করোনাভাইরাসের প্রকৃত রহস্য
[করোনাভাইরাস : কোত্থেকে ছড়ালো? সত্যিই কি ছোঁয়াচে? সত্যিই কি কোনো ‘ভাইরাস’? মহামারী প্রতিরোধে করণীয়]
পঞ্চম অধ্যায়
চীনে প্রথমে কে বা কারা আক্রান্ত হয়েছে? কোত্থেকে আক্রান্ত হয়েছে?
চীনে প্রথমে কে বা কারা আক্রান্ত হয়েছে, কোত্থেকে আক্রান্ত হয়েছে, তা দেখতে হলে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ইতিহাস আবার সামনে আনতে হবে। এ সম্পর্কিত কিছু প্রতিবেদন দেখা যাক:
(১) 'What Is Coronavirus?' শিরোনামে একটি নিবন্ধ (By Lauren M. Sauer, M.S.) প্রকাশিত হয় হপকিন্স মেডিকেলের ওয়েবসাইটে। সেখানে বলা হয়,
'How did this new coronavirus spread to humans?
COVID-19 appeared in Wuhan , a city in China , in December 2019. Although health officials are still tracing the exact source of this new coronavirus, early hypotheses thought it may be linked to a seafood market in Wuhan , China . Some people who visited the market developed viral pneumonia caused by the new coronavirus. A study that came out on Jan. 25, 2020, notes that the individual with the first reported case became ill on Dec. 1, 2019, and had no link to the seafood market. Investigations are ongoing as to how this virus originated and spread.' [https://www.hopkinsmedicine.org/health/conditions-and-diseases/coronavirus]
(২) যুক্তরাজ্যের চিকিৎসা সাময়িকী ল্যানসেটের সম্পাদকীয়তে ২৪ জানুয়ারি ২০২০ তারিখে 'Emerging understandings of 2019-nCoV' শিরোনামে প্রকাশিত নিবন্ধে বলা হয়, ''There is an emergency in China, but it has not yet become a global health emergency...WHO is following this outbreak every minute of every day'', said Dr Tedros Ghebreyesus, Director-General of WHO, on Jan 23. A novel coronavirus (2019-nCoV) outbreak is emerging, but it is not yet a Public Health Emergency of International Concern (PHEIC). As we went to press, more than 500 cases have been confirmed in
Today, we publish the first clinical data from individuals confirmed to be infected with 2019-nCoV from Wuhan , China . Chaolin Huang and colleagues provide comprehensive findings for the first 41 laboratory-confirmed cases. 27 of these 41 cases had direct exposure to the Wuhan seafood market that is thought to be the initial site of infection from an animal source. All had viral pneumonia. The severity of illness is concerning: almost a third of patients developed acute respiratory distress syndrome requiring intensive care; six patients died; five had acute cardiac injury; and four required ventilation.
Separately, Jasper Fuk-Woo Chan and colleagues report clinical and microbiological data from a family of six people who had travelled to Wuhan and later presented with pneumonia to Shenzhen Hospital in Guangdong province. Five were identified as infected with 2019-nCoV. Notably, none had been to the Wuhan market, but two had visited a Wuhan hospital. The authors suggest these findings confirm human-to-human transmission. Together, these Articles provide an important initial picture of the clinical spectrum and transmission of this new disease. ...
There are still many gaps in our understanding.' [https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(20)30186-0/fulltext]
(৩) 'করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তিটির সন্ধান চলছে' শিরোনামে দৈনিক যুগান্তরে ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 'চীনে যে ৭৫ হাজারেরও বেশি লোকের দেহে এ সংক্রমণ ঘটেছে- তার ৮২ শতাংশই নিবন্ধিত হয়েছে এই হুবেই অঞ্চল থেকে। এ তথ্য জনস হপকিন্স ইউনিভার্সিটির।
কিন্তু চীনা গবেষকদের এক জরিপ যা ল্যান্সেট সাময়িকীতে প্রকাশিত হয়, তাতে বলা হয় কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণ চিহ্নিত হয় একজন লোকের দেহে ২০১৯ সালের ১ ডিসেম্বর।
সেই ব্যক্তিটির সঙ্গে উহান শহরের ওই বাজারের কোনো সম্পর্ক ছিল না। তবে এটি ঠিক যে, প্রথম দিকে যে ৪১ জন সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন- তার মধ্যে ২৭ জনই উহানের সেই বাজারের সংস্পর্শে এসেছিলেন।' [https://www.jugantor.com/international/281953]
(৪) 'এশিয়ায় ছড়াচ্ছে নয়া ভাইরাস' শিরোনামে দৈনিক যুগান্তরে ২১ জানুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'ভাইরাস ছোঁয়াচে কিনা সে ব্যাপারে প্রাথমিকভাবে গবেষকরা বলেন, যারা চীনের উহান শহরে মাছের বাজারে গিয়েছিলেন তারা এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। কিন্তু এমন কয়েকজন রোগী পাওয়া গেছে যারা কোনো মাছের বাজার বা বাজারেই যাননি। অবশ্য এ ভাইরাস সম্পর্কে এখনও খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না।' [https://www.jugantor.com/todays-paper/ten-horizon/269371]
(৫) 'Who is 'patient zero' in the coronavirus outbreak?' শিরোনামে বিবিসি ফিউচারে ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে (By Fernando Duarte) বলা হয়, 'Chinese authorities and experts are at odds about the origin of the ongoing coronavirus outbreak. More specifically, who is "patient zero" for the outbreak. Also known as an index case, patient zero is a term used to describe the first human infected by a viral or bacterial disease in an outbreak.
Advances in genetic analysis now make it possible to trace back the lineage of a virus through those it has infected. Combined with epidemiological studies, scientists can pinpoint individuals who may have been the first people to start spreading the disease and so trigger the outbreak.
Identifying who these people are can help address crucial questions about how, when and why it started. These can then help to prevent more people from getting infected now or in future outbreaks.
Do we know who patient zero is in the Covid-19 coronavirus outbreak that started in China ?
The short answer is – no.
Chinese authorities originally reported that the first coronavirus case was on 31 December and many of the first cases of the pneumonia-like infection were immediately connected to a seafood and animal market in Wuhan , in the Hubei province. ...
However, a study, by Chinese researchers published in the Lancet medical journal, claimed the first person to be diagnosed with Covid-19, was on 1 December 2019 (a lot of earlier) and that person had "no contact" with the Huanan Seafood Wholesale Market.
Wu Wenjuan, a senior doctor at Wuhan 's Jinyintan Hospital and one of the authors of the study, told the BBC Chinese Service that the patient was an elderly man who suffered from Alzheimer's disease.
"He (the patient) lived four or five buses from the seafood market, and because he was sick he basically didn't go out,” Wu Wenjuan said.
She also said that three other people developed symptoms in the following days – two of whom had no exposure to Huanan either. ...
Researchers also found that 27 people of a sample of 41 patients admitted to hospital in the early stages of the outbreak had been exposed to the market.' [https://www.bbc.com/future/article/20200221-coronavirus-the-harmful-hunt-for-covid-19s-patient-zero]
'করোনায় আক্রান্ত প্রথম ব্যক্তিটি কে?' শিরোনামে দৈনিক জনকন্ঠে ২৪ ফেব্রুয়ারী ২০২০ তারিখে বিবিসি ফিউচারে প্রকাশিত এই প্রতিবেদন অবলম্বনে একটি ছায়া প্রতিবেদন প্রকাশিত হয়। [https://www.dailyjanakantha.com/details/article/482607]
এই নিবন্ধ/প্রতিবেদনগুলোর নিচে দাগ দেয়া বাক্যগুলো আমরা আগে আলাদা করি।
(এক) Some people who visited the market developed viral pneumonia caused by the new coronavirus. A study that came out on Jan. 25, 2020, notes that the individual with the first reported case became ill on Dec. 1, 2019, and had no link to the seafood market. Investigations are ongoing as to how this virus originated and spread.
(দুই) Today, we publish the first clinical data from individuals confirmed to be infected with 2019-nCoV fromWuhan , China . Chaolin Huang and colleagues provide comprehensive findings for the first 41 laboratory-confirmed cases. 27 of these 41 cases had direct exposure to the Wuhan seafood market that is thought to be the initial site of infection from an animal source. All had viral pneumonia. ...
(তিন) কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণ চিহ্নিত হয় একজন লোকের দেহে ২০১৯ সালের ১ ডিসেম্বর। সেই ব্যক্তিটির সঙ্গে উহান শহরের ওই বাজারের কোনো সম্পর্ক ছিল না। তবে এটি ঠিক যে, প্রথম দিকে যে ৪১ জন সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন- তার মধ্যে ২৭ জনই উহানের সেই বাজারের সংস্পর্শে এসেছিলেন।
(চার) ভাইরাস ছোঁয়াচে কিনা সে ব্যাপারে প্রাথমিকভাবে গবেষকরা বলেন, যারা চীনের উহান শহরে মাছের বাজারে গিয়েছিলেন তারা এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। কিন্তু এমন কয়েকজন রোগী পাওয়া গেছে যারা কোনো মাছের বাজার বা বাজারেই যাননি। অবশ্য এ ভাইরাস সম্পর্কে এখনও খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না।
(পাঁচ) Chinese authorities originally reported that the first coronavirus case was on 31 December and many of the first cases of the pneumonia-like infection were immediately connected to a seafood and animal market inWuhan , in the Hubei province. ...
এবার আমরা সারাংশে আসি।
(এক) প্রথম প্রতিবেদনে বলা হয়, সামুদ্রিক খাবারের বাজারে গিয়েছিলেন, এমন কিছু লোক নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। তবে একেবারে প্রথমে শনাক্তকৃত ব্যক্তিটি ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে সামুদ্রিক খাবারের বাজারের সাথে তার কোনও সম্পর্ক ছিল না।
(দুই) দ্বিতীয় প্রতিবেদনে বলা হয়, প্রথম ক্লিনিক্যাল তথ্যমতে পরীক্ষাগারে যে ৪১ জন ব্যক্তির করোনাভাইরাস নিশ্চিত হওয়া গেছে, তাদের মধ্যে ২৭ জনই উহান সি ফুড মার্কেটে গিয়েছিলেন।
(তিন) আরও বলা হয়, পৃথকভাবে, জ্যাস্পার ফুক-উ চ্যান এবং সহকর্মীরা ছয় জনের একটি পরিবার থেকে ক্লিনিক্যাল এবং মাইক্রোবায়োলজিক্যাল তথ্য রিপোর্ট করেছেন, যারা উহান ভ্রমণ করেছিলেন এবং পরে নিউমোনিয়া নিয়ে গুয়াংডং প্রদেশের শেনজেন হাসপাতালে গিয়েছিলেন। পাঁচজনকেই ২০১৯-এনসিওভিতে সংক্রমিত হিসাবে চিহ্নিত করা হয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হলো, কেউই উহান বাজারে আসেনি, তবে দু'জন উহানের একটি হাসপাতালে গিয়েছিল।
এরপর বলা হয়, লেখকরা পরামর্শ দেন যে, এই ফলাফলগুলো মানুষ থেকে মানুষে সংক্রমণকে নিশ্চিত করে।
(চার) উল্লেখিত এই দু'রকম ঘটনা বর্ণনার আগে দ্বিতীয় প্রতিবেদনে বলা হয়, 'কিন্তু অনেক কিছুই অজানা রয়ে গেছে', আর পরে বলা হয়, 'আমাদের বোঝার মধ্যে এখনও অনেক ফাঁক রয়ে গেছে।'
(পাঁচ) তৃতীয় প্রতিবেদনে যা বলা হয়েছে, তা প্রথম দু'টি প্রতিবেদনকেই সমর্থন করে।
(ছয়) চতুর্থ প্রতিবেদনে বলা হয়, ভাইরাস ছোঁয়াচে কিনা সে ব্যাপারে প্রাথমিকভাবে গবেষকরা বলেন, যারা চীনের উহান শহরে মাছের বাজারে গিয়েছিলেন তারা এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। কিন্তু এমন কয়েকজন রোগী পাওয়া গেছে যারা কোনো মাছের বাজার বা বাজারেই যাননি।
শেষে বলা হয়, অবশ্য এ ভাইরাস সম্পর্কে এখনও খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না।
(সাত) পঞ্চম প্রতিবেদনেও বলা হয়, কোভিড -১৯ শনাক্তকারী প্রথম ব্যক্তিটি ছিল ২০১৯ সালের ১ ডিসেম্বর (অনেক আগে) এবং সেই ব্যক্তির হুয়ানান সীফুড হোলসেল মার্কেটের সাথে "যোগাযোগ ছিল না"।
এখানে লোকটি সম্পর্কে আরো বলা হয়, "সামুদ্রিক খাবারের বাজারে যেতে তাকে চার বা পাঁচটি বাস পাল্টাতে হতো, এমনকি তিনি অসুস্থ থাকায় নিজের আবাসস্থলের বাইরে যাননি।"
(আট) এখানেও প্রাদুর্ভাবের একেবারে প্রাথমিক পর্যায়ে হাসপাতালে ভর্তি হওয়া ওই ৪১ ব্যক্তির করোনাভাইরাসে সংক্রমিত হবার কথা উল্লেখ করা হয়, যাদের ২৭ জন নির্দিষ্ট ওই "বাজারে গিয়েছিল"।
(নয়) এই প্রতিবেদনে এটাও বলা হয়, চীনা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছিল যে, প্রথম করোনাভাইরাস কেসটি ৩১ ডিসেম্বর ছিল এবং নিউমোনিয়া জাতীয় সংক্রমণের প্রথম অনেকগুলো হুবাই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবার এবং পশুর বাজারের সাথে সাথে সংযুক্ত হয়েছিল।
(দশ) আরও বলা হয়, আমরা কি জানি চীন থেকে শুরু হওয়া কোভিড-১৯ করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ''শূন্য রোগী'' কে?
সংক্ষিপ্ত উত্তর হলো 'না'।
চীনে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত ব্যক্তি/ব্যক্তিবর্গ এবং ভাইরাসটি ছোঁয়াচে কিনা, সে সম্পর্কিত এই প্রতিবেদন-নিবন্ধগুলোতে যে ঘটনাগুলোর বর্ণনা দেয়া হয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে যারা করোনাভাইরাসকে ছোঁয়াচে/সংক্রামক/ভাইরাস হিসেবে আখ্যা দিয়েছে এবং প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে, তারা ছাড়া বিশ্বের অন্য সকল সচেতন মানুষ না হলেও অধিকাংশ সচেতন মানুষ করোনাভাইরাসকে ছোঁয়াচে/সংক্রামক/ভাইরাস বলে ভাবতে অনেক কষ্ট হতো। কারণ ছোঁয়াচে বলে আখ্যা দেয়ার জন্য পর্যাপ্ত অনুকূল তথ্য-উপাত্ত নেই এই ঘটনাগুলোতে। 'কষ্ট হতো', না বলে 'ভাবতো না কোনোভাবে' বলা যেতো এখানে। কিন্তু বলা হয়নি, কারণ 'ছোঁয়াচে রোগ বলে একটা কথা আছে না! করোনাভাইরাসও ছোঁয়াচে হলেও তো হতে পারে, হিসাব পুরো না মিললেও!
এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যাবার আগে দু'টি ছোঁয়াচে রোগ সম্পর্কে একটি নিবন্ধ পড়া যাক এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক।
এই নিবন্ধ/প্রতিবেদনগুলোর নিচে দাগ দেয়া বাক্যগুলো আমরা আগে আলাদা করি।
(এক) Some people who visited the market developed viral pneumonia caused by the new coronavirus. A study that came out on Jan. 25, 2020, notes that the individual with the first reported case became ill on Dec. 1, 2019, and had no link to the seafood market. Investigations are ongoing as to how this virus originated and spread.
(দুই) Today, we publish the first clinical data from individuals confirmed to be infected with 2019-nCoV from
Separately, Jasper Fuk-Woo Chan and colleagues report clinical and microbiological data from a family of six people who had travelled to Wuhan and later presented with pneumonia to Shenzhen Hospital in Guangdong province. Five were identified as infected with 2019-nCoV. Notably, none had been to the Wuhan market, but two had visited a Wuhan hospital. The authors suggest these findings confirm human-to-human transmission. ...
There are still many gaps in our understanding.(তিন) কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণ চিহ্নিত হয় একজন লোকের দেহে ২০১৯ সালের ১ ডিসেম্বর। সেই ব্যক্তিটির সঙ্গে উহান শহরের ওই বাজারের কোনো সম্পর্ক ছিল না। তবে এটি ঠিক যে, প্রথম দিকে যে ৪১ জন সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন- তার মধ্যে ২৭ জনই উহানের সেই বাজারের সংস্পর্শে এসেছিলেন।
(চার) ভাইরাস ছোঁয়াচে কিনা সে ব্যাপারে প্রাথমিকভাবে গবেষকরা বলেন, যারা চীনের উহান শহরে মাছের বাজারে গিয়েছিলেন তারা এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। কিন্তু এমন কয়েকজন রোগী পাওয়া গেছে যারা কোনো মাছের বাজার বা বাজারেই যাননি। অবশ্য এ ভাইরাস সম্পর্কে এখনও খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না।
(পাঁচ) Chinese authorities originally reported that the first coronavirus case was on 31 December and many of the first cases of the pneumonia-like infection were immediately connected to a seafood and animal market in
However, a study, by Chinese researchers published in the Lancet medical journal, claimed the first person to be diagnosed with Covid-19, was on 1 December 2019 (a lot of earlier) and that person had "no contact" with the Huanan Seafood Wholesale Market. ...
"He (the patient) lived four or five buses from the seafood market, and because he was sick he basically didn't go out," Wu Wenjuan said.
Researchers also found that 27 people of a sample of 41 patients admitted to hospital in the early stages of the outbreak had been exposed to the market.
এবার আমরা সারাংশে আসি।
(এক) প্রথম প্রতিবেদনে বলা হয়, সামুদ্রিক খাবারের বাজারে গিয়েছিলেন, এমন কিছু লোক নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। তবে একেবারে প্রথমে শনাক্তকৃত ব্যক্তিটি ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে সামুদ্রিক খাবারের বাজারের সাথে তার কোনও সম্পর্ক ছিল না।
(দুই) দ্বিতীয় প্রতিবেদনে বলা হয়, প্রথম ক্লিনিক্যাল তথ্যমতে পরীক্ষাগারে যে ৪১ জন ব্যক্তির করোনাভাইরাস নিশ্চিত হওয়া গেছে, তাদের মধ্যে ২৭ জনই উহান সি ফুড মার্কেটে গিয়েছিলেন।
(তিন) আরও বলা হয়, পৃথকভাবে, জ্যাস্পার ফুক-উ চ্যান এবং সহকর্মীরা ছয় জনের একটি পরিবার থেকে ক্লিনিক্যাল এবং মাইক্রোবায়োলজিক্যাল তথ্য রিপোর্ট করেছেন, যারা উহান ভ্রমণ করেছিলেন এবং পরে নিউমোনিয়া নিয়ে গুয়াংডং প্রদেশের শেনজেন হাসপাতালে গিয়েছিলেন। পাঁচজনকেই ২০১৯-এনসিওভিতে সংক্রমিত হিসাবে চিহ্নিত করা হয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হলো, কেউই উহান বাজারে আসেনি, তবে দু'জন উহানের একটি হাসপাতালে গিয়েছিল।
এরপর বলা হয়, লেখকরা পরামর্শ দেন যে, এই ফলাফলগুলো মানুষ থেকে মানুষে সংক্রমণকে নিশ্চিত করে।
(চার) উল্লেখিত এই দু'রকম ঘটনা বর্ণনার আগে দ্বিতীয় প্রতিবেদনে বলা হয়, 'কিন্তু অনেক কিছুই অজানা রয়ে গেছে', আর পরে বলা হয়, 'আমাদের বোঝার মধ্যে এখনও অনেক ফাঁক রয়ে গেছে।'
(পাঁচ) তৃতীয় প্রতিবেদনে যা বলা হয়েছে, তা প্রথম দু'টি প্রতিবেদনকেই সমর্থন করে।
(ছয়) চতুর্থ প্রতিবেদনে বলা হয়, ভাইরাস ছোঁয়াচে কিনা সে ব্যাপারে প্রাথমিকভাবে গবেষকরা বলেন, যারা চীনের উহান শহরে মাছের বাজারে গিয়েছিলেন তারা এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। কিন্তু এমন কয়েকজন রোগী পাওয়া গেছে যারা কোনো মাছের বাজার বা বাজারেই যাননি।
শেষে বলা হয়, অবশ্য এ ভাইরাস সম্পর্কে এখনও খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না।
(সাত) পঞ্চম প্রতিবেদনেও বলা হয়, কোভিড -১৯ শনাক্তকারী প্রথম ব্যক্তিটি ছিল ২০১৯ সালের ১ ডিসেম্বর (অনেক আগে) এবং সেই ব্যক্তির হুয়ানান সীফুড হোলসেল মার্কেটের সাথে "যোগাযোগ ছিল না"।
এখানে লোকটি সম্পর্কে আরো বলা হয়, "সামুদ্রিক খাবারের বাজারে যেতে তাকে চার বা পাঁচটি বাস পাল্টাতে হতো, এমনকি তিনি অসুস্থ থাকায় নিজের আবাসস্থলের বাইরে যাননি।"
(আট) এখানেও প্রাদুর্ভাবের একেবারে প্রাথমিক পর্যায়ে হাসপাতালে ভর্তি হওয়া ওই ৪১ ব্যক্তির করোনাভাইরাসে সংক্রমিত হবার কথা উল্লেখ করা হয়, যাদের ২৭ জন নির্দিষ্ট ওই "বাজারে গিয়েছিল"।
(নয়) এই প্রতিবেদনে এটাও বলা হয়, চীনা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছিল যে, প্রথম করোনাভাইরাস কেসটি ৩১ ডিসেম্বর ছিল এবং নিউমোনিয়া জাতীয় সংক্রমণের প্রথম অনেকগুলো হুবাই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবার এবং পশুর বাজারের সাথে সাথে সংযুক্ত হয়েছিল।
(দশ) আরও বলা হয়, আমরা কি জানি চীন থেকে শুরু হওয়া কোভিড-১৯ করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ''শূন্য রোগী'' কে?
সংক্ষিপ্ত উত্তর হলো 'না'।
চীনে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত ব্যক্তি/ব্যক্তিবর্গ এবং ভাইরাসটি ছোঁয়াচে কিনা, সে সম্পর্কিত এই প্রতিবেদন-নিবন্ধগুলোতে যে ঘটনাগুলোর বর্ণনা দেয়া হয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে যারা করোনাভাইরাসকে ছোঁয়াচে/সংক্রামক/ভাইরাস হিসেবে আখ্যা দিয়েছে এবং প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে, তারা ছাড়া বিশ্বের অন্য সকল সচেতন মানুষ না হলেও অধিকাংশ সচেতন মানুষ করোনাভাইরাসকে ছোঁয়াচে/সংক্রামক/ভাইরাস বলে ভাবতে অনেক কষ্ট হতো। কারণ ছোঁয়াচে বলে আখ্যা দেয়ার জন্য পর্যাপ্ত অনুকূল তথ্য-উপাত্ত নেই এই ঘটনাগুলোতে। 'কষ্ট হতো', না বলে 'ভাবতো না কোনোভাবে' বলা যেতো এখানে। কিন্তু বলা হয়নি, কারণ 'ছোঁয়াচে রোগ বলে একটা কথা আছে না! করোনাভাইরাসও ছোঁয়াচে হলেও তো হতে পারে, হিসাব পুরো না মিললেও!
এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যাবার আগে দু'টি ছোঁয়াচে রোগ সম্পর্কে একটি নিবন্ধ পড়া যাক এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক।