করোনাভাইরাসের প্রকৃত রহস্য
[করোনাভাইরাস : কোত্থেকে ছড়ালো? সত্যিই কি ছোঁয়াচে? সত্যিই কি কোনো ‘ভাইরাস’? মহামারী প্রতিরোধে করণীয়]
এই ল্যাবরেটরি কেন? এই প্রশ্নের উত্তর এই ল্যাবরেটরির নামের মধ্যেই রয়েছে। কিন্তু চীন কি নিজ দেশের নাগরিকদের কাছে বা বিশ্বের কাছে কখনো এই ল্যাবরেটরি স্থাপনের কোনো উদ্দেশ্যের কথা প্রকাশ করেছে? মনে হয় না। চীন কেমন নিয়ন্ত্রিত দেশ, তা বিশ্ববাসী জানুক আর না জানুক, চীন নিজে তা ভালোভাবে জানে। উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্বমিডিয়ার চীনে বা চীনের উহানে প্রবেশে শক্ত বিধিনিষেধ ছিল, কেন ছিল সেই বিধিনিষেধ? অন্তত এই প্রশ্নের উত্তর নিয়ে সামান্য ভাবলেই প্রশ্নগুলোর উত্তরের সহজ সূত্র বের হয়ে পড়বে। চীন একটি নিয়ন্ত্রিত দেশ হওয়াটাও এই প্রতিবেদনের সম্ভাবনাকে নিশ্চয়তার পর্যায়ে নিয়ে যেতে পারে। চীন কি এই প্রশ্নের উত্তরে 'হ্যাঁ' বলবে, যদি চীন না হয়ে চীনের মতো প্রভাবশালী, তবে এতোটা নিয়ন্ত্রিতও নয়, এমন কোনো দেশের এরকম কোনো ল্যাবরেটরি থেকে জৈব রাসায়নিক মারণাস্ত্র ছড়িয়ে পড়তো (ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে), সেই দেশ কি তা স্বীকার করতো? কখনোই না। যেহেতু এরকম মারণাস্ত্র তৈরির বৈধতা নেই।
লেজ দেখে আমরা অনেক প্রাণীর মাথা সম্পর্কে অবগত হতে পারি; অদৃশ্য বাতাসের অস্তিত্ব সম্পর্কে আমরা নিশ্চিত হই বাতাসের প্রবাহ অনুভব করে, বাতাসের প্রবাহের কারণে গাছের পাতার নড়াচড়া দেখে; চোখ বন্ধ করে নাকের সামনে থাকা কোনো ফলের ঘ্রাণ শুঁকে ফলের নাম বলে দিতে পারি নিশ্চিতভাবে; দেয়ালের ওপাশে আগুণ জ্বললে দেয়ালের এপাশ থেকে শুধু ওই আগুণের ধোঁয়া দেখে নিশ্চিত হওয়া যায় দেয়ালের ওপাশে আগুণ জ্বলছে; পথের পাশে গোবর পড়ে থাকতে দেখে বুঝা যায় এই পথ দিয়ে গরু চলাচল করেছে; এভাবে অনেক কিছুই সরাসরি না দেখে নিশ্চিতভাবে বিশ্বাস করা যায় শুধু তার ক্রিয়া দেখে। চীনের উহান, উহানে স্থাপিত জৈব রাসায়নিক মারণাস্ত্রের ল্যাবরেটরী এবং উহানে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এই তিনটি বিষয়ের সম্পর্ক খুঁজতে গেলে থলের বিড়াল বেরিয়ে আসতে বাধ্য। চীন কখনোই স্বীকার করবে না, যেভাবে জাপানে আণবিক বোমা নিজ হাতে গিয়ে নিক্ষেপ করার পরও চার সপ্তাহ ধরে স্বীকার করেনি আমেরিকা যে, এটা আণবিক বোমা ছিল। চীন স্বীকার না করে বরং 'শাক দিয়ে মাছ ঢাকা'র চেষ্টা করেছে।
'First Covid-19 case happened in November, China government records show – report' শিরোনামে দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে ১৩ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (by Helen Davidson in Hong Kong) বলা হয়, 'The Chinese government was widely criticised over attempts to cover up the outbreak in the early weeks, including crackdowns on doctors who tried to warn colleagues about a new Sars-like virus which was emerging in the city of Wuhan in Hubei province.
The data obtained by the Post, which the Guardian has not been able to verify, said a 55-year-old from Hubei province could have been the first person to contract Covid-19. For about one month after that date there were one to five new cases reported each day, the report said, and by 20 December there were 60 confirmed cases.' [https://www.theguardian.com/world/2020/mar/13/first-covid-19-case-happened-in-november-china-government-records-show-report]
"The act is the primary means for bringing a lawsuit against a foreign sovereign or its agencies and instrumentalities," he said. ...
"There is evidence that প্রথম প্রতিবেদনে বলা হয়েছে, শুরুর কয়েক সপ্তাহের মধ্যে এই প্রাদুর্ভাব ঢাকার চেষ্টা করার কারণে চীন সরকার ব্যাপক সমালোচিত হয়েছিল। শেষের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাস সম্পর্কে তথ্য শেয়ার করা রোধ করতে চীন পদক্ষেপ নিয়েছিল, এমন প্রমাণ রয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠে, কেন চীনের এই অপতৎপরতা? সি ফুড মার্কেট থেকে ভাইরাসটি ছড়িয়ে থাকলে কি চীন এমন লুকোচুরির পথ বেছে নিতো?
এ সম্পর্কে আরো দু'টি প্রতিবেদন দেখা যাক:
'China asked WHO to cover up coronavirus outbreak: German intelligence service' শিরোনামে তাইওয়ান নিউজে ৯ মে ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে (By Matthew Strong, Taiwan News, Staff Writer) বলা হয়, 'TAIPEI (Taiwan News) — Chinese leader Xi Jinping (習近平) asked World Health Organization (WHO) Director-General Tedros Adhanom Ghebreyesus to suppress news about the Wuhan coronavirus (COVID-19) outbreak, the German intelligence agency BND found, according to a report by German magazine Der Spiegel.
During a conversation on Jan. 21, Xi reportedly asked Tedros not to announce that the virus could be transmitted between humans and to delay any declaration of a coronavirus pandemic.
It took until the end of January before the WHO declared that the coronavirus outbreak needed to receive international attention. Because of China ’s delay, the world wasted four to six weeks it could have used to better counter the spread of the virus, the BND concluded.
In response to the reports by German media, Chinese diplomats said the opposite was true, arguing that the communist country's handling of the virus had bought time that was then wasted by other governments. [https://www.taiwannews.com.tw/en/news/3931126]
The WHO on May 9 issued a statement, denying the report in Der Spiegel on a purported phone conversation between Xi and WHO Director-General Dr Tedros Adhanom Ghebreyesus on January 21. Calling the report "unfounded" and "untrue", WHO said, "Dr Tedros and President Xi did not speak on 21 January and they have never spoken by telephone."
However, the charge that China influenced the WHO on coronavirus has not gone away. Newsweek reported on Tuesday that the CIA believed China had sought to prevent WHO from issuing a global health warning on coronavirus in January.
Newsweek reported that a CIA report claimed, "China threatened the WHO that the country would stop cooperating with the agency's coronavirus investigation if the organisation declared a global health emergency" over coronavirus.
WHO declared the coronavirus a global health emergency on January 30. At the time of the declaration, Dr Tedros Adhanom Ghebreyesus noted, "This declaration is not a vote of no confidence in China . On the contrary, WHO continues to have confidence in China 's capacity to control the outbreak."
The CIA report and the claims of German intelligence are likely to bolster suspicion that China had hid the extent of the spread of COVID-19. "The timeline of the CIA document, called U.N.-China: WHO Mindful But Not Beholden to China, and the German report dovetail with another analysis conducted by the US Department of Homeland Security that said China suppressed information about the outbreak in January, so it could hoard medical supplies from around the world," Newsweek claimed.
The DHS analysis, which was reported by the Associated Press, on May 1 claimed, "Beijing imported 2.5 billion pieces of epidemic personal protective equipment (PPE)—which included more than two billion masks—during a six-week period starting mid-January".
Newsweek notes that China first informed WHO of the novel coronavirus on December 31 and confirmed human-to-human transmission on January 20. The WHO voted twice, on January 22 and 23, on whether to declare the coronavirus as a global health emergency, but came to a decision only a week later.
In April, the Associated Press reported the Chinese government understood it was dealing with a epidemic in a meeting held on January 14. However, Xi issued a public warning only on January 20, even as people travelled and fled from Wuhan and other areas of Hubei that were affected by the coronavirus.
[https://www.theweek.in/news/world/2020/05/13/covid-19-after-german-intelligence-now-cia-believes-china-tried-to-coerce-who.html]
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেও উপরের প্রতিবেদনে উল্লেখিত সম্ভাবনাকে 'ষড়যন্ত্র তত্ত্ব' বলে উড়িয়ে দেয়ার সুযোগ রহিত হবে এবং দিবালোকের মতো পরিষ্কার হবে, উহানে স্থাপিত জৈব রাসায়নিক মারণাস্ত্রের ল্যাবরেটরী থেকেই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে জৈব রাসায়নিক পদার্থ উহানের বাতাসের সাথে মিশিয়ে দেয়ার ফলেই এই মহামারীর জন্ম।
উহানে ছড়িয়ে পড়া অজ্ঞাত কারণে নিউমোনিয়া উহানের সি ফুড মার্কেট থেকে ছড়িয়েছিল বলে চালিয়ে দিতে চেয়েছে চীন। কিন্তু করোনাভাইরাসের কারণ সম্পর্ক এই নিবন্ধের শুরুর দিকে আলোচনা করতে গিয়ে প্রমাণিত হলো, চীনের এই দাবি ভুয়া। উহানের মাছের বাজার থেকে করোনাভাইরাস ছড়ায়নি। 'করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তিটির সন্ধান চলছে' শিরোনামে দৈনিক যুগান্তরে ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'চীনে যে ৭৫ হাজারেরও বেশি লোকের দেহে এ সংক্রমণ ঘটেছে- তার ৮২ শতাংশই নিবন্ধিত হয়েছে এই হুবেই অঞ্চল থেকে। এ তথ্য জনস হপকিন্স ইউনিভার্সিটির।
কিন্তু চীনা গবেষকদের এক জরিপ যা ল্যান্সেট সাময়িকীতে প্রকাশিত হয়, তাতে বলা হয় কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণ চিহ্নিত হয় একজন লোকের দেহে ২০১৯ সালের ১ ডিসেম্বর।
সেই ব্যক্তিটির সঙ্গে উহান শহরের ওই বাজারের কোনো সম্পর্ক ছিল না। তবে এটি ঠিক যে, প্রথম দিকে যে ৪১ জন সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন- তার মধ্যে ২৭ জনই উহানের সেই বাজারের সংস্পর্শে এসেছিলেন।' [https://www.jugantor.com/international/281953]
এই প্রতিবেদনও প্রমাণ করে করোনাভাইরাস উৎপত্তির সম্পর্ক সম্পর্কে বিশ্ববাসীর দৃষ্টি ল্যাবরেটরি থেকে মাছের বাজারের দিকে নিয়ে যাবার চীনা চেষ্টা 'শাক দিয়ে মাছ ঢাকা'র ব্যর্থচেষ্টা ছাড়া কিছু নয়। কারণ এই প্রতিবেদনে যে ব্যক্তিকে প্রথম আক্রান্ত বলে মনে করা হয়েছে, সে ব্যক্তির সাথে যেমন মাছের বাজারের কোনো সম্পর্ক ছিল না, তেমনি প্রথম দিকে যে ৪১ জন সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন- তার মধ্যে ১৪ জনের সাথেই ওই মাছের বাজারের কোনো সম্পর্ক ছিল না। তাহলে বুঝা যায়, বাকি ২৭ জন যে উৎস থেকে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে, এই ১৪ জনও সেই উৎস থেকেই সংক্রমিত হয়েছে। কারণ এটা এক অদৃশ্য উৎস।
উইকিপিডিয়ায় '2020 coronavirus pandemic in
'Background
On 12 January, the World Health Organization (WHO) confirmed that a novel coronavirus was the cause of a respiratory illness in a cluster of people in তবে চীন উহানের এই সংক্রমণকে ছোঁয়াচে বলে প্রচার করে করোনাভাইরাসের উৎপত্তিস্থল সম্পর্কে মানুষের দৃষ্টি এখনো পর্যন্ত ল্যাবরেটরিটির দিকে থেকে ফিরিয়ে মাছের বাজারের দিকে নিবদ্ধ রাখতে যেমন সফল হলো, তেমনি করোনাভাইরাসের উপদ্রবের সাথে ল্যাবরেটরির সম্পর্ক সম্পর্কে অভিযোগগুলোকেও 'ষড়যন্ত্র তত্ত্ব' বলে উড়িয়ে দিতে মোটামুটি সফল হলো।