ হতে দেয়া ঠিক হবে না।
'ইতালিতে করোনাভাইরাসে ১ ব্যক্তির মৃত্যু, ১০ শহর বন্ধ' শিরোনামে প্রথম আলোয় ২২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনার পর ১০টি শহর বন্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে জনসমাগমস্থলে যাওয়া। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ১৭তে পৌঁছেছে।
দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবার ইতালির উত্তরাঞ্চলের লম্বার্ডি এলাকায় ১৫ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এ ঘটনার পরপরই ৫০ হাজার মানুষের ১০টি শহর বন্ধ করে দেওয়া হয়েছে। এসব শহরের জনগণকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। স্কুল, বার, চার্চ, সামাজিক অনুষ্ঠানসহ জনসমাগমস্থলে যেতে নিষেধ করা হয়েছে।

ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজন চিকিৎসকও রয়েছেন। ইতালিতে স্থানীয়ভাবে সংক্রমণ ঘটা করোনাভাইরাসের প্রথম ঘটনা এটি। যে পাঁচজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন, তাঁরা কেউ চীন সফর করেননি।' [https://www.prothomalo.com/international/article/1641064]

চীন ভ্রমণ না করেও করোনায় আক্রান্ত? স্থানীয়ভাবে সংক্রমণ? কিভাবে সম্ভব? করোনাকে ছোঁয়াচে বা সংক্রামক বলে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘোষনা দিয়েছেন, প্রচার করছেন, তাদেরকে এই প্রশ্নটির উত্তর অবশ্যই দিতে হবে। বলতে হবে চীনে উপদ্রব শুরু হওয়া করোনাভাইরাস সুদূর ইতালিতে পৌঁছলো কী করে কোনো মাধ্যম ছাড়া?

'China coronavirus outbreak: All the latest updates' শিরোনামে আল জাজিরার ওয়েবসাইটে ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত নিয়মিত হালনাগাদকৃত একটি প্রতিবেদনে বলা হয়, 'Six coronavirus cases discovered in north Italy, hundreds to be tested.

Six people have tested positive in Italy for coronavirus, the northern Lombardy region said, in the first known cases of local transmission of the potentially deadly illness in the country.

Officials told residents from three small towns some 60km (40 miles) southeast of Italy's financial capital Milan, to stay at home as doctors tested hundreds of people who might have come into contact with the six coronavirus sufferers.

None of the six was believed to have visited China.' [https://www.aljazeera.com/news/2020/02/cloneofcloneofcloneofcloneofcloneof2002152244372-200220231446112.html]

উত্তর ইতালিতে শনাক্তকৃত ছয়টি করোনাভাইরাসের ঘটনা স্থানীয়ভাবে সংক্রমণ হওয়ার প্রথম জানা ক্ষেত্রে। বলা হয়, ছয়জনের কেউই চীন সফর করেছেন বলে মনে করা হয়নি। ইতালীতে স্থানীয়ভাবে সংক্রমণ এই দিকে ইঙ্গিত করে, হয়তো করোভাইরাসের প্রচলিত পরীক্ষায় ত্রুটি থাকার কারণে সাধারণ নিউমোনিয়ায় আক্রান্তদেরকেই করোনাভাইরাসের রোগী বলে মনে হচ্ছে, নতুবা অন্য কোনোভাবে উহানের ভাইরাস ইতালীতে ছড়িয়ে পড়েছে বা ছড়ানো হয়েছে। সময় হয়তো বলে দেবে, কোনটা সঠিক।

'Coronavirus maps and charts: A visual guide to the outbreak' শিরোনামে By The Visual and Data Journalism Team কর্তৃক তৈরিকৃত একটি প্রতিবেদন প্রকাশিত হয় বিবিসি নিউজের ওয়েবসাইটে ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে। সেখানে বলা হয়, 'Meanwhile in Italy, the country's authorities have announced a series of measures to try to halt the virus's spread. It is not yet clear how it entered the country.


Eleven towns in northern Italy at the centre of the outbreak - home to a total of 55,000 people - have been quarantined. Schools, universities and cinemas have been closed and several public events cancelled.
The UK has advised against travelling to the region.' [https://www.bbc.com/news/world-51235105]

এখানে বলা হয়েছে করোনাভাইরাস কীভাবে ইতালিতে প্রবেশ করেছে তা এখনও পরিষ্কার নয়। যেখানে চীনের উহান ছাড়া অন্যান্য প্রদেশ বা নগরীতে তেমন একটা প্রবেশ করেনি, চীনের বেইজিং, সাংহাইসহ বড় বড় অনেক শহরকে (যে শহরগুলো উহানের খুব নিকটবর্তী) লকডাউন করতে হয়নি, সেখানে ইতালীতে কিভাবে প্রবেশ করেছে, কেন ইতালীর কোনো একটা দু'টো শহরকে নয়, পুরো ইতালীকে লকডাউন করতে হয়েছে, তা অবশ্যই একটি বড় প্রশ্ন। সবাই চায় প্রশ্নটির উত্তর পরিষ্কার হোক।

(৯) ইরান
'Coronavirus: First deaths reported in Middle East' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় জার্মানীর সংবাদ মাধ্যম ডয়চে ভেলের ওয়েবসাইটে। সেখানে বলা হয়, 'The deadly COVID-19 virus claimed the lives of two people in Iran, in the first deaths to be reported in the Middle EastTehran previously denied reports that people in the country were infected with the virus.

Two people in Iran have died after testing positive for the new coronavirus, COVID-19, Iranian officials said on Wednesday.
Iran's Health Ministry said that the two patients were Iranian citizens and residents of the city of Qom, state news agency IRNA reported.
Both of the patients were reportedly elderly who had health issues that impacted their immunity.
"Following the recent cases of chronic respiratory diseases in Qom, two of the patients tested positive in preliminary tests," ministry spokesman Kianoush Jahanpour said, according to IRNA.
"Unfortunately both passed away in the intensive care unit due to old age and issues with their immune system."
Qom is a center for Islamic studies that draws scholars from across Iran and other countries. The two patients who died, however, were not known to have left Iran.
Prior to Wednesday's deaths, the Iranian government denied reports about people being infected with the virus in the country.'       [https://www.dw.com/en/coronavirus-first-deaths-reported-in-middle-east/a-52436966]

করোনাভাইরাসে ইরানের যে দু'জনের প্রাণহানির কথা এই প্রতিবেদনে বলা হয়েছে, তারা ছিলেন ইরানি নাগরিক এবং কোম শহরের বাসিন্দা, রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে। উভয় রোগীই বয়স্ক ছিলেন যাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল। তবে দুই রোগী ইরান ছেড়ে গেছেন বলে জানা যায়নি।
ইরানের বাইরে না গিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এবং মারা যাওয়ার কারণ হিসেবে কী ব্যাখ্যা আছে তাদের কাছে, যারা এই রোগে আক্রান্ত হওয়াকে ভাইরাস বলে দাবি করে, প্রচার করে এবং বিশ্বাস করে।

(১০) যুক্তরাজ্য
'Coronavirus: Woman in 70s becomes first virus fatality in UK' শিরোনামে বিবিসির ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ৫ মার্চ ২০২০ তারিখে। সেখানে বলা হয়, 'A woman with underlying health conditions has become the first person in the UK to die after testing positive for coronavirus.

The Royal Berkshire NHS Trust said the patient, understood to be in her 70s, had been "in and out of hospital for non-coronavirus reasons".
She was admitted and tested positive for coronavirus on Wednesday.
It comes as the number of UK people diagnosed with the virus reached 116, a rise of more than 30 in 24 hours.

Meanwhile, the prime minister's official spokesman said it was "highly likely the virus is going to spread in a significant way".

The woman, who was being treated at the Royal Berkshire Hospital in Reading, is believed to have caught the virus in the UK, said the country's chief medical adviser Prof Chris Whitty.
She is not thought to have been abroad recently, BBC health correspondent Nick Triggle added.
Officials are now trying to trace the people she was in contact with.
Prof Whitty offered his sincere condolences to her family and friends and asked that their request for privacy is respected.' [https://www.bbc.com/news/uk-51759602]

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত প্রথম ব্যক্তিরও বিদেশ ভ্রমণের কোনো রেকর্ড নেই! চীনে করোনাভাইরাসে আক্রান্ত লোক থেকে করোনাভাইরাস যুক্তরাজ্যে ছোঁয়াচে হয়ে ছড়িয়ে পড়েছে, এমন বক্তব্যের কি কোনো ভিত্তি থাকে? কিভাবে এমন ঘটনা ঘটলো, এই প্রশ্নের উত্তর কি কখনো পাওয়া যাবে? [উত্তর অবশ্যই থাকার কথা।]

'Coronavirus: Latest patient was first to be infected in UK' শিরোনামে বিবিসি'র ওয়েবসাইটে ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়, 'The latest patient diagnosed with the coronavirus in England is the first to catch it in the UK.

It is unclear whether this was directly or indirectly from someone who recently returned from abroad, England's chief medical officer said.
The man is a resident of Surrey who had not been abroad recently himself.

It takes the total number of UK cases to 20 and comes after a British man in his 70s became the first UK citizen to die from the virus. ...
Prof Whitty said the case was being investigated and contact tracing has begun.
The Department of Health and Social Care said the virus was passed on in the UK but the original source was "unclear" and there was no "immediately identifiable link" to overseas travel.' [https://www.bbc.com/news/uk-51683428]

যুক্তরাজ্যে সর্বশেষ শনাক্তকৃত একজন রোগী সম্পর্কে এখানে বলা হয়, লোকটি নিজে সম্প্রতি বিদেশ ছিলেন না, এমনকি সম্প্রতি বিদেশ থেকে ফিরে আসা কারও কাছ থেকে এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিল কিনা তাও স্পষ্ট নয়। আরো বলা হয়, ভাইরাসটি যুক্তরাজ্যে প্রেরণ করা হয়েছিল তবে আসল উৎসটি "অস্পষ্ট" এবং বিদেশ ভ্রমণে "তাৎক্ষণিকভাবে শনাক্তযোগ্য কোনো লিঙ্ক"ও ছিল না।
অনেক ভাবনার বিষয়। লোকটি নিজে বিদেশ না গিয়ে, এমনকি বিদেশ থেকে ফিরে আসা কারো সাথে না মিশেও কিভাবে করোনাভাইরাসে আক্রান্ত হলো? করোনাভাইরাস তাহলে 'ভাইরাস' হলো কী করে! আরেকটি গুরুতর প্রশ্ন, ভাইরাসটি যুক্তরাজ্যে প্রেরণ করার উৎস কী?

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top